দুর্যোগ ও বিপর্যয় দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 7th chapter pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দুর্যোগ ও বিপর্যয় দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 7th chapter question in bengali pdf

 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDFclass xii Geography seven chapter question Pdf in bengali | HS Geography question in bengali |WBCHSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণির ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |ভূগোল সপ্তম অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class 12 Geography important Question in Bengali Pdf ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

‘দুর্যোগ ও বিপর্যয়’ দ্বাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।


উচ্চমাধ্যমিক দুর্যোগ ও বিপর্যয় প্রশ্ন

1.




দ্বাদশ শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণির ভূগোল ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় 1 নং প্রশ্ন উত্তর


1.UNO প্রদত্ত দুর্যোগের সংজ্ঞা কী?

উ) প্রাকৃতিক ও মানবিক কার্যাবলির দ্বারা সৃষ্ট যে ঘটনাবলির মাধ্যমে জীবন ও সম্পদহানি, অর্থনৈতিক ও সামাজিক ক্ষয়ক্ষতি ঘটে, তাকেই বলা হয় দুর্যোগ।

2* বিপর্যয় কী?*[ilsoba Mondlai High School (HS) '17]

উ) প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে চরম দুর্যোগের ফলে জীবন ও সম্পদহানি চরমমাত্রা অতিক্রম করলে তাকে বিপর্যয় বলে। ফরাসি শব্দ ডিসাসট্রি থেকে প্রাপ্ত ডিজাস্টার যার আক্ষরিক অর্থ শব্দতারা (Des = খারাপ, astre = তারা)।

4.Disaster শব্দের উৎপত্তি কোন্ শব্দ থেকে?

Disaster শব্দের উৎপত্তি ফরাসি শব্দ থেকে।

4.দুর্যোগের ফলাফল কাকে বলে?*

বিপর্যয়কে

5. দুর্যোগ ও বিপর্যয়ের একটি পার্থক্য লেখাে।

উ) দুর্যোগ হলেই যে তা বিপর্যয়ের রূপ নেবে তা নয়। অথচ সরুল বিপর্যয়ই দুর্যোগের পরবর্তী ভয়ংকর পর্যায় বা রূপ।

6. কোন্ বিজ্ঞানী পরিবেশগত বিপদের প্রাবল্য, সম্ভাবনা ও ঝুঁকির মধ্যে সম্পর্কজনিত লেখচিত্র নির্মাণ করেন?

বিজ্ঞানী কিথ স্মিথ।

7.zard শব্দের অর্থ কী?* [Hindu School’15]

অপ্রত্যাশিত বা দৈব ঘটনা।

8 একটি আধা-প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও।*[Chandannagar Municipal Corporation '15]

বাঁধ ছাড়া জল দ্বারা বন্যা।

8Hazard শব্দের অর্থ কী ?*

উ অপ্রত্যাশিত বা দৈব ঘটনা।

৪। একটি আধা-প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও।*

[Chandannagar Municipal Corporation '15]

উ) বাঁধ ছাড়া জল দ্বারা বন্যা।

10- দুটি ভূমিরূপগত দুর্যোগের নাম লেখাে।

উ: নদীর পাড় ভাঙন ও ধস।

11. দুটি ভূ-তাত্ত্বিক বিপর্যয়ের নাম লেখাে।*

উ) অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প।

12. একটি জীব সংশ্লিষ্ট বিপর্যয়ের নাম লেখাে।

উ) মহামারি।

13 দুর্যোগকে বিপর্যয়ের মান দেওয়ার যে-কোনাে দুটি মানদণ্ড লেখাে।

উ) (a) এক মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি। (b) একশাে জনের বেশি মানুষ আহত হলে।

14- আধা-প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে?

