ভূমিরূপ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর PDF

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় ভূমিরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDFclass 12 Geography first chapter question Pdf in bengali | HS Geography question in bengali |WBCHSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণির ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |ভূগোল প্রথম অধ্যায় ভূমিরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । HS Geography important Question in Bengali Pdf  ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


ভূমিরূপ দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 1st chapter question in bengali pdf


 

‘ভূমিরূপ’ দ্বাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ প্রশ্ন


দ্বাদশ শ্রেণি ভূগোল প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর

1 ভূমিরূপ বিজ্ঞানী থর্নবেরির লেখা বইটির নাম কী ?*

উঃ Principles of Geomorphology

2. ভূগােলবিদ স্ট্রাবোে-র লেখা বইটির নাম কী ?

উঃ Geographical

3 যে প্রণালীতে শক্তি ও পদার্থের অনবরত আগমন ও নির্গমন ঘটে তাকে কী বলে?

উঃ মুক্ত প্রণালী।

4 একটি প্রাথমিক ভূমিরূপের উদাহরণ দাও।*

উ) পর্বত।

5। ধীর অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও।

উ ইউস্ট্যাটিক সঞ্চালন।

6. একটি আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়ার নিদর্শন বলে। *

উ) অগ্নৎপাত, যার ফলে সৃষ্ট লাভাপ্রবাহ।

7। মহীভাবক আলােড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ লেখাে।

উ) ভঙ্গিল পর্বত।

৪। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?*

উ) যে প্রক্রিয়া দ্বারা বিভিন্ন বহিজাত প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকালধরে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়, সেই প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। যেমন- নদী দ্বারা ভূমিরূপেরপরিবর্তন।

৩। পর্যায়ন কাকে বলে ?[WBCHSE '18]

বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়ীভবন, বহন ও সঞ্চয়-এর মাধ্যমে ভূপৃষ্ঠের সামঞ্জস্যপূর্ণ ভূমিতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলে।

10. পর্যায়নের ধারণা দেন কে?*(Chittaranjan High School '17]

উ) আমেরিকান ভূমিরূপবিদ গিলবার্ট।

11ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন্ ভূমিরূপ প্রক্রিয়ায় ঘটে থাকে?*

উ) পর্যায়ন।[WBCHSE Sample Question, 2014]

12 অবরােহণ ও আরােহণের প্রধান পার্থক্য কী?*(Ballygunge Govt High School '16]

উ অবরােহণ পদ্ধতিতে ভূমির উচ্চতা হ্রাস পায়, কিন্তু আরােহণ পদ্ধতিতে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়।

13 লাভা সঞ্চয় কোন প্রক্রিয়ার অন্তর্গত?*

উ) আরােহণ।

14. কোন বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় ?

উঃ আরােহণ।

15. কোন্ প্রক্রিয়ায় রেগােলিথ সৃষ্টি হয় ?*

উ) অবরােহণ।[WBCHSE Sample Question, 2014]

16. ভূত্বকের উপর সঞ্চিত আবহবিকারপ্রাপ্ত শিলাচূর্ণ স্তরকে কী[WBCHSE Sample Question, 2014]

উ) রেগােলিথ।

17. কোন্ আবহবিকার প্রক্রিয়ায় শিলার মূল ধর্ম একই থাকে?

উঃ যান্ত্রিক বা ভৌত আবহবিকার প্রক্রিয়ায়।

18. আবহবিকারের আর-এক নাম কী ?*

উ) বিচূর্ণীভবন।

19. সমগ্র শিলা বড়াে বড়াে খণ্ডে বিভক্ত হয়ে পড়ে কোন্ আবহবিকার প্রক্রিয়ায় ?

উ) পিণ্ড বিশরণ প্রক্রিয়ায়।

20. তুষার কেলাস গঠন পদ্ধতিতে ভেঙে যাওয়া শিলাখণ্ডগুলিকে একত্রে কী বলে?*

উ স্ত্রী।

21. ভারতে গ্রানাইট গঠিত গােলাকৃতি পাহাড় কোথায় দেখা যায়?*

উ) ছােটোনাগপুর মালভূমি ও দাক্ষিণাত্যের কিছু অঞ্চলে।

22) এপ্লেন কখন সৃষ্টি হয় ?

উ) আবহবিকার ও শিলাফালি পর্যায়ক্রমে গ্রানাইট শিলায় যে ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে এপ্লেন বলে।

23 কে ইনসেলবার্জগুলিকে বর্নহার্ড নামকরণ করেছিলেন?

উ উইলিশ (Willis, ১৯৩৬ খ্রি.)।

24 নাতিশুষ্ক জলবায়ু অঞ্চলে কোন্ দুটি শিলায় মৌচাক সদৃশ ভূমিরূপ গঠিত হয় ?*

উ) গ্রানাইট ও বেলেপাথর গঠিত শিলায়।

25. শল্কমােচন প্রক্রিয়ায় সৃষ্ট প্রস্তরাইকে কী বলে?*

উ) কোরস্টোন।

26 কোন্ আবহবিকার প্রক্রিয়ায় শিলায় মরচে ধরে?*

উ: অক্সিডেশন।[WBCHSE '03]

27 অক্সিডেশন প্রক্রিয়ায় কী ধরনের মৃত্তিকার উৎপত্তি ঘটে?

উ ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তি ঘটে।

28. কোন্ রাসায়নিক আবহবিকারে চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে ?

উ) অঙ্গারযােজন।

29. কোন প্রক্রিয়ায় জল হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নে

ভেঙে গিয়ে শিলা খনিজের সঙ্গে বিক্রিয়া করে ?

উ) হাইড্রোলিসিস।

30: কী কী থেকে জৈবিক অম্ল সৃষ্টি হয়?

উ গাছের শিকড়, পাতা, ফুল, ফল, কীটপতঙ্গের মৃতদেহ প্রভৃতি থেকে জৈবিক অম্ন সৃষ্টি হয়।

31. ভূপৃষ্ঠে লৌহ ও অ্যালুমিনিয়াম অক্সাইড জমাট বেঁধে কীগঠিত হয় ?*[Hindu School '15]

উ রিক্রাস্ট।

32. অবঘর্ষ প্রক্রিয়ায় মৌচাকের মতাে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি হলে তাক কী বলে?

উ) হানি-কম্ব।

33 ফেলডম্পার জলযােজন প্রক্রিয়ায় ভেঙে কীসে কীসে পরিণত হয়?

উ) সিলিসিক অ্যাসিড ও পটাশিয়াম হাইড্রক্সাইড।

34 অভিকর্ষজ বলের প্রভাবে শিলার স্থানান্তরণকে কী বলে?*

উ) পুঞ্জিত ক্ষয়। (Tamluk Hamilton High School '16]

35 কোনাে মাধ্যম ছাড়াও শুধু অভিকর্ষের প্রভাবে ভাঙা শিলার অপসারণকে কী বলে?

