অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তড়িতের রাসায়নিক প্রভাব প্রশ্ন উত্তর pdf|তড়িতের রাসায়নিক প্রভাব অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

তড়িতের রাসায়নিক প্রভাব অষ্টম শ্রেণী,অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তড়িতের রাসায়নিক প্রভাব প্রশ্ন উত্তর pdf|

তড়িতের রাসায়নিক প্রভাব অষ্টম শ্রেণী,অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তড়িতের রাসায়নিক প্রভাব প্রশ্ন উত্তর pdf|
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তড়িতের রাসায়নিক প্রভাব প্রশ্ন উত্তর 

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির তড়িতের রাসায়নিক প্রভাব প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী পরিবেশ প্রশ্ন উত্তর তড়িতের রাসায়নিক প্রভাব। তড়িতের রাসায়নিক প্রভাব প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan chemical effect of electricity question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশে তড়িতের রাসায়নিক প্রভাব প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর তড়িতের রাসায়নিক প্রভাব pdf download, Class 8 Science 5th chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও

YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      

যযhttps://youtube.com/@Ouronlineschool247

      আরও পোস্ট দেখো    B  

A.

B.

C.


তড়িতের রাসায়নিক প্রভাব অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf,অষ্টম শ্রেণি তড়িতের রাসায়নিক প্রভাব প্রশ্ন উত্তর pdf,ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর তড়িতের রাসায়নিক প্রভাব pdf 

অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. তড়িদ্‌বিশ্লেষ্যগুলি কোন্ অবস্থায় তড়িৎ পরিবহণ করে?

উত্তর :  গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়।

2. কোন্ কণার মাধ্যমে তড়িবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহণ করে? 

আয়নের মাধ্যমে।

3. গলিত বা জলে দ্রবীভূত তড়িবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনাকরলে কী ঘটে?

উত্তর :  তড়িবিশ্লেষ্য পদার্থ বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে।

4. যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করতে পারে না তাদের কী বলে?

উত্তর :  তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ।

5. যে পাত্রে তড়িবিশ্লেষণ করা হয় তাকে কী বলে?

উত্তর :  ভোল্টামিটার।

6. যে ধাতব পাত বা দণ্ডের সাহায্যে তড়িবিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ চালনা করা হয় তাকে কী বলে?

উত্তর :  তড়িদ্দ্বার।

7. যে তড়িদ্বার ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে কী বলে?

উত্তর :  অ্যানোড বা ধনাত্মক তড়িদ্বার।

৪. যে তড়িদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে কী বলে?

উত্তর :  ক্যাথোড বা ঋণাত্মক তড়িদ্বার।

9. তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে কী বলে?

উত্তর :  আয়ন।

10. ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে কী বলে?

উত্তর :  ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন।

11. ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে কী বলে?

উত্তর :  অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন।

12. গলিত বা জলে দ্রবীভূত তড়িদবিশ্লেষ্য পদার্থের অণুগুলি কীসে পরিণত হয়?

উত্তর :  তড়িদবিশ্লেষ্য পদার্থের অণুগুলি বিয়োজিত হয়ে ক্যাটায়ন বা অ্যানায়নে পরিণত হয়।

13. খাদ্যলবণের (NaCl) অণু গলিত অবস্থায় বিয়োজিত হয়ে কী কী আয়ন উৎপন্ন করে?

উত্তর :  Na+ এবং Cl- আয়ন।

14. বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী?

উত্তর :  তড়িতের কুপরিবাহী।

15. বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কেন?

উত্তর :  বিশুদ্ধ জলের অণু অবিয়োজিত অবস্থায় থাকে। বিশুদ্ধ জলে কোনো আয়ন থাকে না।

16. জলের তড়িবিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী উৎপন্ন হয়?

উত্তর :  ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।

17. কপার তড়িদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী উৎপন্ন হয়?

উত্তর :  ক্যাথোডে কপার উৎপন্ন হয় এবং অ্যানোডের কপার ক্ষয়প্রাপ্ত হয়।

18. তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?

