অষ্টম শ্রেণীর পরিবেশ আলো প্রশ্ন উত্তর pdf।অষ্টম শ্রেণি আলো প্রশ্ন উত্তর pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় আলো প্রশ্ন উত্তর pdf|

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় আলো প্রশ্ন উত্তর pdf|class 8 Science light chapter questions answers
অষ্টম শ্রেণীর পরিবেশ আলো প্রশ্ন উত্তর

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির আলো প্রশ্ন উত্তর pdf। ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর pdf । আলো প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan 4th chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌।

তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশের আলো আলো প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর আলো pdf download,Class 8 Science 4th chapter questions answers pdf download করে নিতে পার। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।

YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      


      আরও পোস্ট দেখো    B  

A.

B.

C.

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় আলো প্রশ্ন উত্তর pdf|ভৌত পরিবেশ চতুর্থ অধ্যায় আলো SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | 


1. প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী?

উত্তর :  প্রতিবিম্ব দুই প্রকার। যথা—সদবিম্ব ও অসদবিম্ব।

2. সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?

উত্তর :  সবিম্ব।

3. সমতল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?

উত্তর :  অসবিম্ব।

4. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর :  প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়।

5. মুখোমুখি দুটি সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে তার কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে?

উত্তর :  অসংখ্য।

6. কোন্ প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না?

উত্তর :  অসবিম্বকে।

8. প্রতিসরণের সূত্র ক-টি?

উত্তর :  ২টি।

9. দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তর :  আলোর বর্ণ ও মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে।

10. আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত হবে?

উত্তর :  প্রতিসরণ কোণ 90° হবে।

11. সংকট কোণের মান ৪০° হলে প্রতিসরণ কোণের মান কত হবে?

উত্তর :  প্রতিসরণ কোণের মান 90° হবে।

12. মরীচিকা কী ধরনের প্রতিবিম্ব?

উত্তর :  অসদৃবিম্ব।

13. মরুভূমিতে মরীচিকা উৎপন্ন হয় কী কারণে?

উত্তর :  আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য।

14. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে গঠিত প্রতিবিম্ব বেশি উজ্জ্বল দেখায় কেন?

উত্তর :  আলোর সমস্ত অংশই প্রতিফলিত হয়, কোনো অংশই প্রতিসৃত বা শোষিত হয় না। তাই প্রতিবিম্ব বেশি উজ্জ্বল দেখায়।


অষ্টম শ্রেণীর আলো ছোটো প্রশ্ন ও উত্তর pdf

15. সদবিশ্বের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর :  সদ্‌বিম্বকে পর্দায় ফেলা যায়।

16 অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলা হয় কেন?

উত্তর :  অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোকরশ্মির সমস্ত অংশই প্রতিফলিত হয়, কোনো অংশ প্রতিসৃত বা শোষিত হয় না, তাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলা হয়।

17. সদ্ ও অসবিম্বের একটি পার্থক্য লেখো।

উত্তর :  সদ্‌বিম্বকে পর্দায় ফেলা যায় কিন্তু অসবিম্বকে পর্দায় ফেলা যায় না।

18. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও।

উত্তর :  মরুভূমির মরীচিকা।

19. পরম প্রতিসরাঙ্ক কাকে বলে?

উত্তর :  যখন আলোকরশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে।

20. আলোর কোন্ ধর্মের জন্য সূর্য অস্ত চলে যাওয়ার পরেও সূর্যকে আমরা পশ্চিম আকাশে কিছুক্ষণ দেখতে পাই? (নমুনা প্রশ্ন)

উত্তর :  বায়ুমণ্ডলে আলোকের প্রতিসরণ ধর্মের জন্য সূর্য অস্ত চলে যাওয়ার পরেও সূর্যকে আমরা পশ্চিম আকাশে কিছুক্ষণ দেখতে পাই।

21. কোন্ ধরনের প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়।

উত্তর :  সদ প্রতিবিম্ব।

22. প্রতিবিম্ব গঠনের কারণ দুটি কী কী ?

উত্তর :  প্রতিফলন ও প্রতিসরণ।

23. যে ধরনের প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে কী বলে।

উত্তর :  অসদ প্রতিবিম্ব।

24. প্রতিবিম্ব কী কী প্রকারের হয়।

উত্তর :  সদ্ ও অসদ্ ।

25. দুটি আয়নাকে সামনাসামনি পরস্পরের সমান্তরাল করে রেখে একটি বস্তুকে আয়না দুটির মাঝে রাখলে কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে?