উ) পুঞ্জ বিচলন।

36. পুঞ্জিত স্খলনের একটি উদাহরণ দাও।*

উ) ভূমিধস।

37. একটি গতিশীল প্রক্রিয়ার উদাহরণ দাও।

উ) পুঞ্জিত ক্ষয়।

২৪ ক্ষয়ের শেষ সীমা কাকে বলে?* [Bankura Zilla School 16]

উ নদীর ক্ষয়কার্যের সর্বনিম্ন সীমা যা সমুদ্রপৃষ্ঠের বরাবর, তাকে ক্ষয়ের শেষ সীমা বলে।


বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ প্রশ্ন 7 নং প্রশ্ন উত্তর

বিশ্লেষণ বা বর্ণনাভিত্তিক প্রশ্ন (Analytical or Descriptive type Question) ঃ

(প্রতিটি প্রশ্নের মান-7)

1. বহিজাত প্রক্রিয়া কী? পর্যায়ন প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলােচনা করাে।2+5=7

2 অবরােহণ প্রক্রিয়া কী? অবরােহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলােচনা করাে। [2 + 5 = 7] 

3. আরােহণ প্রক্রিয়া কী ? আরােহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলােচনা করাে। [2 + 5 = 7]

4. ভূমিরূপ প্রক্রিয়া কী? বহির্জাত প্রক্রিয়াগুলির বৈশিষ্ট্য আলােচনা করাে। [2+5= 7] 

5. রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলােচনা করাে। পর্যায়ন প্রক্রিয়ার প্রধান মাধ্যমগুলির বৈশিষ্ট্য কী? [4+3= 7}



উচ্চমাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণির ভূগোপ্রথম অধ্যায় ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর

1ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কীসের মাধ্যমে ?*

উ : জলচক্রের মাধ্যমে।

2. বৃষ্টিপাত ও তুষারগলা জল ভৌমজলে পরিণত হলে তাকে কী বলে?* [Sri Ramkrishna Sikshalaya,Howrah

উ :মিটিওরিক জল বা আবহিক জল।

3 | ভৌমজলস্তরের উপরিভাগকে কী বলে?

ভৌম জলপীঠ। (Nawab Bahadur's Institution '17]

4 কোন্ ঋতুতে ভৌম জলপীঠের উচ্চতা বৃদ্ধি পায় ?

বর্ষা ঋতুতে।

5 মৃত্তিকা বা শিলাস্তরের রগুলি জলে পরিপূর্ণ হয়, তখন তাকে কী বলে?*

উ) সম্পৃক্ত স্তর।

6. সম্পৃক্ত জলস্তরে জলের পরিমাণ বৃদ্ধি পেলে যে স্তরের নলের ন্যায় ছিদ্রপথে জল উপরে উঠে আসেতাকে কী বলে?[Ichapur Sri gadadhar High School '17]

উঃ কৈশিক স্তর।

7.উৎস্যন্দ জলের উৎস কী?* [WBCHSESavple Questiove, 2014]

(উ) ম্যাগমা।

8. [ উৎস্যন্দ জল কাকে বলে?* [Bankura Zilla School '16]

উ উৎস্যন্দ = {(উৎ = উত্থান) + (সন্দ = ক্ষরণ)}। অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার মধ্যে সতি খনিজপদার্থ গলিত জল নির্গত হয় লাভার সঙ্গে। একে বলে উৎস্যন্দ জল বা ম্যাগমা জল। 

9.ভূ-অভ্যন্তরের যে শিলাস্তর জলশােষণ ও সরবরাহে অক্ষম তাকে কী স্তর বলে ?

উ) অপ্রবেশ্য স্তর।

10. ভাদোস স্তর কাকে বলে?*

উঃ ভূ-অভ্যন্তরে সম্পৃক্ত স্তরের উপরিতল থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত যে স্তর বায়ুদ্বারা পূর্ণ এবং অসম্পৃক্ত বা আংশিক জলপূর্ণ, ভৌম জলপীঠের অনেকটা উপরে অবস্থিত, তাকে বলে ভাদোস স্তর।

11. ভাদোস জল কী?* [Kation.kacktrawbas Institution 16]

উ) ভৌম জলস্তরের উপরের বাতপূর্ণ স্তরের মধ্যে সঞ্চিত জলকে ভাদোস জল বলে।

12 জলস্তরের উপরে অবথিত শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয় তাকে কী বলে?(WBCHSE '03]

উঃ) ভাদোস জল।

13 ফ্রিয়েটিক স্তর কাকে বলে?

উ) ভাদোস স্তরের নীচ থেকে অপ্রবেশ্য শিলাস্তর পর্যন্ত মধ্যবর্তী স্তরে যে জল সঞ্চিত হয় তাকেই ফ্রিয়েটিক স্তর বলে।

14) আদর্শ অ্যাকুইফার কাকে বলে?*

উঃ যে অ্যাকুইফারের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এবং মধ্যবর্তী জলের প্রকৃতি, প্রবাহ ও সঞ্চয় সমধর্মী এবং যথাযােগ্য হয়, তাকে আদর্শ অ্যাকুইফার বলে |[Sadar govt Highschool, Coochbehar 15]

15) অ্যাকুইটার্ড কাকে বলে?*

স্বল্প পরিমাণে জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম অথচ প্রাকৃতিকভাবে অপ্রবেশ্য শিলাস্তরকে অ্যাকুইটার্ড বলে। যেমন- কাদা ও বালিমিশ্রিত শিলাস্তর।

16) অ্যাকুইড কী?* (Jodhpur Park Girls' High School '16]

অধিক সচ্ছিদ্রতা যুক্ত যে স্তর জলক্ষরণে অক্ষম অথচ জল ধারণে সক্ষম, সেই স্তরকে বলা হয় অ্যাকুইকুড।

17অ্যাকুইফার এবং অ্যাকুইড-এর একটি করে পার্থক্য লেখাে।

উ) অ্যাকুইফার অবস্থান করে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে। কিন্তু প্রবেশ্য শিলাস্তরকে ঘিরে অবস্থান করে অ্যাকুইড।

18) অ্যাকুইফিউজ কী?* (Manindra Nath High School '16]

উ) ভূ-অভ্যন্তরে যে শিলাস্তর জল সওয় ও ক্ষরণে অক্ষম এবং জল শােষণ ও সরবরাহ করতে পারে না, সেই শিলাস্তরকে বলে জ্যাকুইফিউজ। যেমন- গ্রানাইট শিলাস্তর।

19 স্বাভাবিক উদকচাপ ভৌমজলের ভূপৃষ্ঠে নির্গমনকে কী]

উ প্রস্রবণ।

20. প্রস্রবণ রেখা কাকে বলে?* [Ballygunge Govt Highschool 16]

উ:যে রেখা বা ফাটল বরাবর একাধিক প্রস্রবণ থাকে, তাকে প্রস্রবণরেখা বলা হয়।

21 যে প্রস্রবণ থেকে শুষ্ক ঋতুতে ভৌমজল নির্গত হয় না তাকে কী বলে?*[Banerjeedanga High School '15]

উ) সবিরাম প্রস্রবণ।

22 সহস্রধারা প্রবণটি কী জাতীয় প্রস্রবণ ?*

উ) শীতল প্রস্রবণ 

23.আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে কী জাতীয় প্রস্রবণ দেখা যায় ?

