রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী pdf download | Rabindranath Tagore Biography in Bengali pdf download

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী বাংলা pdf|রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী প্রবন্ধ রচনা pdf|

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী pdf download|Rabindranath Tagore Biography in Bengali pdf download
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী pdf 

ভূমিকা: রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশে শরৎচন্দ্র লিখেছিলেন— “কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই।” বাস্তবিকই, রবীন্দ্রপ্রতিভা এক পরম বিস্ময়ের ব্যাপার। রবীন্দ্রনাথ একইসঙ্গে ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, নাট্যপরিচালক, অভিনেতা, গীতিকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তাঁর সৃষ্টিশীলতার বহু বিচিত্র ধারা কেবল দেশবাসীর নয়, বিশ্ববাসীর মনকেও প্লাবিত করেছে।

File Details:-

File Name:-  রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী pdf

File Format:- Pdf


"আপনি যদি PDF ডাউনলোড করতে না পারেন তার জন্য দুঃখিত"


"PDF Download করার জন্য আমাদের WhatsApp Group এ যুক্ত হয়ে যান ওখানেই PDF পেয়ে যাবেন।"


Download: click Here to Downloa


জন্ম ও শৈশব: ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। পিতামহ দ্বারকানাথ ঠাকুর ছিলেন সেকালের বিখ্যাত ধনী ব্যক্তি। রবান্দ্রনাথ ছিলেন তাঁর পিতা-মাতার চোদ্দোতম সন্তান | ঠাকুর পরিবারের সাহিত্য, শিল্প ও সংগীতচর্চার আবহে বেড়ে উঠেছিলেন শিশু রবীন্দ্রনাথ।\

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী |
নাম (Name) রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)
জন্ম (Birthday) ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ / ইং- ৭ই মে ১৮৬১, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কোলকাতা (7th May 1861, Jorasanko Thakurbari, Kolkata)

অভিভাবক (Guardian)

পিতা ও মাতা দেবেন্দ্রনাথ ঠাকুর (বাবা) সারদাসুন্দরী দেবী (মা)

ছদ্দনাম (Pseudonym) ভানুসিংহ (Vanusingh)
দাম্পত্যসঙ্গী (Spouse) মৃণালিনী দেবী (Mrinalini Devi)
পেশা (Career) কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, গল্পকার
উল্লেখযোগ্য রচনাবলী গীতাঞ্জলী, রবীন্দ্র রচনাবলী, গোরা, আমার সোনার বাংলা, ঘরে বাইরে প্রভৃতি
উল্লেখযোগ্য পুরস্কার নোবেল পুরস্কার (১৯১৩)

মৃত্যুস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কোলকাতা

মৃত্যু (Death) ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ / ইং- ৭ই আগস্ট ১৯৪১ (7th August, 1941)


File Details:-

File Name:-  রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী pdf

File Format:- Pdf

Quality:- High

File Size:-  4Mb

PAGE- 60

File Location:- Google Drive

Download: click Here to Download


Rabindranath Tagore Short Biography in Bengali pdf:

রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রজীবন: বালক রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রজীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। তবে রবীন্দ্র-জীবনীকার প্রশান্তকুমার পালের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রজীবন আরম্ভ হয় ক্যালকাটা ট্রেনিং অ্যাকাডেমিতে। এরপরে তিনি নর্মাল স্কুল (ক্যালকাটা গভর্নমেন্ট পাঠশালা), বেঙ্গল অ্যাকাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠগ্রহণ করেন। কিন্তু প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের মন বসত না। সেজন্য বারবার বিদ্যালয় পরিবর্তন করলেও বিদ্যালয়ের পড়া তিনি শেষ করতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকলেও তিনি যোগ্য গৃহশিক্ষকদের অধীনে বাড়িতেই বিভিন্ন বিষয়ে পাঠগ্রহণ করেছিলেন।

বিবাহ জীবন: ১৮৭৩ সালে পিতার সাথে দেশভ্রমণে বেরোনোর পূর্বে জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। ছেলেবেলায় নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবীর সাথে কবিগুরুর গভীর সখ্যতা গড়ে ওঠে। তিনি ছিলেন রবীন্দ্রনাথের নতুন বৌঠান। তারপর ২২ বছর বয়সে ১৮৮৩ খ্রিস্টাব্দে ঠাকুরবাড়িরই এক অধঃস্তন কর্মচারী বেনীমাধব রায়চৌধুরীর একাদশ বর্ষীয়া কন্যা ভবতারিণীর সাথে কবিগুরুর বিবাহ সম্পন্ন হয়।


