মৃত্তিকা দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর PDF|Class 12 Geography Soil bengali pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

মৃত্তিকা দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 4th chapter question in bengali pdf

 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় মৃত্তিকা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDFclass xii Geography fourth chapter question Pdf in bengali | WB Class twelve Geography question in bengali |WBCHSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণির ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |ভূগোল চতুর্থ অধ্যায় মৃত্তিকা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class 12 Geography important Question in Bengali Pdf ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

‘মৃত্তিকা’ উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।


মৃত্তিকা mcq প্রশ্ন

1.



দ্বাদশ শ্রেণি ভূগোল চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ  অধ্যায় মৃত্তিকা 1 নং প্রশ্ন উত্তর

1.কাকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ?

উঃ ডকুচেভকে।

2ভূপৃষ্ঠের থেকে কত গভীরতা পর্যন্ত মৃত্তিকা-মণ্ডলের অবস্থান?*

উ 9 10 মিটার।

3. মৃত্তিকা সৃষ্টির দুটি বিশেষ প্রক্রিয়ার নাম লেখাে।

উ) অ্যালকালাইজেশন এবং পড়জোলাইজেশন।

4.মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণিবিভাগ করাে।*(WBCHSE '17]

উ) দুই ভাগে বিভক্ত। a পেডলফার, b পেডােক্যাল।

5/ইলুভিয়েশন কী ?*

(উ) মৃত্তিকার উপরের স্তরের পদার্থসমূহের দ্রবীভূত ও ভাসমান অবস্থায় অপসারিত হয়ে নীচের স্তরে সঞ্চিত হওয়ার প্রক্রিয়া হল ইলুভিয়েশন।

6.আবহবিকারের ফলে মাটির উৎপত্তির প্রাথমিক পর্যায়ে কী সৃষ্টি হয় ?*(WBCHSE '14]

উ) রেগােলিথ।

7.সােলাম কী ?*

উঃ মৃত্তিকা পরিলেখের A ও B স্তরকে একত্রে বলা হয় সােলাম।

8 মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক ধাপটি কী?

উ আবহবিকার।

9মৃত্তিকার ক্যাটেনা বলতে কী বােঝায় ?*

উঃ যে মৃত্তিকা একই ধরনের আদি শিলা ও জলবায়ুযুক্ত অঞ্চলে ভূ-প্রাকৃতিক তারতম্যের জন্য গঠিত হয়, তাকে বলা হয় ক্যাটেনা।

10: মৃত্তিকার কাটেনার ধারণাটি কোন্ বিজ্ঞানী দিয়েছেন?*

মিলনে। [Bankura Christian Collegiate School '16]

11) অপরিণত মৃত্তিকা বলতে কী বােঝাে?*

উ) প্রতিকূল পরিবেশে মাটি গঠনকারী প্রক্রিয়াগুলির অসম্পূর্ণ কাজের ফলে সৃষ্ট আদিশিলার ছাপযুক্ত, স্তরহীন, আলগা ও ভগুর মাটিকে অপরিণত মাটি বলে।

12. মাটির খনিজ উপাদান ভাসমান অবস্থায় যান্ত্রিক পদ্ধতি দ্বারা অপসারিত হয়, তাকে কী বলে?

উ) লেসিভেজ।

3 লিচিং কী ?*

উ) রাসায়নিকভাবে এভিয়েশন প্রক্রিয়াকে বলা হয় লিচিং।

14মৃত্তিকার pH।. ?* (Manindra Nath High School º16]

মৃত্তিকার মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনত্বের পরিমাণের বা ওজনের লগারিদমকে বলে মৃত্তিকার pH।

15.মৃত্তিকার অনুক্রমের A ও B স্তরকে একত্রে কী বলা হয় ?*

সােলাম।(WBCHSE Sample Question, 2014]

16.‘এলুভিয়েশন’ কাকে বলে?*

(WBCHSE '15]

উ) মৃত্তিকার উপরের স্তরের বিভিন্ন ক্ষারকীয় উপাদান বৃষ্টির জলে ধৌত হয়ে মৃত্তিকার A স্তর থেকে B স্তরে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলে এলুভিয়েশন।

17 হিউমাস সর্বাধিক কোথায় দেখা যায় ?

