পরিমাপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | নবম শ্রেণি ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর PDF | Class 9 Physical science 1st chapter question

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

পরিমাপ নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 9 Physical  science 1st chapter question in bengali  pdf

পরিমাপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর PDF |Class 9 Physical  science 1st chapter question in bengali  pdf
পরিমাপ  প্রশ্ন উত্তর

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপ প্রশ্ন উত্তর PDFclass 9 Physical  science first chapter question Pdf in bengali | WB Class nine Physical  science question in bengali |WBBSE পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণি ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |নবম শ্রেণি ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় পরিমাপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class ix Physical  science Measurement important Question in Bengali Pdf  ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


‘পরিমাপ’ নবম শ্রেণির ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

                       পরিমাপ


1.ভৌত রাশি কয় প্রকার ও কি কি?

উদাহরণ সহ সংজ্ঞা দাও।

উঃ-ভৌত রাশি দুই প্রকারের হয়- স্কেলার রাশি (Scalar quantities), ভেক্টর রাশি (Vector quantities)।

a)স্কেলার রাশি: যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ

নেই, তাদের স্কেলার রাশি বলে।

যেমন-দৈর্ঘ্য, ভর, সময়, উয়তা, তড়িৎপ্রবাহমাত্রা, ক্ষেত্রফল ইত্যাদি।

b)ভেক্টর রাশি: যে সমস্ত রাশির মান ও নির্দিষ্ট অভিমুখ দুই-ই আছে, তাদের ভেক্টর রাশি বলে। যেমন-বেগ, সরণ, ত্বরণ, ওজন ইত্যাদি

 

2.ভৌত রাশির একক বলতে কী বোঝো?

উঃ-কোনো ভৌত রাশির একক বলতে, রাশিটির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে বোঝায়, যাকে প্রমাণ হিসাবে ধরে প্রদত্ত রাশিটির বা সমজাতীয় রাশির পরিমাপ করা হয়।

 

3.মূল একক (Fundamental unit) বলতে কি বোঝো?

উঃ- যে রাশিগুলির একক পরস্পরের ওপর নির্ভর করে না এবং যে রাশিগুলির একক থেকে অন্যান্য রাশিগুলির একক গঠন করা যায়, তাদের মূল একক বলে।

উদাহরণ:- দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহমাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ ইত্যাদি রাশির একক।

 

4.লব্ধ একক (Derived unit) কাকে বলে? উঃ-এক বা একাধিক মূল একক থেকে অন্যান্য যেসব একক গঠন করা যায়,তাদের লব্ধ একক বলে।

উদাহরণ:-বেগ, দ্রুতি, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি রাশির একক হল লব্ধ একক।

 

5.এককের প্রতীক ব্যবহারের নিয়ম লেখো।

উঃ-

 i.বিজ্ঞানীর নামানুসারে গঠিত এককের প্রতীকে প্রথম অক্ষরটা বড়ো হরফে হবে।

যেমন-নিউটন (N), জুল (J), ওয়াট (W), কুলম্ব (C) ইত্যাদি।

অন্যান্য সমস্ত এককের চিহ্ন ছোট অক্ষরে

হবে। যেমন-গ্রাম (g), মিটার (m), সেকেন্ড (s) ইত্যাদি।

ii.উপসর্গের প্রতীক এককের প্রতীকের আগে লিখতে হবে। যেমন-কিলোগ্রাম (kg), সেন্টিমিটার (cm), ন্যানোমিটার (nm) ইত্যাদি।

iv.বহুবচন বোঝাতে ছোট হরফে এককের সঙ্গে s বা es যোগ করা যাবে না। যেমন, 10cm, 50g, 2mol লেখা যাবে কিন্তু, 10cms বা 50gs, 2 moles লেখা যাবে না।

v.এককের মাঝে বা পরে ডট(.) চিহ্ন দেওয়া যাবে না। যেমন, c.m. k.m. ও কিম্বা N-m লেখা যাবে না, লিখতে হবে cm বা k.m ও কিম্বা N.m |

vi.একাধিক একক ব্যবহার করলে মাঝে ফাঁকা থাকবে। যেমন—কার্যের SI একক

Nm লেখা যাবে না Nm এইভাবে লেখা হবে। vii.ভরের CGS একক লেখার সময় gm লেখা যাবে না g লেখা হবে।

 

6.লব্ধ রাশি কাকে বলে?

উঃ-এক বা একাধিক মূল রাশি থেকে অন্যান্য যেসব রাশি সৃষ্টি করা সম্ভব হয়, তাদের লব্ধ রাশি বলে। যেমন—আয়তন, ক্ষেত্রফল, বেগ, ত্বরণ ইত্যাদি।

 

7.রাশির মাত্রা কাকে বলে?