উয় প্রস্রবণ।

24, থায়ী সম্পৃক্ত স্তরের কোনাে অংশ হঠাৎ উন্মুক্ত হয়ে পড়লে সেখানে কী সৃষ্টি হয় ?*

অবিরাম প্রস্রবণ।

As প্রতরেখা কাকে বলে?*

উ) সুদীর্ঘ চ্যুতিরেখা বরাবর সৃষ্ট অসংখ্য প্রস্রবণ থেকে যখন ছছাটো জলপ্রপাত সৃষ্টি হয় এক রেখা বরাবর সেই রেখাকে প্রপাতরেখা বলে।

26 ভারতের কোথায় প্রস্রবণ রেখা দেখা যায় ?*

উ) মেঘালয় ও ছােটোনাগপুর মালভূমি অঞ্চলে।

27. একটি খনিজ প্রস্রবণের উদাহরণ দাও।*

পশ্চিমবঙ্গের বক্রেশ্বর।

24. যখন ভৌমজল ভূপৃষ্ঠে সম্ভেদ রূপে অবস্থান করে এবং তখন প্রবেশ্য শিলা ও সম্ভেদের সন্ধিস্থলে যে প্রস্রবণ সৃষ্টি হয়, তাকে কী বলে?

ডাইক প্রস্রবণ।

29. আর্টেজীয় কূপ প্রথম কোথায় খনন করা হয় ?*

উ) উর ফ্রান্সের আর্টোয়েস প্রদেশে।

৪০ আর্টেজীয় কুপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়?* [WBCHSE 15]

উঃ ভাঁজযুক্ত প্রবেশ্য শিলাস্তরে অবােভঙ্গ অঞ্চল, একনত গঠন বিশিষ্ট অঞ্চল ও আগ্নেয় উদভেদ বিশিষ্ট অঞ্চলে দেখা যায়।

31গিজার কী ?(WBCHSE '18]

উ) এটি এক ধরনের উয় প্রস্রবণ যে ক্ষেত্রে নির্দিষ্ট সময়ান্তর জল ও বাম্প নির্গত হয় প্রবল বেগে শব্দ করে। উদা—যুক্তরাষ্ট্রের ইয়ােলােস্টোন পার্কের ওল্ড ফেথফুল গিজার।

32) কোন্ জাতীয় প্রস্রবণ গিজারে পরিণত হয় ?*[Jhargram Kunud Kumari Institution '17]

উ) সংকীর্ণ উয় প্রস্রবণের নিম্নাংশ ম্যাগমা স্তর পর্যন্ত বিস্তৃত থাকলে সেই প্রস্রবণ গিজারে পরিণত হয়। এখানে ভূ-অভ্যন্তর থেকে কিছু সময় অন্তর বাম্পসহ গরম জলের উৎক্ষেপণ ঘটে।

33 দুটি প্রবেশ ও দুটি অপ্রবেশ্য শিলার উদাহরণ দাও।*

উ) দুটি প্রবেশ্য শিলা চুনাপাথর ও বেলেপাথর, দুটি অপ্রবেশ্য শিলা  গ্যাব্রো ও শেল।এ

34 ভ্যকুসীয়ান নামটির উৎপত্তি হয় কীসের থেকে?*

উ) ফ্রান্সের ফনটেন-দ্য-ভ্যস নামক প্রস্রবণ থেকে।

3s: ভ্যসীয়ান প্রস্রবণ কী ?[Bagbazar Multipurpose Girls' School (Gout spons) '17] 5

চুনাপাথর ও চক নির্মিত প্রবেশ্য শিলাস্তরের নীচে উপস্থিত অপ্রবেশ্য কাদাপাথর স্তরের নতিডাল বরাবর সৃষ্ট প্রস্রবণকে বলে ভকুসীয়ান প্রস্রবণ।

36. Valley of Geyser এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গিজার অঞ্চল। এটি কোথায় অবস্থিত?

উ) রাশিয়াতে।[Uttarpara Govt High School '15]

37. ফন্টেনেলি কী?*

উ) এটি একপ্রকার ক্ষুদ্র প্রস্রবণ। পলল ব্যজনীর পাদদেশে এরূপ প্রস্রবণ মাঝে মাঝে দেখা যায়।

38) নতিঢাল কাকে বলে?

উ) অনুভূমিক তলের সঙ্গে শিলাস্তরের কৌণিক অবস্থানকেই নতিটাল বলে।

39 কাস্ট শব্দটি কোন দেশীয় শব্দ থেকে এসেছে?

উ) ক্রোয়েশিয়ান।[Bankura Christian Collegiate School '17]

40. ভারতের একটি শীতল ও উয় প্রস্রবণের উদাহরণ দাও।*[Behala Girls' High School (HS) '17]

শীতল প্রস্রবণ- দেরাদুনের সহস্রধারা, উয় প্রস্রবণ– হিমাচল

প্রদেশের মণিকরণ।

41. কোথায় চুনাপাথর গঠিত বিস্তীর্ণ মালভূমি আছে?*

 ইউরােপের দক্ষিণ ভাগে সার্বিয়া-মন্টেনিগ্রো এবং বসনিয়া-হার্জেগােবিনা নামক দুটি দেশের আড্রিয়াটিক সাগর-সংলগ্ন অঞ্চলে।

42. ভারতের কোথায় কোথায় কাস্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায়?*

ভারতের উরাখণ্ডের দেরাদুন, অন্ত্রপ্রদেশের বােরাগুহা, মধ্যপ্রদেশের পাঁচমারি ও মেঘালয়ের চেরা মালভূমি প্রভৃতি স্থানে।

43 চুনাপাথর যুক্ত অঞ্চলে ভৌমজল কোন প্রক্রিয়ায় ক্ষয়কাজ[Howrah Vivekananda Institution '16]

উঃ দ্রবণ প্রক্রিয়ায়।

44 দ্রবণ খাতবিশিষ্ট কাস্টভূমিকে ইংল্যান্ডে কী বলে?taal (Beleghata Deshbandhu High School (Main) '17]

45) কারেন কাকে বলে?

