জনসংখ্যা ও জনবসতি দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 9th chapter pdf
জনসংখ্যা ও জনবসতি দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 9th chapter question in bengali pdf
আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় জনসংখ্যা ও জনবসতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF। class xii Geography nine chapter question Pdf in bengali | WB Class twelve Geography question in bengali |WBCHSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণির ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |ভূগোল নবম অধ্যায় জনসংখ্যা ও জনবসতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class 12 Geography important Question in Bengali Pdf ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
‘জনসংখ্যা ও জনবসতি’ দ্বাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।
উচ্চমাধ্যমিক ভূগোল জনসংখ্যা ও জনবসতি mcq প্রশ্ন
1.
2.
3.
দ্বাদশ শ্রেণি ভূগোল নবম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [জনসংখ্যা]
দ্বাদশ শ্রেণীর ভূগোল নবম অধ্যায় জনসংখ্যা ও জনবসতি 1 নং প্রশ্ন উত্তর
1. 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব
উঃ 382 জন / বর্গকিমি।
2 বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কত? [WBCHSE ’12]
উ: 9 7,515,284,153 জন।
3.2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা
উঃ 121 কোটি।
4. জনঘনত্ব কাকে বলে?(WBCHSE ’10]
উ: কোনাে দেশের মােট জনসংখ্যা এবং ওই দেশের মােট জমির পরিমাণের সংখ্যাসূচক অনুপাতই হল জনঘনত্ব। সাধারণত প্রতি বর্গকিলােমিটার এলাকায় বসবাসকারী মােট জনসংখ্যাকে ওই এলাকার জনঘনত্ব বলে।
5.ভারতে 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী কোন্ রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন ?*
উঃ অরুণাচলপ্রদেশ।
6• ভারতের আধুনিক জনগণনার পথিকৃৎ কে?*
7। যে ভূগােলে জনসংখ্যা নিয়ে আলােচনা করা হয়, তাকে কীবলে?
উঃ) জনসংখ্যা ভূগােল।
৪. শারীরবৃত্তীয় ঘনত্ব কী ?
উ) প্রতি বর্গএকক কৃষিজমিতে জনসংখ্যার পরিমাণকে শারীরবৃত্তীয় জনঘনত্ব বলা হয়।
9 কৃষি ঘনত্ব কী?*
উ) প্রতি বর্গ একক কৃষিজমিতে কৃষির উপর শুধুমাত্র নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কৃষি ঘনত্ব নামে পরিচিত।
10.ভারতের দুটি অতি নিবিড় জনবসতির নাম লেখাে।
উপশ্চিমবঙ্গ এবং বিহার।
13 পৃথিবীর দুটি জনবিরল দেশের নাম লেখাে।
উগ্রিনল্যান্ড, সুইডেন।
14. ভারতের দুটি স্বল্প জনবসতিযুক্ত অঞ্ছলের নাম লেখাে৷
উ) মেঘালয় এবং রাজস্থান।
15. ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোটি ?
উ দিল্লি।
16. ভারতের সবচেয়ে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
উ, লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ।
17. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে জনঘনত্ব সবচেয়ে কম কোথায়?
উ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
18. জনসংখ্যার নিরিখে ভারতের স্থান পৃথিবীতে কত?
উ) দ্বিতীয়।
19. বিশ্বের সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি?
উ) এশিয়া।
29 জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম শহরটির নাম লেখাে।*
উ: মুম্বাই।
30.মানুষ জমি অনুপাত|মানুষ-জমি অনুপাতের সংজ্ঞা দাও
কোনাে দেশ বা অঞ্চলে বসবাসকারী মােট কর্মদক্ষতাসম্পন্ন জনসংখ্যা ও দেশের বা অঞ্চলের মােট কার্যকর জমির অনুপাতকেই বলা হয় মানুষ জমি অনুপাত”।
22 আদর্শ মানুষ-জমি অনুপাতকে কী বলে?*
উ) কাম্য জনসংখ্যা।(WBCHSE Sample Question, 2014]
23. জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি কীভাবে নির্ণয় করা যায়?** (Bankura christian Collegiate School’16]
উ মানুষ-জমি অনুপাত দেখে।
24. মানুষ-জমি অনুপাত ও পরিব্রাজনের সম্পর্ক লেখাে।
উ) মানুষ-জমি অনুপাত ও পরিব্রাজনের একে অপরের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক বর্তমান।
2s ‘অতি জনাকীর্ণতা’ বলতে কী বােঝাে?* [WBCHSE '16]
উ: কোনাে একটি দেশে উপস্থিত প্রাকৃতিক সম্পদের তুলনায় ওই দেশের জনসংখ্যা অত্যধিক বেশি হলে, সেই অবস্থাকে ওই দেশের অতি জনাকীর্ণতা বলে।
26 জনাকীর্ণ বা জনাধিক্যতা কাকে বলে?
