রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা প্রশ্ন উত্তর |দ্বাদশ শ্রেণি পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Nutrition question pdf
রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা প্রশ্ন উত্তর |দ্বাদশ শ্রেণি পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 12 Nutrition question pdf
রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা প্রশ্ন উত্তর
আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞানের তৃতীয় অধ্যায় রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF। class 12 Nutrition question Pdf in bengali |WBBSE পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class 12 Nutrition important Question in Bengali Pdf ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
‘রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা’ দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।
রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা mcq প্রশ্ন
1.
2.
রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও]
দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের 1 নং প্রশ্ন উত্তর
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (মান-1)
1 .অণুপূরক খাদ্য বলতে কী বােঝাে?* [WBCHSE ’15]
উ) অনুমােদিত খাদ্য গ্রহণ করা সত্ত্বেও শিশু অথবা পূর্ণবয়স্ক ব্যক্তির পুষ্টিসামগ্রীর ঘাটতি হতে পারে। সেই ঘাটতি পূরণের জন্য প্রয়ােজনের চেয়ে অতিরিক্ত পুষ্টি উপাদানসমৃদ্ধ যে খাদ্যগ্রহণ করা হয়, তাকে অণুপূরক খাদ্য বলা হয়।
2.FAO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? (WBCHSE Sample Question '14]
উ) FAO-এর সদর দপ্তর রােমে অবস্থিত।
3 FAO-এর একটি উদ্দেশ্য লেখাে।
উ) FAO-এর একটি উদ্দেশ্য হল—বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার
3.প্রয়ােজন অনুযায়ী খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা এবং সকলের প্রয়ােজন অনুপাতে খাদ্যের ব্যবস্থা করা।
FAO
উ) FAO-এর মূল মন্ত্র হল—‘Let there be bread’ অর্থাৎ বসুন্ধরায় খাদ্যের সংস্থান হােক।
5 FAO-এর দুটি কাজ লেখাে।
FAO (Food and Agriculture Organization of the United Nations)-এর দুটি কাজ হল—(a) জনগণের জীবনযাত্রা এবং পুষ্টির মান উন্নয়নে সাহায্য করা, (b) গ্রামাঞ্চলের মানুষদের কৃষিজ খাদ্যসামগ্রীর উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা।
8 “Water for all by 1990”—এটি কোন্ সংস্থার লক্ষ্য ছিল?
উ) “Water For all by 1990”—এটি WHO (World Health Organization)-এর লক্ষ্য ছিল।
9.UNICEF কোন্ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?[WBCHSE Sample Question '14]
উ) UNICEF প্রতিষ্ঠিত হয়- 1946 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর।
10 UNICEF-এর নব প্রবর্তিত নাম কী ?
T: UNICEF (United Nations International Children's Emergency Fund)-এর নব প্রবর্তিত নাম হল—United Nations Children's Fund (UNCF)
11.GOBI সম্পর্কে কী জানাে?*(WBCHSE '16]
উঃ UNICEF-এর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হল GOBI। যেখানে G হল (Growth Chart) অর্থাৎ শিশুবিকাশ লেখচিত্রের মাধ্যমে শিশুর পুষ্টির মান নির্ধারণ করা। ০ (Oral Rehydration)
অর্থাৎ শিশুদের উদরাময় নিবারণের জন্য এই থেরাপি প্রয়ােগ করা হয়। B (Breast Feeding) অর্থাৎ শিশু ও মায়ের উভয়ের স্বাস্থ্যরক্ষার জন্য শিশুকে মাতৃদুগ্ধ পান করানাে।
। (Immunization) অর্থাৎ শিশুদের টিকাকরণের ব্যবস্থা অনাক্রম্যতা সৃষ্টির জন্য।
12 CARE কথাটির পুরাে নাম কী ?
উঃ) CARE-এর পুরাে নাম হল- Cooperative for Assistance and Relief Everywhere!
