অষ্টম শ্রেণীর পরিবেশ স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর pdf।অষ্টম শ্রেণি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর pdfঅষ্টম শ্রেণীর পরিবেশ স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর pdf|
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর pdf। ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর pdf । স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan 2nd chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল pdf download, Class 8 Science 2nd chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
আরও পোস্ট দেখো B
A
B
C
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর pdf|স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf
. অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
1.এই বিশ্বের যে-কোনো দুটি বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে কী বলে?1
উত্তর : মহাকর্ষ।
2. কোন্ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে?
উত্তর : মহাকর্ষ বলের প্রভাবে।
3. কোন্ বলের প্রভাবে গাছ থেকে ফল মাটিতে পড়ে?
উত্তর : অভিকর্ষ বলের প্রভাবে।
4. কোন্ বলের জন্য পাহাড়ে চড়তে কষ্ট হয়?
উত্তর : অভিকর্ষ বলের জন্য।
5. SI পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক (G)-এর মান কত?
উত্তর : মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67 × 10-11 Nm/kg
6. G-কে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে কেন?
উত্তর : G-এর মান এই বিশ্বব্রহ্মাণ্ডের সবজায়গায় একই থাকে বলে G-কে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে।
7. কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছুড়লে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে?
উত্তর : 11.2 কিমি/সেকেন্ড বেগে।
9. কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব কতদূর পর্যন্ত বহাল থাকে?
উত্তর : কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে।
10.অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উত্তর : অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুতে যে ত্বরণ উৎপন্ন হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে (g)।
11. SI পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের গড় মান কত?
উত্তর : 9.8 মিটার/সেকেন্ড।
12. CGS পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের গড় মান কত?
উত্তর : 980 সেমি/সেকেন্ড ।
13. 1 kg ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তার
মান কত?
উত্তর : 9.8 নিউটন।
14. বস্তুর ভর ও ওজনের মধ্যে সম্পর্ক কী?
উত্তর : বস্তুর ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ।
15. ভূপৃষ্ঠে কোথায় অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি?
উত্তর : মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি।
16. পৃথিবীর কোন্ অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম?
উত্তর : বিষুবরেখা অঞ্চলে।
17. পতনশীল বস্তু কাকে বলে?
উত্তর : পৃথিবীর আকর্ষণে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে
পতনশীল বস্তু বলে।
18. পতনশীল বস্তুর সূত্র প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : বিজ্ঞানী গ্যালিলিয়ো ।
19. একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুগুলি কীভাবে নীচে নামে?
উত্তর : পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নীচে নামে।
20. সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগের কী পরিবর্তন হয়?
উত্তর : সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে।
21. অবাধে পতনশীল যে-কোনো বস্তুর ওজন কত?
উত্তর : অবাধে পতনশীল যে-কোনো বস্তুর ওজন শূন্য হয়।
22. স্থির তড়িৎ কীভাবে উৎপন্ন হয় ?
উত্তর : দুটি বস্তুর পরস্পর ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয়।
23. সমজাতীয় তড়িৎ পরস্পরের সঙ্গে কীরূপ আচরণ করে?
উত্তর : সমজাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে।
24. বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরের সঙ্গে কীরূপ আচরণ করে?
উত্তর : বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে।
25. তড়িদাহিত দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন কে?
উত্তর : বিজ্ঞানী কুলম্ব।
26. তড়িৎ আধান পরিমাপের একক কী ?
উত্তর : ই. এস.ইউ. (esu)।
27. SI পদ্ধতিতে তড়িৎ আধান পরিমাপের একক কী?
উত্তর : কুলম্ব।
28. পরমাণুতে অবস্থিত ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণিকার নাম কী ?
উত্তর : ইলেকট্রন।
29. পরমাণুতে অবস্থিত ধনাত্মক তড়িৎগ্রস্ত কণিকার নাম কী ?
উত্তর : প্রোটন।
30. পরমাণুতে অবস্থিত নিস্তড়িৎ কণিকার নাম কী ?
উত্তর : নিউট্রন।
31. প্রোটন ও নিউট্রন পরমাণুর কোন্ অংশে অবস্থান করে?
