সন্ত্রাসের রাজত্ব|ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন |Reign of Terror
টীকা লেখাে : সন্ত্রাসের রাজত্ব (Reign of Terror)১৭৯৩-১৭৯৪ খ্রি.।
অথবা, ফ্রান্সে সন্ত্রাসের শাসন'-এর কারণ কী?*
উত্তর ফ্রান্সে রােবসপিয়র-এর নেতৃত্বে জেকোবিন দল ১৭৯৩-৯৪ খ্রিস্টাব্দে যে শাসনব্যবস্থা কায়েম করেছিল, তা ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন (Reign of Terror) নামে পরিচিত। এই
সন্ত্রাসের রাজত্ব ১৭৯৩ খ্রিস্টাব্দের জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত মােট ১৩ মাস ধরে চলেছিল।
পটভূমি: ফ্রান্সের জাতীয় মহাসভা’(ন্যাশনাল কনভেনশন) ১৭৯৩ খ্রিস্টাব্দে সম্রাট যােড়শ লুইকে মৃত্যুদণ্ড দেয়। এর ফলে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, পাের্তুগাল প্রভৃতি দেশগুলি একজোট হয়ে ফ্রান্সের বিরােধিতা করে। @ফ্রান্সের অভ্যন্তরে ৮৩টি প্রদেশের মধ্যে ৬০টি প্রদেশে বিদ্রোহ শুরু হয়। ও) তা ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, বিশ্বাসঘাতকতা প্রজাতান্ত্রিক সরকারের অস্তিত্ব বিপন্ন করে তােলে। এই
অবস্থায় প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য রােবসপিয়র সন্ত্রাসের শাসন শুরু করেন।
উদ্দেশ্য : সন্ত্রাসের রাজত্বের প্রধান উদ্দেশ্য ছিল— ও ভীতি প্রদর্শন করে ফ্রান্সের জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা করা। @ ফ্রান্সের অভ্যন্তরে কালােবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যসামগ্রীর দাম ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা। @ অভিজাত ভূস্বামীদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বন্টন করা। @ বিশাল সৈন্যবাহিনী গঠন ও অস্ত্র কারখানা তৈরি করে ফ্রান্সের নিরাপত্তা ও সামরিক ক্ষমতা বৃদ্ধি করা।
সন্ত্রাসের ভয়াবহতা : সন্ত্রাসের রাজত্বকালে প্রায় ৫০ হাজার নরনারীকে গিলােটিন যন্ত্রে হত্যা করা হয়। সন্দেহের আইনে (Law of Suspect) প্রায় ৩ লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়। আরও অনেক মানুষ নিখোঁজ হয়ে যান— যাদের অনেককে জলে ডুবিয়ে বা অন্যভাবে হত্যা করা হয় বলে জানা যায়।