উ কোনাে স্থান বা দেশের জনসংখ্যা যখন সেখানে প্রাপ্ত সম্পদের তুলনায় বেশি হয় অর্থাৎ কাম্য জনসংখ্যার চেয়ে অধিক জনসংখ্যা হলে তখন তাকে জনাকীর্ণতা বা জনধিক্যতা বলা হয়।
27 Galego ?[Begum Rokeya Smriti Balika Vidyalaya '17]
উ) জনসংখ্যা যখন প্রাকৃতিক সম্পদের পরিমাণের তুলনায় কম হয় অর্থাৎ মনুষ্য শক্তি, শ্রম প্রভৃতির অভাব ঘটে ও সম্পদ উৎপাদন ব্যাহত হয় তখন তাকে জনস্বল্পতা বলে।
28 সক্রিয় বা উৎপাদনশীল জনসংখ্যা বেশি হলে পিরামিডের
উ) পুঞ্চম শ্রেণির পিরামিড বা ব্যারেল আকৃতির হয়।
৪। কাম্য জনসংখ্যা থেকে অধিক জনসংখ্যাকে কী বলে ?*
জনাকীর্ণতা।(WBCHSE '12]
০। জমির বহনক্ষমতার প্রধান সূচক কী?*(WBCHSE '11]
(উ) জনসংখ্যা।
33. কাম্য জনসংখ্যার গতি সর্বদা কীরূপ হয় ?
উ) স্থিতিশীল।
3 জনবিস্ফোরণ কাকে বলে?* [Purulia Zilla School'14]
উ কোনাে দেশের জন্মহার-এর তুলনায় মৃত্যুহার হঠাৎ করে দ্রুত হারে কমে গেলে ওই দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। জনসংখ্যার এইরূপ দ্রুত বৃদ্ধিকেই বলা হয় জনবিস্ফোরণ। উদাহরণ—ভারত, বাংলাদেশ।
36) জনসংখ্যাবৃদ্ধির কোন অবস্থাকে জনবিস্ফোরণ বলা হয় ?*
(Ariadaha Kalachand High School'16]
কাম্য জনসংখ্যা অতিক্রম করলে।
37জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে?
উ) বর্তমান জনসংখ্যার কাঠামাে, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন প্রভৃতির উপর নির্ভর করে। ভবিষ্যৎ জনসংখ্যা সম্পর্কে যে পূর্বানুমান করা, হয় তাকেই অভিক্ষেপ বলে ।
38. প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক হলে তাকে কী বলে ?]
জনাকীর্ণতা।
39.কাম্য জনসংখ্যা কাকে বলে?(WBCHSE '13]
উ9 কোনাে দেশের মােট সম্পদের উৎপাদন ও জোগানের সঙ্গে দেশের জনসংখ্যা যদি সামঞ্জস্যপূর্ণ হয়, তবে তাকে কাম্য জনসংখ্যা বলে। অর্থাৎ মানুষ-জমি অনুপাতের আদর্শ অবস্থাই হরে কাম্য জনসংখ্যা।
39.ভারতের আগামী আদমশুমারি কবে সম্পন্ন হবে?*
2021 খ্রিস্টাব্দে। [WBCHSE '10]
42) জনসংখ্যার পরিবর্তনের প্রধান উপাদানগুলি কী কী?
প্রজনন, মরণশীলতা, পরিব্রাজন।
43. পরিব্রাজন কাকে বলে?* *
উঃ প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি কারণে মানুষ যখন স্থান পরিবর্তন করে একস্থান থেকে অন্যস্থানে সাময়িকভাবে বা দীর্ঘ সময়ের জন্য গমন করে, তখন তাকে পরিব্রাজন বলা হয়।
5: The Dictionary of Human Geography' speito রচনা করেন?