উত্তর :  তড়িৎলেপন।

19. লোহার চামচকে তামার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী ব্যবহার করতে হবে?

উত্তর :  লোহার চামচকে ক্যাথোডরূপে এবং বিশুদ্ধ তামার দণ্ডকে অ্যানোডরূপে ব্যবহার করতে হবে।

20. কোনো দ্রব্যে তামার প্রলেপ দিতে তড়িবিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করা হয়?

উত্তর :  অল্প H2SO4 মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ।

21. লোহার দ্রব্যে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোডরূপে কী ব্যবহার করা হয়?

উত্তর :  লোহার দ্রব্যকে ক্যাথোডরূপে এবং বিশুদ্ধ নিকেল দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়।

22. কোনো দ্রব্যে নিকেল প্রলেপ দিতে তড়িদবিশ্লেষ্যরূপে কী ব্যবহার করা হয়?

উত্তর :  সামান্য বোরিক অ্যাসিডমিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ। এ

23. দুটি তড়িদবিশ্লেষ্য পদার্থের নাম লেখো।

উত্তর :  গলিত খাদ্যলবণ এবং আম্লিক কপার সালফেটের জলীয় দ্রবণ।

24. দুটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো।

উত্তর :  চিনির জলীয় দ্রবণ এবং বেঞ্জিন।

25. স্বর্ণ, পারদ, খাদ্যলবণ—এদের মধ্যে কোন্‌টি তড়িদবিশ্লেষ্য?

উত্তর :  খাদ্যলবণ তড়িদবিশ্লেষ্য পদার্থ।

29. তড়িৎ পরিবাহী একটি অধাতুর নাম লেখো।

উত্তর :  গ্রাফাইট।

30. জলের তড়িদবিশ্লেষণে অ্যানোডে 10 mL O, জমা হলে ক্যাথোডে কী পরিমাণ H, জমা হবে?

উত্তর :  20mL

31. নিকেল লেপনের ক্ষেত্রে নিকেল সালফেটের দ্রবণে কী মেশানো হয়?

উত্তর :  বোরিক অ্যাসিড

32. ভোল্টামিটারে তড়িদ্বার কীসের তৈরি হয়?

উত্তর :  প্ল্যাটিনাম।

33. একটি তীব্র তড়িদবিশ্লেষ্য কিন্তু প্রশম প্রকৃতির যৌগের নাম লেখো।

উত্তর :  সোডিয়াম ক্লোরাইড।

34. ক্যাথোডে উৎপন্ন আয়নকে কী বলে?

উত্তর :  ক্যাটায়ন।

35. তামার তড়িৎলেপনের জন্য ব্যবহৃত তড়িদবিশ্লেষ্যটির নাম লেখো।

উত্তর :  কপার সালফেট।

56. কপারের যৌগ থেকে নিষ্কাশিত কপার কীরূপ হয়?

উত্তর :  অশুদ্ধ।

57. অশুদ্ধ কপার থেকে অশুদ্ধিগুলি কোন্ প্রক্রিয়ার মাধ্যমে দূর করা হয়?

উত্তর :  তড়িদ্‌বিশ্লেষণ পদ্ধতিতে।

58.গ্যালভানাইজেশন কাকে বলে?

উত্তর : তড়িবিশ্লেষণ পদ্ধতিতে লোহার ওপর জিংকের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে।

59. গ্যালভানাইজ্‌ড লোহা কী?

উত্তর :  দস্তার প্রলেপ দেওয়া লোহাকে গ্যালভানাইজ্‌ড্ড লোহা বলে।

60. গলিত ম্যাগনেশিয়াম ক্লোরাইডের তড়িদবিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয়?

উত্তর :  ক্যাথোডে ম্যাগনেশিয়াম ও অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হয়।

61. তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহণ করে?