উত্তর : নিউক্লিয়াসে।
32. নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো।
উত্তর : সাধারণ হাইড্রোজেন পরমাণু।
33. মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন?উত্তর : বিজ্ঞানী নিউটন।
34. একটি বস্তুকে ওপরের দিকে ছুড়লে তা নীচে নেমে আসে কেন?
উত্তর : অভিকর্ষ বলের প্রভাবে নীচে নেমে আসে।
35. দুটি বস্তুকণার ভর বাড়লে তাদের মধ্যে মহাকর্ষ বলের কী পরিবর্তন ঘটে?
উত্তর : মহাকর্ষ বল বাড়ে।
36. দুটি বস্তুর মধ্যে দূরত্ব কমলে তাদের মধ্যে মহাকর্ষীয় বল বাড়ে না কমে?
উত্তর : মহাকর্ষীয় বল বাড়ে।
37. কোন্ বলের প্রভাবে চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে?
উত্তর : মহাকর্ষ বলের প্রভাবে।
38.পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের গড় মান 9.8 মিটার/সে± হলে চাঁদেরঅভিকর্ষজ ত্বরণের গড় মান কত?
উত্তর : চাঁদের অভিকর্ষজ ত্বরণের গড় মান =( 9.8×2) মিটার/সে = 1.63 মিটার/সে
39. অবাধে পতনশীল বস্তুর বেগ কখন সর্বোচ্চ হয়।
উত্তর : ভূমি স্পর্শ করার পূর্বমুহূর্তে।
40.তড়িৎ আধানের নামকরণ কে করেছিলেন?
উত্তর : বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
41.কোনো বস্তুতে ইলেকট্রনের আধিক্য হলে সেটি কীরূপ তড়িৎগ্রস্ত হয়?
উত্তর : ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়।
42. কোনো বস্তু থেকে ইলেকট্রন চলে গেলে সেটি কীরূপ তড়িৎগ্রস্ত হয়?
উত্তর : ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়।
File Details:-
File Name:- Class 8 Science 2nd chapter questions answers pdf
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
ভৌত পরিবেশ তৃতীয় অধ্যায় স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বিজ্ঞান| অষ্টম শ্রেণি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল ছোটো প্রশ্ন ও উত্তর pdf
. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
1. মহাকর্ষ কাকে বলে?
উত্তর : এই মহাবিশ্বের যে-কোনো দুটি বস্তুকণাই তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে। এই বলের নাম মহাকর্ষ।
2. অভিকর্ষ কাকে বলে?
উত্তর : পৃথিবীর উপর বা পৃথিবীর কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী
যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেই বলকে অভিকর্ষ বলে।
3. নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো।
উত্তর : মহাবিশ্বের যে-কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
5. মহাকর্ষীয় ধ্রুবক (G)-এর সংজ্ঞা দাও।
উত্তর : একক ভরবিশিষ্ট দুটি বস্তু পরস্পর থেকে একক দূরত্বে থেকে, যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। একে G দ্বারা প্রকাশ করা হয়।
6. পৃথিবীর চেয়ে সূর্যের মহাকর্ষ বল বেশি কেন
উত্তর : মহাকর্ষ বল বস্তুর ভরের ওপর নির্ভরশীল। বস্তুর ভর যত বেশি হয় তার মহাকর্ষ বলও তত বেশি হয়। সূর্যের ভর পৃথিবীর ভরের চেয়ে অনেক বেশি। তাই সূর্যের মহাকর্ষ পৃথিবীর মহাকর্ষের চেয়ে বেশি।
7. SI পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67 × 10-11 নিউটন মিটার/কিগ্রা বলতে কী বোঝো?
উত্তর : SI পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67×10-11 নিউটন মিটার /কিগ্রা± বলতে বেঝায় যে, 1 কিগ্রা ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে থেকে পরস্পর পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তার মান 6.67 × 10-11 নিউটন।
৪. সকল অভিকর্ষজ বলই মহাকর্ষ বল কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষজ বল নয় কেন?
উত্তর : এই মহাবিশ্বে যে-কোনো দুটি বস্তু পরস্পর পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। সুতরাং, মহাকর্ষ বল এই মহাবিশ্বে যে-কোনো দুটি বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। কিন্তু দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী নিজে এবং অন্যটি পৃথিবীর উপর বা পৃথিবীর কাছাকাছি বস্তু হয় তখন তাদেরমধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকেই অভিকর্ষ বল বলে। সুতরাং, অভিকর্ষ বল এক প্রকার মহাকর্ষ বল। কিন্তু সব মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়।
9. অভিকর্ষ বল না থাকলে আমাদের কী অসুবিধা হত?
