অষ্টম শ্রেণীর পরিবেশ রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর pdf|রাসায়নিক বিক্রিয়া অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

রাসায়নিক বিক্রিয়া অষ্টম শ্রেণি |অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর pdf|

রাসায়নিক বিক্রিয়া অষ্টম শ্রেণি |অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর pdf|
অষ্টম শ্রেণীর পরিবেশ রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণি পরিবেশ প্রশ্ন উত্তর pdf । রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan 5th chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশে রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর রাসায়নিক বিক্রিয়া pdf download, Class 8 Science 5th chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      

যযhttps://youtube.com/@Ouronlineschool247

      আরও পোস্ট দেখো    B  

A.

B.

C.


অষ্টম শ্রেণী পরিবেশ রাসায়নিক বিক্রিয়া SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া ছোটো প্রশ্ন ও উত্তর pdf


1. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে কী বলে?

উত্তর :  বিক্রিয়ক বা বিকারক।

2. রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলিকে কী বলে?

উত্তর :  বিক্রিয়াজাত পদার্থ বা বিক্রিয়ালব্ধ পদার্থ।

3. 2Mg + O2 → 2MgO বিক্রিয়ায় বিকারক কোনগুলি?

উত্তর :  Mg এবং O, বিকারক।

4.2KClO3 → 2KCI + 3O, বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ কোনগুলি

উত্তর : KCI এবং O, বিক্রিয়াজাত পদার্থ।

5. ঘনিষ্ঠ সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়া ঘটার একটি উদাহরণ দাও।

উত্তর :  চুনে জল মেশালে চুন ফুটতে থাকে ও কলিচুন উৎপন্ন হয়।

CaO + H2O → Ca(OH)2

6. তাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটার একটি উদাহরণ দাও।

উত্তর :  জলযুক্ত কিউপ্রাস নাইট্রেটের নীল ক্রিস্টালকে উত্তপ্ত

করলে নীল ক্রিস্টাল 

কালো গুঁড়োয় পরিণত হয় ও বাদামি বর্ণের ধোঁয়া নির্গত হয়।

7. কোনো রাসায়নিক বিক্রিয়ার শুরুতে কী প্রয়োজন হয়?

উত্তর :  শক্তি।

৪. রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবকের ভূমিকা কী?

উত্তর : উত্তর :  দ্রাবকের অণুগুলি যখন বিক্রিয়কের অণু বা

আয়নকে আলাদা করে

ফেলে তখন বিক্রিয়া শুরু হয়।

9. জল ছাড়াও দ্রাবকরূপে ব্যবহৃত হয় এমন দুটি পদার্থের নাম

লেখো উত্তর :  বেঞ্জিন, কেরোসিন।

10. আয়নীয় যৌগ কোন্ দ্রাবকে বেশি দ্রবীভূত হয়?

উত্তর :  জলে।

12. ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন কাকে বলে?

উত্তর :  তড়িৎকে কাজে লাগিয়ে রাসায়নিক পদ্ধতিতে

এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে।

13. পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে

অনুঘটক হিসেবে কী ব্যবহার করা হয়?

উত্তর : উত্তর :  ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড।

14. হাইড্রোজেন পারক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক

হিসেবে কী ব্যবহার করা হয়?

উত্তর :  ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড।

15. যে অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া ধীরগতিতে

হয়, তাকে কী বলে?

উত্তর :  ঋণাত্মক অনুঘটক।

16. যে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয় তাকে

বলে? উত্তর :  ধনাত্মক অনুঘটক।

17. অনুঘটন কাকে বলে?

উত্তর :  অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ানো

বা কমানোর ঘটনাকে অনুঘটন বলে।

18. অনুঘটক সবসময় সূক্ষ্ম গুঁড়ো হিসেবে ব্যবহার করতে হয় কেন?