উত্তর :  আয়ন।

File Details:-

File Name:- Class 8 Science chemical effect of electricity questions answers pdf 

File Format:- PDF

  Download  Click Here to Download 


অষ্টম শ্রেণী পরিবেশ তড়িতের রাসায়নিক প্রভাব SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |

অষ্টম শ্রেণীর তড়িতের রাসায়নিক প্রভাব ছোটো প্রশ্ন ও উত্তর pdf

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  তড়িৎ পরিবাহী : যেসব পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ চলাচল করতে পারে, সেইসব পদার্থকে তড়িৎ পরিবাহী বলে। যেমন—রুপা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি।

2. তড়িৎ অপরিবাহী পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  তড়িৎ অপরিবাহী : যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, সেইসব পদার্থকে তড়িৎ অপরিবাহী বলে। যেমন—কাঠ, কাচ, অভ্র ইত্যাদি।

3. ধাতব পরিবাহী কাকে বলে?

উত্তর :  ধাতব পরিবাহী ঃ যেসব ধাতব পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ চলাচল করে এবং তড়িৎ পরিবহণের ফলে যাদের রাসায়নিক পরিবর্তন ঘটে না, কেবল উন্নতার পরিবর্তন হয় এবং তড়িৎপ্রবাহ বন্ধ হলে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে, সেইসব ধাতব পদার্থকে ধাতব পরিবাহী বলে।

4. দুটি ধাতব পরিবাহী এবং দুটি অধাতব পরিবাহীর নাম লেখো।

উত্তর :  ধাতব পরিবাহী ঃ তামা ও অ্যালুমিনিয়াম। অধাতব পরিবাহী ঃ গ্রাফাইট ও গ্যাস কার্বন।

5. তড়িদবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  তড়িদবিশ্লেষ্য পদার্থ ঃ যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণে সক্ষম এবং তড়িৎ পরিবহণের ফলে যাদের রাসায়নিক পরিবর্তন ঘটে ও নতুন পদার্থ সৃষ্টি হয়, সেইসব পদার্থকে তড়িবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন—খাদ্যলবণ, কস্টিক সোডা, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি তড়িবিশ্লেষ্য পদার্থ।

13. তড়িদবিশ্লেষণ কাকে বলে?

তড়িদবিশ্লেষণ : যে পদ্ধতিতে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত তড়িবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করে তড়িবিশ্লেষ্য পদার্থের রাসায়নিক বিয়োজন ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করা হয়, সেই পদ্ধতিকে তড়িদ্‌বিশ্লেষণ বলে।


অষ্টম শ্রেণীর তড়িতের রাসায়নিক প্রভাব প্রশ্ন উত্তর pdf
ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর তড়িতের রাসায়নিক প্রভাব pdf download

14. সংজ্ঞা দাও : (i) ভোল্টামিটার, (ii) তড়িদ্দ্বার, (iii) ক্যাথোড, (iv) অ্যানোড।

উত্তর : 

(i) ভোল্টামিটার : যে পাত্রে গলিত বা জলে দ্রবীভূত তড়িবিশ্লেষ্য পদার্থ রেখে পদার্থটির তড়িবিশ্লেষণ করা হয়, তাকে ভোল্টামিটার বলে। ভোল্টামিটার সাধারণত কাচ, চিনামাটি প্রভৃতি তাপ ও তড়িতের কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয়।

 (ii) তড়িদ্বার : ভোল্টামিটারের তড়িদবিশ্লেষ্য পদার্থের মধ্যে যে দুটি তড়িৎ সুপরিবাহী ধাতব পাত বা গ্রাফাইট দণ্ড আংশিক ডুবিয়ে রেখে তাদের মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হয়, সেই পাত বা দণ্ড দুটিকে তড়িদ্বার বলে।

 (iii) অ্যানোড ঃ যে তড়িদ্দ্বারটি ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে, তাকে অ্যানোড বা ধনাত্মক তড়িদ্বার বলে। 

(iv) ক্যাথোড : যে তড়িচ্ছ্বারটি ব্যাটারির নেগেটিভ বা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে, তাকে ক্যাথোড

15. তড়িবিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

তড়িদবিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ ঃ

 (i) ধাতু নিষ্কাশন ঃ তড়িবিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম প্রভৃতি ধাতু নিষ্কাশন করা হয়। 

(ii) ধাতু বিশুদ্ধিকরণ ঃ তড়িবিশ্লেষণ

পদ্ধতি প্রয়োগ করে কপার, জিংক, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু বিশুদ্ধিকরণ করা হয়। 

(iii) মৌল ও মৌলের শিল্প উৎপাদন ঃ হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, হাইড্রোজেন পারক্সাইড প্রভৃতির শিল্প প্রস্তুতিতে তড়িদ্‌বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়।

 (iv) তড়িৎলেপন ঃ এক ধাতুর উপর অপর ধাতুর তড়িৎলেপনে তড়িবিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়।

16. তড়িৎলেপন কাকে বলে?