[Burdwan Harisava Hindu Girls' High School '16]

উঃ দ্রবণ প্রক্রিয়ায় সৃষ্ট কাস্ট অঞ্চলের গর্তগুলিকে বলা হয় কারেন।

46 চুনাপাথর অণ্ডলে দুটি গ্রাইকসের মধ্যবর্তী উচ্চভূমিরূপটির নাম কী ?

উ) ক্লিট।

47. টেরারােসা কী ?*

(Jodhpur Park Girls' High School '16]

উঃ চুনাপাথর গঠিত অঞলে নিম্নগামী ভৌমজলের দ্রবণকার্যের ফলে অদ্রবণীয় পদার্থ গঠিত লাল মৃত্তিকাকে টেরারােসা বলে।

44 অত্যন্ত ক্ষুদ্র ও ঘনসন্নিবদ্ধ কারেনকে কী বলে?

উ রিলেনকারেন।

49: গােলাকৃতি শিলাখণ্ড দিয়ে গঠিত কারেন কী নামে পরিচিত?*

উ) রুন্ডকারেন।

50 গ্রাইক গঠনের ফলে বিচ্ছিন্ন শিলাস্তুপকে কী বলে?

উঃ ক্লিন্টস্।

51 ক্লিন্ট ভারতের কোথায় দেখা যায় ?*

উঃ দেরাদুনের তপােকেশ্বর গুহার পার্শ্ববর্তী স্থানে প্রচুর ক্লিন্টস্ দেখা যায়।

s: টেরারােসা কোন্ অঞ্চলে দেখা যায় ?* (WBCHSE '04]

(উ) কাস্ট অঞ্চলে।

53: চুনাপাথর গঠিত অঞ্চলে অবনমিত গােলাকার দ্রবণকার্যেরফলে সৃষ্ট স্থানকে কী বলে?

উ) সিঙ্কহােল।

54. ভারতের কোথায় সিদ্ধহােল দেখা যায় ?*

উ) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে।

55 কাট অঞ্চলের আবদ্ধ গর্তকে কী বলে?*

উ) ডােলাইন। (Sadar govt High School, Coochbehar '15]

56. ভারতের কোথায় কাস্ট গিরিখাত দেখা যায় ?*

৪) উত্তর ভারতের তপােকেশ্বর নদীতে।

57. F, প, ফ্রান্সের টার্ন কীসের উদাহরণ?

উ:) কাস্ট অঞ্চলে ক্ষয়ের ফলে সৃষ্ট গিরিখাতের।

5s কাস্ট ভূমিরূপ অঞ্চলে সাধারণত নদী দৃশ্যমান হয়, কোথায় পতিত হওয়ার আগে পর্যন্ত ?*

(WBCHSE '04]

সিঙ্কহােলে।

58.‘অন্ধ উপত্যকা কাকে বলে?*

(WBCHSE '16]

শুষ্ক উপত্যকায় সিঙ্কহােল পর্যন্ত এসে নদী হঠাৎ ভূগর্ভে অন্তর্হিত হয়, কিন্তু নদী উপত্যকাটি সিঙ্কহােল পর্যন্ত জলপূর্ণ থাকে। তাই সিঙ্কহােল পর্যন্ত প্রসারিত এই নদী উপত্যকাকে ‘অন্ধ উপত্যকা বলে।

60* সিঙ্কহােলের ছাদ ধসে গিয়ে যে ভােলাইন সৃষ্টি হয়, তাকে কী বলে?*

উ) ধস ডােলাইন।

61. দ্রবণ ভােলাইন সৃষ্টি হয় কেন?

উ) দ্রবণকার্যের ফলে দারণ বরাবর প্রবহমান জলধারা ও দ্রবীভূত পদার্থের দ্বারা যে গর্ত সৃষ্টি হয়, তাকে বলে দ্রবণ ডােলাইন।

62. ককপিট ভােলাইন কোথায় গড়ে ওঠে?

হাস দেখা যায় যেখানে বেশি পরিমাণে সেখানেই ককপিট ডােলাইন দেখা যায়।

63 অন্ধ্রপ্রদেশের কোথায় ভােলাইন দেখা যায় ?

বােরাগুহা অঞ্চলে।

64. কাস্ট অঞলে সৃষ্ট গর্ত যা ডােলাইনের তুলনায় অগভীর কিন্তু আয়তনে বিশাল তাকে কী বলে?*

সলিউশন প্যান।

65 উভালার তুলনায় বড়াে আবদ্ধ গর্তকে কী বলে?

উঃ পােলজি।[Midnapore Collegiate School '15]

66 একটি পৃথিবীবিখ্যাত পপালজির উদাহরণ দাও।

উঃ যুগােস্লাভিয়ার লিভােনাে।

67 ডােলাইনের তলদেশের ছিদ্র বুজে গিয়ে জল সঞ্চিত হয়ে কী সৃষ্টি হয় ?*

উঃ সিঙ্কহােল পুষ্করিণী।

68 খুব ছােটো আয়তনের উভালাকে কী বলে?

উ) জামা (Jama)।

69. চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তকে কী বলে?

উ) ব্লো হােল।

70. বহুতলবিশিষ্ট গুহাকে কী বলে?*

উঃ গ্যালারিগুহা।

71: চুনাপাথর গঠিত অঞলে দ্রবণকার্যের ফলে সৃষ্ট গুহায়অবস্থিত বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপগুলিকে  একত্রে কী বলা হয়?[Majherchar Satyapriya Roy Smriti Vidyapith '17]

উঃ) কেভ ট্রাভারটাইন বা স্পেলিওথেম।

72' চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপকে কী [Kolsur High School’17]বলে?*

উ) স্ট্যালকটাইট।

79. ড্রিপস্টোন বা পাতনপ্রস্তর কী ?

উ) ভূতত্ত্ববিদ W M Davis (1930খ্রিস্টাব্দ)-এর মতে,চুনাপাথরযুক্ত গুহায় সঞ্জয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপের মধ্যে গুহার ছাদ থেকে চুইয়ে পড়া দ্রবীভূত ক্যালশিয়াম বাইকার্বনেট মেঝেতে, ছাদে, দেয়ালে সঞ্চিত হয়ে সৃষ্ট ভূমিরূপকে বলে ড্রিপস্টোন বা পাতপ্রস্তর। যেমন—স্ট্যালাকটাইট, স্তম্ভ ইত্যাদি।

80 রিমস্টোন বা কিনারাপ্রস্তর কী ?