উত্তর :  অসংখ্য।

26. পেরিস্কোপ কী কাজে ব্যবহার করা হয়?

উত্তর :  ভিড় মাঠে খেলা দেখতে ও সাবমেরিনে পেরিস্কোপ ব্যবহার করা হয়।

27. ক্যালাইডোস্কোপ তৈরি করতে কতগুলি আয়না দরকার ?

উত্তর :  ওটি।

28. ক্যালাইডোস্কোপ তৈরি করতে আয়নাগুলিকে পরস্পর কত কোণে রাখতে হয়?

উত্তর :  60° কোণে।

29. ক্যালাইডোস্কোপ ব্যবহৃত আয়নার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উত্তর :  দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = 4 : 1।

30. বায়ুর সাপেক্ষে হিরের সংকট কোণ কত?

উত্তর :  24.5° |

31. রঙিন নকশা তৈরি করতে কোন্ আলোকীয় যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর :  ক্যালাইডোস্কোপ।

32. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আলোকরশ্মি কোন্ মাধ্যম থেকে কোন্ মাধ্যমে আপতিত হয় ?

উত্তর :  ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপাতিত হবে।

33. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কোন্ অংশ প্রতিফলকের কাজ করে?

উত্তর :  দুই মাধ্যমের বিভেদ তল।

File Details:-

File Name:- Class 8 Science light questions answers pdf 

File Format:- PDF

  Download  Click Here to Download 

আলো প্রশ্ন উত্তর pdf,অষ্টম শ্রেণি আলো প্রশ্ন উত্তর pdf,ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর আলো pdf |ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর আলো pdf download


 : সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. প্রতিবিম্ব কাকে বলে?

উত্তর :  কোন বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হয়েছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় সিতায় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।

2. বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখো।

উত্তর :  (i) কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছকে অবশ্যই প্রতিফলিত বা প্রতিসৃত হতে হবে।

(ii) প্রতিফলন বা প্রতিসরণের পর আলোক রশ্মিগুচ্ছকে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হতে হবে বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হতে হবে।

3. সদ্‌বিম্ব কাকে বলে?

উত্তর :  কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। উদাহরণ—সিনেমার পর্দায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা সবিম্ব। উত্তল লেন্স ও অবতল দর্পণ সদ্‌বিম্ব গঠন করে।

4. অসবিম্ব কাকে বলে?

উত্তর : º কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত না হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হয়েছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসবিম্ব বলে। উদাহরণ—সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় তা অসদবিম্ব।

5. সদবিম্ব এবং অসদবিশ্বের পার্থক্য লেখো

উত্তর :  সবিম্ব এবং অসবিম্বের পার্থক্য :

6. আলোর প্রতিসরণ কাকে বলে?

উত্তর :  যখন কোনো আলোকরশ্মি এক সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর এক সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে ওই রশ্মির গতির অভিমুখ পরিবর্তন হয় এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।

7. আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো।

উত্তর :  আলোর প্রতিসরণের সূত্র :

(i) আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও বিভেদতলে অবস্থিত আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।

(ii) প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে, প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। অর্থাৎ, আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান পরিবর্তিত হলেও প্রতিসরাঙ্কের মান পরিবর্তিত হবে না।

৪. প্রতিসরাঙ্ক কাকে বলে?

উত্তর :  একটি নির্দিষ্ট বর্ণের আলো ও দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য প্রথম মাধ্যমে আপতন কোণের সাইন (sine) ও দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন-এর অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে।

9. সংকট কোণ কাকে বলে?

উত্তর :  আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হয়, তখন যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90° হয়, সেই আপতন কোণকে ওই মাধ্যম দুটির সংকট কোণ বলে।

10. সংকট কোণের মান কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তর :  সংকট কোণের মান আলোর বর্ণ এবং মাধ্যম দুটির প্রকৃতির ওপর নির্ভর করে। যেমন—কাচ থেকে বায়ুতে প্রতিসৃত হওয়ার সময় সবুজ আলোর সংকট কোণ লাল আলোর সংকট কোণ অপেক্ষা বেশি হয়। আবার, বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ 42°, কিন্তু বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ 49°।

11. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে?

