উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 | HS Political Science Suggestion 2025 | Class 12th Political Science Suggestion 2025

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025| HS Political Science Suggestion 2025 | Class 12th Political Science Suggestion 2025 |দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025


আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান Suggestion 2025 PDF।HS Political Science Suggestion Book Pdf in Political Science | West Bengal Class 12th Political Science Suggestion 2025 |পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 pdf গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 pdf download । Class twelve Political Science important Suggestion 2025 Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।







  • উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025     ➡️Click here


  • HS Political Science Suggestion 2025     ➡️Click here


  • উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025  ➡️Click here


  • উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025   ➡️Click here


  • উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন 2025   ➡️Click here


  • উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন 2025   ➡️Click here


  • উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2025  ➡️Click here


পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হয়েছে।



উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 –  

                            

নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও :

প্রতিটি প্রশ্নের মান 1

1. মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল?

2. ট্রুম্যান নীতি কী?

3. NATO-এর পুরো কথা কী?

4. সুয়েজ সংকট কবে দেখা দেয়?

5. কিউবার সংকট কবে দেখা দেয়?

6. ঠান্ডা লড়াই ও দাঁতাত-এর মধ্যে প্রধান পার্থক্য কী?

7. NPT-এর পুরো কথাটি কী?

৪. জোটনিরপেক্ষ আন্দোলনের 2জন নেতার নাম করো।

9. G-77 বলতে কী বোঝো?

10. 'পঞ্চশীল নীতি' কী?

11. ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ

12. CTBT কী?

13. BRICS কী?

14.123 চুক্তি কী?

15. SAARC কী?

16. SAPTA ও SAFTA-এর পুরো কথাটি কী?

17. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী?

18. আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

19. জাতিপুঞ্জের সনদে ক-টি ধারা আছে?

20. সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র কত জন করে প্রতিনিধি পাঠাতে পারে?

21. 'শান্তির জন্য ঐক্য' প্রস্তাবের অর্থ কী?

22. কোন্ দুটি সংস্থা জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে।

23. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কোন্ কোন্ দেশের ভেটো ক্ষমতা আছে?

24. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থকী?

25. নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা লেখো।

26. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গড়ে ওঠে।

27. অর্থনৈতিক সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো।

28. UNESCO কী?

29. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

30. জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন?

31. জাতিপুঞ্জের মহাসচিবের 5টি কাজ লেখো।

32. জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত?

33. The Spirit of Laws গ্রন্থটি কার লেখা?

34. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও।

35. 'অর্পিত ক্ষমতাপ্রসূত আইন' কাকে বলে?

36. বহু পরিচালকবিশিষ্ট শাসন বিভাগের একটি উদাহরণ দাও।

37. আমলাতন্ত্র বলতে কী বোঝো?

38. স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো?

39. এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি দাও।

40. সরকারের কোন্ বিভাগ অর্ডিন্যান্স জারি করতে। পারে?

41. বিচার বিভাগীয় অতিসক্রিয়তা কী?

42. বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো?

43. ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?

44. রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন?

45. পকেট ভেটো কী?

46. কোটা কাকে বলে?

47. ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনো দুটি কাজের উল্লেখ করো।

48. ভারতের ক্যাবিনেটের পরিপ্রেক্ষিতে “সমানদেরমধ্যে প্রথম বা তারকারাজির মধ্যে বিরাজমান চন্দ্র" কাকে বলা হয়?

49. ভারতের রাজ্যগুলিতে রাজ্যপালরা কীভাবে নিযুক্ত হয়?

50. রাজ্যপালের দুটি আইন সংক্রান্ত ক্ষমতার উল্লেখ করো।

51. রাজ্য আইনসভার নেতা কে?

52. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে?

53. মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো।

54. ভারতের রাষ্ট্রপতির অপসারণের পদ্ধতিটির নাম লেখো।

55. রাজ্যের শাসনবিভাগ কীভাবে গঠিত হয়?

56. ভারতের বিচারব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো।

57. ভারতের অখণ্ড বিচারব্যবস্থা বলতে কী বোঝো?

58. ভারতের প্রধান বিচারপতি কীভাবে নিযুক্ত হন?

59. সুপ্রিমকোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি কী কী?

60. মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখ-র নাম উল্লেখ করো।

61. অধস্তন আদালত বলতে কী বোঝো?

62. লোক আদালতের দুটি উপযোগিতা উল্লেখ করে৷

63. কোন্ পদ্ধতিতে ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতি দের অপসারিত করা যায়?

64. পরমাদেশ কথার অর্থ কী?

65. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি কী কী?

66. গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে?

67. গ্রামসভা কাকে বলে?

68. গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখো।

69. বোরো কমিটি কী?

70. সপাষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়?

71. জেলা সংসদের প্রধান কাজ কী?

72. জেলাপরিষদের সর্বোচ্চ পদটির নাম কী?

73. জেলা প্রশাসনের সর্বোচ্চ পদটির নাম কী?

74. খুদে জেলাশাসক কাকে বলা হয়?

75. ওয়ার্ড কমিটি কী?


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান-

1. ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। 2+6

2. জাতীয় স্বার্থ বলতে কী বোঝো? জাতীয় স্বার্থরক্ষার

বিভিন্ন উপায়গুলি লেখো। 2+6

3.বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ 3+5

4. জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থের শ্রেণি-বিভাগগুলি লেখো।2+6

5. আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো।

6. উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

7. উদারনীতিবাদ বলতে কী বোঝো? উদারনীতিবাদের

শ্রেণিবিভাগগুলি লেখো।

৪. মার্কসবাদের মূলনীতিগুলি আলোচনা করো।

9. এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

10. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? “পূর্ণ ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়”—ব্যাখ্যা করো।2+6

11. বিচার বিভাগের কার্যাবলি আলোচনা করো। বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষিত হয়। 4+4

12. ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।

13. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলি ও পদমর্যাদা আলোচনা করো।

14. রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো।

15. ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।

16. ভারতীয় পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।

17. পার্লামেন্টে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো।

18. ভারতীয় বিচারব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

19. ভারতীয় সুপ্রিমকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলি লেখো।

20. ক্রেতাসুরক্ষা আদালত সম্পর্কে একটি টীকা লেখো।


বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি

বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান

1. ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন—

(a) বার্নার্ড বারুচ

(c) চার্চিল


2. ঠান্ডা লড়াই-এর সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম-

(a) ভারত ও সোভিয়েত ইউনিয়ন

(b) ট্রুম্যান

(d) গর্বাচভ

(b) চিন ও পাকিস্তান

(c) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন

(d) জার্মানি ও ভারত


3. ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে?

(a) মার্কিন যুক্তরাষ্ট্র

(c) ব্রিটেন

(b) সোভিয়েত ইউনিয়ন

(d) ভারত


4. ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে?

(a) মার্কিন যুক্তরাষ্ট্র

(c) সোভিয়েত ইউনিয়ন (d) ভারত

(a) 1950 খ্রিস্টাব্দে

(c) 1954 খ্রিস্টাব্দে

(b) গ্রেট ব্রিটেন


5. পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?

(b) 1945 খ্রিস্টাব্দে

(d) 1991 খ্রিস্টাব্দে


6. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক হলেন—

(a) ইন্দিরা গান্ধি

(b) সুকর্ন

(c) নেহরু

(d) মার্শাল টিটো


7. The Making of Foreign Policy গ্রন্থটির লেখক

(a) রবীন্দ্রনাথ ঠাকুর (b) মরগেনথাউ

(c) জোসেফ ফ্র্যাংকেল (d) ইভান লুয়ার্ড

8. বর্তমানে SAARC-এর সদস্যসংখ্যা হল—

(b) 8 (c) 9

(a) 7

(d) 10


9. SAARC-এর সদর দফতর কোথায় অবস্থিত?

(a) দিল্লি

(c) কাঠমাণ্ডু

10. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?

(a) 1950

(b) 1955

(c) 1960

(d) 1961


11. কোন্ দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বলা হয়?

(a) 24 অক্টোবর

(b) 25 অক্টোবর

(c) 26 অক্টোবর

(d) 27 অক্টোবর


12. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল

(a) অছিপরিষদ

(b) জাতিসংঘ

(c) নিরাপত্তা পরিষদ (d) সাধারণ সভা

(b) ঢাকা

(d) ইসলামাবাদ


13. বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হয়-

(a) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

(b) অছিপরিষদ

(c) নিরাপত্তা পরিষদ

(d) সাধারণ সভা

14. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কত বছরের

জন্য নির্বাচিত হন?