উত্তর : অভিকর্ষ বল না থাকলে বায়ুমণ্ডল পৃথিবী ছেড়ে মহাশূন্যে বিলীন হয়ে যেত, জল বাষ্পীভূত হয়ে যেত। মানুষ, পশুপাখি, গাছপালা, জল, বাতাস সব মহাশূন্যে মিলিয়ে যেত। ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকত না।
10. পাহাড়ে উঠতে বা সিঁড়িতে চড়তে আমাদের কষ্ট হয় কিন্তু নামার সময় কষ্ট হয় না কেন?
>উত্তর : আমরা যখন পাহাড়ে উঠি বা সিঁড়িতে চড়ি তখন আমাদের সরণ অভিকর্ষ বলের বিপরীতে হয়। অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হয় বলে পাহাড়ে উঠতে বা সিঁড়িতে চড়তে আমাদের কষ্ট হয়। কিন্তু নামার সময় অভিকর্ষ বলের অভিমুখে সরণ হয়, তখন অভিকর্ষ বলের দ্বারা কার্য হয়, তাই নীচে নামার সময় কষ্ট হয় না।
11. পৃথিবী, সূর্য, চাঁদ ইত্যাদি বিন্দু বস্তু নয়, তথাপি মহাকর্ষ সূত্রে দুটি বিন্দু বস্তুর কথা বলা হয়েছে কেন?
উত্তর : দুটি বস্তু যত বড়োই হোক না কেন, তাদের মধ্যে দূরত্ব যদি তাদের ব্যাসের তুলনায় অত্যন্ত বেশি হয়, তখন ওই বস্তু দুটিকে বিন্দু বস্তু ধরা যায়। তাই মহাকর্ষ সূত্রে দুটি বিন্দু বস্তুর কথা বলা হয়েছে। যদিও
প্রকৃতপক্ষে পৃথিবী, সূর্য, চাঁদ ইত্যাদি বিন্দু বস্তু নয়।
12. পৃথিবীর উপর থাকা প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করলেও তাদের মধ্যে ঠোকাঠুকি লাগে না কেন?
উত্তর : পৃথিবীর উপর থাকা দুটি বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, তার তুলনায় বস্তু দুটির মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বল অতি নগণ্য যার ফলে বস্তু দুটির মধ্যে আকর্ষণ বলের কোনো প্রভাব বাস্তবে বোঝা যায় না। তাই পৃথিবীর উপর থাকা প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করলেও তাদের মধ্যে ঠোকাঠুকি লাগে না।
13. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? এর গড় মান কত?
উত্তর : অভিকর্ষজ ত্বরণ ঃ অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয়, তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণের গড় মান 981 সেমি/সেকেন্ড বা 9.81 মিটার/সেকেন্ড।
14. একটি বস্তুকে পৃথিবীর উপর দাঁড়িয়ে ওপরের দিকে ছোড়া হলে সেটি মাটিতে পড়ে যায়। এমন কোনো উপায় আছে কি, যাতে সেটি মাটিতে পড়বে না?
উত্তর : একটি বস্তুকে পৃথিবীর উপর দাঁড়িয়ে ওপরের দিকে ছোড়া হলে সেটি মাটিতে পড়ে যায়। কিন্তু বস্তুটিকে যদি ন্যূনতম 11.2 কিমি/সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া যায় তাহলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে। তখন সেটি আর মাটিতে পড়বে না।
15. একটি বস্তুকে 200 মিটার/সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া হলে বস্তুটি প্রতি সেকেন্ডে কী পরিমাণ বেগ হারাবে?
>উত্তর : একটি বস্তুকে 200 মিটার/সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া হলে বস্তুটি সেকেন্ডে 9.8 মিটার বেগ হারাবে।
19. ঘর্ষণ তড়িৎ কাকে বলে?
উত্তর : দুটি বস্তুকে পরস্পর ঘর্ষণ করলে বস্তু দুটিতে তড়িৎ আধান উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে উৎপন্ন এই তড়িৎকে ঘর্ষণ তড়িৎ বলে।
20. স্থির তড়িৎ কাকে বলে?
