জলনির্গম প্রণালী বা নদী নকশা দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 3rd chapter question in bengali pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 জলনির্গম প্রণালী বা নদী নকশা উচ্চমাধ্যমিক ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 3rd chapter question in bengali pdf

 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় জলনির্গম প্রণালী বা নদী নকশা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDFclass xii Geography second chapter question Pdf in bengali | WB Class twelve Geography question in bengali |WBCHSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |ভূগোল তৃতীয় অধ্যায় জলনির্গম প্রণালী বা নদী নকশা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class 12 Geography important Question in Bengali Pdf ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

‘জলনির্গম প্রণালী বা নদী নকশা’ দ্বাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।


উচ্চমাধ্যমিক ভূগোল জলনির্গম প্রণালী বা নদী নকশা প্রশ্ন

1.

2.


দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণির ভূগোল তৃতীয়  অধ্যায় জলনির্গম প্রণালী বা নদী নকশা 1 নং প্রশ্ন উত্তর


1.ক্ষয়ের কোন্ পর্যায়ে নদী নকশা সম্পূর্ণ হয় ?*

ans ক্ষয়চক্রের পরিণত অবস্থায়।

2। জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী কী?*

উ) ভূনিম্নস্থ গঠন, ভূমির প্রারম্ভিক ঢাল, শিলার কাঠিন্য, ফাটল এবং চ্যুতির অবস্থান ও প্রকার ইত্যাদি।

3.ভারতের একটি উল্লেখযােগ্য জলবিভাজিকার নাম লেখাে।

উ) পশ্চিমঘাট পর্বত।

4। সুবিন্যস্ত জলনিৰ্গম প্রণালী কাকে বলে?*

উএকটি অববাহিকার মধ্যে অবস্থিত নদীগুলি পরস্পরের মধ্যে দূরত্ব বজায় রেখে বিভিন্ন জলনিৰ্গম প্রণালী গড়ে তুললে সেই ধরনের জলনিৰ্গম প্রণালীকে বলা হয় সুবিন্যস্ত জলনির্গম প্রণালী।

5.1932 খ্রিস্টাব্দে ‘Journal of Geology' পত্রিকায় নদীবিন্যাসের ব্যাখ্যা দেন কোন বিজ্ঞানী?*

উঃ নদী ভৌগােলিক ই আর জারনিথ।

6.কোন্ জলবায়ু অঞ্চলে কোনাে নদী নকশা গড়ে ওঠে না?*

উ) চিরতুষারাবৃত অঞ্চলে। [Bankura zilla School '16]

কোন্ প্রাকৃতিক পরিবেশে কোনাে নদী নকশা গড়ে ওঠে না ?

কোনাে নদীর উপনদী, শাখানদী না থাকলে, নদীতে জলের পরিমাণ কম হলে নদী নকশা গড়ে ওঠে না।

8. অনুগামী নদীর অপর নাম কী ?

উ) প্রাথমিক নদী বা নতি নদী। [KalaMaharaja Highschool17]

9 অনুগামী নদীর সংজ্ঞা দাও।(WBCHSE '18]

ভূমিভাগের প্রারম্ভিক ঢালকে অনুসরণ করে শিলাস্তরের নতি অনুযায়ী প্রবাহিত হয় যে নদী, তাকে বলে অনুগামী নদী।

৫ বিপরা নদী কাকে বলে?*(Sargachi R K Mission High School '17]

অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত নদীপ্রবাহকে বলা হয় বিপরা নদী। মহাভারত লেখ থেকে উৎপন্ন হওয়া অসংখ্য ছােটো ছছাটো নদী গঙ্গা, যমুনা এদের বিপরা নদী।

6.ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী কী নামে পরিচিত?