উত্তর :  তড়িদ্‌বিশ্লেষণ পদ্ধতিতে এক ধাতুর উপর অপর এক ধাতুর প্রলেপ

দেওয়াকে তড়িৎলেপন বলে।

17. তড়িৎলেপনের উদ্দেশ্য কী?

উত্তর :  তড়িৎলেপনের উদ্দেশ্য : (i) ধাতব পদার্থগুলিকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য তড়িৎলেপন করা হয়। যেমন—লোহার বস্তুকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার বস্তুর উপর নিকেল, টিন প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয়। (ii) ধাতব পদার্থের সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎলেপন করা হয়। যেমন—পিতলের গয়নার উপর সোনার প্রলেপ দিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়।

18. তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে ধাতু নিষ্কাশন করা হয়?

উত্তর :  তড়িবিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম প্রভৃতি ধাতু নিষ্কাশন করা হয়। এই সব ধাতুর ক্লোরাইড লবণগুলিকে গলিত অবস্থায় রেখে উপযুক্ত তড়িদ্বার ব্যবহার করে তড়িবিশ্লেষণ করলে ক্যাথোডে বিশুদ্ধ ধাতু পাওয়া যায়।

19. সোনার জল করা গয়না প্রকৃতপক্ষে কী?

>উত্তর :  সোনার জল করা গয়না বলে কিছু হয় না। আসলে ব্রোঞ্জ বা রুপোর গয়নাতে সোনার তড়িৎলেপন করা গয়নাকে আমরা সোনার জল করা গয়না বলে থাকি।

20. গ্যালভানাইজেশন কাকে বলে? গ্যালভানাইজড লোহা কী ?

উত্তর :  তড়িৎলেপন পদ্ধতিতে লোহার জিনিসের উপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজেশন করা লোহাকে বলে গ্যালভানাইজড লোহা।

21. স্টেইনলেস স্টিলের জিনিস চিনবে কীভাবে?

উত্তর :  লোহার জিনিসের উপর তড়িৎলেপনের সাহায্যে নিকেলের প্রলেপ দেওয়া থাকলে আমরা ভুল করে স্টেইনলেস স্টিলের জিনিস বলে ভেবে থাকি। নিকেল প্লেটিং করা জিনিস চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। কিন্তু স্টেইনলেস স্টিলের জিনিস চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। সুতরাং, চুম্বকের সাহায্যে আমরা স্টেইনলেস স্টিলের জিনিস চিনতে সক্ষম হব।

3. আয়ন কাকে বলে? ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কী বোঝো?

উত্তর :  আয়ন : তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। পরমাণু বা মূলক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়নে পরিণত হয়।

ক্যাটায়ন : ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন বলে। কোনো ধাতুর পরমাণু বা ধাতব মূলক এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়।

অ্যানায়ন : ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন বলে। কোনো অধাতুর পরমাণু (হাইড্রোজেন বাদে) বা অধাতব মূলক এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়।

4. আয়নীভবন কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।

উত্তর :  আয়নীভবন ঃ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িদবিশ্লেষ্য পদার্থের অণুগুলি বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হওয়ার পদ্ধতিকে আয়নীভবন বলে।

যেমন— খাদ্যলবণ (NaCl) জলে দ্রবীভূত করলে NaCl অণু বিয়োজিত হয়ে Na" এবং Cl- আয়নে পরিণত হয়।

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Class 8 Science chemical effect of electricity questions answers in bengali pdf 

File Format:- PDF

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A

B

C




THANK YOU & WELCOME

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url