গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 | Gramin dak sevak Recruitment 2023 in Bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 | West Bengal GDS Recruitment 2023 

গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 |  Gramin dak sevak Recruitment 2023 in Bengali
গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 


ভারতীয় ডাক বিভাগে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে GDS তথা গ্রামীণ ডাক সেবক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের সব রাজ্য জুড়ে ১২,৮২৮ টি শুন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে।  পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য মোট ৪৫টি শুন্যপদ রয়েছে।


এবার দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য:-


পদের নাম : গ্রামীণ ডাক সেবক।

মোট শুন্যপদ : পশ্চিমবঙ্গের জন্য মোট শুন্যপদ ৪৫টি। এবং ভারতবর্ষের সব রাজ্য জুড়ে ১২,৮২৮ টি শুন্যপদ।


আবেদনকারীর বয়সসীমা : প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।


মাসিক বেতন :

BPM পদের জন্য  12,000-29,380

ABPM পদের জন্য  10,000-24,470


শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারী প্রাথীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা প্রয়োজন।

তা ছাড়াও :

কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে।

বাংলা ভাষার লেখা ও কথা বলা জানতে হবে।

এবং সাইকেল চালানো জানতে হবে।


আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রাথীদের।

আবেদন মূল্য :

১০০/- টাকা, তবে মহিলা/ SC/ ST/ PWD/ Transwomen প্রার্থীদের আবেদন করার জন্য কোনো রকম টাকা লাগবে না।


নিয়োগ পদ্ধতি :

মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।


অফিশিয়াল ওয়েবসাইট www.indiapostgdsonline.cept.gov.in


গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ২২শে মে ২০২৩

আবেদন প্রক্রিয়া শেষ ১১ই জুন ২০২৩


GDS সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করুন।


গুরুত্বপূর্ণ লিঙ্ক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

আবেদন করুন Apply Now


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url