উ) অনুগামী নদী। (WBCHSE Sample Question, 2014]

19পরবর্তী নদী কাকে বলে?*

[Begum Rokeya Smriti Balika Vidyalaya '17]

কঠিন শিলাস্তর এড়িয়ে নরম শিলার আয়াম বরাবর প্রবাহিত যে নদী অনুগামী নদীর পরবর্তী পর্যায়ে সৃষ্টি হয় এবং অনুগামী নদীর সঙ্গে সমকোণে মিলিত হয়, তাকে পরবর্তী নদী বলে। যেমন- চুম্বল, কেন, বেতােয়া ইত্যাদি নদী গঙ্গা নদীর পরবর্তী নদী।

18 পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও।*(WBCHSE '16]

নদী অববাহিকার ভূমিভাগ উত্থানের ফলে যে নদী ভূগাঠনিক প্রবণতা অনুসরণ না করে নিজের পূর্বের গতিপথ বজায় রাখে, তাকে পূর্ববর্তী নদী বলে। যেমন- ব্রম্মপুত্র নদ।

14. নিমজ্জনশীল নদীর একটি বৈশিষ্ট্য লেখাে।*[Bankura Christian Collegiate School’16]

উ) নিমজ্জনশীল নদীর দৈর্ঘ্য সর্বদা ক্রমহ্রাসমান হয়।

15.অধ্যারােপিত নদী কাকে বলে?*

[Vidyasagar Vidyapith (Boys"), Midnapore '15] ভিন্ন গঠনযুক্ত প্রাচীন শিলাস্তরের উপর নবীন যুগের

ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে যে নদীব্যবস্থা, নীচের শিলাগঠনের উপর অধ্যারােপিত হয় এবং দীর্ঘ দিন ক্ষয়ের ফলে। নবীন স্তরটি অপসৃত হলে প্রাচীন শিলাস্তর উন্মুক্ত হয় কিন্তু

নদী প্রাচীন ভূতাত্ত্বিক গঠন এড়িয়ে চলে তাকে অধ্যারােপিত নদী বলে। যেমন— চম্বল নদীর প্রবাহ কায়মুর, রেওয়া প্রভৃতি মালভূমির উপর দিয়ে।

16. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কাকে বলে?

[Sadar Govt High School, Coochbehar '14]

উ) বৃক্ষরূপী বা Dendritic, এই Dendritic শব্দটি এসেছে। ল্যাটিন শব্দ Dendron অর্থাৎ গাছ থেকে। সমপ্রকৃতির অনুভূমিক শিলাস্তর দ্বারা গঠিত ভূভাগে প্রধান নদী ও উপনদীগুলি পরস্পর মিলিত হয়ে শাখাপ্রশাখা বিশিষ্ট গাছের মতাে দেখতে যে জলনির্গম প্রণালী গঠিত হয়, তাই হল বৃক্ষরূপী

জলনির্গম প্রণালী। যেমন- ছােটোনাগপুর মালভূমিতে সৃষ্ট জলনির্গম।

17. কোনাে নদীর উচ্চ অববাহিকায় কীরূপ জল নির্গমন প্রণালী দেখা যায়?[Tamluk Hamilton High School '16]

উঃ বৃক্ষরূপী জলনির্গম প্রণালী।

19. কোন্ ধরনের শিলার উপর উপবৃক্ষরূপী জলনির্গম প্রণালী

উ) স্বল্প নতিযুক্ত ও সূক্ষ্ম গ্ৰথনযুক্ত একনত গঠনযুক্ত শিলার উপর গড়ে ওঠে।

28 কোন্ ধরনের জলনির্গম প্রণালীতে জলধারাগুলি পরস্পর সুক্ষ্মকোণে মিলিত হয়?*

উ) পিনেট জলনির্গম প্রণালীতে।

21. নিম্ন বদ্বীপে নদীর অ্যানাস্টমজিং শাখা কোন্ জলনির্গমo?* (Tamluk Hamilton High School ’15]

উ) শাখানদী সমন্বিত নদী নকশা।

22. বেনিরূপী জলনির্গম প্রণালী কাকে বলে?

