জীববৈচিত্র দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর |উচ্চমাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography Biodiversity pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 জীববৈচিত্র দ্বাদশ শ্রেণীর ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |দ্বাদশ শ্রেণির ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Geography 6th chapter question in bengali pdf

 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় জীববৈচিত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDFclass xii Geography six chapter question Pdf in bengali |HS Geography question in bengali |WBCHSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণির ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |ভূগোল ষষ্ঠ অধ্যায় জীববৈচিত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class 12 Geography important Question in Bengali Pdf ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

‘জীববৈচিত্র’ উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।


উচ্চমাধ্যমিক ভূগোল জীববৈচিত্র প্রশ্ন

1.



দ্বাদশ শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও]

দ্বাদশ শ্রেণির ভূগোল ষষ্ঠ  অধ্যায়ের 1 নং প্রশ্ন উত্তর

1 Bilogical diversity'-এর ধারণাকে প্রসিদ্ধ করেন কে?

উ) ই ও উইলসন।

2 Molecular diversity-এর ধারণা কে দেন?*

অধ্যাপক অ্যানটনি ক্যাম্পবেল (Anthony Campbell) 2003 খ্রিস্টাব্দে।

3 বসুন্ধরা সম্মেলনে গৃহীত পদক্ষেপটির নাম কী?

উ) এজেন্ডা 21।

4.WWF-এর পুরাে নাম কী ?*[Chittaranjan High School, Purulia '15]

উ) WWF-এর পুরাে নাম– World Wildelife fund।

5 CITES-এর পুরাে নাম লেখাে।*

উঃ CITES-এর পুরাে নাম—Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Floral

6.ইকোটোন ?* [Chittaranjan High School, Purulia '15]

উ) দুটি ভিন্নধর্মী জীববৈচিত্র্য এলাকার মধ্যবর্তী ক্ষুদ্র স্থানটি যেখানে দুটি এলাকারই বৈশিষ্ট্য বর্তমান এবং যেখানে জীববৈচিত্র্যের পরিমাণ সবথেকে বেশি, সেই বিশেষ এলাকাকে বলা হয় ইকোটোন। উদাহরণ—ওয়ালশি লাইন (Wallace Line) যা ইন্দোনেশিয়ার বালি ও লম্বক দ্বীপের জীববৈচিত্র্য এলাকার মধ্যবর্তী স্তানের একটি ইকোটোন।

7। বিজ্ঞানী হাজউড ও বাস্তে (Hajwood & Baste)জীববৈচিত্র্যকে ক-টি ভাগে ভাগ করেছেন লেখাে।*

(Mitra Institution (Main) '15]

উ: (i) জিন বৈচিত্র্য, (i) প্রজাতি বৈচিত্র্য, (i) বস্তুতান্ত্রিক বৈচিত্র্য।

9আলফা বৈচিত্র্যের দ্বারা কী জানা যায়?* (WBCHSE Sample Question, 2014]

উ একটি নির্দিষ্ট জীবগােষ্ঠীতে উপস্থিত প্রজাতির সংখ্যা।

10.গামা বৈচিত্র্য কাকে বলে?*[Sadar Govt High School, Coochbehar '15]

একটি বিশাল ভৌগােলিক অঞলে সকল প্রকার প্রজাতির বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে।

10. জীববৈচিত্র্যের বিচারে ভারতের স্থান সমগ্র বিশ্বে কত?*

উ চতুর্থ।

14 ‘জৈববৈচিত্র্য বিনাশ’-এর দুটি কারণ উল্লেখ করাে। *

উ (a) জলবায়ুর পরিবর্তন ও ক্রমশ উয়তা বৃদ্ধি জৈববৈচিত্র্যে বিনাশ ঘটায়। (b) অতিমাত্রায় বণ্যপ্রাণী শিকার জৈববৈচিত্র্য বিনাশের অন্যতম কারণ।(WBCHSE '17]

12. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?

উঃ সুন্দরবনে।

13. ভারতের একটি বিলুপ্ত প্রজাতির নাম লেখাে।*

উ গােলাপি মাথাওয়ালা হাঁস।

14[কাকে পৃথিবীর কিডনি বলা হয় ?*

জলাভূমিকে।

15.বর্তমানে পৃথিবীতে জীববৈচিত্র্যের হটস্পট কটি ?*

34টি।

16 ভারতের প্রথম বায়ােস্ফিয়ার রিজার্ভ অঞল কোনটি?*

নীলগিরি অঞ্চল।

17. বায়ােপ্রসপেক্টিং (Bioprospecting) কী?