রবীন্দ্রনাথ ঠাকুর বায়োগ্রাফি pdf

সাহিত্যকর্মের সূচনা: অল্প বয়সেই রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেন।তাঁর কবিতা রচনা কীভাবে শুরু হল, সে বিষয়ে জীবনস্মৃতি গ্রন্থে তিনি লিখেছেন—“আমার বয়স তখন সাত-আট বছরের বেশি হইবে না। আমার এক ভাগিনেয় শ্রীযুক্ত জ্যোতিঃপ্রকাশ আমার চেয়ে বয়সে বেশ একটু বড়ো। তিনি তখন ইংরেজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হ্যামলেটের স্বগত উক্তি আওড়াইতেছেন। আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাঁহার হঠাৎ কেন যে উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না। একদিন দুপুরবেলা তাঁহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, 'তোমাকে পদ্য লিখিতে হইবে।' বলিয়া পয়ার ছন্দে চৌদ্দ অক্ষর যোগাযোগের রীতিপদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন।” শিশু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এইভাবে যে কবিতাচর্চার সূচনা ঘটেছিল, তাতে আর কখনও বিরতি ঘটেনি। বয়স এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কবিতা রচনার পাশাপাশি প্রবন্ধ, গান, নাটক, উপন্যাস, ছোটোগল্প প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে তাঁর অসাধারণ প্রতিভার বিকাশ ঘটতে থাকে। 


ব্যক্তিজীবন: ১৮৭৮ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর ১৮ বছর বয়সে রবীন্দ্রনাথকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেটাই তাঁর প্রথম বিলেতযাত্রা। সেখানে ব্রাইটন প্রপ্রিয়েটরি স্কুল ফর বয়েজ-এ তাঁকে ভরতি করা হয়। পরের বছর তিনি ভরতি হন ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের ফ্যাকাল্টি অব আর্টস এবং ল'স বিভাগে। কিন্তু পিতা দেবেন্দ্রনাথের নির্দেশে ১৮৭৯ খ্রিস্টাব্দেই শিক্ষা অসমাপ্ত রেখে তিনি দেশে ফিরে আসেন। প্রথমবার বিলেতে বসবাসের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন 'য়ুরোপ প্রবাসীর পত্র'। ১৮৮৩ খ্রিস্টাব্দে যশোরের বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়। ঠাকুরবাড়িতে ভবতারিণীর নতুন নামকরণ হয় মৃণালিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে যেমন স্নেহ করতেন, তেমনই তাঁকে সাহিত্যচর্চাতেও উৎসাহিত করতেন। ১৮৮৪ খ্রিস্টাব্দে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। রবীন্দ্রনাথ চিরকাল এই স্নেহময়ী রমণীর কথা মনে রেখেছিলেন। তাঁর বহু রচনায় কাদম্বরী দেবীর স্মৃতি ছড়িয়ে আছে। ১৮৮৪ খ্রিস্টাব্দেই পিতার নির্দেশে রবীন্দ্রনাথকে জমিদারি দেখাশোনার ভার গ্রহণ করতে হয়। জমিদারি দেখভালের সূত্রে তিনি বেশ কিছুকাল পদ্মা-তীরবর্তী শিলাইদহ, সাজাদপুর প্রভৃতি অঞ্চলে বসবাস করেন। এইসব অঞ্চলের উন্মুক্ত প্রকৃতি এবং সাধারণ মানুষের সঙ্গ তাঁর সাহিত্যকর্মকে নানাভাবে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের  বিভিন্ন ছদ্মনামের মধ্যে ভানুসিংহ ঠাকুর, আন্নাকালী পাকড়াশী, শ্রীমতী কনিষ্ঠা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য।

কর্মজীবন: সাহিত্যকর্ম ছাড়াও অন্যান্য সাংগঠনিক কাজকর্মের সঙ্গে রবীন্দ্রনাথ জড়িত ছিলেন। ১৯০১ খ্রিস্টাব্দে প্রাচীন ভারতীয় তপোবনের আদর্শে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাত্র পাঁচ জন ছাত্র নিয়ে শুরু হয় এই বিদ্যালয়ের কাজ | পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। ১৯০৫ খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবকে কেন্দ্র করে দেশে এক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে শামিল হন। এই উপলক্ষ্যে রচিত হয় ‘বাংলার মাটি বাংলার জল' গানটি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্য-শিল্পের চর্চার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। দেশ ও জাতির স্বার্থে, মানবতাবিরোধী যে-কোনো অন্যায়ের প্রতিবাদে তিনি মুখর হয়েছেন। ১৯১৯ খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী রচনা pdf.