চারনােজেম মৃত্তিকায়।

28 পেডােক্যাল মৃত্তিকার একটি বৈশিষ্ট্য লেখাে। [WBCHSE 11]

উ) পেডােক্যাল মৃত্তিকায় pH-এর মান 7-এর বেশি হয়।

19. মৃত্তিকার রং অনুসারে গুণমান বিচারের জন্য কোন চার্ট ব্যবহার হয়?

উ) মুনসেন কালার চার্ট (Munsell Colour Chart)।

20: মাটির একটি ভৌত ধর্ম লেখাে।

21. PH-এর মান 7 হলে তাকে কী মাটি বলে ?

22. মৃত্তিকায় লৌহের পরিমাণ বেশি হলে মৃত্তিকার বর্ণ কী হয়?

লাল।

7], মাটির কণা একত্রিত হয়ে যে পাতলা প্লেট আকারের গঠন সৃষ্টি করে তাকে কী বলে?

ল্যামিনার। **

24কঙ্কালসার মাটি কাকে বলে?*

পার্বত্য অঞ্চলে সৃষ্ট মৃত্তিকায় পলি ও বালির সঙ্গে প্রচুর বড়াে বড়াে পাথর ও নুড়ি মেশানাে যে নবীন অপরিণত মাটি পরিলক্ষিত হয়, তাকে কঙ্কালসার মাটি বলে।

25. কোন্ মৃত্তিকা অনুস্রাবণ বেশি হলে সৃষ্টি হয়?

উঃ পেডালফার মাটি।

26. কোন্ পদ্ধতিতে সােলানটেজ মৃত্তিকা গড়ে ওঠে?*

উ) অ্যালকালাইজেশন।

27.স্যালিনাইজেশন

উ) মৃত্তিকার পরিলেখের মধ্যে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও সােডিয়াম লবণ ক্লোরাইড বা সালফেট রূপে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় স্যালিনাইজেশন। এর ফলে সােলানচাক মাটি সৃষ্টি হয়।

28 কোন্ প্রক্রিয়ায় সােলানচাক ও সােলােনেজ মৃত্তিকা সৃষ্টি হয়?*

উ কৈশিক প্রক্রিয়ায়।[Hare School '14]

29. মৃত্তিকা স্তরে জল প্রবেশ করার ক্ষমতাকে কী বলা হয় ?

উ) মাটির প্রবেশ্যতা।

30: কী কারণে শীতল মরু অঞলের তুলনায় উম্ন ক্রান্তীয় অঞলে মৃত্তিকা সৃষ্টির হার দ্রুত ?

উঃ অধিক তাপমাত্রার কারণে।

31. কোন্ রাসায়নিক আবহবিকার দ্বারা ফেরাস-অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় ?

উ) অক্সিডেশন।

32. কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম মৃত্তিকার সৃষ্টির কারণ ও নিয়ন্ত্রক সম্পর্কে ধারণা দেন?

উ) জেনি।

33.USDA-এর পুরাে নাম কী ?* [Bankura Zilla School 16]

উঃ USDA-এর পুরাে নাম– United States Department of Agriculture

34. মৃত্তিকার গ্রথন কী ?*১১rawpar Anchal Highschool 17]

উ) মৃত্তিকার মধ্যস্থিত মৃত্তিকা গঠনকারী বিভিন্ন আকৃতির

খনিজকণার আপেক্ষিক অনুপাত হল মৃত্তিকার গ্রথন।

35 পেডালফার মৃত্তিকাতে বেশি পরিমাণে কী থাকে?

36 মৃত্তিকা বিজ্ঞানের কোন্ পর্যায়ে মৃত্তিকা ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলােচনা করা হয় ?