জলপ্রবাহ গুহাবক্ষে উপচে পড়ে গুহাবক্ষের দুই কিনারায় যে ভূমিরূপ সৃষ্টি করে, তাকে বলে রিমস্টোন।

81. রিমস্টোন ও ফ্লোস্টোন কোথায় দেখা যায় ?

উ) পূর্বতন যুগােশ্লাভিয়ার কাস্ট অঞ্চলে।

82. চুনাপাথর অঞলে পােলজির মধ্যভাগে অবশিষ্ট পাহাড়কে কী বলে? [Goura Sonamui KBA Sikshayatan '17]

উ) হাম৷

83. হান্স কোথায় কী নামে পরিচিত?

পুয়ের্তোরিকোতে হে স্ট্যাক পাহাড় বা পেপিনাে হিলস এবং কিউবাতে মােগােতেস।

84. ভারতে হামস কী নামে পরিচিত?*

উ) ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় গঠিত হাসগুলিকে স্থানীয় ভাষায় রাবণ-ভাটা বলে।

85. যে নলাকৃতি পথে জল সােয়ালাে হােল দ্বারা ভূগর্ভে প্রবেশ করে তাকে কী বলে?

উ) পােনর।

86. অন্ধ্রপ্রদেশের কোথায় কাস্ট সেতু আছে?

কোটিগুড়ায়।

৪৪ সিঙ্কহোল পুষ্করিণী আকারে খুব বড়াে হলে তাদের কী বলে?

উ কাস্ট হ্রদ।

89. ভারতের কোথায় কাস্ট জানালা দেখা যায় ?

উঃ মধ্যপ্রদেশের পাঁচমারিতে।

9px চুনাপাথরের গুহায় ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কী ?*

(WBCHSE Sample Question, 2014]

উ স্ট্যালাকটাইট।

91) গুহার তলদেশ থেকে উথিত চুনাপাথর গঠিত ভূমিরূপকে কী বলে?

উ) স্ট্যালাকমাইট।

92. চুনাপাথরের গুহায় ছুরির ফলার মতাে অবিক্ষিপ্ত প্রস্তরখণ্ডকে কী বলে?

উ) রুফ পেনডেন্ট।

93 কেভট্যাভারটিন কাকে বলে?*

উ সঞ্চয়জাত ভূমিরূপগুলি কাস্ট অঞ্চলে একত্রিতভাবে

কেভট্যাভারটিন নামে পরিচিত।

94 উভালা ও পােলিয়ে কোন্ অঞ্চলে দেখা যায় ?* [WBCHSE 'os]

উঃ চুনাপাথর গঠিত কাস্ট অঞ্চলে।


ভূমিরূপ উচ্চমাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর.প্রথম অধ্যায় অধ্যায় ভূমিরূপ গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,  দ্বাদশ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় 7 নং প্রশ্ন উত্তর

(II) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ,

1. ভৌমজলের উৎস বা উৎপত্তি সম্বন্ধে কী জানাে? 

2. ভৌমজলের নিয়ন্ত্রসমূহ সম্পর্কে যা জানাে লেখাে।

3. কাস্ট ভূমিরূপ গঠনের প্রয়ােজনীয় শর্তাবলি সংক্ষেপে আলােচনা করাে। 

4. চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের ক্রিয়ায় গঠিত ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।

5. প্রবণের শ্রেণিবিভাগ করাে এবং বিভিন্ন প্রকার প্রস্রবণের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করাে।

6. মানুষের জীবনের ওপর কাস্ট ভূমিরূপের প্রভাব সংক্ষেপে আলােচনা করাে।

7, কাস্ট অঞ্চলের দ্রবণজাত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। 

৪. কাস্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। 

9. কাস্ট অঞ্চলের ক্ষয়জাত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।


উচ্চমাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় 

সামুদ্রিক প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ

1. সমুদ্রতরঙ্গ কাকে বলে?

উঃ সমুদ্র জলরাশির প্রাকৃতিক বিভিন্ন শক্তির প্রভাবে ওঠানামাকে বলা হয় সমুদ্রতরঙ্গ।

2.তরঙ্গের পর্যায়কাল কী ?*

দুটি তরঙ্গশীর্ষ একটি নির্দিষ্ট বিন্দুতে আসার মধ্যবর্তী যে সময়, তাকেই তরঙ্গের পর্যায়কাল বলে।

3. কোনাে তরঙ্গ একটি নির্দিষ্ট পর্যায়কালে যতদূর যেতে পারে তাকে কী বলে?

উ) তরঙ্গের গতিবেগ।

4.সমুদ্রতরঙ্গ কাকে বলে?

উ ভূকম্পন, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে সমুদ্রের জলরাশি যখন এক স্থানে ওঠানামা করে, কিন্তু স্থানচ্যুতি ঘটে ঢেউ এগিয়ে গেলেও, তখন তাকে বলে সমুদ্রতরঙ্গ।

5 উর্মিচর কী ?*

উ উর্মিভঙ্গ ঘটার পরে পলি, বালি, কাদা ও অন্যান্য পদার্থ তটভূমির যে-কোনাে অংশে সঞ্চিত হয়ে যে চর গঠন করে,তাকে বলা হয় উর্মিচর বা Break-Point bar।

6 তরঙ্গ দ্রোণী বা তরঙ্গ খাত ?

কোনাে তরঙ্গের অবতল বা নীচু হয়ে যাওয়া আশেকে বলে তরঙ্গ দ্রোণী বা তরঙ্গ খাত।

7.সমুদ্রতটের কোন্ অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত?*

উ) সমুদ্র জলতলের উচ্চসীমা থেকে ভূগটের পাদদেশ পর্যন্ত অঞ্চলকে বলা হয় 

পশ্চাৎ তটভূমি। 

8.প্লাঞ্জ কী ?*

উঃ যে পর্যায়ে সমুদ্রতরঙ্গের উচ্চতা বৃদ্ধি পেয়ে কুণ্ডলিত হয়ে আঁকশির আকারে দ্রুতবেগে এগিয়ে যায়, সেই পর্যায়কে বলে প্রাপ্ত।

9. উপবৃত্তাকারে তটভূমির সমান্তরালে উপকূলের দিকে প্রবাহিত তরঙ্গকে কী বলা হয় ?*

উ) অনুদৈর্ঘ্য তরঙ্গ।

10- কে, কবে তরঙ্গকে বিস্তৃতি ও সময় অনুসারে ৫ ভাগে ভাগ করেছেন?

1951 খ্রিস্টাব্দে মাফ (Munk)।

11. একটি প্রতিফলিত তরঙ্গের সঙ্গে আগত তরঙ্গের মিলনের ফলে কী জাতীয় তরঙ্গ সৃষ্টি হয় ?

