তাপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | নবম শ্রেণির ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 9 Physical science 6th chapter question

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 তাপ নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 9 Physical science 6th chapter question in bengali  pdf

তাপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 9 Physical science 6th chapter question in bengali pdf
তাপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় তাপ প্রশ্ন উত্তর PDFclass 9 Physical  science six chapter question Pdf in bengali | WB Class nine Physical  science question in bengali |WBBSE পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণি ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |নবম শ্রেণি ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় তাপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class ix Physical  science Heat important Question in Bengali Pdf  ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


‘তাপ’ নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

1.তাপ(heat):

তাপ একপ্রকার শক্তি, যা গ্রহণ করে সাধারণভাবে বস্তু গরম হয়ে ওঠে এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায়।

2.CGS পদ্ধতিতে তাপের একক হল–ক্যালোরি (calorie বা, cal)।

3. 1 ক্যালোরি:

1 গ্রাম বিশুদ্ধ জলের উন্নতা 1°C বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে।

4.আপেক্ষিক তাপ:আপেক্ষিক তাপ পদার্থের একটি স্বকীয় ধর্ম। একক ভরবিশিষ্ট কোনো বস্তুর একক উন্নতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে।

 

5.ক্যালোরিমিতির মূলনীতি:

একটি শীতল বস্তু এবং একটি উন্ন বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উম্ন বস্তুটি যে পরিমাণ তাপ বর্জন করে, শীতল বস্তুটি ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করে। অর্থাৎ, উষ্ম বস্তু দ্বারা বর্জিত তাপ = শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ—এটিই হল ক্যালোরিমিতির মূলনীতি।

 

6.জুলের সূত্র:তাপের সঙ্গে কার্যের সম্পর্কস্থাপনকারী সূত্রকে জুলের সূত্র বলে।

7.গলনের লীনতাপ (Latent heat of fusion): প্রমাণ চাপে একক ভরের কোনো কঠিন পদার্থকে তার স্থির গলনাঙ্কের উন্নতায় রেখে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োগ করতে হয়, তাকে ওই কঠিন পদার্থের গলনের লীনতাপ বলে।

 

8.কঠিনীভবনের লীনতাপ (Latent heat of solidification):

 0°C উন্নতায় জলকে ঠান্ডা করলে জল জমে বরফ হয়, কিন্তু তখনও উন্নতার কোনোরূপ পরিবর্তন হয় না। অর্থাৎ তরল (জল) যখন কঠিন অবস্থায় (বরফ) পরিবর্তিত হয়, তখন কিছুটা তাপ বর্জিত হয়। এই তাপেরও কোনো বাহ্যিক প্রকাশ নেই। তাই এই তাপকে কঠিনীভবনের লীনতাপ বলে।

 

9.বাষ্পীভবনের লীনতাপ (Latent heat of vapourisation):

 প্রমাণ চাপে একক ভরের কোনো তরলকে তার স্থির স্ফুটনাঙ্কের উন্নতায় রেখে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োগ করতে হয়, তাকে ওই তরলের বাষ্পীভবনের লীনতাপ বলে।

10.ঘনীভবনের লীনতাপ (Latent heat of condensation):

ঘনীভবনের সময় অর্থাৎ গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের সময় যে-তাপ বর্জিত হয়, তারও বাহ্যিক প্রকাশ নেই। এই তাপকে ঘনীভবনের লীনতাপ বলে।

11.সম্পৃক্ত বাষ্প (Saturated vapour):

 কোনো নির্দিষ্ট উন্নতায়, নির্দিষ্ট আয়তনের আবদ্ধ স্থানে সর্বোচ্চ পরিমাণ বাষ্প উপস্থিত থাকলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। সম্পৃক্ত বাষ্প চার্লস ও বয়েল সূত্র মেনে চলে।

 

12.অসম্পৃক্ত বাষ্প (Unsaturated vapour): কোনো নির্দিষ্ট উন্নতায়, নির্দিষ্ট আয়তনের আবদ্ধ স্থানে, সভাধিক যে পরিমাণ বাষ্প ধারণে সক্ষম, তার চেয়ে কম পরিমাণ বাষ্প ওই স্থানে থাকলে, ওই বাষ্পকে অসম্পত্ত বাষ্প বলে এবং ওই বাষ্পের চাপকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে।

 

13.শিশিরাঙ্ক: যে উন্নতায় নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উন্নতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে।

 

14.ভালোভাবে শিশির জমার ক্ষেত্রে নীচের অবস্থাগুলি সাহায্য করে-

i.মেঘহীন আকাশ এক্ষেত্রে ভূপৃষ্ঠ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে এবং দ্রুত ঠান্ডা হয়।

ii.বায়ুতে জলীয় বাষ্পের মাত্রা বেশি থাকলে তাড়াতাড়ি শিশির জমে।

iii.স্থির বাতাস বা বায়ু চলাচল কম হলে কোনো ঠান্ডা বস্তুর সংস্পর্শে কিছু পরিমাণ বায়ু বেশিক্ষণ

