অষ্টম শ্রেণি কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন উত্তর pdf|অষ্টম শ্রেণীর পরিবেশ তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন উত্তর pdf কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন উত্তর pdf অষ্টম শ্রেণি
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন উত্তর pdf । কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন উত্তর pdf অষ্টম শ্রেণি
কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন উত্তর

আসলামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী পরিবেশ প্রশ্ন উত্তর কয়েকটি গ্যাসের পরিচিতি ।অষ্টম শ্রেণীর পরিবেশ তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর। কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan 3rd chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।

তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশে ,৩ নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় pdf download, Class 8 Science third chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।

YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      

যযhttps://youtube.com/@Ouronlineschool247

      আরও পোস্ট দেখো    B  

A.

B.

C.


অষ্টম শ্রেণি পরিবেশ কয়েকটি গ্যাসের পরিচিতি SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |অষ্টম শ্রেণি পরিবেশ তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,

অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. কোন্ ব্যাকটেরিয়া সূর্যের আলো ও বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে জলকে ভেঙে অক্সিজেন গ্যাস তৈরি করে?

উত্তর :  সায়ানোব্যাকটেরিয়া।

2. অবায়ুজীবী ব্যাকটেরিয়া কাদের বলে?

উত্তর :  যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ুর অক্সিজেন ছাড়া বেঁচে থাকে তাদে অবায়ুজীবী ব্যাকটেরিয়া বলে।

3. প্রাণীদের কোশে অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরির সময় কী ক্ষতিকারক জিনিস তৈরি হয়?

উত্তর :  হাইড্রোজেন পারক্সাইড ও সুপার অক্সাইড আয়ন (O2)।

4. কোন্ এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে জল ও অক্সিজেন তৈরি করে?

উত্তর : উত্তর :  ক্যাটালেজ এনজাইম।

5. দুটি অ্যাসিডের নাম লেখো যা তৈরি করতে অক্সিজেন অপরিহার্য।

উত্তর :  নাইট্রিক অ্যাসিড (HNO3) ও সালফিউরিক অ্যাসিড (H2SO4)।

6. কার্বোজেন কাকে বলে?

উত্তর :  শতকরা 5 ভাগ কার্বন মনোক্সাইড মিশ্রিত অক্সিজেনকে কার্বোজেন বলে।

7. কার্বোজেন কী কাজে লাগে?

উত্তর :  নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় কার্বোজেন ব্যবহৃত হয়।

৪. শিল্পের প্রয়োজনীয় অক্সিজেন আমরা কোথা থেকে জোগাড় করি?

উত্তর :  বাতাস থেকে।

9. পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তন হিসাবে কত ভাগ অক্সিজেন আছে?

উত্তর :  শতকরা 20.6 ভাগ অক্সিজেন আছে।

10. অক্সিজেনের প্রকৃতি কী?

উত্তর :  অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, গ্যাসীয় পদার্থ।

11. প্রমাণ চাপে ও উন্নতায় অক্সিজেনের ঘনত্ব কত?

উত্তর :  প্রমাণ চাপে ও উন্নতায় অক্সিজেনের ঘনত্ব 1.428 গ্রাম/লিটার।

12. 0°C উষ্ণতায় জলে অক্সিজেনের দ্রাব্যতা কত?

উত্তর :  14.6 মিলিগ্রাম/লিটার।

13. অক্সিজেনের আইসোটোপগুলি কী কী?

উত্তর :  অক্সিজেনের আইসোটোপগুলি হল :O, WO এবং 180।

14. উচ্চ উন্নতায় অক্সিজেনকে উত্তপ্ত করলে কী ঘটে? 

অক্সিজেন অণু ভেঙে পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়।

15. নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক একটি গ্যাসের নাম লেখো।

উত্তর :  অক্সিজেন।

18. জিয়ল মাছ ডাঙাতে বেঁচে থাকে কীভাবে?

উত্তর :  জিয়ল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, যার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে ওরা বেঁচে থাকে।

19. অ্যাসিড উৎপাদক গ্যাস কাকে বলে?

উত্তর :  অক্সিজেনকে।

20. শ্বাসকার্যে সহায়ক গ্যাসটির নাম কী ?

উত্তর :  অক্সিজেন।

21. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কী কী রাসায়নিক দ্রব্য লাগে?