ইনফ্রা-গ্র্যাভিটি তরঙ্গ।

12“ক্ল্যাপােটিস’ কাকে বলে?*

উ) ক্ল্যাপােটিস শব্দটি ক্ল্যাপ থেকে এসেছে, যার অর্থ করতালি প্রত্যাবর্তন ও সম্মুখ তরঙ্গের সংঘর্ষে যে দণ্ডায়মান তরঙ্গ উৎপন্ন হয়, তাকে ক্ল্যাপােটিস’ বলে।

13 সম্মুখ তটভূমি’ ও ‘পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কী?*

ভাটার সময় নিম্নতম জলসীমা থেকে জোয়ারের সময় উচ্চতম জলসীমার গড় উচ্চতা পর্যন্ত বিস্তৃত এলাকাকে সম্মুখ তটভূমি বলে। ঝটিকা তরঙ্গের জলের উর্ধ্বসীমা থেকে ভূগুরেখা পর্যন্ত অংশকে পশ্চাৎ তটভূমি বলে।

14 ওয়াতেন ও ওয়াডেন কী ?

উ) সমুদ্র উপকূল অংশে অনেকসময় স্থানে স্থানে ছােটো ছােটো জলাভূমি সৃষ্টি হয়, এই ধরনের জলাভূমিগুলিকে জার্মান ভাষায় ওয়াতেন ও নেদারল্যান্ডের ভাষায় ওয়াডেন বলে।

15-সমুদ্র তটরেখার ভৃগুর উৎপত্তির প্রধান কারণ কী?* [WBCHSE 'os] 

উ) সমুদ্রের দিক বরাবর শিলাস্তরের নতি ঢালের বিন্যাস, শিথিল শিলাখণ্ডের স্তরায়ন তল বরাবর অবস্থান।

16 কোন্ প্রকার বিনাশকারী সমুদ্রতরঙ্গ উপকূলকে অধিক ক্ষয়[WBCHSE Sample Question, 2014]

উঃ ডাল সমুদ্রতরঙ্গ (সােয়াশ)।

17 সম্মুখ তটভূমি’ বলতে কী বােঝাে?*

ভাটার সময় নিম্নতম জলসীমা থেকে জোয়ারের সময় উচ্চতম

জলসীমার গড় উচ্চতা পর্যন্ত বিস্তৃত এলাকাকে সম্মুখ তটভূমি’ বলে।

18 স্ট্যাক বলতে কী বােঝাে?* 

উ) সমুদ্রতরঙ্গের আঘাতে খিলানের ছাদ ধসে পড়ে এবং দু-পাশের কঠিন শিলার দ্বারা গঠিত স্তম্ভ সমুদ্রবক্ষে দাঁড়িয়ে থাকে, তাকে বলে স্ট্যাক।

19) ভৃগুর পাদদেশে তরঙ্গকর্তিত মঞ গঠিত হয় কেন?*

সমুদ্রতরঙ্গের ক্ষয়ের ফলে ভৃগুর পাদদেশে নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সঞ্চিত হয়ে তরঙ্গকর্তিত মণ্ড সৃষ্টি হয়।

20 ভারতে স্পিট কোথায় দেখা যায় ?*

চিল্কা ও পুলিকট হ্রদের সামনে।

21 বার্ম কী ?*

উঃ পশ্চাৎ ও সম্মুখ তটভূমির সংযােগস্থলে তরঙ্গবাহিত শিলা,নুড়ি, পাথর ইত্যাদি দ্বারা গঠিত সােপান হল বার্ম।

22. হিমবাহ উপত্যকা সমুদ্রের জলে নিমজ্জিত হলে কোন্ উপকূলের সৃষ্টি হয়?*

উ ফিয়র্ড উপকূল।

23. দ্রবণ ক্ষয় কী?*

উ যে ক্ষয় পদ্ধতিতে তটবর্তী শিলার রাসায়নিক বিক্রিয়া ঘটে ও দ্রবণ এবং বিয়ােজনের দ্বারা শিলার অপসারণ ঘটে, তাকে বলা হয় দ্রবণ ক্ষয়। মূলত চক, ডলােমাইট, চুনাপাথর জাতীয় শিলা,

খনিজ বিয়ােজিত হয়, দ্রবণ ক্ষয়ের ফলে।

24 পশ্চাৎ তটভূমির ঊর্ধ্বসীমা বা ভৃগুর পাদদেশ সীমারেখাকে কী বলে?

উপকূলরেখা।

25 সামুদ্রিক অবক্ষেপণ কাকে বলে ?

উ) সমুদ্র দ্বারা ক্ষয়জাত ও বাহিত পদার্থগুলি উপকূলের নিকটবর্তী স্থানে সঞ্চিত হলে, তাদের সামুদ্রিক অবক্ষেপণ বলে।

26 পশ্চাদপসারণকারী কোন ভৃগুর ফলে ভূমিশিলা উন্মুক্ত হয় ?

উ সক্রিয় ভৃগু।

27) খাড়া ভৃগু গঠিত হয় কখন?

উ উপকূল অঞ্চল ঘনকাকার দারণবিশিষ্ট গ্রানাইট শিলার এবং উল্লম্ব দারণযুক্ত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হলে খাড়া ভৃগু গঠিত হয়।

28 জটিল ভৃগু কাকে বলে ?

উ) যে ভৃগু ক্ষয়কার্য চলাকালীন একাধিকবার উথিত ও অবনমিত হয়, তাকে জটিল ভৃগু বলে।

29জিও কী ?*

একাধিক ব্লো-হােল সমুদ্রতরঙ্গ দ্বারা সংযুক্ত হলে যে লম্বা,সংকীর্ণ খাজ সৃষ্টি হয়, তাকে বলে জিও।

30) স্ট্যাক ক্ষয় পেয়ে আরও ছােটো হলে তাকে কী বলে?

উ স্ট্যাম্প।

31) গুহার ছাদের যে ফাটল দ্বারা জল ও সংকুচিত বায়ু সশব্দে বাইরে বেরিয়ে পড়ে তাকে কী বলে?* 

উ) ব্লো-হােল বা বায়ুচলাচল গর্ত।

32 ব্লো-হােল-কে স্কটল্যান্ডে কী বলে?*

উঃ গ্রুপ (Gloup)।

33) ব্লো-হােলের একটি উদাহরণ দাও।

উ) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কিয়ামা উপকূলে ব্লো-হােল দেখা যায়।

34) ক্যাজম কী ?*

উ সমুদ্র ভৃগু খাঁজ সমুদ্রতরঙ্গের আঘাতে বিস্তৃত হয়ে যে খাদ সৃষ্টি করে, তাকে বলে ক্যাজম।

35) ভারতের কোথায় স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায় ?*

উ গােয়া উপকূলে।

36. ব্যাকওয়াশ কী ?*

সােয়াশের পর সমুদ্রের জলরাশির ঢালু সৈকত পেরিয়ে সমুদ্রে প্রত্যাবর্তনকে ব্যাকওয়াশ বলে।

37) অস্ট্রেলিয়ার কোথায় সমুদ্র খিলান দেখা যায় ?

