উচ্চমাধ্যমিক বাংলা ভাষা সাজেশন | রূপতত্ত্ব | বাক্যতত্ত্ব | ভাষাবিজ্ঞান
উচ্চমাধ্যমিক বাংলা ভাষা সাজেশন
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক বাংলা ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা সাজেশন।HS Bengali language Suggestion| West Bengal Class 12th Bengali Suggestion 2025 |পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা সাজেশন. গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । উচ্চ মাধ্যমিকের রূপতত্ত্ব সাজেশন 2025 pdf download ।HS vasha suggestion Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
]
ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা সাজেশন
১. সঠিক বিকল্পটি নির্বাচন করো: প্রতিটি প্রশ্নের মান ১
1.তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন
(ক) স্যার উইলিয়াম জোনস
(খ) উইলিয়াম কেরি
(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) সুকুমার রায়
১.২ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে
(ক) ভাষার অতীত নিয়ে
(খ) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
(গ) বিভিন্ন ভাষার ঐক্য-অনৈক্য নিয়ে
(ঘ) ভাষার ভবিষ্যৎ নিয়ে
১.৩ অভিধান বিজ্ঞানের পথিকৃৎ-
(ক) স্যামুয়েল জনসন (খ) হরিচরণ বন্দ্যোপাধ্যায়
(গ) যাক
(ঘ) চমস্কি
১.৪ 'Syntax' শব্দের অর্থ হল-
(ক) বাক্যতত্ত্ব
(খ) শব্দার্থবিজ্ঞান
(গ) শৈলীবিজ্ঞান
(ঘ) ভাষাবিজ্ঞান
২. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: (২০টি শব্দে) প্রতিটি প্রশ্নের মান ১
২.১ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী?
২.২ একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে?
২.৩ রেজিস্টার কী?
২.৪ শৈলীবিজ্ঞান কী? লাঙ, পারোল কী?
২.৫ স্নায়ুভাষাবিজ্ঞান কী?
৩. রচনাধর্মী প্রশ্নোত্তর: (অনধিক ১৫০টি শব্দে) প্রতিটি প্রশ্নের মান
৩.১ ভাষাবিজ্ঞান আলোচনার প্রধান পদ্ধতিগুলি কী কী? 2+3
৩.২ স্নায়ুভাষাবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রটি লেখো। ধ্বনিতত্ত্ব
২. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: (২০টি শব্দে) প্রতিটি প্রশ্নের মান ১
২.১ মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?
২.২ দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও।
২.৩ ধ্বনি ও বর্ণের পার্থক্য কী?
২.৪ মৌলিক স্বরধ্বনি কাকে বলে? একটি উদাহরণ দাও।
২.৫ ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো?
২.৬ যুক্তধ্বনি বলতে কী বোঝো?
২.৭ ধ্বনিমূলের অবস্থান বলতে কী বোঝো?
২.৮ খণ্ডধ্বনির অপর নাম কী?
২.৯ ‘লোকনিরুক্তি’ কাকে বলে? উদাহরণ দাও।
২.১০ ‘গুচ্ছধ্বনি’ কাকে বলে?
৩. রচনাধর্মী প্রশ্নোত্তর: (অনধিক ১৫০টি শব্দে) প্রতিটি প্রশ্নের মান: ৫
৩.১ উদাহরণ-সহ গুচ্ছধ্বনির পরিচয় দাও।
3.2 উদাহরণ-সহ যুক্তধ্বনির পরিচয় দাও।
৩.৩ অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও।
৩.৪ উদাহরণ-সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো।
রূপতত্ত্ব সাজেশন
৩. রচনাধর্মী প্রশ্নোত্তর: (অনধিক ১৫০টি শব্দে) প্রতিটি প্রশ্নের মান: ৫
৩.১ প্রত্যয় কাকে বলে? প্রত্যয়কে কতভাগে ভাগ করা যায় কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। ১+২+২
৩.২ রূপমূল কাকে বলে? উদাহরণ-সহ স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। ১+২+২
বাক্যতত্ত্ব সাজেশন
৩. রচনাধর্মী/বর্ণনাধর্মী প্রশ্ন: (অনধিক ১৫০টি শব্দে) প্রতিটি প্রশ্নের মানঃ ৫
৩.১ গঠনগত দিক থেকে বাক্য কতপ্রকার? যে-কোনো একপ্রকারের উদাহরণ-সহ পরিচয় দাও। ২+৩
৩.২ বাক্যগঠন তত্ত্ব অনুসারে অধোগঠন ও অধিগঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো।\