উ) জনস্টন।
52. জনসংখ্যা বণ্টনের একটি প্রাকৃতিক কারণ উল্লেখ করাে।*
উ) খনিজ সম্পদের প্রাচুর্য, জনসংখ্যা বণ্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
59/র্জন্মহার কাকে বলে?*
উ কোনাে দেশের প্রতি বছর প্রতি এক হাজার জন মানুষ পিছু যত জন জীবন্ত শিশুর জন্ম হয়, তার অনুপাতই হল জন্মহার বা
55. জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মূল কথা কী ?
উ কোনাে দেশের জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন সর্বদাই ওই দেশের জন্মহার এবং মৃত্যুহার দ্বারা ব্যাপক হারে নির্ধারিত হয়।
56: ভারতের দ্রুত জনসংখ্যাবৃদ্ধির কারণ লেখাে, যে-কোনাে দুটি।
উ (1) শিক্ষা ও সচেতনতার অভাব এবং (2) অল্প বয়সে বিবাহ।
57 সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জীবনযাত্রার মান কেমন হয় ?*
অবনত হয়।
58 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের স্ত্রী-পুরুষের
T: 940:10001
৪ পার্বত্য অঞলে ঋতুভিত্তিক পরিব্রাজনকে কী বলে?
উট্রান্স-হিউম্যান্স।
55 জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মূল কথা কী ?
উ কোনাে দেশের জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন সর্বদাই ওই দেশের জন্মহার এবং মৃত্যুহার দ্বারা ব্যাপক হারে নির্ধারিত হয়।
56. ভারতের দ্রুত জনসংখ্যাবৃদ্ধির কারণ লেখাে, যে-কোনাে দুটি।
উ) (1) শিক্ষা ও সচেতনতার অভাব এবং (2) অল্প বয়সে বিবাহ।
57.সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জীবনযাত্রার মান কেমন হয় ?*(WBCHSE '10]
ঊ) অবনত হয়।
58 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের স্ত্রী-পুরুষের
: 940:10001
58. শূন্য জনসংখ্যাবৃদ্ধি’ কাকে বলে?* K0wBCHSE '7804]
উ) জনসংখ্যার বৃদ্ধির স্থিতিশীল অবস্থাকে শূন্য জনসংখ্যাবৃদ্ধি বলে। এই সময় মােট পরিব্রাজন-সহ মােট জন্মহার ও মােট মৃত্যুহার-এর অন্তরফল শূন্য হয়। জনবিবর্তনের প্রথম ও চতুর্থ পর্যায়ে শূন্য জনসংখ্যাবৃদ্ধি’ দেখা যায়।
60 জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হলে বয়ঃলিঙ্গ পিরামিডের
ব্যারেল আকৃতি।
61. জনসংখ্যা বিবর্তন তত্ত্ব অনুসারে ভারত বর্তমানে কোন্
উঃ দ্বিতীয় পর্যায়ের।
62 Age-Sex Pyramid FIT 1661?*
উ, যে লেখচিত্রের সাহায্যে কোনাে দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স ও লিঙ্গের ভিত্তিতে জন্মমৃত্যু, আয়তন ও গঠন বিন্যাস প্রকাশ করা যায়, তাকে Age-Sex Pyramid বলে।
63 লিঙ্গানুপাত (Sex ratio) বলতে কী বােঝাে?
উ কোনাে স্থানের মােট জনসংখ্যার কত জন নারী ও কতজন পুরুষ সেই সংখ্যার অনুপাতকেই বলা হয় লিঙ্গানুপাত (Sex ratio)।
64. কোন্ দেশে মানুষের গড় আয়ু সবচেয়ে কম?
উ, আফগানিস্তানে (44.6 বছর)।
63 ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাত দেখা যায় কোন্ রাজ্যে ?
কেরলে (1084:1000)।
66 জনসংখ্যার বৃদ্ধি কাকে বলে?(WBCHSE ’07]
উ) কোনাে দেশের জমির বহনক্ষমতা অপেক্ষা জনসংখ্যা বেশি হলে ও বছর বছর তা বাড়তে থাকলে তাকে বলে জনসংখ্যার বৃদ্ধি।
[জনবসতি ভূগোল প্রশ্ন উত্তর]
1। জনবসতি কাকে বলে?