থাকতে পারে এবং দ্রুত ঠান্ডা হওয়ার সুযোগ পায়।

iv.তাপের ভালো বিকিরক এবং কুপরিবাহী বস্তুর সংস্পর্শে থাকলে, তাড়াতাড়ি শিশির জমে।

v.ভূপৃষ্ঠের কাছের বস্তুর ওপর অধিক শিশির জমে। তাই গাছের পাতার চেয়ে ঘাসের ওপর

শিশির বিন্দু বেশি জমে।

 

15.ব্যতিক্রান্ত প্রসারণ:

0°C উন্নতার বিশুদ্ধ জলে তাপ প্রয়োগ করলে 4°C উন্নতা পর্যন্ত ওর আয়তন কমতে থাকে। 4°C-এর পর উন্নতা বাড়ালে ওর আয়তন অন্যান্য তরল পদার্থের মতোই উন্নতা বৃদ্ধির সঙ্গে বাড়ে। তাই জলের এরূপ প্রসারণকে ব্যতিক্রান্ত প্রসারণ বলে।

  



নবম শ্রেণি ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় অধ্যায় 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও]

নবম শ্রেণির ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়  অধ্যায়ের 1 নং প্রশ্ন উত্তর

16.অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

1.তাপমাত্রার SI একক কী?

2. স্টীমের লীনতাপ কত?

3.বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত?

4.10°C তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে বায়ুর শিশিরাঙ্ক কত?

5.তাপের মাত্রীয় সংকেত লেখো?

6.জলের কোন্ ধর্মের জন্য শীতপ্রধান দেশের সামুদ্রিক জীবেরা বেঁচে থাকতে পারে?

7.এক ক্যালোরি = কত জুল?

৪.স্থিরাঙ্ক বলতে কী বোঝায়?

9.নিম্নস্থিরাঙ্ক কোনটি?

10.ঊর্ধ্বস্থিরাঙ্ক কোন্‌টি?

11.থার্মোমিটার স্কেলের ‘প্রাথমিক অন্তর’ কী?

12. থার্মোমিটার কীভাবে উন্নতা পরিমাপ করতে পারে?

13. পারদ থার্মোমিটারের সাহায্যে উন্নতা পরিমাপ করতে পারদের কোন্ ধর্মকে কাজে লাগানো হয়?

14.বৈদ্যুতিক থার্মোমিটারের সাহায্যে উন্নতা পরিমাপ করতে পদার্থের কোন্ ধর্মকে কাজে লাগানো হয়?

15.ক্যালোরিমিতির মূলনীতি লেখো।

16.এক ক্যালোরি তাপ উৎপাদন করতে কত কার্য সম্পাদন করতে হয়?

 নবম শ্রেণির ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় অধ্যায় ২ নং প্রশ্ন উত্তর

17.সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

1.শর্ত উল্লেখ করে ক্যালোরিমিতির নীতি লেখো। 

2 .কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে? 

3.তাপ প্রয়োগে সাধারণভাবে পদার্থের কী কী পরিবর্তন ঘটে?

4. তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? এর SI মান কত?

 5. শিশিরাঙ্কের সংজ্ঞা দাও। সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্যগুলি লেখো।

6.আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? দৈনন্দিন জীবনে আপেক্ষিক আর্দ্রতার একটি প্রভাব লেখো।

7. জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো? সামুদ্রিক জীবের ওপর এর প্রভাব লেখো।

৪. জল অপেক্ষা একই পরিমাণের দুধ তাড়াতাড়ি গরম হয় কেন?

9.সেক দেওয়ার বোতলে, গরম তরল হিসেবে গরম জল ভরা বিধেয় কেন?

10. সমভরের দুটি বিভিন্ন ধাতব বস্তুতে সমপরিমাণ তাপ দেওয়া হল। যুক্তি সহকারে ব্যাখ্যা করো—বস্তু দুটির উন্নতা বৃদ্ধি সমান হবে কি না।

11.ক্যালোরিমিতির মূলনীতি কী? এই নীতি প্রয়োগের শর্তগুলি উল্লেখ করো।

 

ষষ্ঠ অধ্যায় অধ্যায় তাপ বড় প্রশ্ন উত্তর,

নবম শ্রেণির ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় 5 নং প্রশ্ন উত্তর

18.গাণিতিক প্রশ্নাবলি

1.100 g জলের তাপমাত্রা 10K বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন হবে? (জলের আপেক্ষিক তাপ 4200 Lkg¹ K-¹)

2.100° উন্নতার 40 g জলের সঙ্গে 150 g শীতল জল মেশানো হল। মিশ্রণের উন্নতা 50°C হলে শীতল জলের উন্নতা কত ছিল? (ধরে নাও কোনো তাপ নষ্ট হয়নি)

3. 0°C উন্নতায় 100 g বরফকে সম্পূর্ণ স্টীমে পরিণত করতে কত তাপ লাগবে?

 

[TAG]:   মাধ্যমিক তাপ ষষ্ঠ অধ্যায় অধ্যায় pdf,তাপ mcq,ষষ্ঠ অধ্যায় অধ্যায় বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণি,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়    অধ্যায়,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়  অধ্যায়ের ২ নং প্রশ্ন উত্তর,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় অধ্যায় বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় অধ্যায় প্রশ্ন উত্তর,Madhyamik Physical  science question in bengali,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url