উঃ নিম্নগতিতে কম ঢালযুক্ত খাতের মাধ্যমে প্রবাহিত নদী শাখাপ্রশাখায় বিভক্ত হয়ে এঁকেবেঁকে প্রবাহিত হওয়ার ফলে যে জলনিৰ্গম প্রণালী গড়ে তােলে তাকে বেনিরূপী জলনির্গম প্রণালী বলা হয়।

23 কোন্ জলনির্গম প্রণালীর ক্ষেত্রে আর্দ্র ঋতু ছাড়া নদীগুলিতে জলপ্রবাহ থাকে না?

উ) সমান্তরাল জলনির্গম প্রণালীতে।

24 হিমবাহের গ্রাবরেখা সর্ণিত অঞ্চলে সমান্তরালভাবে গার্ল গ্রাবরেখা থাকলে কী জাতীয় জলনিৰ্গম গ্ৰণালী গড়ে ওঠে?

উ) সমান্তরাল জলনিৰ্গম প্রণালী।

25 সমান্তরাল জলনিৰ্গম প্রণালী ভারতের কোথায় দেখা যায় ?

উ) শিবালিক পর্বতের দক্ষিণ ঢাল, ছােটোনাগপুর মালভূমির ভৃগু ঢাল, নীলগিরি পর্বতের পূর্ব ঢাল, হাজারিবাগ মালভূমির প্রান্তদেশ প্রভৃতি স্থানে এরূপ জলনির্গম প্রণালী দেখা যায়।

26 সমান্তরাল জলনির্গম প্রণালীর ক্ষেত্রে কীসের প্রাধান্য লঞ্চ করা যায়?*

উ) ঢালের প্রাধান্য।

27. সমান্তরাল ও পরম্পর লম্বভাবে ছেদ করা দারাণের উপর গড়ে ওঠা নদী ব্যবস্থাকে কী বলে?

উ জাফরি জলনিৰ্গম প্রণালী।

28 জাফরিরূপী জলনির্গম প্রণালী কোথায় দেখা যায় ?

উ) আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাংশে অ্যাপলােশিয়ান উচ্চভূমির রিজ অ্যান্ড ভ্যালি’ নামক ভূপ্রাকৃতিক বিভাগে।

29 ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে কী জাতীয় নদী প্রণালী দেখা যায় ?

উ) জাফরিরূপী জলনিৰ্গম প্রণালী।

30. আয়তাকার জলনিৰ্গম প্রণালীর একটি বৈশিষ্ট্য লেখাে।

উ) মূল নদীতে একাধিক সমকোণী বাঁধ লক্ষ করা যায়।

31. মরু অঞ্চলে ও চুনাপাথর গঠিত অঞলে প্লায়া ও সিঙ্কহােল বরাবর কোন্ নদী প্রণালী দেখতে পাওয়া যায় ?

উ:) কেন্দ্রমুখী নদী প্রণালী।

33) কেন্দ্রমুখী জলনির্গম প্রণালীর দুটি উদাহরণ দাও।

উ) আফ্রিকার চাদ হ্রদ, এশিয়ার লপনর হ্রদ।

34*কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী কাকে বলে?

চারপাশের উচ্চভূমি থেকে নির্গত নদীগুলি মধ্যের বেসিনে এসে মিলিত হয়ে যে জলনির্গম প্রণালী গড়ে তােলে, তাকে বলা হয় কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী।

35 কেন্দ্রীয় অংশ থেকে ঢালকে অনুসরণ করে চতুর্দিকে প্রবাহিত নদী বিন্যাসকে কী বলে?* 

উ) কেন্দ্রবিমুখ নদী বিন্যাস।

36) অঙ্গরীয় জলনির্গম প্রণালী’ বলতে কী বােঝায় ?*

উ কোনাে গম্বুজাকৃতি পর্বতে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা অবস্থান করলে, কোমল শিলা ক্ষয় পায় এবং কম ক্ষয় পেয়ে কঠিন শিলা গােলাকারভাবে বেষ্টিত থাকে। ক্ষয়প্রাপ্ত গম্বুজ জাতীয় উচ্চভূমিকে কেন্দ্র করে মূল নদী ও গম্বুজ থেকে উৎপন্ন ছােটো নদীগুলি চারপাশে বলয়ের ন্যায় বেষ্টন করে যে নদী