13 *CARE-এর দুটি কাজ লেখাে। [WBCHSE '14]
3. CARE (Co-Operative for American Relief Everywhere)-এর দুটি কাজ হল—(a) যুদ্ধক্ষেত্রে আহত
অথবা প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্তদের সাহায্য করা, (b) দেশের বিভিন্ন অংশগুলিতে ভ্রাম্যমান চিকিৎসা ভ্যানের ব্যবস্থা করা।
14- ICMR-এর সম্পূর্ণ নাম কী ?
(উ) ICMR-এর পুরাে নাম—Indian Council of Medical Research
15.iCMR-এর একটি কাজ লেখাে।[WBCHSE Sample Question '14]
ICMR-এর একটি কাজ হল— ভারত সরকারকে পুষ্টি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণে সাহায্য করা। এই সংস্থা পুষ্টির মান এবং স্বাস্থ্যের উন্নয়নের বিষয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে।
6 NIN-এর পুরাে নাম কী ?
উ9 NIN-এর পুরাে নাম-National Institute of Nutrition।
17 NIN কোথায় ও কত খ্রিস্টাব্দে (গবেষণাগার) প্রতিষ্ঠিত হয়?
উ) NIN (National Institute of Nutrition) হায়দরাবাদে 1918 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
18 NIN কোন্ প্রতিষ্ঠানের অন্তর্গত?
NIN (National Institute of Nutrition)ICMR প্রতিষ্ঠানের অন্তর্গত একটি স্থায়ী গবেষণাগার।
19. *NFI যথাক্রমে কবে প্রতিষ্ঠিত হয় ও কে প্রতিষ্ঠা করেন?
NFL (Nutrition Foundation of India) 1980 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ড. সি গােপালন প্রতিষ্ঠা করেন।
20 csSM-এর সম্পূর্ণ নাম লেখাে।
উ) CSSM-এর সম্পূর্ণ নাম হল—Child Survival and State Motherhood programme
21" *csSM প্রকল্পের দুটি কাজ উল্লেখ করাে।
উ) CSSM প্রকল্পের দুটি কাজ হল- (a) পাঁচ বছরের নীচের শিশুদের জন্য উদরাময় (ORT) নিরাময়ের ব্যবস্থা করা এবং শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ন্ত্রণ করা। (b) সারা দেশ জুড়ে রক্তাল্পতা প্রতিরােধ করা এবং ভিটামিন-A প্রদানের উপর গুরুত্ব দেওয়া।
22 *csSM-এর কর্মসূচি কাদের আর্থিক সাহায্যে চলে ?
> CSSM (Child Survival and Safe Motherhood Programme)-এর কর্মসূচি মূলত UNICEF এবং বিশ্বব্যাংকের আর্থিক সাহায্যে চলে।
23 csWB-এর পুরাে নাম কী ?
উ) CSWB-এর পুরাে নাম হল—Central Social Welfare Board 1
24 NNMB-এর পুরাে কথাটি কী ? (WBCHSE "18]
NNMB-এর সম্পূর্ণ নাম হল—National Nutritional Monitoring Bureau
25 *FWP-এর সম্পূর্ণ নাম কী ? (WBCHSE "13]
SFWP-47 panorama 361---Food for Work Programme!
26 NNACP-এর পুরাে কথা কী ?
উ) NNACP-এর পুরাে কথা হল—National Nutritional Anemia Control Programme
2. RDI ও CFTRI-এর পুরাে কথা কী ?
RDI-এর পুরাে কথা হল—Recommended Dietary Intake।
CFTRI-এর পুরাে কথা—Central Food Technological Research Institute.
28 *FFH-এর পুরাে কথা কী ?
FFH-এর পুরাে কথা হল—Freedom From Hunger।
29. *ICDs কত খ্রিস্টাব্দে চালু হয়?
:> ICDS (Integrated Child Development Scheme) 1975 খ্রিস্টাব্দে চালু হয়।
30. *সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পের উদ্দেশ্য কী ?