উ কোনাে নির্দিষ্ট এলাকাতে এক বা একাধিক ভৌগােলিক পরিবেশের আনুকূল্যে একাধিক মানুষের যে আবাসস্থল গড়ে ওঠে, তাকে বলা হয় জনবসতি।
3. গ্রামীণ বসতির প্রধান উপজীবিকা কী ?
উ) কৃষিকাজ।
4. গ্রামীণ ও পৌর বসতির মধ্যে কোটি প্রাচীন?*
উ গ্রামীণ বসতি।
(WBCHSE '09]
31 Census গ্রাম কাকে বলে?
উঃ ভারতীয় আদমশুমারি বিভাগ এক-একটি মৌজাকে এক-একটি গ্রাম হিসেবে চিহ্নিত করেছে, এই মৌজা অনুসারে ভারতে রাজস্ব আদায় বা জনগণনা হয় বলে মৌজাকে রাজস্ব গ্রাম বা সেন্সাস ভিলেজ বলে। এক্ষেত্রে সর্বাপেক্ষা ছােটো প্রশাসনিক ইউনিট যেখানে একটি মৌজা, একটি গ্রাম অথবা একাধিক গ্রাম নিয়ে একটি মৌজা গঠিত হয়।
32.হ্যামলেট কাকে বলে?
উ) প্রধান গ্রামের অংশ থেকে বিচ্ছিন্ন, প্রায় 20-25টি বাড়ি নিয়ে,নিম্নবর্গ বা উচ্চ নিম্নবিত্ত সম্প্রদায়কে নিয়ে গড়ে ওঠা ছােটো পাড়াই হল হ্যামলেট।
7. সবুজ গ্রাম কী ?*
বনভূমির মধ্যে কোনাে ফাঁকা স্থানে গড়ে ওঠা ক্ষুদ্রাকার গ্রাম বসতিকেই বলা হয় সবুজ গ্রাম।
৪. কতকগুলি জেলার সম্মিলিত একক কী ?
উ) রাজ্য।
9. কতকগুলি ব্লক বা থানা নিয়ে কী গঠিত হয়?
উ) মহকুমা।
46) ক্যারাভান সরাই কাকে বল?
উ) বণিক এবং পথিকদের রাত্রিবাসের জন্য মরুভূমির মধ্য দিয়ে
প্রসারিত পথের ধারে নির্মিত গ্রাম্য বসতিকেই বলা হয় ক্যারাভান সরাই।
11. জলবিন্দু বসতি’ কাকে বলে?(WBCHSE '16]
শুষ্ক অঞ্চলে জলের উৎসকে (প্লায়া) কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে বলা হয় আর্দ্রবিন্দু বসতি বা জলবিন্দু বসতি। যেমন— মরুভূমিতে মরুদ্যানকে কেন্দ্র করে বসতি।
12. শুষ্ক বিন্দু বসতি কাকে বলে?*
উ নদী অববাহিকায় বন্যাকবলিত অঞ্চলে মানুষজন বন্যার জল পৌছােয় না এমন উঁচু ও শুষ্ক জায়গায় তাদের বসতি গড়ে তােলে। এই বসতিকেই বলে শুষ্ক বিন্দু বসতি।
13 দুটি রাস্তার সংযােগস্থলে কী ধরনের বসতি গড়ে ওঠে?*
উ. L বা T আকৃতির বসতি।(WBCHSE '12]
14 রাস্তার ধার বরাবর কোন্ ধরনের জনবসতি সাধারণত গড়ে
ওঠে?*(WBCHSE '11]
উঃ দণ্ডকার বসতি।
151 পার্বত্য অঞ্চলে সাধারণত কোন্ ধরনের জনবসতি গড়েওঠে?*(WBCHSE '11]
উ বিক্ষিপ্ত জনবসতি
13 দুটি রাস্তার সংযােগস্থলে কী ধরনের বসতি গড়ে ওঠে?*
উ) L বা T আকৃতির বসতি।(WBCHSE '12]
14 রাস্তার ধার বরাবর কোন্ ধরনের জনবসতি সাধারণত গড়ে ওঠ
উ) দণ্ডকার বসতি।
15 পার্বত্য অঞ্চলে সাধারণত কোন্ ধরনের জনবসতি গড়ে ওঠে?*(WBCHSE '11]
উ) বিক্ষিপ্ত জনবসতি।
16 সারিবদ্ধভাবে অবস্থিত অনেকগুলি বাসগৃহকে একত্রে কী (WBCHSE '07]
উ) রৈখিক জনবসতি।