উ) ইডাফোলজি।

37) আনুস্রাবণ কম হলে কোন্ মৃত্তিকার সৃষ্টি হয়?

উ পেডােক্যাল মৃত্তিকা।

38 বেশি মাত্রায় চুন ও লবণ দ্বারা গঠিত মৃত্তিকার নাম কী ?

উঃ পেডােক্যাল।

39: কোন্ অঞলে অধিক পরিমাণে পেডালফার মৃত্তিকা দেখতে পাওয়া যায়?

উ) আর্দ্র অঞ্চলে।

40: তৈগা অরণ্যের মাটি গঠিত হয় কোন প্রক্রিয়ায় ?*

উ পডসলাইজেশন।

41 মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে কোন্ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ?

উঃ আবহবিকার।

42. গিলগাই মৃত্তিকা কাকে বলে?*

উঃ কৃয় মৃত্তিকা জলে সিক্ত হলে ফুলে ওঠে, তাই একে গিলগাই, মৃত্তিকা বলা হয়।

43. কোন্ মৃত্তিকা বিজ্ঞানী সর্বপ্রথম দক্ষিণ ভারতের ইটভাঙা সুরকির মতাে লাল রঙের মৃত্তিকার নাম দেন ল্যাটেরাইট?

উ) বুকানন।

44* মৃত্তিকার pH পরিমাপক স্কেলের আবিষ্কর্তা কে?

উঃ সােরেনসেন।

45. কোন্ প্রক্রিয়া প্লেইজেশন প্রক্রিয়ায় বেশি কার্যকরী হয় ?

উঃ বিজারণ।

46.পড ক্র্যাটেভিনা কী?* () ]

উঃ চরনােজেম মৃত্তিকার A ভূরে মৃদভেদী প্রাণী কর্তৃক সৃষ্ট গর্তকেই বলা হয় ক্রাটেভিনা।

মৃত্তিকা বলয় কী?*WBCHSE ’08]

উ) জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জনকশিলা, জৈব পদার্থের উপস্থিতি, এ ছাড়া বিভিন্ন আঞ্চলিক, অনালিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মৃত্তিকার দীর্ঘ অলব্যাপী বিস্তারকে বলে মৃত্তিকা বলয়।

44 জলবায়ুর প্রত্যক্ষ প্রভাবে গঠিত মাটিসমূহকে কী বলে?*

উ) আঞ্চলিক মাটি।

45.অ্যান্টিসল’ কী?*(Singur Mahamaya High School’16]

উঃ অতিসাম্প্রতিক সময়ে সৃষ্ট স্তরহীন নবীন মৃত্তিকাকে বলে অ্যান্টিসল। যেমন— রেগােসল মাটি।

45 শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে?

উ) আর্দ্র যে মাটিতে লবণতা বেশি হওয়ার কারণে উদ্ভিদ রস শােষণ করতে পারে না, সে মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলে।

51. পলিমৃত্তিকা কী প্রকার মৃত্তিকা ?

উ) অনালিক মৃত্তিকা।[ChawdarLawsar MunicipalCorporation 17]

52. সােলানচাক কী ধরনের মৃত্তিকা ?

উ ক্ষারীয় মৃত্তিকা।

53 ল্যাটেরাইট মৃত্তিকা কোন্ জলবায়ুতে সৃষ্টি হয়?

উ ক্রান্তীয় উয়-আর্দ্র ও উপক্ৰান্তীয় জলবায়ুতে।

58ম্পর্কোন্ ধরনের শিলা থেকে রেগুর মাটি সৃষ্টি হয়?*

উঃ ব্যাসল্ট শিলা থেকে। (WBCHSE Sample Question, 2014]

59কোন্ বিশেষ প্রক্রিয়ায় ‘পেডােক্যাল’ মাটি সৃষ্টি হয় ?*

উঃ ক্যালসিফিকেশন প্রক্রিয়ায়। [Bankura zilla School '16]

57: নাতিশীতােয় তৃণভূমি অঞ্চলে কী জাতীয় মৃত্তিকা দেখা যায় ?*

উঃ চারনােজেম (মলিসল)। [Srirawpur AkchaLHighschool17]

58: তৈগা অরণ্যে কী জাতীয় মৃত্তিকা দেখা যায় ?*

উঃ পডসল মৃত্তিকা।[South Point High School '15]

মৃত্তিকার কোন্ স্তরকে উদ্ভিদের পুষ্টি ভাণ্ডার বলা হয়?*

উ) B স্তরকে।[Chinsurah Balika Bani Mandir '17]

60 মলিস কী?