উত্তর :  আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হবার সময় আপতন কোণ যদি মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড়ো হয়, তাহলে আলোকরশ্মি লঘু মাধ্যমে প্রতিসৃত না হয়ে মাধ্যমদ্বয়ের বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে সম্পূর্ণরূপে ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে।

12. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি লেখো।

উত্তর :  অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত : (i) আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের অভিমুখে যেতে হবে। (ii) আপতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড়ো হতে হবে।

13. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলা হয় কেন?

উত্তর :  অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোকরশ্মির কোনো অংশ শোষিত বা প্রতিসৃত হয় না। আপতিত আলোকরশ্মির সম্পূর্ণ অংশ উভয় মাধ্যমের বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে (ঘন মাধ্যমে) ফিরে আসে। তাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলে।

14. বায়ুর সাপেক্ষে হীরকের সংকট কোণ 24.4° বলতে কী বোঝায়?

উত্তর :  বায়ুর সাপেক্ষে হীরকের সংকট কোণ 24.4° বলতে বোঝায় যে, আলো যখন হীরক থেকে বায়ুতে প্রতিসৃত হয়, তখন আপতন কোণের মান 24.4° হলে বায়ুতে প্রতিসরণ কোণের মান 90° হবে। 

15.পদ্মপাতায় বা কচুপাতায় জল বিন্দু চকচক করে কেন?

 উত্তর :  পদ্মপাতা বা কচুপাতার উপরে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোঁয়া থাকে। এই রোঁয়াগুলির মধ্যে বাতাস আটকে থাকে। যখন জলবিন্দু পদ্মপাতায় পড়ে তখন জলবিন্দুর তলায় বায়ুস্তর থাকে। বাইরে থেকে আলোকরশ্মি জলবিন্দুর মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে জলবিন্দুর নীচে থাকা বায়ুতে আপতিত হয় এবং প্রতিসৃত হয়। যে সকল আলোক রশ্মি জলবিন্দু থেকে বায়ুতে সংকট কোণের চেয়ে বেশি কোণে আলো বেগুনি 40 লাল


অষ্টম শ্রেণীর পরিবেশ আলো pdf|class 8 poribesh o bigyan question answer pdf | অষ্টম শ্রেণীর আলো বড়ো প্রশ্ন ও উত্তর pdf

:সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর :

1. জলের ভিতর বুদ্বুদ চকচক করে কেন?

উত্তর :  বুদ্বুদে বায়ু থাকে। আলোকরশ্মি জলের ভিতর দিয়ে বুদ্বুদের বায়ুতে প্রতিসৃত হওয়ার সময় কিছু আলোকরশ্মি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়। ফলে রশ্মিগুলির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং প্রতিফলিত রশ্মিগুলি আমাদের চোখে এসে পড়ে। তাই বুদ্বুদ চকচক করে।

4. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো।

উত্তর :  সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যঃ

(i) প্রতিবিম্ব অসদ্ হয়।

(ii) দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়।

(iii) প্রতিবিম্ব বস্তুর সমশীর্ষ হয়।

(iv) প্রতিবিম্বের আকার ও বস্তুর আকার সমান হয়।

17. ভুসোকালি মাখানো লোহার বল জলে ডোবালে চকচক করে কেন?

উত্তর :  ভুসোকালি মাখানো লোহার বল জলে ডোবালে ওই ভুসোকালি ও জলের মধ্যবর্তী স্থানে একটি পাতলা বায়ুস্তর আবদ্ধ হয়। জল থেকে আলোক রশ্মি ওই লোহার বলে যাওয়ার সময় অপেক্ষাকৃত লঘু মাধ্যম বাতাসে প্রবেশ করে। যে সমস্ত আলোকরশ্মি জল ও বাতাসের বিভেদতলে সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয় তাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। ভুসোকালি মাখানো লোহার বলের পৃষ্ঠ থেকে পূর্ণ প্রতিফলন ঘটায় ওই তল চকচক করে। ফলে ওই বল চকচকে দেখায়।

18. হীরককে উজ্জ্বল দেখায় কেন?

