ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ প্রশ্ন উত্তর |দ্বাদশ শ্রেণি পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর PDF

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ প্রশ্ন উত্তর |দ্বাদশ শ্রেণি পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Nutrition question pdf

ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ প্রশ্ন উত্তর |দ্বাদশ শ্রেণি পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর PDF
ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ প্রশ্ন উত্তর 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞানের তৃতীয় অধ্যায় ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDFclass 12 Nutrition question Pdf in bengali |WBBSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণির  পুষ্টিবিজ্ঞান  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class 12 Nutrition important Question in Bengali Pdf  ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


‘ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ’ দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ mcq প্রশ্ন

1.

2.



ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও]

দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের 1 নং প্রশ্ন উত্তর

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (মান-1)

*

1. NNAPP-এর পুরাে কথা কী ?*

NNAPP-47 90 9911 901-National Nutritional

Anemia Prophylaxis Programme

NNAPP-এর দুটি উদ্দেশ্য লেখাে।

উ) NNAPP-এর দুটি উদ্দেশ্য হল—(a) যেসব জননী ও শিশুদের হিমােগ্লোবিনের মাত্রা 100cc রক্তে 8-10 গ্রামের কম তাদের রক্তাল্পতা প্রতিরােধের চিকিৎসার আওতায় আনা। (b) আয়রন,

ফোলিক অ্যাসিড ট্যাবলেটের গুণাগুণ সম্পর্কে জননীদের ওয়াকিবহাল করে থাকে।

3 NNAPP-এর সুবিধাপ্রাপক কারা ? [WBCHSE '18]

উঃ যেসব জননী ও শিশুদের হিমােগ্লোবিনের মাত্রা 100cc রক্তে ৪-10 গ্রামের কম তাদের রক্তাল্পতা প্রতিরােধের চিকিৎসার জন্য NNAPP-এর সুবিধার আওতায় আনা হয়।

4. IFA-এর পুরাে নাম কী ?

উঃ IFA-এর পুরাে নাম হল— Iron Folic Acid ।

৪। রক্তাল্পতা প্রতিরােধে প্রদত্ত IFA ট্যাবলেটে কী থাকে?

উ) রক্তাল্পতা প্রতিরােধে প্রদত্ত IFA ট্যাবলেটে লােহা অর্থাৎ ফেরাস সালফেট এবং ফোলিক অ্যাসিড থাকে।

6 IFA ট্যাবলেটে লােহা কীরূপে থাকে?

উ) IFA ট্যাবলেটে লােহা ফেরাস সালফেট রূপে থাকে বড়াে ট্যাবলেট যেগুলি সন্তানসম্ভবা মায়েদের ও স্তন্যদানকারী মহিলাদের দেওয়া হয়, সেখানে লােহার পরিমাণ হল- 60mg ছােটো ট্যাবলেট শিশুদের দেওয়া হয়, সেখানে লােহার পরিমাণ হল-20mg।

7. গর্ভবতী মহিলাদের প্রত্যেকদিন কী ট্যাবলেট খাওয়া উচিত?

উ গর্ভবতী মহিলাদের প্রত্যেকদিন IFA ট্যাবলেট খাওয়া উচিত।

8 BNP-এর সম্পূর্ণ নাম কী ?

.BNP-45 yogaala 30-Balwadi Nutrition Programme

9 ভারতে আয়ােডিনের অভাবজনিত দুটি ব্যাখ্যা লেখাে।

উ) ভারতে আয়ােডিনের অভাবজনিত দুটি ব্যাখ্যা হল (a) ভারতে প্রায় 5.4 কোটি মানুষ আয়ােডিনের অভাবজনিত কারণে  গলগণ্ড রােগের শিকার হয়েছে কারণ, ভারতে আয়ােডাইজড লবণ কম পাওয়া যায়। (b) আয়ােডিনের অভাবেই প্রায় ২২ লক্ষ মানুষ জড়বুদ্ধিসম্পন্ন বামনে পরিণত হয়েছে-পাকা গতিবার সকাল সনীয়

11. কত খ্রিস্টাব্দে ভারত সরকার জাতীয় গলগণ্ড নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করে?

1962 খ্রিস্টাব্দে ভারত সরকার জাতীয় গলগণ্ড নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করে।

12. NGCP-এর পুরাে নাম কী ?

NGCP-এর পুরাে নাম হল-National Goitre Control Programme

13 NIDDCP-এর উদ্দেশ্য কী?*

NIDDCP (National iodine Deficiency Disorder Control Programme)-এর উদ্দেশ্য হল– (a) গয়টার বেল্ট অঞ্চলগুলিকে চিহ্নিত করা, (b) পাঁচ বছর পরে এই পরিকল্পনার প্রভাবগুলিকে মূল্যায়ণ করা। (c) গয়টার আক্রান্ত অঞ্চলগুলির অবস্থা পর্যবেক্ষণ করা।

LAP প্রতি 10gm আয়ােডাইজড সল্ট-এ কত পরিমাণ আয়ােডিন পাওয়া যায়?

উ) প্রতি 10gm আয়ােডাইজড সল্ট-এ 150 মাইক্রোগ্রাম আয়ােডিন পাওয়া যায়।

18সাধারণ লবণকে আয়রণসমৃদ্ধ করার জন্য কোন্ কোন্ রাসায়নিক যােগ করা হয় ?