নকশা গড়ে তােলে তাকে বলা হয় অঙ্গুরীয় জলনিৰ্গম প্রণালী।উদাহরণ—ব্ল্যাকহিল পাহাড় বেষ্টিত রেড নদীর জলনির্গম[WBCHSE '17]

37.অঙ্গরীয় জলনির্গম প্রণালীকে কী বলে?

অসমকৌণিক জলনির্গম প্রণালী।প্রণালী।

34 আমেরিকা যুক্তরাষ্ট্রের উটারাজ্যের হেনরি পাহাড়ে কী জাতীয় জলনির্গম প্রণালী দেখা যায় ?*

উ) অঙ্গুরীয়াকার জলনিৰ্গম প্রণালী।

39 হেরিংবােন জলনির্গম প্রণালী কাকে বলে?*

পার্বত্য অঞ্চলে মূলনদীর পার্শ্ববর্তী উপত্যকার খাড়া ঢাল বেয়ে আসা নদীগুলি প্রধান নদীতে মিলিত হয়ে যে মাছের কাঁটার মতাে দেখতে জলনির্গম প্রণালী গঠিত হয়, তাকেই হেরিংবােন জলনির্গম প্রণালী বলা হয়। যেমন— কোশী নদীর বামতীরে দেখা যায়।

40. ঘর্ঘরার উপনদী রাপ্তির ঊর্ধ্বপ্রবাহে কী জাতীয় জলনির্গম প্রণালী গড়ে উঠেছে?*

উঃ হেরিংবােন জলনির্গম প্রণালী।

41 ঝিলাম নদীর উর্ধ্বপ্রবাহপথে কী জাতীয় জলনির্গম প্রণালী গড়ে ওঠে?*

উঃ হেরিংবােন জলনির্গম প্রণালী।

42। জটাজাল জলনির্গম প্রণালী কাকে বলে ?

উ) নদীর জলপ্রবাহ যখন জটাজালের আকারে বহু শাখায় বিভক্ত হয়ে যায় ও মাঝে আবার একে-অপরের সঙ্গে মিলিতভাবে প্রবাহিত হয়, সেই জলনির্গম প্রণালীকে জটাজাল জলনির্গম প্রণালী বলে। যেমন সুন্দরবন অঞলে দৃশ্যমান।

43) বিশৃঙ্খল জলনির্গম প্রণালীর উদাহরণ দাও।

উঃ তুষারাবৃত স্থানে পূর্বে সৃষ্ট নদী উপত্যকার বিলােপ ঘটে। পরবর্তীকালে বিচ্ছিন্নভাবে গ্রাবরেখার বিন্যাস ঘটে। হিমযুগ শেষ হলে অসংলগ্ন নদী বিন্যাস গড়ে ওঠে, তাকে বলে বিশৃঙ্খল জলনিৰ্গম প্রণালী। যেমন—দক্ষিণ ভারতের কিছু জায়গায় প্রধান প্যালিওজাইক যুগের জলনিৰ্গম প্রণালী পারমােকার্বোনিফেরাস হিমযুগে বিনষ্ট হওয়ার পর সেখানে পরবর্তী উয় যুগে বিশৃঙ্খল জলনির্গম প্রণালী গড়ে ওঠে।