ঔষধ শিল্পের প্রয়ােজনে বিভিন্ন ছত্রাক, প্রাণী প্রজাতি উদ্ভিদের অনুসন্ধানকে বলা হয় বায়ােপ্রসপেক্টিং।

18 বিপন্ন প্রজাতি বলতে কী বােঝাে?*

উঃ ভবিষ্যতে যেসকল প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা বর্তমান তাদের বিপন্ন প্রজাতি বলে। [Manindra Nath High School’16]

19. জীব সংশ্লিষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও।

রেড- ড-ডেটা বুক-এ কোন্ ধরনের জীবের তথ্য লিপিবদ্ধ থাকে?*

(WBCHSE Sample Question, 2014]

রেড-ডেটা বুকে বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকা ও তথ্য লিপিবদ্ধ করা হয়।

21. কোন্ ধরনের পর্যটন প্রকৃতির নান্দনিক বিষয় উপভােগ ও পরিবেশের ভারসাম্য একত্রে রক্ষা করে?*

(WBCHSE Sample Question, 2014]

ইকো-ট্যুরিজম বা পরিবেশ বান্ধব জীব পর্যটন।

IUCN সমীক্ষিত বর্তমানে অবিপন্ন প্রাণীর তালিকা যে বইতে প্রকাশিত হয় তার নাম লেখাে।*

গ্রিন ডেটা বুক।

(WBCHSE Sample Question, 2014]

22.কোন্ সম্মেলনে Biodiversity কথাটি জনপ্রিয়তা পায়?*

24 জিন ব্যাংক কাকে বলে?

হিমায়িত ও শুষ্ক পরিবেশে যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবদেহের বিভিন্ন অংশ, যেমন— জিন, ডিম্বাণু, শুক্রাণু, উদ্ভিদের বীজ, কন্দ, পরাগ, এ ছাড়া কোষ, কলা ইত্যাদি।

সংরক্ষণ করা হয় তাকে বলে জিন ব্যাংক। 

23.ইনভিট্রো সংরক্ষণ কী ?*

[Hare School '16]

যে ক্ষেত্রে ল্যাবরেটরিতে অতি শীতল ব্যবস্থার মাধ্যমে কোনাে কিছু সংরক্ষণ করা হয় তাকে বলে ইনভিট্রো সংরক্ষণ। ক্রায়াে সংরক্ষণ এরকমই সংরক্ষণ পদ্ধতি, যেমন— শস্য বীজ সংরক্ষণ।

25 ইনভিট্রো সংরক্ষণ কী?*

(Hare School '16]

উঃ যে ক্ষেত্রে ল্যাবরেটরিতে অতি শীতল ব্যবস্থার মাধ্যমে কোনাে কিছু সংরক্ষণ করা হয় তাকে বলে ইনভিট্রো সংরক্ষণ। ক্রায়াে সংরক্ষণ এরকমই সংরক্ষণ পদ্ধতি, যেমন— শস্য বীজ সংরক্ষণ।

26. জীববৈচিত্র্য বিনাশের একটি প্রাকৃতিক কারণ লেখাে।*

উ) অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরি-সংলগ্ন এলাকার প্রাণীর ও উদ্ভিদের বিনাশ ঘটে।

27 গ্রিন ডেটা বুক কাকে বলে?

[Burdwan Harisava Hindu Girls' High School '16]

উ) অবলুপ্তির বিপদ থেকে মুক্ত প্রাণীদের তথ্য সংক্রান্ত বই হল গ্রিন ডেটা বুক।

28. চিড়িয়াখানা কী ধরনের জীব সংরক্ষণ পদ্ধতির অন্তর্গত?*

(Ariadaha Kalachand High School’16]

উঃ) এক্স-সিটু কনজারভেশন পদ্ধতি।

29. স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ দাও।*

উ) সুন্দরবনে সুন্দরী গাছের সংরক্ষণ।

30 সুন্দরবনে সুন্দরী গাছ সংরক্ষণকে কী বলে?*

উঃ ইনসিটু কনজারভেশন।

31। কত খ্রিস্টাব্দে মার্কিন কংগ্রেস বিপন্ন প্রজাতি আইন প্রণয়ন করে?

উ) 1973 খ্রিস্টাব্দে।

32. ভারতের নবীনতম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি ?

উ) অমরকন্টক।

33. একটি বায়ােস্ফিয়ার রিজার্ভের অংশগুলি কী কী?

উ) কোর অল (Core Zone), বাফার অঞ্চল (Buffer Zone),ট্রানজিশন অঞ্চল (Transition Zone)।

34 ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি ?*

উ: জিম করবেট জাতীয় উদ্যান। [Mitraw lHstituttok (Math) 15]

35) পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনাঞ্ছলের নাম লেখো।

উঃ গােরুমারা।

38 পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যানের নাম কী?*

উ) আমেরিকার ইয়ােলােস্টোন ন্যাশানল পার্ক (1872 খ্রি.)।

37) বর্তমান যুগে সবচেয়ে বিপন্ন দুটি প্রাণীর নাম লেখাে।

গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ও আফ্রিকার বণ্য গর্দভ।

3৪। কমিউনিটি কীভাবে গঠিত হয়?

উ কোনাে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে অনেকরকম প্রজাতি একসঙ্গে থেকে গঠন করে কমিউনিটি।

39. আন্তর্জাতিক ক্ষেত্রে ‘cITES' কবে প্রচলিত হয় ?