উ) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের পাে সি, ডেভন, টরকে প্রভৃতি স্থানে দেখা যায় সমুদ্র খিলান।

3৪ দুটি সমুদ্রগুহার ছাদ সংযুক্ত হয়ে যে সেতুর সৃষ্টি হয়, তাকে কী বলে?

সমুদ্র খিলান।

39: কোভ কী ?

উঃ সমুদ্রভৃগুর কোমল শিলা সমুদ্রতরঙ্গ দ্বারা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যে উত্তল বৃত্তচাপ আকৃতির খাঁড়ি গঠন করে, তাকে কোভ বলে।

40. বাইট কী?

উ) উপকূলের কোমলশিলা ক্ষয় পেয়ে কম বাকযুক্ত দীর্ঘায়িত যে উপকূল সৃষ্টি করে, সেটিই হল বাইট।

41 ‘বে’ কী?*

উ) সমুদ্রতরঙ্গের ক্ষয়কাজ, পাতের সঞ্চরণ, সমুদ্রতরঙ্গের সঞ্জয়কাজের মধ্যমে তিন দিক হলদ্বারাবেষ্টিত বক্তৃতাযুক্ত অগভীর সমুদ্রকে বলে বে (Bay) বা উপসাগর। যেমন-আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব দিকে অবস্থিত প্লেজ্যান্ট বে। ভারতে গুজরাটের কাম্বে উপসাগর।

49: স্পিট কী?*

উ) এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত ও সম্মুখ প্রান্ত সমুদ্রে অভিক্ষিপ্ত বাঁধকে স্পিট বলে। যেমন- চিল্কা হ্রদের সামনে 50km দীর্ঘ স্পিট।

50 দুটি স্পিট সমুদ্রে পরস্পর মিলিত হলে তাকে কী বলে?

উ) কাস্পেট স্পিট।

51. মূল ভূখণ্ড ও দ্বীপ সংযােগকারী স্পিটকে কী বলে?*

উ, টম্বােলাে।

Bz টম্বােলাে গঠিত হয় কোন্ সঞয়ের ফলে ?* [WBCHSE 'os]

উ) সমুদ্রতরঙ্গের সঞ্জয়কার্যের ফলে।

53 হুক কী ?

উ) উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে জোয়ারের প্রাবল্যতার জন্য স্পিটের সমুদ্রের দিকের প্রান্তটি বিপরীত দিকে অর্থাৎ স্থলভাগের দিকে বেঁকে বড়শি বা হুকের মতাে আকার ধারণ করে। তাকে বলে

হুক বা বক্রাকার স্পিট। যেমন— অন্ত্র উপকূলে হুক দেখা যায়। 

54: একাধিক হুক যুক্ত হয়ে কী গঠন করে ?*

উ. যৌগিক হুক।

55' একটি যৌগিক হুকের উদাহরণ দাও।*

উ: অন্ত্র উপকূলে যৌগিক হুক দেখা যায়।

56 তটভূমি কাকে বলে?

উ) মরা কোটালের সময় সমুদ্র জলের নিম্নসীমাবিশিষ্ট স্থান থেকে সমুদ্র জলের উচ্চসীমা বা জোয়ারের উচ্চ জলসীমা পর্যন্ত যা সমুদ্র ভৃগুর পাদদেশ অবধি বিস্তৃত, এই বিস্তীর্ণ অংশকে বলে

তটভূমি, যা তিন ভাগে বিভক্ত। যথা—সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি ও পুরােদেশীয় তটভূমি।

৪৪। সমুদ্রের উন্মুক্ত অংশের দৈর্ঘ্য কী নামে পরিচিত?

59. ভারতের বৃহত্তম ব্যাকওয়াটার কোটি?* [#ikdarSchool15]

উ) ভেম্বনাদ।

60° নিমজ্জিত উপকূলরেখার একটি উদাহরণ দাও।

উ) ভারতের গুজরাত উপকূলে ভাবনগর থেকে বালসার পর্যন্ত খাম্বা উপসাগরের উপকূলরেখা নিমজ্জিত উপকূলরেখার নিদর্শন।

|61 তটরেখার সমান্তরালে থাকা শৈলশিরা আংশিক নিমজ্জিত হয়ে যে উপকূলরেখা গঠিত হয় তাকে কী বলে?

উ ডালমেশিয়ান উপকূলরেখা।

62. যুগােশ্লাভিয়ার পূর্ব উপকূল কীসের উদাহরণ?

ড. উত্থান ও নিমজ্জন উভয়ই একত্রে ঘটে কোন্ জাতীয় উপকূলরেখায় ?

উ) যৌগিক উপকূলরেখায়।

64. কর্ণাটক উপকূল কীসের উদাহরণ?

উ উথিত নিম্ন উপকূল।

66 উথিত উপকূল’ কাকে বলে?*

[WBCHSE '16]

উ) ভূ-আন্দোলনের ফলে উপকূলভাগ সমুদ্র সমতল থেকে উপরে উখিত হলে তাকে বলে উখিত উপকূল। নিম্নভূমিযুক্ত উপকূল উথিত হলে তাকে বলে উখিত নিম্ন উপকূল এবং

উচ্চভূমিযুক্ত উপকূল উথিত হলে, তাকে উথিত উচ্চ উপকূল বলে। যেমন— ভূমধ্যসাগরীয় উপকূল।

67 ভারতের কোন্ উপকূল উথিত উপকূলের অন্তর্গত?*

উ) করমন্ডল উপকূল।

68) ভারতের পূর্ব উপকূলে চিল্কা একটি কীসের উদাহরণ?

উ) উপহ্রদ।

69 ফিয়র্ড উপকূল’ বলতে কী বােঝায়?* (WBCHSE '17]

উ: বরফমুক্ত হিমবাহ অধ্যুষিত উপত্যকা অঞল সমুদ্রে নিমজ্জিত হয়ে যে সংকীর্ণ ও গভীর উপকূলরেখা সৃষ্টি করে, তাকে ফিয়র্ড উপকূল বলে। যেমন— নরওয়ের সােজনে ফিয়র্ড।

78 ফিয়র্ড উপকূল ইউরােপের কোন্ অঞলে দেখা যায় ?*

উ) নরওয়ে উপকূলে।

78 ফিয়র্ড উপকূল কোথায় দেখা যায় ?* [WBCHSE ’04]

উ) নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, গ্রিনল্যান্ড, আলাস্কা প্রভৃতি অলে।

72) পুরােদেশীয় বাঁধ কাকে বলে?*]

উ উপকূলের সঙ্গে সংযােগহীন অথচ উপকূলের সমান্তরালে গড়ে ওঠা বাঁধকে পুরােদেশীয় বাঁধ বলে।

73. লেগুন কী ?*

পুরােদেশীয় বাঁধের পিছনে ও স্থলভাগের মধ্যবর্তী অংশে সমুদ্রের জল আবদ্ধ হয়ে যে লবণাক্ত জলাভূমি সৃষ্টি হয়, তাকে লেগুন বলে।

74. ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?