উ: যেসকল দুর্যোগগুলি প্রাকৃতিকভাবে সৃষ্টি হলেও কখনাে কখনাে মনুষ্যসৃষ্ট কারণেও ঘটতে পারে তাদের আধা-প্রাকৃতিক দুর্যোগ বলে। উদাহরণ—ধস। [Bankura Zilla School '16]

*নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কী?* [WBCHSE '16] ভূমিকম্প।

16" কাকে ভূমিকম্পের দেশ বলে?* **

উ জাপান।(Katwa Kashiramdas Institution ’16]

17. ভারতে কত শতাংশ এলাকা ভূমিকম্পপ্রবণ ?

60%

18 দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূমিকম্পপ্রবণ দুটি এলাকার নাম লেখাে।

জাপান ও ইন্দোনেশিয়া।

19 পূর্ব হিমালয়ে বর্ষাকালে কোন্ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে?

উ) ভূমিধস।

(WBCHSE Sample Question, 2014]

20. কোন্ বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া এখনও সম্ভব হয়নি?

উ) ভূমিধস।

21.ভারতের একটি ধসপ্রবণ অঞলের নাম কী ?

উ) দার্জিলিং।

22 ভূমিধস কী ?উঃ আধা-প্রাকৃতিক কারণে পাহাড়ের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ

শক্তির প্রভাবে পাথরের খণ্ড, মৃত্তিকা অকস্মাভাবে নেমে আসার ঘটনা হল ভূমিধস।

23হিমানি সম্প্রপাত কাকে বলে?[Ballygunge Gout High School '16]

উ উচ্চ পার্বত্য অঞ্চল থেকে বিশালাকৃতির বরফের স্থূপ নীচে নেমে আসাকে বলা হয় হিমানি সম্প্রপাত।

20ভারতের একটি ধসপ্রবণ এলাকার উদাহরণ দাও।*(Tamluk.Hamilton High School '15]

উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম হিমালয়।

25 বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের শ্রেণিবিভাগ করাে।

অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, বন্যা, সুনামি, খরা এবং সাইক্লোন।

28 ভারতে অতি সাম্প্রতিক মনুষ্যসৃষ্ট বিপর্যয় কী?*

উ, 2016 খ্রিস্টাব্দের 31 মার্চ গিরিশপার্ক কলকাতার উড়ালপুল ভেঙে পড়ে। [Tamluk Hamilton High School '16]

27) খরা কী ? (Manindra Nath High School '16]

উ কোনাে অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 75%-এর কম হলে তাকে বলা হয় খরা।

28) একটি খরা সহিষ্ণু উদ্ভিদের নাম লেখাে।

উঃ ফণিমনসা।

29/পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষরাপ্রবণ এলাকা কোনটি?

9: Tron (GMT [Sri Ramakrishna Sikshalaya, Howrah '15]

30. খরার একটি প্রধান প্রভাব কী?*

উ জলসংকট।

31 ধীরগতিতে সংঘটিত একটি বিপর্যয়ের নাম লেখাে।

উ খুরা।

3 আবহাওয়াগত খরা কখন ঘটে?*

উ স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ঘটলে আবহাওয়া সংক্রান্ত খরা সৃষ্টি হয়।(WBCHSE Sample Question, 2014]

35: বর্ষাকালে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে সৃষ্ট Tast 576079 Pá?]

উ) আধা-প্রাকৃতিক বিপর্যয় (Quasi-natural Disaster)

36 হড়পা বান’ বলতে কী বােঝায়? ** [WBCHSE 17]

উ ‘মেঘভাঙা বৃষ্টি থেকে স্থানীয়ভাবে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত থেকে যে প্রবল জলপ্রবাহ ঘটে, তাকে হড়পা বান’ বলে।

3 2013 খ্রিস্টাব্দের আগস্ট মাসে হড়পা বানের কারণে কোন্ রাজ্য সর্বাধিক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল?*

উ উত্তরাখণ্ড রাজ্য। [Hourabbaekananda tastituto'16]

38 মেঘভাঙা বৃষ্টি কী ?*(WBCHSE '18]

উ) স্বল্পস্থান জুড়ে অতি অল্প সময়ে বজ্রপাত-সহ একসঙ্গে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত ঘটলে সেই ঘটনা মেঘভাঙা বৃষ্টি (Cloud burst) নামে পরিচিত।

39 হড়পা বান’ কোন্ বৃষ্টি থেকে সৃষ্টি হয়?