উত্তর :  অনুঘটক সূক্ষ্মভাবে গুঁড়ো করলে তার ক্ষেত্রফল বাড়ে।

অনুঘটকের কাজও তাড়াতাড়ি ঘটে।

19. উৎসেচক কোন্ প্রকারের অনুঘটক?

উত্তর :  উৎসেচক একটি জৈব অনুঘটক।

20. আলুতে কোন্ এনজাইম থাকে?

উত্তর :  ক্যাটালেজ এনজাইম থাকে।

21. মেটে বা লিভারে কোন্ এনজাইম থাকে?

উত্তর :ক্যাটালেজ এনজাইম থাকে।

22. অড়হর ডাল ও তরমুজের বীজে কোন্ এনজাইম থাকে?

উত্তর :  ইউরিয়েজ এনজাইম থাকে।

23. কোন্ জৈব অনুঘটক ইউরিয়া ও জলের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে

অ্যামোনিয়া উৎপন্ন করে?

উত্তর :  ইউরিয়েজ নামক এনজাইম।

24. কোন্ জৈব অনুঘটক হাইড্রোজেন পারক্সাইডের বিয়োজন

দ্রুত ঘটায়?

উত্তর :  ক্যাটালেজ নামক এনজাইম।

25. প্রোটিন, শর্করা, লিপিড—–হজম করতে কোন্ জৈব অনুঘটক

অপরিহার্য?

উত্তর :  এনজাইম।

26. চুনে জল দিলে তাপ উৎপন্ন হয় না শোষিত হয়?

উত্তর :  তাপ উৎপন্ন হয়।

27. একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও।

উত্তর :  চুনে জল দিলে কলিচুন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিতে

প্রচুর তাপ উৎপন্ন হয়।

এটি একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তন।

28. তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও।

উত্তর :  চুনাপাথরকে উত্তপ্ত করলে পোড়াচুন তৈরি হয়। এটি

একটি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন।

CaCO3 → CaO + CO, – 5ì?

29. তাপগ্রাহী ভৌত পরিবর্তনের একটি উদাহরণ দাও।

উত্তর :  অ্যামোনিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত করলে উৎপন্ন

দ্রবণ ঠান্ডা হয়ে যায়।

এটি একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তন।

30. যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেনের সংযোগ ঘটে তাকে

কী বলে?

উত্তর :  জারণ।

31. যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে হাইড্রোজেন

অপসারিত হয় তাকে কী বলে?

উত্তর :  জারণ।

32. যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে

হাইড্রোজেন যুক্ত হয় তাকে কী বলে?

উত্তর :  বিজারণ।

33. যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে অক্সিজেন

অপসারিত হয় তাকে কী বলে?

উত্তর :  বিজারণ।

62. একটি গ্যাসীয় মৌলের নাম লেখো যা জারণধর্মী।

উত্তর :  ক্লোরিন।

63. একটি গ্যাসীয় বিজারকের নাম লেখো।

উত্তর :  অ্যামোনিয়া।

64. একটি তরল বিজারকের নাম লেখো।

উত্তর :  পারদ।

65. একটি কঠিন বিজারণধর্মী মৌলের উদাহরণ দাও।

উত্তর :  সোডিয়াম।

66. একটি অম্লধর্মী বিজারকের নাম লেখো।

উত্তর :  ফরমিক অ্যাসিড।

67. গ্যালভানাইজেশন কাকে বলে?

উত্তর :  তড়িবিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর জিংকের প্রলেপ

দেওয়াকে গ্যালভানাইজেশন বলে।

68. তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার দুটো ব্যবহারিক প্রয়োগ

লেখো ? (নমুনা প্রশ্ন)

উত্তর : তাপমোচী রাসায়নিক বিক্রিয়ায় দুটো ব্যবহারিক প্রয়োগ :

(i) তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা বা গ্যাস পুড়িয়ে যে তাপশক্তি

পাওয়া যায় তা দিয়ে জল

ফুটিয়ে স্টিম তৈরি করা হয়। ওই উত্তপ্ত স্টিমের ধাক্কায়

টারবাইনের পাখা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়।

(ii) অক্সি-অ্যাসিটিলিন শিখায় উৎপন্ন তাপ দিয়ে ঝালাই করা হয়।

File Details:-

File Name:- Class 8 Science chemical reaction questions answers in bengali

File Format:- PDF

  Download  Click Here to Download 


রাসায়নিক বিক্রিয়া অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf,অষ্টম শ্রেণি রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর pdf,অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর pdf

III. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?