চিল্কা।

7s বিশ্বের গভীরতম ফিয়র্ড উপকূল কোনটি ?

উ) নরওয়ের সােজনে উপকূল।

76. পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড উপকূল কোনটি ?]

গ্রিনল্যান্ডের নােরবেস্ত ফোর্ড।

77. একটি মাড ফ্ল্যাটের উদাহরণ দাও

জার্মানির বাল্টিক উপকূলে সৃষ্ট Mudflat বা Tidal Flat |

78 প্রশমিত উপকূল ভারতের কোথায় দেখা যায়?

উঃ ব্যারেন দ্বীপ, লাক্ষা দ্বীপের উপকূলে।

79. টেক্সাস উপকূলের পাদ্ৰা কী জাতীয় সৈকত ?

উ প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ।

80 প্রবাল প্রাচীর কোথায় গড়ে ওঠে?* (Nava Nalanda '15]

উ: ক্রান্তীয় অগভীর সমুদ্রে।

৪1. কী জাতীয় শৈবাল সালােকসংশ্লেষে খাদ্য তৈরি করে প্রবালকে প্রদান করে ?

উ) জুজানথেলি (Zooxanthellae)।

82. প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য কীরকম উয়তা দরকার?*

20°- 21°C 1 (Vidyasagar Vidyapith (Boys'), Midnapore ’16]

83 প্রবাল প্রাচীরের ধারণা সর্বপ্রথম কোথা থেকে পাওয়া যায় ?

1842 খ্রিস্টাব্দে চার্লস ডারউইনের লেখা ‘The Structure and Distribution of Coral Reef’ বই থেকে প্রথম প্রবাল প্রাচীরের ধারণা পাওয়া যায়।

84 সামুদ্রিক রেনফরেস্ট’ (Rain forest of the Ocean) বলে কাকে?

উএকসঙ্গে অনেক প্রবাল যখন সারি সারিভাবে অবস্থান করে ওকলােনী গঠন করে, তাকে বলে সামুদ্রিক  রেনফরেস্ট।

85 বােট চ্যানেল নামে পরিচিত কী ?*

উ প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর।

86 অ্যাটল কাকে বলে?* [tchapur Srtgadadkar Highschool17]

উঅঙ্গুরীয় আকৃতিবিশিষ্ট প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে। নিমজ্জিত আগ্নেয়গিরির শীর্ষদেশ, মালভূমি ইত্যাদিকে বেষ্টন করে অনেকসময় গড়ে ওঠে। উদাহরণ প্রশান্ত মহাসাগরে 300 অ্যাটল রয়েছে।

87: অ্যাটল কোথায় সৃষ্টি হয় ?*

উ) সমুদ্র উপকূল থেকে দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোথিত বৃত্তাকারে অ্যাটল সৃষ্টি হয়।

৪ প্রবাল প্রাচীর কাকে বলে?(WBCHSE '15]

উ কোনাে দেশ বা বৃহৎ দ্বীপের চতুর্দিকে বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্নভাবে বেষ্টন করে থাকা মৃত প্রবালের চুনগঠিত আবরণগুলি দ্বারা সঞ্জিত দীর্ঘ অপ্রশস্ত ভূভাগকে প্রবাল প্রাচীর বলে। যেমন—

অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ।

89 অঙ্গুরীয় আকৃতিবিশিষ্ট প্রবাল প্রাচীর কী নামে পরিচিত?

উ অ্যাটল।

(WBCHSE Sample Question, 2014]

90. প্রশান্ত মহাসাগরের দুটি অ্যাটলের নাম লেখাে।

উঃ ফুনাফুটি অ্যাটল ও বিকিনে অ্যাটল।

91. পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কী ?*

উ) অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ।

92. প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর কাকে বলে?

উ) মহাদেশসমূহের প্রান্তদেশ বা উপকূল-সংলগ্ন অঞ্চল,মহীসােপানের খাড়া তটভূমি, কোনাে দ্বীপের চারপাশে কিংবা মৃত নিমজ্জিত আগ্নেয়গিরির জ্বালামুখের চারপাশে যে প্রবাল

প্রাচীর তৈরি হয়, তাকে বলে প্রান্তদেশীয় রিফ। যেমন— লাক্ষাদ্বীপের চারপাশে অবস্থিত প্রান্তদেশীয় রিফ বা প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর।

93) বেরিয়ার রিফ কী ?* [Bawakura Christian Collegiateschoot'16]

উ) মূল ভূখণ্ডের উপকূল থেকে দূরে এবং উপকূলের সমান্তরালে গড়ে ওঠা বৃহদাকার প্রবাল প্রাচীরকে বেরিয়ার রিফ বলে।

94 সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোখিত বৃত্তাকার প্রবাল প্রাচীর কী নামে পরিচিত?* [Howrah Vivekananda 

উ অ্যাটল।

9s কোরাল ব্লিচিং কাকে বলে?*

উ) সমুদ্রের উয়তা বৃদ্ধি ঘটলে প্রবালের দেহে অবস্থিত জুজানথেলি অ্যালগির মৃত্যু ঘটলে প্রবাল প্রলিপের মৃত্যু ঘটে ও বর্ণহীন হয়ে যায়, একেই বলে কোরাল ব্লিচিং।


দ্বাদশ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর

(c) বিশ্লেষণ বা বর্ণনাভিত্তিক প্রশ্ন (Analytical or Descriptive type Question) ঃ

1. সমুদ্রতরঙ্গের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও।

2. সমুদ্রতরঙ্গের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও।

3. বিভিন্ন প্রকার উপকূলের উৎপত্তি ও বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা করাে।

4. প্রবাল প্রাচীরের শ্রেণিবিভাগ করাে এবং বিভিন্ন ধরনের প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য বর্ণনা

করাে।



[TAG]:    ভূমিরূপ প্রথম অধ্যায় pdf,ভূমিরূপ mcq,উচ্চমাধ্যমিক প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণির ভূগোল ,দ্বাদশ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায়,ভূমিরূপ 7 নং প্রশ্ন উত্তর,উচ্চমাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Geography question in bengali,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url