40 সমুদ্র উপকূলে সামুদ্রিক জলােচ্ছাসের ফলে সৃষ্ট বন্যা কী নামে পরিচিত?

উ জলােচ্ছাসজনিত বন্যা।

41. ভারতের একটি বন্যাপ্রবণ অঞলের নাম লেখাে।

উ) পশ্চিমবঙ্গ।

42কত খ্রিস্টাব্দে কোথায় আয়লা সংঘটিত হয় ?*

উ) 2009 খ্রিস্টাব্দে বঙ্গোপসাগরে।

43 টর্নেডাে কী জাতীয় দুর্যোগ?*

উ) জলবায়ুগত দুর্যোগ।

44 ভারতে ঘূর্ণিঝড়প্রবণ অঞ্চলের বিস্তার কত শতাংশ?

উ) ৪%।

45: বজ্রপাত কোন্ ধরনের দুর্যোগ?*

উ) প্রাকৃতিক দুর্যোগ।

46একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ দাও।*

উঃ ঘূর্ণিঝড়।

47. ফাইলিন কী ?

2013 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওড়িশার উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড় ফাইলিন নামে পরিচিত।

28 অস্ট্রেলিয়ায় সংঘটিত ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?

উ উইলি-উইলি। [SriRK Mission Sckska+tatuter (#) 15]

Aj ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাত কী নামে পরিচিত?*

উ হারিকেন।

58 দক্ষিণ চিন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত?*

উ) টাইফুন।

51: ওড়িশা উপকূলে সুপার সাইক্লোন সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?

1999 খ্রিস্টাব্দে।

52. কখন মৃত্তিকা বিপর্যয় ঘটে ?

উমৃত্তিকার উর্বরতা নষ্ট হলে, লবণতা বৃদ্ধি পেলে মৃত্তিকা বিপর্যয় ঘটে।

53 alls Pica26 ?* (Chittaranjan High School, Purulia '15]

উ) সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট দৈত্যাকার ও সুউচ্চ সামুদ্রিক ঢেউ বা জলােচ্ছাস উপকূলে আছড়ে পড়লে তাকে বলে সুনামি।

54 বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয় কোনটি?* * *

ভােপাল গ্যাস দুর্ঘটনা (1984 খ্রি.)।

55. অগ্ন্যুৎপাত সৃষ্টির একটি কারণ লেখাে৷ 

ভূগর্ভে তাপ ও চাপের পরিবর্তনের ফলে অগ্ন্যুৎপাত হয়।

56. অলকানন্দা অববাহিকায় কবে মেঘভাঙা বৃষ্টি হয় ?

2013 খ্রিস্টাব্দের জুন মাসে অলকানন্দা অববাহিকায় মেঘভাঙা

বৃষ্টি হয়।1950 খ্রিস্টাব্দে লন্ডন ফগ’-এর কবলে পড়ে বহু মানুষের মৃত্যুর ঘটনা যে প্রকার বিপর্যয়ের ফলে ঘটে, সেটি কী?*

উঃ মনুষ্যসৃষ্ট বিপর্যয়, যা কলকারখানার ধোঁয়ার ফলে সৃষ্টি হয়।

58 Central Water Commission-43 160 AGO বন্যাপ্রবণ জমির পরিমাণ কত?

11%

59. ঘরের মধ্যে থাকাকালীন কোন্ বিপর্যয়ের সময় বিদ্যুৎ পরিবাহী তার এড়িয়ে চলা উচিত?