উঃ-কোনো একটি ভৌত রাশির লব্ধ একককে প্রকাশ করতে দৈর্ঘ্য, ভর ও সময় ইত্যাদি মূল এককগুলিকে যে যে ঘাত (power)-এ উন্নীত করতে হয়, তাদের ওই ভৌত রাশিটির মাত্রা বলে।

 

8.মাত্রাহীন ভৌত রাশি কাকে বলে?

উঃ-যেসব ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত, সেইসব ভৌত রাশিকে মাত্রাহীন ভৌত রাশি বলে।

 

9.আয়তন মাপার চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয়।

উঃ-এক্ষেত্রে আয়তন মাপক চোঙ এবং স্টপওয়াচ যন্ত্র দুটি ব্যবহার করে জলপ্রবাহের হার নির্ণয় করা যায়। আয়তন মাপক চোঙে একটি নির্দিষ্ট‌ সময়ের জন্য কলের মুখ থেকে জল সংগ্রহ করা হয়। মাপনি চোঙ  থেকে জলের আয়তন এবং স্টপওয়াচ থেকে সময় জেনে আয়তনকে সময় দিয়ে ভাগ করলে জল পড়ার হার পাওয়া যাবে।

     

10.ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণ

উঃ-

i.তুলাযন্ত্র নির্ভুল হতে গেলে তুলাদণ্ডের দুটি বাহুর দৈর্ঘ্য এবং ভর সমান হওয়া প্রয়োজন।

ii.যে তুলাযন্ত্রে ভরের সামান্য পার্থক্য মাপা যায় তাকে সুবেদী তুলাযন্ত্র বলে। এর জন্য

(a) তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ হওয়া প্রয়োজন; (b) তুলাদণ্ডটি হালকা হওয়া প্রয়োজন এবং

(c) তুলাদণ্ডের ভারকেন্দ্র আলম্বের নীচে যতটা সম্ভব কাছে থাকা প্রয়োজন।

iii.তুলাদণ্ডটি একবার আন্দোলিত হওয়ার পর শীঘ্র সাম্য অবস্থানে ফিরে এলে তুলাযন্ত্রটিকে সুস্থিত তুলাযন্ত্র বলে।

 

নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় ২ নং প্রশ্ন উত্তর

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নঃ-

1.ভেক্টর রাশি কাকে বলে?

2.একটি মূল এককের উদাহরণ দাও।

3. উষ্ণতার SI এককটি লেখো।

4.কোন্ ভৌত রাশির SI একক ‘মোল’?

5.ওজনবাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কী? 6.বল রাশির মাত্রীয়

সংকেত লেখো।

7.একক বিহীন একটি স্কেলার রাশির নাম লৈখো। ৪.আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক?

9.1 মাইক্রন (1) = কত ন্যানোমিটার (nm)?

10.ক্যান্ডেলা কোন্ ভৌত রাশির একক?

11.সময় কোন্ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। 12.এক মিলিলিটার = কত লিটার?

13.চাপের একক কী?

14.বস্তুর ভার বা ওজন পরিমাপক যন্ত্রের নাম কী?

15.ভর, ভার, বেগ, দৈর্ঘ্য, চাপ এবং ত্বরণ—এদের একক মৌলিক না লব্ধ?

প্রথম অধ্যায় পরিমাপ বড় প্রশ্ন উত্তর,

নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় 5 নং প্রশ্ন উত্তর


সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:-

1.স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কী? 2.লব্ধ একক কাকে বলে?

3.তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কী বোঝো?

4.ঘনত্ব কাকে বলে?

5.সময় মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? 6.তাপমাত্রা ও তড়িৎপ্রবাহমাত্রার SI একক লেখো।

7.লম্বন ত্রুটি কী?

8.একটি স্কেলার রাশির নাম লেখো যার একক তিনটি মৌলিক একক দিয়ে গঠিত।

9.সুবেদি তুলাযন্ত্রের কী কী গুণ থাকা আবশ্যক? 10. 4 কিগ্রা লোহার টুকরোর আয়তন 500 ঘন সেমি হলে লোহার ঘনত্ব কত?



[TAG]:   মাধ্যমিক পরিমাপ প্রথম   অধ্যায় pdf,পরিমাপ mcq,প্রথম    অধ্যায় বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণি,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম    অধ্যায়,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম  অধ্যায়ের ২ নং প্রশ্ন উত্তর,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম    অধ্যায় বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম    অধ্যায় প্রশ্ন উত্তর,Madhyamik Physical  science question in bengali,


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url