উত্তর :  হীরকের উজ্জ্বলতার কারণ ঃ হীরক ও বাতাসের সংকট কোণ মাত্র 24.5°। সেজন্য, হীরকের মধ্যে আলোকরশ্মি প্রবেশ করে বাইরে আসার পথে অধিকাংশ আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। ওই পূর্ণ প্রতিফলিত রশ্মিসমূহ চোখে এসে পড়ায় হীরক উজ্জ্বল দেখায়। উপরন্তু,  হীরককে এমনভাবে কাটা হয় যাতে এর মধ্যে আলোক রশ্মি প্রবেশ করার পর বিভিন্ন তল থেকে বারবার পূর্ণ প্রতিফলিত হয়ে কয়েকটি নির্দিষ্ট তল দিয়ে বাইরে আসতে পারে। এতে হীরকের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পায়।

19. গ্রীষ্মকালে দুপুরবেলা দূর থেকে পিচ রাস্তার উপর জল চকচক করতে দেখা যায় কেন?

উত্তর :  গ্রীষ্মকালে দুপুরবেলা পিচ রাস্তা খুব উত্তপ্ত হয়ে পড়ে। ফলে রাস্তা সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়। ফলে ওই বায়ুস্তরের ঘনত্ব কমে যায়। কিন্তু ওই বায়ুস্তরের ওপরের বায়ুস্তরের ঘনত্ব অপেক্ষাকৃত বেশি থাকে। ফলে আলোকরশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং ওই প্রতিফলিত রশ্মি আমাদের চোখে এসে পড়ে। ফলে ওই অংশ চকচক করে।

9. মরুভূমিতে মরীচিকার সৃষ্টি চিত্রসহ ব্যাখ্যা করো। মরীচিকা সবিম্ব না অসদবিম্ব?

উত্তর :  মরুভূমির মরীচিকা ঃ মরুভূমির মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক দৃষ্টান্ত। মরুভূমির উত্তপ্ত বালির সংলগ্ন বায়ুস্তর সবচেয়ে বেশি গরম হয়। যত ওপরের দিকে ওঠা যায় বায়ুর উন্নতা তত কম হয়—ঘনত্বও তত বেশি হয়। অর্থাৎ, মরুভূমির ওপরের বায়ুস্তরের যত ওপরের দিকে যাওয়া যায় বায়ুর ঘনত্ব তত বাড়ে। মরুভূমিতে দূরবর্তী কোনো গাছ থেকে আগত আলোকরশ্মি ওই বায়ুস্তর ভেদ করে আসার সময় ক্রমাগত প্রতিসৃত হয় এবং ঘনতর থেকে লঘুতর মাধ্যমে আসায় প্রতিসরণ কোণের মান আপতন কোণের মানের চেয়ে বেশি হয় (চিত্র পাঠ্যাংশ)। এইভাবে, একসময় আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হয়ে যায়। তখন আলোকরশ্মির পূর্ণ প্রতিফলন ঘটে। ওই পূর্ণ প্রতিফলিত রশ্মি পথচারীর চোখে গিয়ে পড়লে পথচারী ওই গাছের একটি উলটানো প্রতিবিম্ব দেখতে পায়। মরুভূমির বিভিন্ন বায়ুস্তরে ঘনত্ব ক্রমাগত পরিবর্তিত হতে থাকায় ওই প্রতিবিম্বটি কাঁপছে বলে মনে হয়। এতে কোনো জলাশয়ে ওই প্রতিবিম্ব গঠিত হয়েছে বলে মনে হয়। তৃয়ার্ত পথিক ওই জলাশয়ের দিকে ছুটে যায় কিন্তু জলাশয় দেখতে না পেয়ে হতাশাগ্রস্ত হয়। মরুভূমিতে এই ধরনের প্রতিবিম্বই মরীচিকা। মরীচিকা অসদ্ প্রতিবিম্ব ঃ এর বাস্তব কোনো অস্তিত্ব নেই।

10. অনেক সময় কাচের ফাটলে আলো পড়লে সেই স্থান বিভিন্ন অবস্থান থেকে চক্চকে দেখায় কেন? (নমুনা প্রশ্ন)

উত্তর :  কাচের কোনো স্থান ফেটে গেলে ওই স্থানে বায়ু জমা হয়। আলোকরশ্মি কাচ (ঘন মাধ্যম) থেকে বায়ুতে (লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়। ফলে আলোকের প্রতিসরণ না হয়ে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। এই কারণে সমস্ত আলো আমাদের চোখে এসে পৌঁছায়, তাই কাচের ফাটলে আলো পড়লে সেই স্থান বিভিন্ন অবস্থায় থেকে চকচকে দেখায়।

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Class 8 Science light questions answers pdf 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A

B

C




THANK YOU & WELCOME

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url