উ) শুষ্ক অবস্থাতেও যে মাটি নরম অবস্থায় থাকে, তাকে বলে মলিস।

[Burdwan Harisava Hindu girls' High School 16]

64 ল্যাটেরাইট মৃত্তিকার একটি বৈশিষ্ট্য লেখাে।*

উঃ ল্যাটেরাইট মৃত্তিকায় লােহার পরিমাণ খুব বেশি থাকে বলে মাটির রং লাল হয়।[WBCHSE ’10]

62. ব্যাসল্ট শিলা থেকে কোন্ জাতীয় মৃত্তিকার সৃষ্টি হয়?

উ) কৃয় মৃত্তিকা। [Howrah Vivekananda Institution '16] ব্যাসল্ট শিলা থেকে কৃ মৃত্তিকা ছাড়া অন্য কোন্ মাটি গঠিত হয়?

উ, লাল মাটি, ল্যাটেরাইট মাটি।

64 অর্সটেন কী ?

উঃ মৃত্তিকার B, স্তরে হিউমাস ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম কিংবা লােহা মিশ্রিত হয়ে কাকর রূপে সঞ্চিত হলে, তাকে বলা হয় অর্সটেন।

65 কৃয়মৃত্তিকা সৃষ্টি হয় কোন্ শিলা থেকে?

উঃ ব্যাসল্ট শিলা। [Chakdah Purbachal Vidyapith (HS) '17]

66. ভারতের কৃয়মৃত্তিকা USDA-এর শ্রেণিবিভাগে কী ধরনের মাটি ?

উ ভার্টিসল। [Dimond Horbour girls' High School (HS) '17]

৪া মালসলের একটি উদাহরণ দাও।[WBCHSE '18]

চেস্টনাট মাটি/চারনােজোম মাটি।:

68. ‘রেনজিনা’ কী ?*

চুনাপাথর বা মার্ল স্টোন থেকে উৎপন্ন মাটিকে বলে রেনজিনা।

69 মাটির USDA শ্রেণিবিভাগের প্রবক্তা কে?*

উ বলদুইন। [Bankura Christian Collegiate School’14]

70' পাইন বনভূমি অঞ্চলে কী জাতীয় মৃত্তিকা দেখা যায়?

উ: পডসল মৃত্তিকা।

71. অক্সিসল মৃত্তিকার উদাহরণ দাও।*

উ) চারনােজেম। [Tamluk Hamilton High School '14)

72. হিস্টোসল বর্গের একটি মৃত্তিকার উদাহরণ দাও।*

উঃ বগ মৃত্তিকা।

73 কৃয় মৃত্তিকা কোন্ বর্গের মৃত্তিকা ?

উ ভার্টিসল।

74) অ্যান্টিসল বর্গের অন্তর্গত দুটি মৃত্তিকার উদাহরণ দাও।

উঃ অ্যালুভিয়াল ও রেগােসল।

75' ভারতের পশ্চিমাংশের কৃয় মৃত্তিকায় কীসের পরিমাণ বেশি থাকে?

:CaCO3, MgCO3, Fe, O3, AI,Og!

76 ভারতের কোথায় লাল মাটি দেখতে পাওয়া যায় ?

ঊ) অন্ধ্রপ্রদেশে।

77 কীসের অভাবে উদ্ভিদের ক্লোরােসিস রােগ হয়?