(Bethune Collegiate School'16]
উ) সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পের উদ্দেশ্য হল—(a) মাতৃমঙ্গালও শিশুদের সর্বাঙ্গীণ বিকাশসাধন ঘটানাে। এ ছাড়াও শিশুদের স্বাস্থ্যের উন্নতিসাধন করা। (b) শিশুদের মৃত্যুর হার কমানাে এবং শিশুদের শিক্ষার ব্যবস্থা করা।
*icDs-এ প্রদত্ত পরিপূরক খাদ্যে প্রােটিন ও ক্যালােরির পরিমাণ কত? (WBCHSE '12]
উICDS-এ প্রদত্ত পরিপূরক খাদ্যে প্রােটিনের পরিমাণ- 10-25গ্রাম এবং ক্যালােরির পরিমাণ–200-500 কিলােক্যালােরি।
32 *icDs Center-এ কোন্ রােগের টীকা প্রদান করা হয় ? [Rathipur Barada Banipith '17]
উ: ICDS Centre-এ শিশুদের বসন্ত, টাইফয়েড, DPT ও BCG-এর টীকা প্রদান করে থাকে।
33 cDPO-এর পূর্ণরূপ কী ? কোন্ প্রতিষ্ঠানের সঙ্গে CDPO যুক্ত? [WBCHSE '16]
CDPO-এর পূর্ণ নাম—Child Development Project Officer |
ICDS (Integrated Child Development Services) t সুসংহত শিশুবিকাশ প্রকল্পের সঙ্গে CDPO যুক্ত।?*
42. ফলিত পুষ্টি প্রকল্প (ANP) কত খ্রিস্টাব্দে এবং কোথায় চালু [WBCHSE '15]
ফলিত পুষ্টি প্রকল্প প্রথমে 1960 খ্রিস্টাব্দে ওড়িশায় এবং অন্ধ্রপ্রদেশে, এরপর 1961 খ্রিস্টাব্দে তামিলনাড়ুতে, 1962 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে এবং 1973 খ্রিস্টাব্দে ভারতের অন্যান্য প্রদেশে চালু হয়।
43 ANP-এর পুরাে কথাটি কী? [WBCHSE '11]
উ: ANP-এর পুরাে কথাটি হল—Applied Nutrition Programme।
44 ANP পুষ্টি প্রকল্পটির অপর নাম কী ?
ANP eyelte (Applied Nutrition Programme) fao oft প্রকল্পটির অপর নাম হল- প্রয়ােগমূলক পুষ্টি প্রকল্প।
45.SNP-এর সম্পূর্ণ রূপটি কী? (WBCHSE '15]
SNPSpecial Nutrition Programme!
46 বিশেষ পুষ্টি প্রকল্প কত খ্রিস্টাব্দে চালু হয়?
উ) বিশেষ পুষ্টি প্রকল্প বা SNP 1970-1971 খ্রিস্টাব্দে চালু হয়।
47. কোন্ জাতীয় পুষ্টি প্রকল্পের মাধ্যমে ভারত সরকার IFA ট্যাবলেট বিতরণ করেন?
NNAPP (National Nutrition Anemia Prophylaxis Programme) প্রকল্পের মাধ্যমে ভারত সরকার IFA ট্যাবলেট বিতরণ করেন।
48 16 অক্টোবর তারিখটি পুষ্টি ও স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন?
16 অক্টোবর তারিখটি পুষ্টি ও স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ ওই দিন ‘বিশ্ব পুষ্টি দিবস' হিসেবে পালিত হয়। ওই দিনটা জনগণের মধ্যে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতনতার জাগরণ ঘটানাে যায়।
তৃতীয় অধ্যায় রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর,
দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা 7 নং প্রশ্ন উত্তর
[1] :
[TAG]: রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা তৃতীয় অধ্যায় pdf,রােগপ্রবণ শ্রেণির জন্য অনুপূরক খাদ্য ব্যবস্থা mcq,তৃতীয় অধ্যায় অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণি,দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান ,দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায়,দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের 7 নং প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর,দ্বাদশ শ্রেণির পুষ্টিবিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর,Class 12 Nutrition question in bengali,