(a) 2

(c) 4

(b) 3

(d) 6


15. জাতিপুঞ্জের প্রতিটি সদস্যরাষ্ট্র সাধারণসভায় কত

জন সদস্য প্রেরণ করতে পারেন?

(a) 4

(b) 5

(c) 6

(d) 8

16. নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে

পারে—

(a) মহাসচিব

(b) সমস্ত সদস্যরা

(c) স্থায়ী সদস্যরা (d) অস্থায়ী সদস্যরা

17. আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল—

(a) 15 জন

(b) 10 জন

(c) 11 জন

(d) 12 জন


18. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন—

(a) আন্তেনীয় গুতারেস (b)

কোফি আন্নান

(c) বান কি-মুন

(d) উ-থান্ট


19. ক্ষমতা স্বতন্ত্রীকরণনীতির মুখ্য প্রবক্তা কে?

(a) ব্ল্যাকস্টোন

(c) বার্কার

(b) মন্তেস্ক

(d) ডাইসি


20. তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণনীতির অস্তিত্ব

(a) ব্রিটেনে

(b) ভারতে

(c) মার্কিন যুক্তরাষ্ট্রে (d) জাপানে


21. বহুপরিচালকবিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল

(a) সুইটজারল্যান্ড (b) ফ্রান্স

(c) ভারত

(d) গ্রেট ব্রিটেন


22. নামসর্বস্ব শাসক দেখতে পাওয়া যায়

(a) সংসদীয় শাসনব্যবস্থায়

(b) রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায়

(c) এককেন্দ্রিক শাসনব্যবস্থায়

(d) কোনোটিতে নয়

23. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল-

(a) লর্ড সভা

(c) সিনেট

(b) কমন্স সভা

(d) লোকসভা


24. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়-

(b) ডুমা

(d) সিনেট

আইনসভা আছে এমন একটি

(a) কংগ্রেস

(c) পার্লামেন্ট

25. এককক্ষবিশিষ্ট

দেশের নাম হল

(a) চিন

(c) ভারত


26. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক হলেন—

(a) জে এস মিল

(c) বার্কার


27. দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা

(a) লর্ড কার্জন

(c) গ্রিন

28. ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালরা

(a) প্রকৃত শাসক

(b) নিয়মতান্ত্রিক শাসক

(b) গ্রেট ব্রিটেন

(d) মার্কিন যুক্তরাষ্ট্র

(c) স্থায়ী শাসক

(d) কোনোটিই নয়


29. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন—

(a) রাষ্ট্রপতি

(c) প্রধানমন্ত্রী

(b) হেগেল

(d) ফাইনার

(a) প্রত্যক্ষভাবে

(b) পরোক্ষভাবে

(c) প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে

(d) বলপ্রয়োগের মাধ্যমে

30. ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে সংসদের

(b) লর্ড অ্যাক্টন

(d) লক

(a) উচ্চকক্ষ

(b) নিম্নকক্ষ

(c) প্রধানমন্ত্রী

(d) উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা


31. ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন—

(b) প্রধান বিচারপতি

(d) অ্যাটর্নি জেনারেল


32. কেন্দ্রীয় মন্ত্রীসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে—

(b) প্রধানমন্ত্রীর কাছে

(a) রাষ্ট্রপতির কাছে

(c) লোকসভার কাছে

(d) রাজ্যসভার কাছে


33. ভারতের রাষ্ট্রপতি জারি করতে পারেন ----ধরনের জরুরি অবস্থা

(a) এক

(c) তিন

(b) দুই

(d) চার


উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সময় HS 2025 Political Science Exam Time


উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সময় সারণী এবং উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানর রুটিন 2025 ডাউনলোড করুন। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2025 রুটিন এবং পরীক্ষার সময়। এই বছর উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2025 তারিখে সকাল 10:00 থেকে 1:15 টায় অনুষ্ঠিত হবে। 


EXAM NAME HS Political Science Exam 2025

SUBJECT Political Science

EXAM DATE

BOARD WBCHSE



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-  দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর সাজেশন  2025 pdf

File Format:- Pdf 

Quality:- High

File Size:-  2Mb

PAGE- 4

File Location:- Google Drive






Download: click Here to Download




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url