44 বিশৃঙ্খল জলনিৰ্গম প্রণালীর একটি বৈশিষ্ট্য লেখাে।

উ) বিশৃঙ্খল জলনিৰ্গম প্রণালী ভূনিম্নহিত অনিয়মিত ভূগঠনের জন্য গড়ে ওঠে।

45. কারাকোরাম পর্বতের হৈমবাহিক উপত্যকায় কী জাতীয় জলনিৰ্গম প্রণালী দেখা যায় ?*

উ) বিশৃঙ্খল নদী।

46: শিবালিক পর্বতের ঢালে যে জলনিৰ্গম প্রণালী গড়ে উঠেছে সেটি কী ?*

উ) সমান্তরাল।

47. ভূগঠনের সঙ্গে সংগতিহীন নদীব্যবস্থা কী নামে পরিচিত?*

উ) অসংগত নদী বা ডিসকর্ডান্ট নদী বা ইনকনসিকোয়েন্ট নদী।

48 অসম কৌণিক জলনিৰ্গম প্রণালী কীভাবে গড়ে ওঠে?

উ) ভূনিম্নস্থ শিলাস্তর দারণ বা চ্যুতি দ্বারা অতিমাত্রায় নিয়ন্ত্রিত হলে অসম কৌণিক জলনির্গম প্রণালী গড়ে ওঠে।

49: মূল নদীর সঙ্গে উপনদীগুলি সূক্ষ্মকোণে মিলিত হয়ে পাখির পালকের মতাে যে জলনিৰ্গম প্রণালী গঠন করে, তাকে কী বলে?*

উঃ চুনট বা পিনেট নদীনির্গম প্রণালী।


উচ্চমাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় জলনির্গম প্রণালী বা নদী নকশা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,

দ্বাদশ শ্রেণির ভূগোল তৃতীয় অধ্যায় 7 নং প্রশ্ন উত্তর


1. জাফরিরুপী নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে। 

2. আয়তাকার নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে। 

3. অঙ্গুরীয়াকার নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে। 

4. বড়শি-বাকযুক্ত নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে।

 5. হেরিংবােন নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে। 

6. বৃক্ষরূপী নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে। 

7. পিনেট নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে।

৪. অসংগঠিত বা বিশৃঙ্খল নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে। 

9. সমান্তরাল নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে।

10. কেন্দ্রবিমুখ নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে।

 ii. কেন্দ্রমুখী নদী নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে।

12 নদীবাঁকের উদ্ভব ও বৈশিষ্ট্য আলােচনা করাে। 

13. সমনতি বা একনত ভূগঠন অঞ্চলে উদ্ভূত নদী নকশার সঙ্গে ভূগঠনের সম্পর্ক ব্যাখ্যা করাে। 

14. ভঙ্গিল বা একনত ভূগঠন অঞ্চলে উদ্ভূত নদী নকশার সঙ্গে ভূগঠনের সম্পর্ক ব্যাখ্যা করাে। 

15. উদ্ভবের ভিত্তিতে নদীর শ্রেণিবিভাগ করাে। 

16. ভূগঠনের নিয়ন্ত্রণের ভিত্তিতে নদীর শ্রেণীবিভাগ করাে। 

17. ক্ষয়ের নিম্নসীমার পরিবর্তনের ভিত্তিতে নদীর শ্রেণীবিভাগ করাে। 

18. নদীখাতে জলপ্রবাহের পরিবর্তনের ভিত্তিতে নদীর শ্রেণীবিভাগ করাে। 

19. ক্ষয়চক্রের পর্যায়ের পরিবর্তনের ভিত্তিতে নদীর শ্রেণীবিভাগ করাে। 

20. নদী নকশার উদ্ভবে প্রাকৃতিক নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলােচনা করাে।


[TAG]:    জলনির্গম প্রণালী বা নদী নকশা তৃতীয় অধ্যায pdf,জলনির্গম প্রণালী বা নদী নকশা mcq,তৃতীয় অধ্যায়  অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণির ভূগোল ,দ্বাদশ শ্রেণির ভূগোল তৃতীয়  অধ্যায়,জলনির্গম প্রণালী বা নদী নকশা7 নং প্রশ্ন উত্তর,উচ্চমাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয়  অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Geography question in bengali,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url