প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রাকটিস সেট pdf|Primary tet evs practice set pdf download

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Primary Tet Environmental studies Practice set pdf 2022|প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রাকটিস সেট pdf
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রাকটিস সেট pdf|Primary tet evs practice set pdf download
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রাকটিস সেট pdf

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রাকটিস সেট পিডিএফ, wb Primary tet Environmental studies Practice set 2022 যা আগত যে কোনো পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে wb tet 2022 পরীক্ষায় আসা প্রশ্ন সম্পর্কে ধারণা দেবে।


Primary tet practice set pdf download

1. কেন্দ্রীয় শক্তিমন্ত্রকের হিসাব অনুযায়ী ভারতে 2012 সাল সম্পদ প্রয়োজনীয় অতিরিক্ত শক্তির পরিমাণ—

(A) 1 লক্ষ মেগাওয়াট (B) 2 লক্ষ মেগাওয়াট

(C) 3 লক্ষ মেগাওয়াট (D) 5 লক্ষ মেগাওয়াট


2. NHPC-এর পুরো নাম হল-

(A) National Hydro Power Corporation

(B) National Thermal Power Commission

(C) National Thermal Power Company

(D) National Thermal Project Corporation


3. আলো ব্যবহার করার ক্ষেত্রে শক্তি সংরক্ষণ করতে হলে-

(A) ভালো ফিলামেন্টযুক্ত বাল্ব ব্যবহার করতে হবে

(B) ভালো রোধযুক্ত বাল্ব ব্যবহার করতে হবে

(C) ভালো ফ্লুরোসেন্ট বাল্ব ব্যবহার করতে হবে

(D) ভালো তড়িৎ পরিবাহী তারযুক্ত বাল্ব ব্যবহার করতে হবে


4. নীচের কোন্ রোগটি ফসফেট সারের বিষক্রিয়া থেকে ছড়ায়—

(A) ডিসলেক্সিয়া

(B) সিলিকোসিস

(C) ফ্লুরোসিস

(D) মিনামাটা


5. স্ট্রেট ভাইরাস নীচের কোন স্থানকে আক্রমণ করে?

(A) বাজরা দানা 

(B) লেটুসগাছের পাত

(D) মটর গাছের পাতা

(C) শিমগাছের বীজ 

15. যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য বাদাবন সংরক্ষণ জরুরি বলে মনে করা হয়, সেটি হল—

(A) বন্যা

(B) ঘূর্ণিঝড়

(D) ধস

(C) খরা


16. ভারতের যে রাজ্যে লাল বৃষ্টি হয়েছিল সেটি হল-

(A) পশ্চিমবঙ্গ

(C) পাঞ্জাব

(B) কাশ্মির

(D) কেরালা


17. সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি হল-

(A) ক্রমবর্ধমান ভোগ

(B) ক্রমবর্ধমান ত্যাগ

(C) ক্রমবর্ধমান উদ্যোগ

(D) জীবন সহায় পদ্ধতিসমূহের সংরক্ষণ


18. জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট বিপ্লবটি হল—

(A) শ্বেত বিপ্লব

(C) নীল বিপ্লব

(B) সবুজ বিপ্লব

(D) বাদামি বিল্পব


19. উত্তরাখণ্ডে জৈবমণ্ডল সংরক্ষিত এলাকাটির নাম হল-

(A) নকরেক

(B) কাঞ্চনজঙ্ঘা

(C) নন্দাদেবী

(D) পাঁচমারি


20. নীচের কোন্‌টি খেচরের অভিযোজনের উদাহরণ?