বর্জ্যবিদ্যুৎ-এর সময়। [Santipur Muscipal Highschool17]

68 MIC-এর পুরাে কথা লেখাে। [Hindu School '17]

মিথাইল আইসাে সায়ানাইড।

61 খরা পরিস্থিতি মােকাবিলার জন্য একটি সরকারি কর্মসূচির নাম লেখাে।

DPAP

62.প্রাক বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বােঝাে?*

উ: বিপর্যয় ঘটার পূর্বে সংশ্লিষ্ট অঞ্চলের সম্ভাবনাময় বিপর্যয় সম্পর্কে তথ্যসংগ্রহ ও সেই অনুসারে পরিকল্পনা গ্রহণকে বলে প্রাক্‌ বিপর্যয় ব্যবস্থাপনা।

63. বিপর্যয় মােকাবিলার একটি গুরুত্বপূর্ণ উপায় কী?*

উ) আধুনিক মানের ও বিজ্ঞানসম্মত সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তােলার মাধ্যমে বিপর্যয় মােকাবিলা সম্ভব।

64 বিপর্যয় রােধে একটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখাে।

উ ইউনাইটেড নেশন ডিজাস্টার রিলিফ অর্গানাইজেশন ও বিশ্বস্বাস্থ্য সংস্থা।

65 দ্রুত সতর্কীকরণ উপকরণ বলতে কী বােঝাে?* 

রেডার, টেলিভিশন, বেতার, খবরের কাগজ, মােবাইল।

68 ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী প্রত্যেক বছর বাহ্যিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত?

উ 40 হাজার মিলিয়ন ডলার।

67 ইউট্রোফিকেশন কী ধরনের দুর্যোগ ?

উ) জৈব বিপর্যয়।

68 'National Committee for Disaster Management স্থাপন করা হয় কেন?

উ, দুর্যোগ নিবারণের জন্য।

69 বিপর্যয় সংঘটিত হওয়ার পূর্ববর্তী পর্যায়টি কী নামে পরিচিত?

উ) পূর্বজ্ঞানমূলক পর্যায়।

70 বিপর্যয় মােকাবিলার জন্য বিপর্যয়ের পরবর্তীকালে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?

উ) ত্রাণ সরবরাহ ও পুনর্বাসন।

11DART-এর অর্থ কী?* 

DART-43 072 - Deep Ocean Assessment and Reporting of Tsunami

12 2007 খ্রিস্টাব্দ থেকে কোন্ পদ্ধতির দ্বারা ভারতে সুনামি সতর্কতা জারি করা হয় ?

S: DARTI

3 EWS কী?EWS = Early Warning System I

74 GBM-এর পুরাে নাম লেখাে।

GBM-এর পুরাে নাম হল- Government Based Mitigation !


উচ্চমাধ্যমিক ভূগোল সপ্তম অধ্যায় অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,

দ্বাদশ শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায় 7 নং প্রশ্ন উত্তর


1. দুর্যোগ ও বিপর্যয় বলতে কী বােঝ ? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী? 

2. প্রাকৃতিক দুর্যোগের বৈশিষ্ট্য ও কারণ আলােচনা করাে।

3. বিপর্যয়ের শ্রেণিবিভাগ করাে।]

4. ধসের কারণ কী? ধস কীভাবে মােকাবিলা করা যায়? 

5. বন্যার কারণ কী? বন্যা কীভাবে মােকাবিলা করা যায়।

6. খরার বৈশিষ্ট্য কী? খরা কীভাবে মােকাবিলা করা যায়

7. বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় ও পদ্ধতি আলােচনা করাে।




[TAG]:    দুর্যোগ ও বিপর্যয় সপ্তম অধ্যায় pdf,দুর্যোগ ও বিপর্যয় mcq,সপ্তম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণির ভূগোল ,দ্বাদশ শ্রেণির ভূগোল সপ্তম অধ্যায়,দুর্যোগ ও বিপর্যয় 7 নং প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণির ভূগোল সপ্তম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Geography question in bengali,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url