উত্তর :  পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড।

22. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO, কী হিসেবে ব্যবহার করা হয়?

উত্তর :  অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়।

23. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2-এর পরিবর্তে অনুঘটকরূপে কী ব্যবহার করা যেতে পারে?

উত্তর :  কিউপ্রিক অক্সাইড (CuO) বা ফেরিক অক্সাইড (Fe2O3)।

24. বায়ুতে কার্বনের দহনে কী উৎপন্ন হয়?

উত্তর :  কার্বন ডাইঅক্সাইড (CO2)।

25. অক্সিজেন গ্যাসের মধ্যে গন্ধক (সালফার) পোড়ালে কী উৎপন্ন হয়? 

উত্তর :  সালফার ডাইঅক্সাইড (SO2)।


অষ্টম শ্রেণি কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন উত্তর pdf,ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর কয়েকটি গ্যাসের পরিচিতি pdf download,

26. অক্সিজেনপূর্ণ গ্যাসজারে জ্বলন্ত ফসফরাস প্রবেশ করালে কী উৎপন্ন হয়?

উত্তর :  ফসফরাস পেন্টোক্সাইড (P2O5)।

27. কার্বনের অসম্পূর্ণ দহনে কী উৎপন্ন হয়?

উত্তর :  কার্বন মনোক্সাইড (CO)।Download From: www.skguidebangla.in          

28. জলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করলে কী উৎপন্ন হয়?

উত্তর :  কার্বনিক অ্যাসিড (H,CO3)।

29. জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

উত্তর :  সালফিউরাস অ্যাসিড (H2SO3)।

30. অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়ামের দহনে কী উৎপন্ন হয়?

উত্তর :  ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO)।

31. ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রকৃতি কী ?

উত্তর :  ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রকৃতি ক্ষারকীয়।

32. ক্যালশিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

উত্তর :  ক্যালশিয়াম অক্সাইড (CaO)।

33. ক্যালশিয়াম অক্সাইড কী ধরনের অক্সাইড?

উত্তর :  ক্ষারকীয় অক্সাইড।

51. অক্সি-অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে কোন্ কোন্ গ্যাস লাগে?

উত্তর :  অক্সিজেন গ্যাস এবং অ্যাসিটিলিন গ্যাস।

52. অক্সি-অ্যাসিটিলিন শিখা কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর :  ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়।

54. কোন উন্নতায় অক্সিজেন গ্যাস তরলে পরিণত হয়?

উত্তর : 183°C উন্নতায়।

55. জলের তড়িবিশ্লেষণে কোন্ তড়িদ্বারে অক্সিজেন উৎপন্ন হয় ?

উত্তর :  অ্যানোডে।

56. অম্লায়িত FeSO4 দ্রবণে O, চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে?

>উত্তর :  দ্রবণের বর্ণ হলুদ হবে।

57. পটাশিয়াম ক্লোরেটকে 650°C উন্নতায় উত্তপ্ত করলে কোন্ গ্যাস উৎপন্ন হয়?

>উত্তর :  অক্সিজেন।

58. হাইড্রোজেনের একটি প্রধান ব্যবহার উল্লেখ করো।

উত্তর :  হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করতে ব্যবহার করা হয়।

59. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ফ্যাট প্রস্তুতিতে কোন্ গ্যাস ব্যবহার করা হয়?

উত্তর :  হাইড্রোজেন গ্যাস।

60. হাইড্রোজেনের বর্ণ ও গন্ধ কীরূপ?

উত্তর :  হাইড্রোজেন বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ।

61. সবচেয়ে হালকা গ্যাস কোন্‌টি?

উত্তর :  হাইড্রোজেন।

62. হাইড্রোজেনের চেয়ে বায়ু কতগুণ ভারী?

উত্তর :  প্রায় 14.4 গুণ ভারী।

63. জলে হাইড্রোজেনের দ্রাব্যতা কীরূপ?

উত্তর :  হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য।

64. হাইড্রোজেনের দহন ক্ষমতা কীরূপ?

উত্তর :  হাইড্রোজেন নিজে দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়।

65. হাইড্রোজেনের আইসোটোপগুলি কী কী?

উত্তর :  হাইড্রোজেনের আইসোটোপগুলি হল –1H, H, H ।

66. পারমাণবিক হাইড্রোজেন কী?