উ, ম্যাগনেশিয়াম।(Purulia Zilla School ’14]

78) উদ্ভিদ নাইট্রোজেনকে কী হিসেবে মৃত্তিকা থেকে সংগ্রহ করে ?

উ: উদ্ভিদ নাইট্রোজেনকে অ্যামােনিয়ামে পরিণত করে মাটি থেকে সংগ্রহ করে।

79হিউমিফিকেশন কাকে বলে?* (WBCHSE ’17]

উ কঁচা জৈব পদার্থ বিভিন্ন অণুজীব কর্তৃক বিয়ােজিত হয়ে জটিল।

কালাে কলয়ডালধর্মী পচনশীল হিউমাস তৈরির প্রক্রিয়াকে বলে হিউমিফিকেশন।

২৪ ডুরিক্রাস্ট’ কীভাবে গঠিত হয়? (WBCHSE '16]

উ) ল্যাটারাইজেশন প্রক্রিয়ায় মৃত্তিকা A স্তর থেকে বিভিন্ন ক্ষারকীয় দ্রবণ, লােহা, অ্যালুমিনিয়াম, সিলিকা ইত্যাদির অ্যালুভিয়েশন ঘটে B স্তরে। লােহা ও অ্যালুমিনিয়াম সঞ্চিত হয় A স্তরে। এই লােহা ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ বা R০, পরে A স্তরে শক্ত আবরণ তৈরি করে, যাকে বলে ডুরিক্রাস্ট।

কো জাতীয় মৃত্তিকা শারীরবৃীয় শুষ্ক মৃত্তিকা’ নামে পরিচিত?*

সেলােনেজ (লবণাক্ত মৃত্তিকা)।(WBCHSE '16]

20 রেগােলিথ কাকে বলে?*(WBCHSE '15]

উ আবহবিকারের মাধ্যমে আদি শিলা বিয়ােজিত ও চূর্ণবিচূর্ণ হয়ে ভূপৃষ্ঠের উপর একটি শিথিল ও অসংবদ্ধ স্তর গঠন করলে তাকে রেগােলিথ বলে।

8 মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বােঝায়? [WBCHSE '18]

যে বিজ্ঞানসম্মত উপায়ে মৃত্তিকার গুণগত মানের বৃদ্ধি ঘটিয়ে ক্ষয় ও অবনমন রােধ করে মৃত্তিকার যত্ন করা হয়, তাকে বলে মৃত্তিকা সংরক্ষণ।

84 শীর্ষস্তরের মাটি কী প্রক্রিয়ায় ক্ষয় হয় ?

উ) চাদর ক্ষয়। [Sarisha R K Mission Sikshamandir (HS) '17]

মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করাে।* [WBCHSE 16]

উ: (i) পশুচারণ নিয়ন্ত্রণ : তৃণভূমি অঞলে পশুচারণের অত্যধিক নিয়ন্ত্রণ করতে হবে। (i) বনসৃজন : ঢালু জমিতে নতুন গাছপালা রােপণ ও সংরক্ষণ দ্বারা বনসৃজন করে মৃত্তিকার ক্ষয় রােধ করতে হবে।

86. স্ট্রিপ ক্রপিং কী ?

উঃ পার্বত্য ঢালে আড়াআড়িভাবে চওড়া ফিতের মতাে জমি নিয়ে চাষ করা হয় বিভিন্ন ক্ষয়রােধী শস্য (যেমন— ডাল, চিনাবাদাম, সয়াবিন ইত্যাদি) চাষকে বলে স্ট্রিপ ক্রপিং।

87মালচিং কী ?*

উ শুষ্ক অঞলে মৃত্তিকা থেকে বাষ্পীভবন বন্ধ করার জন্য খড়কুটো,গাছ, পাতা বিছিয়ে রেখে মাটির আদ্রর্তা রক্ষার পদ্ধতিকে বলে মালচিং।



উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় মৃত্তিকা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,

দ্বাদশ শ্রেণির ভূগোল চতুর্থ অধ্যায় 7 নং প্রশ্ন উত্তর


(প্রতিটি প্রশ্নের মান -7)

1. মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়াগুলি বর্ণনা করাে। 

2. মৃত্তিকার উদ্ভবে নির্দিষ্ট প্রক্রিয়াগুলির ভূমিকা বিশ্লেষণ করাে।

3. মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে জলবায়ুর ও জীবজগতের ভূমিকা কী? 

