১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ। জানুন কোন কোন পদে নিয়োগ করা হবে

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। জানুন কোন কোন পদে নিয়োগ করা হবে।রাজ্য সরকারের নতুন কর্মী নিয়োগ।
রাজ্য সরকারের নতুন কর্মী নিয়োগ
রাজ্য সরকারের নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি pdf


রাজ্য সরকারের নতুন কর্মী নিয়োগ 2023

২০১১ সালের পরে, সমাজের সর্বস্তরের মানুষের জন্য, সর্ব ক্ষেত্রে, এসেছে উন্নয়নের জোয়ার।

বাংলা আজ দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে শীর্ষস্থানে।

এখন আমাদের লক্ষ্য আরো বেশী বেশী কর্মসংস্থান। সেই লক্ষ্যে একদিকে সারা রাজ্যজুড়ে গড়ে

উঠছে অজস্র বড় বড় project'র যার মধ্যে আছে বীরভূমে দেওচা-পাঁচামি, আসানসোল-

দুর্গাপুরে শেল গ্যাস, অশোকনগরে তেল প্রকল্প, অমৃতসর ডানকুনি পণ্য করিডর, পুরুলিয়ার

রঘুনাথপুরে ‘জঙ্গল সুন্দরী কর্মনগরী', বানতলায় এশিয়ার বৃহত্তম leather park, নিউটাউনে

সিলিকন ভ্যালি, তাজপুরে গভীর সমুদ্রবন্দর।

এর পাশাপাশি বাংলার ছেলেমেয়েদের স্বনির্ভরতার লক্ষ্যে চালু করা হয়েছে 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড',

ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছে 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড’, কারিগরি শিক্ষার সুযোগ করে দিতে

করা হয়েছে 'উৎকর্ষ বাংলা'।


• এরই সঙ্গে রাজ্য সরকারও নতুন কর্মী নিয়োগের উপর ব্যাপক জোর দিচ্ছে

০ ১১,০০০ প্রাথমিক এবং ১৪,৫০০ উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য শূন্যপদ রয়েছে।

• এছাড়া রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ২,২০০ জন অধ্যাপক নিয়োগের করা হবে।

• পুলিশ বাহিনীর বিভিন্ন পদে ২০,০০০ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

● 3000 Excise Constable নিয়োগ হবে

রাজ্য সরকারের Group D পদে ১২,০০০ কর্মী নিয়োগ করা হবে।Group C পদেও ৩,০০০ নিয়োগ হবে।

● স্বাস্থ্য দফতরে আমরা ২,০০০ ডাক্তার নিয়োগের পরিকল্পনা চলছে।

 নার্স নিয়োগ করা হবে ৭,০০০। 

এছাড়া, ২,০০০ কমিনিউটি হেল্থ ওয়ার্কার নিয়োগ করা হবে।

।৭,০০০ ASHA কর্মীও নিয়োগ হবে।

• সমাজকল্যাণ দফতরে  অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে ৯,৪৯৩ জনকে ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে ১৩,৯২৬ জনকে নিয়োগ করা হবে।

• এছাড়াও, খুব শীঘ্র, রাজ্য সরকারের বিভিন্ন পদে আরো প্রায় ১৭,৮০০ জন নিয়োগ হবে।

• সবমিলিয়ে আগামী ১ বছরের মধ্যে রাজ্য সরকার প্রায় ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ

করবে।


নিয়োগ পরিকল্পনা ২০২৩

  • প্রাথমিক শিক্ষক - ১১০০০

  • উচ্চ প্রাথমিক শিক্ষক-১৪৫০০

  • কলেজে নিয়োগ-২২০০

  • পুলিশের বিভিন্ন বিভাগে -২২০০০

  • শুল্ক দপ্তর-৩০০০

  • হেলথ ওয়ার্কার-২০০০

  • অঙ্গন ওয়াড়ি হেল্পার-১৩৯২৬

  • রাজ্য সরকার গ্রুপ সি -৩০০০

  • আশা কর্মী-৭০০০

  • চিকিৎসক-২০০০

  • নার্স-৭০০০

মুখ্যমন্ত্রী

তারিখ ৩০.০৫.২০২৩

স্থান-নবান্ন)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url