উত্তর :  প্রায় শূন্য চাপে দুটি টাংস্টেন ধাতুর তড়িদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গতৈরি করে তার মধ্য দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে H, অণু ভেঙে 2টি H পরমাণুতে পরিণত হয়। একে পারমাণবিক হাইড্রোজেন বলে।

95. পরীক্ষাগারে তাপের উৎস হিসেবে কী ব্যবহার করা হয়?

উত্তর :  বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প।

96. কোশের DNA অণুর ক্ষতির কারণ কী?

উত্তর :  হাইড্রোজেন পারক্সাইড (H2O) বা সুপার অক্সাইড আয়ন (O2)।

97. হাইড্রোজেনের সর্ববৃহৎ শিল্প ব্যবহার কী?

উত্তর :  উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরি।

98. অক্সিজেনের রূপভেদ কী?

উত্তর :  ওজোন (O3)।

99. একটি পারক্সাইড যৌগের উদাহরণ দাও।

উত্তর :  সোডিয়াম পারক্সাইড (Na2O2)।

100. তরল অক্সিজেনের বর্ণ কীরূপ?

উত্তর :  হালকা নীল বর্ণের।

File Details:-

File Name:- Class 8 Science 3rd chapter questions answers in bengali pdf

File Format:- PDF

  Download  Click Here to Download 

কয়েকটি গ্যাসের পরিচিতি class 8 pdf|অষ্টম শ্রেণীর কয়েকটিগ্যাসের পরিচিতি ছোটো প্রশ্ন ও উত্তর pdf,অষ্টম শ্রেণি বিজ্ঞানের তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর pdf,

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. অক্সিজেনের দুটি ব্যবহার উল্লেখ করো।

অক্সিজেনের ব্যবহার : (i) অক্সিজেনের সাহায্যে প্রাণীরা শ্বাসকার্য চালনা

করে। (ii) অক্সি-অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে অক্সিজেন ব্যবহার করা

হয়। এই শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়।

2.অক্সিজেনের দুটি ভৌত ধর্ম লেখো।

উত্তর :  (i) অক্সিজেন গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন গ্যাসীয় পদার্থ। (ii) অক্সিজেন জলে সামান্য দ্রাব্য।

3. পারমাণবিক অক্সিজেন কী?

উত্তর :  উচ্চ উন্নতায় অক্সিজেন অণু (O2) ভেঙে দুটি পরমাণু উৎপন্ন করে। একে পারমাণবিক অক্সিজেন বলে। এই পারমাণবিক অক্সিজেন খুবই শক্তিশালী জারক।

4. অক্সিজেনের রাসায়নিক সক্রিয়তা কীরূপ?

উত্তর :  অক্সিজেন খুবই সক্রিয় মৌল। বেশি উন্নতায় এবং অনুঘটকের উপস্থিতিতে এর সক্রিয়তা আরও বেড়ে যায়। দেখা গেছে যে নিষ্ক্রিয় মৌল, সোনা, প্ল্যাটিনাম প্রভৃতি নোবেল মেটাল, ক্লোরিন ব্রোমিন, আয়োডিন ছাড়া প্রায় সমস্ত মৌলের সঙ্গেই এই গ্যাস প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে।

5. একটি পরীক্ষা দ্বারা দেখাও যে, অক্সিজেন দাহ্য নয় কিন্তু দহনে সক্ষম।

উত্তর :  একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি একটি অক্সিজেনপূর্ণ গ্যাসজারে প্রবেশ করালে পাটকাঠিটি শিখাসহ জ্বলে ওঠে। কিন্তু গ্যাসটি জ্বলে না।

12. পারক্সাইড কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  যেসব অক্সাইডে পারক্সো (-0-0-) বন্ধন থাকে এবং যারা অজৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে তাদের পারক্সাইড বলে। যেমন—সোডিয়াম পারক্সাইড (Na2O2)।

Youtube Channel: OUR ONLINE SCHOOL

16..অক্সিজেন শোষণ করে এমন দুটি পদার্থের নাম লেখো।

উত্তর :  ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ এবং আল্লিক ক্রোমাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে।

17. আম্লিক অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  আম্লিক অক্সাইড ঃ যে সমস্ত অধাতব অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাদের আম্লিক অক্সাইড বলে। উদাহরণ : কার্বন ডাইঅক্সাইড (CO2), সালফার ডাইঅক্সাইড (SO2) ইত্যাদি।

18. ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  ক্ষারকীয় অক্সাইড : যে সমস্ত ধাতব অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাদের ক্ষারকীয় অক্সাইড বলে।