4. মৌলিক প্রক্রিয়াগুলির মাধ্যমে কীভাবে মৃত্তিকা উৎপন্ন হয়? 

5. মৃত্তিকা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করাে। 

6. USDA প্রদত্ত মৃত্তিকার শ্রেণিবিভাগ করাে। 

7. মাটির অবক্ষয় ও সংরক্ষণের পদ্ধতি ব্যাখ্যা করাে। 

৪. মাটির উর্বরতা ও উদ্ভিদের পুষ্টিসাধনের উৎসগুলি আলােচনা করাে। 

9. ভারমুক্ত হয়ে প্রসারণের মাধ্যমে কীভাবে আদিশিলায় আবহবিকার ঘটে? 

10. কেলাস গঠনের মাধ্যমে শিলায় কীভাবে মৃত্তিকার উৎপত্তি ঘটে তা ব্যাখ্যা করাে। 

11. রাসায়নিক আবহবিকারের মাধ্যমে মৃত্তিকা গঠনের পদ্ধতি ব্যাখ্যা করাে। 

12. মৃত্তিকার উদ্ভবে কেন নির্দিষ্ট প্রক্রিয়াগুলি কিছু কিছু পরিবেশে সক্রিয় হয় তার কারণ ব্যাখ্যা করাে। 13. মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে জীবজগৎ কীরূপ ভূমিকা পালন করে?

14. ভূপ্রকৃতি কীরূপে মৃত্তিকা সৃষ্টিকে প্রভাবিত করে, তা আলােচনা করাে। 

15. মৃত্তিকার উদ্ভবে আদিশিলার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা ব্যাখ্যা করাে।

16. সময়ের পরিবর্তনের সঙ্গে মৃত্তিকার প্রকৃতিগত পরিবর্তন আলােচনা করাে। 

17. মৃত্তিকা গঠনে জলবায়ুর ভূমিকা লেখাে। 

18. মাটির উদ্ভবের কারণগুলি আলােচনা করাে। 

19. মাটির উদ্ভবের প্রক্রিয়াগুলাে আলােচনা করাে। 

20. মাটির পরিলেখের স্তর ও গুরুত্ব ব্যাখ্যা করাে।

21. মাটির ভৌত ধর্মগুলি আলােচনা করাে। 

22. মাটির গ্রহনের বৈশিষ্ট্য ও উদ্ভিদের ওপর এথনের প্রভাব আলােচনা করাে। 23. মাটির গ্ৰথনের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। 

24. মাটির রাসায়নিক ধর্মগুলি সম্পর্কে আলােচনা করাে। 25. মৃত্তিকার উর্বরতা ও পুষ্টিসাধনের উৎসগুলি আলােচনা করাে। 

26. usDAশ্রেণিবিভাগ অনুসারে মাটির প্রধান বর্ণগুলি সংক্ষেপে বর্ণনা করাে। 

27. মাটির অবক্ষয়ের কারণগুলি আলােচনা করাে। 28. মাটির সংরক্ষণের গুরুত্ব কী? মাটি কীভাবে সংরক্ষণ করা যায়?



[TAG]:    মৃত্তিকা চতুর্থ অধ্যায় pdf,উচ্চমাধ্যমিক ভূগোল মৃত্তিকা SAQ,উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণি ভূগোল,দ্বাদশ শ্রেণির ভূগোল ,দ্বাদশ শ্রেণির ভূগোল চতুর্থ  অধ্যায়,মৃত্তিকা7 নং প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণীর ভূগোল চতুর্থ  অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Geography question in bengali,












Next Post Previous Post
No Comment
Add Comment
comment url