(A) সুন্দরবনের বাঘ

(C) গুহাবাসী মানুষ

(B) বাদুড়

(D) জমিতে ইঁদুর


21. ভূ-তাপশক্তি উৎপাদনের অন্যতম উপায় হল—

(A) গলিত ম্যাগমা থেকে তাপবিদ্যুৎ উৎপাদন

(B) উয় প্রস্রবনকে কাজে লাগানো

(C) ভূগর্ভে গভীর সুড়ঙ্গের মধ্যে জেনারেটর চালানো

(D) তেজস্ক্রিয় পারমাণবিক খনিজের ভাঙ্গন


22. জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে—

(A) বায়োম্যাগনিফিকেশন

(B) বায়োকনসেনট্রেশন

(C) বায়োঅ্যাকুমুলেশন

(D) ইউট্রোফিকেশন


23. প্রচলিত শক্তির উৎসগুলির মধ্যে দূষণহীন বিদ্যুৎশক্তি পাওয়া যায় :

(A) তাপবিদ্যুৎ থেকে

(B) জলবিদ্যুৎ থেকে

(C) পারমাণবিক বিদ্যুৎ থেকে

(D) বায়ু বিদ্যুৎ থেকে


24. জলদাপাড়ায় কোন প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে প্রকল্প গড়ে তেলা হয়েছে?

(A) হাতি

(B) বাইসন

(C) গন্ডার

(D) হরিণ


25. কোন পরিবেশ সম্মেলনে অ্যাজেন্ডা কর্মসূচী গ্রহণ করা হয়?

(A) G-5 সম্মেলনে

(B) স্টকহোম সম্মেলনে

(C) কোপেনহেগেন সম্মেলনে

(D) বসুন্ধরা সম্মেলনে


26. একটি নির্দিষ্ট প্রাকৃতিক বাসভূমি অথবা একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে প্রান্তজীব বৈচিত্র্যকে

(B) বিটা বৈচিত্র্য

(D) আলফা বৈচিত্র্য

(A) থিটা বৈচিত্র্য

(C) গামা বৈচিত্র্য


27. যে তালিকায় ধ্বংসকারী বা হানিকর জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে, তাকে :