উদাহরণ : ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO), সোডিয়াম মনোক্সাইড (Na2O) ইত্যাদি।

19. উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  উভধর্মী অক্সাইডঃ যে সমস্ত অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাদের উভধর্মী অক্সাইড বলে।

20. প্রশম অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  প্রশম অক্সাইডঃ যে সমস্ত অক্সাইড অ্যাসিড বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে না, তাদের প্রশম অক্সাইড বলে।


ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর কয়েকটি গ্যাসের পরিচিতি pdf, অষ্টম শ্রেণীর কয়েকটি গ্যাসের পরিচিতি বড়ো প্রশ্ন ও উত্তর pdf


1. অক্সাইড কাকে বলে? অক্সাইড কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার অক্সাইডের একটি করে উদাহরণ দাও

উত্তর :  অক্সাইড : অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলের রাসায়নিক সংযোগে যে যৌগ উৎপন্ন হয় তাকে অক্সাইড বলে। অক্সাইড সাধারণত ছয় প্রকার—

(i) আম্লিক অক্সাইড, যেমন—কার্বন ডাইঅক্সাইড (CO2)।

(ii) ক্ষারকীয় অক্সাইড, যেমন—ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO)।

(iii) প্রশম অক্সাইড, যেমন— জল (H2O)।

(iv) উভধর্মী অক্সাইড, যেমন—জিংক অক্সাইড (ZnO)।

(v) পারক্সাইড, যেমন—সোডিয়াম পারক্সাইড (Na2O2)।

(vi) মিশ্র অক্সাইড, যেমন—ফেরোসোফেরিক অক্সাইড (Fe3O4)।

5. অক্সিজেনের ব্যবহার উল্লেখ করো।

উত্তর :  অক্সিজেনের ব্যবহার : (i) অক্সিজেনের সাহায্যে প্রাণীরা শ্বাসকার্য চালনা করে।

(ii) জলের নীচে ডুবুরিদের জন্য, মরণাপন্ন রোগীর শ্বাসকার্য চালনার জন্য অক্সিজেন ব্যবহার করা হয়।

(iii) অক্সি-অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে অক্সিজেন ব্যবহার করা হয়। এই অক্সি-অ্যাসিটিলিন শিখার উয়তা প্রায় 3000°C হয়। তাই একে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়।

6. অক্সিজেন গ্যাস শনাক্ত করবে কীভাবে?

উত্তর :  অক্সিজেনের শনাক্তকরণ : (i) শিখাহীন জ্বলন্ত পাটকাঠি অক্সিজেনের সংস্পর্শে শিখাসহ জ্বলে ওঠে।

(ii) বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। 

(iii) ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা অক্সিজেন শোষিত হয়।

7. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির নীতি লেখো।

উত্তর :  পরীক্ষাগারে চার ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে একভাগ ওজনের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে 230°C উয়তায় উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটকের কাজ করে।

13. হাইড্রোজেন গ্যাসকে কীভাবে শনাক্ত করবে?

উত্তর :  হাইড্রোজেন গ্যাসের শনাক্তকরণ :

(i) H, পূর্ণ গ্যাসজারের মধ্যে একটি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে পাটকাঠিটি নিভে যায় এবং H, গ্যাস নীল শিখায় জ্বলতে থাকে। গ্যাসজারের গায়ে বিন্দু বিন্দু জল জমে। ওই জল অনার্দ্র সাদা কপার সালফেটকে নীল করে।

(ii) প্যালাডিয়াম, নিকেল প্রভৃতি ধাতু দ্বারা H, গ্যাস শোষিত হয়।

14. হাইড্রোজেন গ্যাসের ব্যবহার উল্লেখ করো।

উত্তর :  হাইড্রোজেন গ্যাসের ব্যবহার :

(i) গ্যাস বেলুনে H, গ্যাস ব্যবহার করা হয়।

(ii) উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে H, গ্যাস ব্যবহার করা হয়।

(iii) রকেটের জ্বালানি হিসেবে তরল H, ব্যবহার করা হয়।

(iv) অ্যামোনিয়া তৈরি করতে H, ব্যবহার করা হয়।

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- class 8 poribesh o bigyan chapter 3 question answer pdf 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 


      আরও পোস্ট দেখো     B           

A

B

C




THANK YOU & WELCOME


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url