17 নদীর বদ্বীপ অঞলে কোন্ ধরনের গ্রামীণ বসতি দেখা যায় ?[Ichapur Sri gadadhar High School '17]
উ পিণ্ডাকৃতির বসতি।
18 নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কোন্ প্রকার গ্রামীণ বসতি বেশি দেখা যায় ?* [WBCHSE SampleQuestion, 2014]
উঃ রৈখিক জনবসতি।
19 সামাজিক নৈকট্য কোন্ ধরনের জনবসতি গড়ে তােলে?*
উ গােষ্ঠীবদ্ধ জনবসতি। [WBCHSE Sawple Questto6, 2014]
20রৈখিক জনবসতি কাকে বলে?*
উ) সড়কপথ, রেলপথ, নদী, খাল প্রভৃতির সমান্তরালে সারিবদ্ধভাবে গড়ে ওঠা জনবসতিকে বলা হয় রৈখিক জনবসতি।
29 Rurban ế ?
উঃ শহরের সীমানার বাইরে গ্রামীণ ও পৌর বসতির সংমিশ্রণে বসতি যার জনবসতির ঘনত্ব, জনসংখ্যা ও জীবিকাসমূহ শহরের মতাে এবং প্রশাসনিক দিকটি গ্রামের মতাে, তাকে বলে। Rurban বা গ্রাম-শহর।
30. ‘পৌরপুঞ্জ’-এর সংজ্ঞা দাও।[WBCHSE ’17]
উঃ একসঙ্গে লাগােয়া একগুচ্ছ শহরকে একত্রিতভাবে পৌরপুঞ্জ বলা হয়। এটি প্রয়ােগ করেছিলেন প্রথম প্যাট্রিক গেডেস।
উদাহরণ-কলকাতা পৌরপুঞ্জের অন্তর্গত হুগলি নদীর দু-পাশের শহরগুলাে।
31 ‘Urban’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
32 ভারতে 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যাবিশিষ্ট নগরকে কী [WBCHSE '14]
উ মহানগর।
33 ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক নগরায়ণ ঘটেছে?*
34 ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতিকে ক-টি ভাগে ভাগ করা যায়?6টি।
লুই মামফোর্ড-এর মতে, অতিক্ষুদ্র নগরবসতিকে কী বলা হয় ?
উঃ) ইয়ােপলিস।
38 Rurban শব্দটি প্রথম কে ব্যবহার করেন?*[Behala Girls' High School '17]
উ) সি জে গ্যালপিন, 1918 খ্রিস্টাব্দে।
39. ভারতের প্রথম শ্রেণির শহরের লােকসংখ্যা কত?
উঃ কমপক্ষে 1 লক্ষ বা তার বেশি।[ParaskaraBBHighschool16]
4o ভারতের মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত?* [WBCHSE '15]
উ) 1কোটির বেশি।
41 জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম শহরটি কী?
উ টোকিও। ”
42. মেগালােপলিস শব্দটির ব্যবহার পেট্রিক গেডেস এবং জাঁ গটম্যান কবে করেন?
উ) পেট্রিক গেডেস 1918 খ্রিস্টাব্দে। জাঁ গটম্যান 1961 খ্রিস্টাব্দে(Cities in Evolution গ্রন্থে)।
43 প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে কী ধরনের বসতি গড়ে ওঠে?*
44 দিল্লি ও মুম্বাইতে কী জাতীয় পৌরবসতি দেখতে পাওয়া যায় ?*
মেট্রোপলিস।
51 পলিস কাকে বলে?* AA
উঃ ইয়ােপলিসের থেকে আকার ও জনসংখ্যায় বৃহৎ পৌর বসতিকে বলা হয় পলিস।
52.ওমেগাসিটি কাকে বলে ?
