মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে সেরা ৫টি স্কলারশিপ।Top 5 Scholarship for 10th pass & 12th pass Student

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

চ্চমাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য সেরা 5 টি স্কলারশিপ | Top 5 Scholarship for 12th Pass Student

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে সেরা ৫টি স্কলারশিপ।Top 5 Scholarship for 10th pass & 12th pass Student
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে সেরা ৫টি স্কলারশিপ


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে সেরা ৫টি স্কলারশিপ


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল সবেমাত্র প্রকাশিত হয়েছে । এরপর কি নিয়ে পড়াশুনা করবে তা নিয়ে সবাই চিন্তার মধ্যে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ভালো কোর্স এ পড়াশুনা করলেই অনেক খরচ সাপেক্ষ । কিন্তু চিন্তার কোন কারন নেই । আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেরা ৫ সরকারি ও বেসরকারি স্কলারশিপ। 


আজ আমি পাঁচটি স্কলারশিপের সম্পর্কে তোমাদের জানাবো।  –



যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে ও উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরে ভর্তি হবে সেই সমস্ত শিক্ষার্থীরা নিচের স্কলারশিপ গুলিতে আবেদন করতে পারবে। 


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50 শতাংশ নম্বর পেয়ে থাকলে শিক্ষার্থীরা স্কলারশিপে আবেদন করতে পারবেন।

মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য সেরা 5 টি স্কলারশিপ

1) নবান্ন স্কলারশিপ –

স্কলারশিপে প্রাপ্ত অর্থের পরিমাণ – বার্ষিক ১০,০০০ টাকা।

যোগ্যতা:- – মাধ্যমিক পরীক্ষার্থীদের ৬৫% ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের ৬০% নম্বর।

আবেদনের শেষ তারিখ:-

পরে জানানো হবে 


আবেদন পদ্ধতি-

ছাত্রছাত্রীদের অফলাইনে আবেদন জানাতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করতে হবে। দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র। তারপর তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Department of CMRF Scholarship,

Chief Minister’s Office : ‘NABANNA’

325, Sarat Chatterjee Road

Howrah – 711102



মাধ্যমিক স্কলারশিপ 2023,উচ্চমাধ্যমিক স্কলারশিপ 2023,স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 উচ্চমাধ্যমিক।

2) বিকাশ ভবন স্কলারশিপ

স্কলারশিপে প্রাপ্ত অর্থের পরিমাণ – প্রতিমাসে 1000-2500 টাকা করে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অন্তত ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।

পারিবারিক আয় – বার্ষিক আড়াই লক্ষ টাকার কম আয় হতে হবে

মাধ্যমিক পাশের পর ছাত্র-ছাত্রীরা এতে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ প্রাপ্ত নম্বর থাকলে করা যাবে  রিনিউয়াল আবেদনও।

আবেদনের শেষ তারিখ:-

পরে জানানো হবে 


আবেদন পদ্ধতি (Scholarship 2023)–

 আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে।

অফিসিয়াল ওয়েবসাইট-

https://svmcm.wbhed.gov.in/page/about.php


পশ্চিমবঙ্গ স্কলারশিপ 2023,

3) ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship 2023)-

স্কলারশিপে প্রাপ্ত অর্থের পরিমাণ – পড়ুয়ারা প্রতিবছরে ৩ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পেতে পারে‌।

শিক্ষাগত যোগ্যতা-

 – মাধ্যমিকে ৫০% নম্বর পেলেই আবেদন জানাতে পারবেন

পারিবারিক আয় – বার্ষিক ৩ লক্ষ টাকার কম আয় হতে হবে।

আবেদনের শেষ তারিখ:-

পরে জানানো হবে

আবেদন পদ্ধতি (Scholarship 2023)

আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে।

অফিসিয়াল ওয়েবসাইট-

www.oasis.gov.in


Scholarship After HS 2023

4) ঐক্যশ্রী স্কলারশিপ –

 শিক্ষাগত যোগ্যতা-

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা গুলিতে কমপক্ষে ৫৫% নম্বর পেতে হবে।

স্কলারশিপে প্রাপ্ত অর্থের পরিমাণ- পড়ুয়া বছরে ১,১০০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত টাকা পাবেন।

পারিবারিক আয় – বছরে ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

আবেদনের শেষ তারিখ:-

পরে জানানো হবে

আবেদন পদ্ধতি (Scholarship 2023)

আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে।

অফিসিয়াল ওয়েবসাইট-



5) সীতারাম জিন্দাল স্কলারশিপ –

সীতারাম জিন্দাল স্কলারশিপ এটি একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনকারী শিক্ষার্থী যদি ছাত্রী হয় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 65 শতাংশ নম্বর পেতে হবে এবং শিক্ষার্থী যদি ছাত্র হয় তাহলে 70 শতাংশ নম্বর পেতে হবে।

স্কলারশিপে প্রাপ্ত অর্থের পরিমাণ – এই স্কলারশিপে শিক্ষার্থীরা প্রতি মাসে 500-2500 টাকা করে পেতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা-

 – উক্ত নম্বর বলা না থাকলেও আপনার ক্যাটাগরি (SC/ST/OBC) অনুযায়ী যোগ্যতা নির্ধারণ করা হবে।


আবেদনের শেষ তারিখ:-

পরে জানানো হবে

আবেদন করার জন্য শিক্ষার্থীকে অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে প্রদত্ত ঠিকানায় ফর্ম ফিলাপ করে পাঠাতে হবে। 

শিক্ষার্থীর পরিবার চাকুরিজীবী হলে সে ক্ষেত্রে পারিবারিক বাৎসরিক আয় 4 লক্ষ টাকার কম হতে হবে এবং অন্যান্য ক্ষেত্রে পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক। 


প্রয়োজনীয় ডকুমেন্টস-

১) শেষ পরীক্ষার মার্কশীট।

২) মাধ্যমিক পাস করলে মাধ্যমিকের এডমিট কার্ড।

৩) ভর্তির রশিদ।

৪) স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট।

৫) পারিবারিক আয়ের সার্টিফিকেট।

৬) ব্যাংকের পাস বই।

৭) পাসপোর্ট সাইজের কালার ছবি।

8) কাস্ট সার্টিফিকেট।


গুরুত্ব  পূর্ণলিঙ্ক :

ভিডিও Description Box এ দেওয়া আছে।

আবেদন করার Link 👇👇👇 ভিডিও Description Box এ দেওয়া আছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url