(A) Green Data Book

(B) Red Data Book

(C) Yellow Data Book

(D) Black Data Book


28. গ্রিসের অ্যাক্রোপলিস, স্ট্যাচু অব লিবাটি,তাজমহলের বিপন্নতার কারণ—

(A) বায়ুদূষণ              (B) জলদূষণ

(C) কঠিন বর্জ্যদূষণ   (D) তেজস্ক্রিয় পদার্থদূষণ


29. জৈবিক নিয়ন্ত্রণ হল-

(A) একটি জীবদ্বারা আরেকটি জীবকে নিয়ন্ত্রণ

(B) জীবদের আত্মনিয়ন্ত্রণ

(C) কীটনাশক দ্বারা জীবকে নিয়ন্ত্রণ

(D) জৈব পদার্থের মাধ্যমে জীবের বংশবৃদ্ধি 


30. Stone Cancer কথাটি ঘটানো সঙ্গে যুক্ত।

(A) জল দূষণ

(B) বায়ু দূষণ

(C) মৃত্তিকা দূষণ

(D) তেজস্ক্রিয় দূষণের সঙ্গে যুক্ত

11. তামাক পাতায় উপস্থিত ক্ষতিকর ধাতুর নাম—

(B) আয়রন

(A) ক্যাডমিয়াম

(C) মারকারি

(D) আর্সেনিক


12. ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগ হল—

(A) ব্ল্যাকফুট ডিজিজ 

(B) সিলিকোসিস

(C) ইঁটাই-ইটাই

(D) ব্যাগাদোসিস


13. ট্রায়াজিন জীবনাশক আগাছার মৃত্যু ঘটায়—

(A) মূল দ্বারা জলশোষণ রোধ করে

(B) সালোকসংশ্লেষ ক্রিয়া বন্ধ করে

(C) কোষ বিভাজন বন্ধ করে

(D) মূলের বৃদ্ধি রোধ করে


14. বায়োলজিক্যাল কন্ট্রোল বলতে বোঝায়—

(A) জীবের বৃদ্ধি অনিয়মিত করে জীবকে ধ্বংস করা

(B) জীবের প্রাকৃতিক শত্রু দ্বারা জীবকে ধ্বংস করা

(C) জৈব বিষ প্রয়োগ করে জীবকে ধ্বংস করা

(D) উপরোক্ত কোনটিই নয়


15. মশা নিধনে যে ব্যাকটিরিয়া প্রয়োগ করা হয় তার নাম—

(A) ডিপ্লোকক্কাস প্রজাতি

(B) ব্যাসিলাস থুরিন জিয়েসিস

(C) মিউমোকক্কাস প্রজাতি

(D) টিউবারকল বেসিলি


16. বিজিনোসিস রোগ দেখা যায়—

(A) কয়লাখনির শ্রমিকদের

(B) বস্ত্র শিল্পের শ্রমিকদের

(C) রাসায়নিক শিল্পের শ্রমিকদের

(D) ইস্পাত শিল্পের শ্রমিকদের


17. মৃত্তিকা দূষণের 90 শতাংশ হল—

(Å) কঠিন বর্জ্য পদার্থ (B) দূষিত জল

(C) দূষিত গ্যাস (D) কাগজ


18. নিম্নলিখিত কোন পদার্থের পুনরচক্রীকরণ প্রক্রিয়া )লাভজনক?

(A) কাচ

(B) কাগজ

(C) ধাতু

(D) জৈব পদার্থ


19. বিশুদ্ধ জলের pH মান হল—

(A) 4

(B) 7

(C) 11

(D) 14


20. জলের তাপীয় দূষণ হয় যখন সমগ্র জলের তাপমাত্রার পরিবর্তন কমপক্ষে -এর বেশি হয়।

(A) 3-5°C

(C) 8-15°C

(B) 1-2°C

(D) 5-8°C

13. এই পৃথিবীর প্রাণী প্রজাতির মধ্যে সর্বাধিক পর্বের অন্তর্গত।

(A) প্রোটোজোয়া

(B) অর্থ্রোপোডা

(C) অ্যানিলিডা

(D) মোলাস্কা


15. গ্রানাইট পাথরের প্রধান গাঠনিক উপাদান হল—

(A) সেলিনিয়াম, অ্যালুমিনিয়াম

(B) সিলিকন, অ্যালুমিনিয়াম

(C) অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম

(D) সোনার অ্যালয়


10. এই মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু হল—

(B) উপগ্রহ

(A) গ্রহ

(C) নক্ষত্র

(D) সুপারনোভা


17. পৃথিবীর ভূভাগের সর্ববহিঃস্থ স্তরকে বলে—

(A) হাইড্রোস্ফিয়ার (B) লিথোস্ফিয়ার

(C) ম্যান্টল

(D) কোর


18. ভারতে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যায়—

(A) রাজস্থানে

(B) মধ্যপ্রদেশে

(C) হিমাচল প্রদেশে (D) পশ্চিমবঙ্গে


19. বন্দিপুর জাতীয় পার্ক—— রাজ্যে অবস্থিত।

(A) কেরালা (B) তামিলনাড়ু

(C) কৰ্ণাটক

(D) মহারাষ্ট্র


20. টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট-এর গাছেরা পাতা ঝরায়—

