মহাশ্বেতা দেবী জীবনী pdf download|Mahashweta Devi Biography in Bengali pdf download
মহাশ্বেতা দেবী জীবনী বাংলা pdf|মহাশ্বেতা দেবী জীবনী প্রবন্ধ রচনা pdf|
জন্ম ও পারিবারিক পরিচয়: প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্ম ১৯২৬ খ্রিস্টাব্দের ১৪ জানুয়ারি বর্তমান বাংলাদেশের ঢাকা শহরে। তাঁর বাবা ছিলেন ‘যুবনাশ্ম' ছদ্মনাম গ্রহণকারী বিশিষ্ট কবি এবং স্বনামধন্য গদ্যকার মনীশ ঘটক, মা ধরিত্রী দেবী। বিশিষ্ট চিত্রপরিচালক ঋত্বিক কুমারঘটক ছিলেন তাঁর কাকা। 'নবান্ন' খ্যাত প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের সঙ্গে মহাশ্বেতা দেবীর বিবাহ হয়। সাহিত্যিক-সাংবাদিক নবারুপ ভট্টাচার্য তাঁদের একমাত্র সন্তান।
শিক্ষাজীবন: মহাশ্বেতা দেবীর শিক্ষা শুরু হয় রাজশাহিতে। পরবর্তীকালে কলকাতার আশুতোষ কলেজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। তিনি কৃতিত্বের সঙ্গে ইংরেজি ভাষা ও সাহিত্যেএমএ পাস লাভ করেন।
কর্মজীবন: অবসরের আগে নানাপ্রকার পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি। স্কুলে শিক্ষকতা করেছেন, কলেজে অধ্যাপনা করেছেন, পত্রপত্রিকায় সাংবাদিকতাও করেছেন। সাংবাদিক জীবনে তিনি যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮০ খ্রিস্টাব্দ থেকে সাহিত্যরচনাই তাঁর একমাত্র পেশা হয়ে দাঁড়ায়।
সমাজসেবা ও রাজনীতি: মহাশ্বেতা দেবী সমাজসেবী এবং রাজনীতিবিদ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। বাবা ও কাকার আদর্শে অনুপ্রাপিত হয়ে তিনি যৌবন থেকেই বামপন্থী রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। বৈপ্লবিক চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে তাঁর রাজনৈতিক কর্মক্ষেত্র ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের গ্রামে-গঞ্জে। শবর, খেড়িয়া ইত্যাদি অরণ্যচারী উপজাতির উন্নয়নে তিনি নিজেকে সঁপে দেন। ভারতের বিভিন্ন উপজাতি-অধ্যুষিত অঞ্চলেও তাঁর কর্মধারা প্রসারিত হয়েছে | তাঁর সাহিত্যকর্মে সমাজসেবা এবং রাজনীতির এই বিপুল অভিজ্ঞতার প্রতিফলন দেখতে পাওয়া যায়।
মহাশ্বেতা দেবীের সংক্ষিপ্ত জীবনী
File Details:-
File Name:- মহাশ্বেতা দেবী জীবনী
File Format:- Pdf
সাহিত্যকর্ম: মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থ ইতিহাসনির্ভর জীবনী ঝাঁসীর রাণী (১৯৫৬)। তাঁর প্রথম উপন্যাস নটী (১৯৫৭)। তাঁর অন্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মধুর প্রেম, রুদালি, প্রেমতারা, বায়োস্কোপের বাক্স, আঁধারমানিক, কবি বন্দ্যঘটী গাঞ্জির জীবন ও মৃত্যু, হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, চোট্টি মুণ্ডা ও তার তীর, বিশ-একুশ, ব্যাধখণ্ড, গণেশ মহিমা, সিধু-কানুর ডাকে, নৈঋতে মেঘ, বীরসা মুণ্ডা, স্তন্যদায়িনীও অন্যান্য গল্প ইত্যাদি। তাঁর সাহিত্যসৃষ্টিতে সমাজের তথাকথিত নিম্নবিত্ত ও নিম্নবর্গের মানুষের জীবনযাপন এবং তাদের আশা, হতাশা, স্বপ্ন, সংগ্রামের সংবেদনশীল এবং প্রতিবাদী রূপ উঠে এসেছে। তিনি যেমন আদিবাসী এবং সমাজের অন্যান্য সর্বহারা মানুষের জীবনের উন্নয়নে ব্রতী হয়েছেন, তেমনই তাদের জীবনকথা নিয়েই তিনি বহু শিল্পসার্থক ছোটোগল্প ও উপন্যাস রচনা করেছেন। মহাশ্বেতা দেবী বর্তিকানামক একটি পত্রিকাও সম্পাদনা করেছেন।
Mahashweta Devi Short Biography in Bengali pdf
সম্মান ও স্বীকৃতি: মহাশ্বেতা দেবী তাঁর নিরলস সাংবাদিকতা এবং সাহিত্যসাধনার জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ১৯৮৬ খ্রিস্টাব্দে ‘জ্ঞানপীঠ’ পুরষ্কারে, ১৯৮৯ খ্রিস্টাব্দে সাহিত্য আকাদেমি পুরস্কারে, ১৯৯৬ খ্রিস্টাব্দে ম্যাগসেসে পুরস্কারে এবং ২০০৬ সালে 'পদ্মবিভূষণ' পুরস্কারে ভূষিত হয়েছেন। এ ছাড়াও তিনি ‘পদ্মশ্রী’, ‘দেশিকোত্তম' প্রভৃতি উপাধিও লাভ করেছেন। তবে নিছক পুরষ্কারপ্রাপ্তির মানদণ্ডেই তাঁর কর্মময় জীবন এবং সৃজনশীল অবদানের মূল্যায়ন করা যায় না।
জীবনাবসান: ২০১৬ খ্রিস্টাব্দের ২৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে এই মহান সাহিত্যপ্রতিভার জীবনাবসান হয়।
tag: মহাশ্বেতা দেবী বায়োগ্রাফি pdf,
File Details:-
File Name:- মহাশ্বেতা দেবী জীবনীজীবনী pdf
File Format:- Pdf
Quality:- High
File Size:- 4Mb
PAGE- 60
File Location:- Google Drive