উল্লেখযোগ্য রচনা: কবিতা রচনার মধ্য দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যজীবনের সূচনা। তাঁর বিভিন্ন ধরনের সৃষ্টি সম্পর্কে নীচে সংক্ষেপে উল্লেখ করা হল-

কাব্যগ্রন্থ: রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ নামে প্রকাশিত প্রথম কবিতাটির নাম 'হিন্দু মেলার উপহার'। দুটি ভাষায় প্রকাশিত অমৃতবাজার পত্রিকায় ১৮৭৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশিত হয়েছিল। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কবি-কাহিনী (প্রকাশকাল: ১৮৭৮ খ্রিস্টাব্দ)। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পর্বের রচনায় তাঁর কাব্যগুরু বিহারীলাল চক্রবর্তীর প্রভাব লক্ষ করা যায়। ১৮৮২ খ্রিস্টাব্দে প্রকাশিত সন্ধ্যাসঙ্গীত কাব্যটি থেকেই তাঁর নিজস্ব রচনাশৈলীর পরিচয় পাওয়া যায়। স্বয়ং বঙ্কিমচন্দ্রও এই কাব্যগ্রন্থটির প্রশংসা করেছিলেন। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, ক্ষণিকা, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, মহুয়া, পুনশ্চ, পত্রপুট, আকাশ প্রদীপ, নবজাতক, জন্মদিনে, শেষ লেখা প্রভৃতি উল্লেখযোগ্য।

নাটক: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটকটির নাম রুদ্রচণ্ড। তাঁর লেখা প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। রাজা ও রাণী, বিসর্জন, শারদোৎসব, ডাকঘর, রাজা, ফাল্গুনী, মুক্তধারা, রক্তকরবী প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য নাটক।

উপন্যাস: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসটি হল করুগা। তাঁর চোখের বালি, গোরা, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, চার অধ্যায় প্রভৃতি উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।

ছোটোগল্প: বাংলা সাহিত্যে ছোটোগল্পের যথার্থ রূপটিও গড়ে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। ৯০টিরও বেশি ছোটোগল্প রচনা করেছিলেন তিনি। বিশ্বের শ্রেষ্ঠ ছোটোগল্পকারদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়ে থাকে। তাঁর লেখা বিখ্যাত কয়েকটি ছোটোগল্প হল— পোষ্টমাস্টার’, ‘নষ্টনীড়', 'দেনাপাওনা’, ‘অতিথি’, ‘ছুটি’, ‘ক্ষুধিত পাষাণ', গুপ্তধন’, ‘নিশীথে’ ইত্যাদি।

প্রবন্ধ: চিন্তাশীল প্রবন্ধ রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথ অনন্য। সাহিত্য, সাহিত্যের পথে, স্বদেশ, সমাজ, শিক্ষা, মানুষের ধর্ম, কালান্তর প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। এ ছাড়া পত্রসাহিত্য ও ভ্রমণসাহিত্যের মধ্য দিয়েও রবীন্দ্রপ্রতিভার উজ্জ্বল প্রকাশ লক্ষ করা যায়। তাঁর পত্রসংকলন ছিন্নপত্রাবলী কাব্যের পর্যায়ে উন্নীত হয়েছে।

সম্মান ও স্বীকৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্যকীর্তির জন্য বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছিলেন। তাঁর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ১৫৭টি কবিতার মধ্যে ৫৩টি এবং গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া, শিশু, অচলায়তন ইত্যাদি ৯টি গ্রন্থের ৫০টি কবিতা-সহ মোট ১০৩টি কবিতা ও গানের স্ব- অনূদিত ইংরেজি গদ্যানুবাদ গীতাঞ্জলি (Song Offerings)-এর জন্য ১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তাঁকে বিশ্বজনের কাছে পরিচিত করে তোলে।

জীবনাবসান: ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ আগস্ট (১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ) দুপুর ১২ টা ১০ মিনিটে জোড়াসাঁকোয় তাঁর মৃত্যু হয়।

উপসংহারভারতের এই বিস্ময়কর প্রতিভার মহাপরিনির্বাণ ঘটে ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট। তার অনন্য অমর সৃষ্টির মধ্য দিয়ে তিনি সদা প্রাসঙ্গিক রয়ে গেছেন বিশ্ববাসীর হৃদয়ে। সর্বোপরি বাঙালি জাতির সম্মান এবং গৌরবকে বিশ্ববাসীর কাছে বহুগুণে বাড়িয়ে দিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

File Details:-

File Name:-  

File Format:- Pdf

Quality:- High

File Size:-  5Mb

PAGE- 10

File Location:- Google Drive

Download: click Here to Download


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url