(A) গ্রীষ্মকালে

(C) শরৎকালে

(B) বর্ষাকালে

(D) বসন্তকালে


Primary tet practice set pdf 2023

1. মশার লার্ভা ভক্ষণকারী মাছ—

(A) গাম্বুসিয়া স্পিঃ

(C) অ্যাঙ্কাইলোস্টোমা স্পিঃ

(D) টিনিয়া স্পিঃ

(B) উচেরেরিয়া স্পিঃ

2. কুকুরের কামড় দ্বারা সংক্রামিত হয় –

(A) পীতজ্বর ভাইরাস (B) পক্স ভাইরাস

(C) রেবিস ভাইরাস (D) সবকটি


3. সিলিকোসিস রোগ হয় সাধারণতঃ -

(A) খনি এলাকার কর্মরত শ্রমিকদের

(B) হাসপাতালের কর্মীদের

(C) কারখানার শ্রমিকদের

(D) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের


4. ক্লোরিনেটেড হাইড্রোকার্বন মানুষের শরীরে সঞ্চিত হয়

(A) ফ্যাটজাতীয় কলায় (B) পেশিতে

(C) নাৰ্ভতন্ত্রে

(D) কিডনিতে


5. DDT-এর কার্যকারিতার সময়সীমা—

(A) 3 মাস পর্যন্ত

(B) 6 মাস পর্যন্ত

(C) 2 বছর পর্যন্ত

(D) প্রায় 10 বছর পর্যন্ত


6. ফেরোমনের কাজ হল—

(A) জীবের উপর বিষক্রিয়া করা

(B) জীবের বৃদ্ধি ঘটানো

(C) জীবের ব্যবহারিক পরিবর্তন ঘটানো

(D) জীবের বৃদ্ধি রোধ করা


7. মিনামাটা বিপর্যয় ঘটে—

(A) সীসার বিষক্রিয়ার ফলে

(B) আর্সেনিকের বিষক্রিয়ার ফলে

(C) ক্যাডমিয়ামের বিষক্রিয়ার ফলে

(D) পারদের বিষক্রিয়ার ফলে


৪.ট্রেনের হুইসেলের শব্দমাত্রা হল—

(A) 30 ডেসিবেল

(B) 50 ডেসিবেল

(C) 75 ডেসিবেল (D) 90 ডেসিবেল রোগ হয়।


9. শব্দ দূষণের প্রভাবে রক্তের

(A) ডায়াবেটিস

(B) হাইপোথাইরইডিজম

(C) হাইপোকেলিমিয়া (D) হাইপোথ্যালামাস


10. পারমাণবিক পরীক্ষা বন্ধ করার আন্তর্জাতিক চুক্তির নাম—

(A) কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি

(B) ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ট্রিটি

(C) অ্যাটোমিক ট্রিটি

(D) ইন্টারন্যাশনাল টেস্ট ব্যান ট্রিটি


11. পৃথিবীতে শক্তির মূল উৎস হল—

(A) চাঁদ

(C) ভূ-গর্ভ

(B) মহাকাশ

(D) সূর্য


12. ভারতবর্ষে সোলার পন্ড অবস্থিত—

(A) পন্ডিচেরীতে

(B) ভরতপুরে

(C) দার্জিলিং-এ

(D) কোদাইকানালে


13. E = mc2 সূত্রটি প্রণয়ন করেন—

(A) নীলস বোর

(B) অ্যাভোগাড্রো

(C) আইজ্যাক নিউটন 

(D) আইনস্টাইন


4. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত—

(A) হাজারিবাগে

(C) ট্রম্বেতে

(B) সাঁওতাল ডিহিতে

(D) ব্যান্ডেলে


15. বায়োগ্যাসের প্রধান উপাদান হল—

(A) হাইড্রোজেন

(B) হিলিয়াম

(C) মিথেন

(D) জেনন


16. ফ্লাই অ্যাশের প্রধান ব্যবহার হল—

(A) চিনামাটির বাসন তৈরিতে

(B) কারখানার চিমনি প্রস্তুতিতে

(C) ইট তৈরিতে

(D) রান্নাঘরের বেসিন তৈরিতে


18.এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড সংস্থাটি অবস্থিত—

(A) ভারতে

(B) জার্মানিতে

(D) চীনে

(e) আমেরিকা যুক্তরাষ্ট্রে


19. IUCN-এর মুখ্য কার্যালয় অবস্থিত—

(A) সুইজারল্যান্ডে (B) ভিয়েনায়

(C) ফিনল্যান্ডে

(D) জাপানে


20. পরিবেশের উপর রিওডি-জেনিরো সম্মেলন অনুষ্ঠিত হয়—

(A) 1980 সালে

(C) 1998 সালে

(B) 1992 সালে

(D) 2000 সালে


Downloadclick Here to Download 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url