উঃ 1973 খ্রিস্টাব্দে।

40. ভারতে কোথায় জলা পাখির অভয়ারণ্য দেখা যায় ?

উ) ভরতপুরে।

41. ভারতে বন্যপ্রাণী অভয়ারণ্যের সংখ্যা ক-টি?

উ প্রায় 537টি।

42. সংরক্ষিত বনভূমি কাকে বলে?*

[Banerjeedanga High School'15]

যে বনভূমি সরকার কর্তৃক চালু করা কিছু আইন দ্বারা সুরক্ষিত থাকে এবং বন্য জীবজন্তু ও উদ্ভিদের বিশেষ প্রজাতিকে সংরক্ষিত করা হয় এবং যেখানে বাইরের লােকের প্রবেশ নিষেধ থাকে, সেই বনভূমি হল সংরক্ষিত বনভূমি।

43 স্বত্থানিক সংরক্ষণের একটি উদাহরণ দাও জাতীয় উদ্যান।

A4 রেড ডেটা বুক প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?

উ, 1963 খ্রিস্টাব্দে। k

45: ভারতের কতগুলি প্রাণী প্রজাতি বর্তমানে Threatened Species-এর অন্তর্গত?

উঃ 172টি।

46 নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্যের সংরক্ষণকে কী নামে অভিহিত করা হয় ?*

উ, ইনসিটু সংরক্ষণ।

47. বিশ্বের ঐতিহ্যমণ্ডিত ভারতের দুটি জাতীয় উদ্যানের নাম লেখাে।

উ নন্দাদেবী ও কেওলাদেও।

48. বর্তমানে কোথায় সবচেয়ে বেশি জীব নিধন হতে দেখা যায় ?

উ) ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে।

49. wCMC-এর গণনা অনুসারে অস্তিত্বে থাকা প্রজাতির সংখ্যা ক-টি ?

উ) 1.25 কোটি।

so ভারতে কত খ্রিস্টাব্দে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় ?

1972 খ্রিস্টাব্দে *

51. এক্স-সিটু সংরক্ষণ কী?[tsoba.Mokalai Highschoot(s) 17] 

যে ক্ষেত্রে জীব প্রজাতিকে তার নিজ বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে রক্ষা করা হয় তাকে বলে এক্স-সিটু সংরক্ষণ। উদা— চিড়িয়াখানা।

52. জীববৈচিত্র্যের হট স্পট বলতে কী বােঝাে?]

1988 সালে ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ার্স-এর মতে যে . সকল প্রাকৃতিক আবাস ভূমি ক্রমশ মানুষের হস্তক্ষেপে নষ্ট হচ্ছে। সেখানে জীববৈচিত্র্য সংরক্ষণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

53) ইয়োমাটে কী ?

54.বাস্তুতন্ত্রে বিলুপ্ত প্রজাতির নাম লেখাে।

স্তন্যপায়ী ম্যামথ ম্যাসাডন, সরীসৃপ ডাইনােসাের, এশিয়াটিক চিতা, অস্ট্রেলিয়ার তাসমান উপজাতি।

55.ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প কোনটি?

গুজরাটের গির। [Nawab Bahadur's Institution '17]

56: IUCN-এর প্রধান কার্যালয় কোথায়?

নিউদিল্লি। [Bhogpur KM High School (HS) '17]

56.ভারতের জীববৈচিত্র্যের উয় অঞ্চলের (Hot-Spot) দুটিউদাহরণ দাও।(WBCHSE '18]

উ) পশ্চিমঘাট, আন্দামান ও নিকোবর।

58 প্রজাতি বৈচিত্র্যের সূচকগুলি কী কী?(Sunity Academy, Coochbehar '17M

উ) সূচকগুলি হল—(Simpson) সিম্পসন সূচক, (Shannon)স্যানন সূচক।


উচ্চমাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় অধ্যায় জীববৈচিত্র গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,

দ্বাদশ শ্রেণির ভূগোল ষষ্ঠ অধ্যায় 7 নং প্রশ্ন উত্তর

1. জীববৈচিত্র্য কয়প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য আলােচনা করাে। 

2. জীববৈচিত্র্যের বিনাশের কারণগুলি ব্যাখ্যা করাে।

3. জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলােকপাত করাে। 

4. জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আলােচনা করাে। 

5. জীববৈচিত্র্য প্রসঙ্গে মানুষের ভূমিকা ব্যাখ্যা করাে। 

6. জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি বা কৌশলগুলি আলােচনা করাে।




[TAG]:    জীববৈচিত্র ষষ্ঠ অধ্যায় pdf,জীববৈচিত্র mcq,ষষ্ঠ অধ্যায় বড় প্রশ্ন উত্তর উচ্চমাধ্যমিক ভূগোল ,দ্বাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণির ভূগোল ,দ্বাদশ শ্রেণীর ভূগোল ষষ্ঠ  অধ্যায়,জীববৈচিত্র7 নং প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায় বড় প্রশ্ন উত্তর,উচ্চমাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Geography question in bengali,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url