উঃ সাধারণ লবণকে আয়রণসমৃদ্ধ বা লােহাসমৃদ্ধ করার জন্য ফেরিক অর্থোফসফেট এবং সােডিয়াম অ্যাসিড সালফেট রাসায়নিক পদার্থ হিসেবে যােগ করা হয়।

16) আয়ােডাইজড লবণে সাধারণ লবণের সঙ্গে কী মেশানাে হয়?

উ) আয়ােডাইজড লবণে সাধারণ লবণের সঙ্গে পটাশিয়াম আয়ােডেট মেশানাে হয়।

17 ?* (Midnapore Collegiate Girls High School '16]

৬) ভিটামিন A-এর অভাবে চোখের কর্ণিয়ার শুষ্কতা, কুন এবং

আবরণী কলার কেরাটিনযুক্ত হওয়াকে শুষ্কাক্ষী বা নেত্রবত্মকলার শুষ্কতা বলা হয়।

21. স্কুল টিফিন কী?*

উঃ আমাদের দেশের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পুষ্টির অভাব দেখা যায়। কারণ, তাদের খাদ্যের মধ্যে প্রােটিন, ভিটামিন, রাইবােফ্ল্যাভিন, ক্যালশিয়াম প্রভৃতির অভাব লক্ষ করা যায়,

ফলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। এই কারণেই ভারত সরকার 1961 খ্রিস্টাব্দে বিদ্যালয়ের জন্য টিফিনের সুপারিশ করেন, সেটাই স্কুল বা বিদ্যালয় টিফিন নামে পরিচিত।

22 বিদ্যালয় টিফিনের উদ্দেশ্য কী?

বিদ্যালয় টিফিনের উদ্দেশ্য হল- (a) বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের মান উন্নয়নে সাহায্য করা, (b) বিদ্যালয়ে আগত ছাত্রছাত্রীরা স্থানীয় সহজলভ্য খাদ্যগ্রহণে উৎসাহিত হয়।

23. পপুলেশন কাকে বলে?* [Cortal Model fistitutio214]

উ কোনাে বিশেষ ভৌগােলিক অঞলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগােষ্ঠীসমূহকে পপুলেশন বা জনসংখ্যা বলা হয়।

24 বায়ােটিক পােটেনশিয়াল কাকে বলে?* (WBCHSE '16]

উ) বায়ােটিক পােটেনশিয়াল বা জৈব ক্ষমতা বলতে বােঝায়, যে স্বাভাবিক পরিবেশে কোনাে জনসংখ্যার সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি ঘটতে পারে, তাকে অর্থাৎ সেই স্বাভাবিক পরিবেশকে বায়ােটিক পােটেনশিয়াল বলে। একটি সমীক্ষা থেকে জানা যায়, বিশ্বে প্রতি মিনিটে প্রায় 245টি শিশু, অর্থাৎ প্রতি ঘণ্টায় 14700টি, প্রতিদিন3,53,015টি এবং প্রতি বছর 128.9 মিলিয়ন শিশু পৃথিবীতে জন্মায়।

25. জনসংখ্যাবৃদ্ধির সমীকরণটি লেখাে। (WBCHSE '16]

উ) জনসংখ্যাবৃদ্ধির সমীকরণটি হল— X = (r + P) – (q + S) যেখানে X = জনসংখ্যার বৃদ্ধিজনিত পরিবর্তন, জন্মহার।

P = এদেশে বসবাসের জন্য বাইরে থেকে আসা বিদেশি

q = মৃত্যুহার

S = এদেশ থেকে বসবাসের জন্য বিদেশে যাওয়া।

26.ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের একটি প্রধান তত্ত্ব লেখাে।

অথবা, ম্যালথাসের থিয়ােরির মূল কথা কী ?*

উ) ম্যালথাসের থিয়ােরির মূল কথা হল— গুণিতকের হারে জনসংখ্যার বৃদ্ধি ঘটে কিন্তু খাদ্যসামগ্রীর বৃদ্ধি শুধুমাত্র গাণিতিক হারেই ঘটে থাকে।

27 জনাধিক্য বা ওভার পপুলেশন কাকে বলে ?

জনসংখ্যাবৃদ্ধির কারণে পপুলেশনের আকার যদি এমন রূপ ধারণ করে যে, সেই বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যার সদস্যদের স্থিতিমাপ মাত্রা ছাড়ায়, তখন তাকে জনাধিক্য বা ওভার পপুলেশন বলে।

কৃষির উন্নতির ফলে উৎপাদন হওয়ার জন্য দুর্ভিক্ষজনিত মহামারি হয় না, ফলে জনসংখ্যাবৃদ্ধি পায়।

29. NSI-এর সম্পূর্ণ নাম কী ?

উ) NSI-এর সম্পূর্ণ নাম হল— Nutrition Society of India।

30 FNB-এর পুরাে নাম কী ?

উঃ FNB-এর পুরাে নাম হল- Food and Nutrition Board।

31 IccW-এর পুরাে নাম কী ?

ICCW-এর পুরাে নাম হল— Indian Council of Child Welfare

32. NAPPNB-এর পুরাে কথা কী ?

: NAPPNB- National 'A' Prophylaxis Programme for Prevention of Nutritional Blindness!


তৃতীয় অধ্যায় ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,

দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ 7 নং প্রশ্ন উত্তর


[1]  :



[TAG]:    ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ তৃতীয় অধ্যায় pdf,ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ mcq,তৃতীয় অধ্যায়  অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান ,দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায়,দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের 7 নং প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান তৃতীয়  অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Nutrition question in bengali,


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url