উত্তর : দুটি বস্তুর ঘর্ষণের ফলে উৎপন্ন যে তড়িৎ উৎপত্তিস্থলেই বস্তুতে আবদ্ধ থাকে এবং বস্তুর এক অংশ থেকে অন্য অংশে যেতে পারে না তাকে স্থির তড়িৎ বলে।
21. স্থির তড়িৎ কয় প্রকার ও কী কী?
উত্তর : স্থির তড়িৎ দুই প্রকার—(i) ধনাত্মক (+) তড়িৎ এবং (ii) ঋণাত্মক (-) তড়িৎ।
22. তড়িৎ আধান কয় প্রকার ও কী কী?
তড়িৎ আধান দুই প্রকার—
(i) ধনাত্মক (+) তড়িৎ আধান এবং
(ii) ঋণাত্মক (-) তড়িৎ আধান।
23. তড়িৎ আধানের প্রকৃতি কী?
উত্তর : (i) সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে।
(ii) বিপরীত জাতীয় তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে।
25. একটি ফোলানো বেলুনকে সোয়েটারে ঘষে ছেড়ে দিলে কী ঘটনা ঘটবে তা কারণসহ লেখো।
উত্তর : বেলুনটি সোয়েটারে আটকে যাবে।
কারণ, বেলুনটিকে সোয়েটারের সঙ্গে ঘষলে বেলুন ও সোয়েটারে বিপরীতধর্মী তড়িৎ আধান উৎপন্ন হবে। বিপরীতধর্মী তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে। তাই সোয়েটার বেলুনটিকে আকর্ষণ করবে।
ফলে বেলুনটি সোয়েটারে আটকে যাবে।
28. কুলম্বের সূত্রটি লেখো।
উত্তর : কুলম্বের সূত্র ঃ দুটি তড়িদাহিত বস্তু একই মাধ্যমে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান (i) বস্তু দুটির আধানের গুণফলের সমানুপাতিক এবং (ii) তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
29. কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো।
30. স্থির তড়িৎ একক বা ইএসইউ (esu)-এর সংজ্ঞা লেখো।
উত্তর : স্থির তড়িৎ একক (Electrostatic unit) ঃ যদি একজাতীয় সমপরিমাণ আধানযুক্ত দুটি বস্তু বিন্দু পরস্পরের মধ্যে 1 সেমি দূরে থেকে পরস্পরের প্রতি 1 ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রত্যেক বস্তু বিন্দুর আধানকে এক স্থির তড়িৎ একক বা সংক্ষেপে 1 esu বলে।
31. SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী? তার সংজ্ঞা লেখো।
উত্তর : SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কুলম্ব।
কুলম্ব ঃ যদি একজাতীয় সমপরিমাণ আধানযুক্ত দুটি বস্তু বিন্দু পরস্পরের মধ্যে 1 মিটার দূরে থেকে পরস্পরের প্রতি 1 নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রত্যেক বস্তু বিন্দুর আধানকে 1 কুলম্ব বলে।
32. পরমাণুর মূল কণিকাগুলির নাম লেখো।
উত্তর : পরমাণুর মূল কণিকাগুলি হল—ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
33. ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আধানের প্রকৃতি কীরূপ?
উত্তর : ইলেকট্রনের আধান ঋণাত্মক, প্রোটনের আধান ধনাত্মক, নিউট্রনের কোনো আধান নেই অর্থাৎ নিউট্রন নিস্তড়িৎ।
34. একটি পরমাণু আধানশূন্য ও নিস্তড়িৎ হয় কেন?
উত্তর : একটি পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। প্রোটনগুলির মোট ধনাত্মক আধানের পরিমাণ এবং ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধানের পরিমাণ সমান। ফলে একটি পরমাণু আধানশূন্য ও নিস্তড়িৎ হয়।
35. আমাদের চারপাশের সব বস্তুগুলি সাধারণভাবে আধানশূন্য বা নিস্তড়িৎ হয় কেন?
উত্তর : সব বস্তুই পরমাণু দিয়ে তৈরি আর পরমাণুগুলি যেহেতু নিস্তড়িৎ তাই
বস্তুগুলিও নিস্তড়িৎ।
অষ্টম শ্রেণীর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বড়ো প্রশ্ন ও উত্তর pdf|ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল pdf download
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Class 8 Science 1st chapter questions answers pdf
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A
B
C
THANK YOU & WELCOME