যেসকল মহানগরের জনসংখ্যা 50 লক্ষ বা 1 কোটির বেশি ও জনঘনত্ব অত্যধিক ও অর্থনৈতিক দিক থেকে উন্নত তাদের বলা হয় মেগাসিটি।
50. ভারতের কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে নগরায়ণের হ্যর সর্বাধিক?*
উ: দিল্লি।
51. ভারতের একটি আধুনিক শহরের উদাহরণ দাও।
উঃ চণ্ডীগড়।
52 ভারতের একটি দ্বৈত নগরের উদাহরণ দাও।
(Beleghata Deshbandhu High School (Main) '17]
উ) কলকাতা-হাওড়া।
53 ভারতের একটি প্রশাসনিক শহরের উদাহরণ দাও।
উ: দিল্লি।
54) শিল্প শহর কাকে বলে ?
উ: কলকারখানা বা শিল্পকে কেন্দ্র করে যে পৌরবসতি গড়ে ওঠে,তাকে বলা হয় শিল্প শহর। যেমন— ভারতের জামশেদপুর।
55. দুটি ধর্ম শহরের উদাহরণ দাও।*
উ) মথুরা, বৃন্দাবন। [ Jodhpur Park Girls High School '17]
56 ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহরটির নাম লেখ।
উ) NCR, দিল্লি।(WBCHSE '18]
57 একটি নেক্রোপলিসের উদাহরণ দাও।
উ) ব্যাবিলন।
58 যমজ শহর কাকে বলে?*
পৌর এলাকার একত্রীভবনের ফলে সৃষ্ট দুটি শহর পাশাপাশি অবস্থান করলে তাদের একত্রে যমজ শহর বলে। উদাহরণ- হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদ।
59 উপনগর কী ?
উ) প্রধান নগর বা মহানগরের অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানাের জন্য প্রধান শহরের নিকটে পরিকল্পিতভাবে গঠিত সর্বাধুনিক সুবিধাযুক্ত ক্ষুদ্র শহরকেই উপনগর বলা হয়।
60. বহিবন্দর শহর কাকে বলে?
উ নাব্যতা হ্রাসজনিত কারণে প্রধান বন্দরটির সাহায্যকারী বন্দর হিসেবে গড়ে ওঠা বন্দরটিকে কেন্দ্র করে যে শহর স্থাপিত হয়,তাকেই বলা হয় বহির্বন্দর শহর।
উচ্চমাধ্যমিক ভূগোল নবম অধ্যায় জনসংখ্যা ও জনবসতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,
দ্বাদশ শ্রেণীর ভূগোল নবম অধ্যায় 7 নং প্রশ্ন উত্তর
1. ভারতে জনসংখ্যার বণ্টন পর্যালােচনা করাে।
2. জনঘনত্বের ভিত্তিতে পৃথিবীর আঞ্চলিক শ্রেণিবিভাগ করাে এবং অঞ্চলগুলির বর্ণনা দাও।
3. পৃথিবীতে অসম জনবণ্টনের কারণ ব্যাখ্যা করাে।
4. পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি বিশ্লেষণ করাে।
5. জনসংখ্যার বন্টনে পরিব্রাজনের ভূমিকা ব্যাখ্যা করাে।
6. ভারতের অবস্থার পর্যালােচনাসহ জনসংখ্যার যুগপরিবর্তন তত্ত্বটি বিশ্লেষণ করাে।
7. গ্রামীণ জনবসতির প্রকারভেদের বিবরণ দাও।
৪. গ্রামীণ জনবসতির নকশাগুলি আলােচনা করাে।
9. ভারতে গ্রামীণ জনবসতির বণ্টন সম্পর্কে আলােকপাত করাে।
10. পৌরবসতির কর্মধারাভিত্তিক শ্রেণিবিভাগ করাে।
11. পৌরবসতির আয়তনভিত্তিক শ্রেণিবিভাগ করাে।
12. ভারতে পৌরায়ণের বৈশিষ্ট্য ও সমস্যা আলােচনা করাে।
[TAG]: জনসংখ্যা ও জনবসতি নবম অধ্যায় pdf,জনসংখ্যা ও জনবসতি mcq,নবম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণির ভূগোল ,দ্বাদশ শ্রেণির ভূগোল নবম অধ্যায়,জনসংখ্যা ও জনবসতি7 নং প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণির ভূগোল নবম অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণির ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Geography question in bengali,