উত্তর :  যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থের রাসায়নিক পরিবর্তনে

পদার্থগুলির

অণুর গঠন পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অণু গঠিত হয়

তাকে বিক্রিয়া বলে।

2. বিক্রিয়ক কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  বিক্রিয়ক : যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ

করে তাদের বিক্রিয়ক

বা বিকারক বা বিক্রিয়াকারী পদার্থ বলে। 

3. বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  বিক্রিয়াজাত পদার্থ : রাসায়নিক বিক্রিয়ার ফলে

যেসব পদার্থ উৎপন্ন হয়। তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে।

4 রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবকের ভূমিকা উল্লেখ করো।

উত্তর :  দুটো কঠিনের গুঁড়োকে মেশালেই তাদের অণু বা

আয়নরা পরস্পর মেশার সুযোগ পায় না।

দ্রাবকের অণুরা এসে বিক্রিয়কের মধ্যে থাকা অণু বা

আয়নদের আলাদা করে ফেলে। তখন বিক্রিয়া শুরু হয়।

5 সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট নিয়ে

কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হলে তুমি কোন্ দ্রাবক

বেছে নেবে? 

উত্তর :  সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট

আয়নীয় যৌগ। আয়নীয় যৌগগুলি

জলে বেশি দ্রাব্য। কোনো জৈব দ্রাবক, যেমন—বেঞ্জিন, ইথার,

ক্লোরোফর্ম ইত্যাদিতে খুব কম দ্রাব্য।

তাই সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট নিয়ে কোনো

রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হলে দ্রাবক

হিসেবে জলকে বেছে নেব।

6. ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎলেপন কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  তড়িৎকে কাজে লাগিয়ে রাসায়নিক পদ্ধতিতে এক

ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে

ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎলেপন বলে। যেমন—তড়িবিশ্লেষণ

পদ্ধতিতে লোহার তৈরি চামচ, বাটি,

থালা ইত্যাদির উপর নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া।

7 তড়িৎলেপন বা ইলেকট্রোপ্লেটিং-এর উদ্দেশ্য কী?

উত্তর :  ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য : (i) ধাতব পদার্থগুলিকে

জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করা।

(ii) ধাতব পদার্থের সৌন্দর্য বৃদ্ধি করা।

8. অনুঘটক কাকে বলে?

উত্তর :  যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় শুধু উপস্থিত থেকে

বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং

বিভি শেষে পদার্থটির ভর ও রাসায়নিক গঠনের কোনো

পরিবর্তন হয় না, তাকে অনুঘটক বলে।

9 অনুঘটক কয় প্রকার ও কী কী?

উত্তর :  অনুঘটক প্রধানত দুই রকমের হয়—(i) ধনাত্মক অনুঘটক

বা পরা অনুঘটক এবং (ii) ঋণাত্মক অনুঘটক

বা অপরা অনুঘটক।

10 ধনাত্মক অনুঘটক কাকে বলে?

উত্তর :  ধনাত্মক অনুঘটক বা পরা অনুঘটকঃ যে অনুঘটক

রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ

বাড়ায় তাকে ধনাত্মক অনুঘটক বা পরা অনুঘটক বলে।

11 ঋণাত্মক অনুঘটক কাকে বলে?

উত্তর :  ঋণাত্মক অনুঘটক বা অপরা অনুঘটক : যে অনুঘটক

রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ

কমিয়ে দেয়, তাকে ঋণাত্মক অনুঘটক বা অপরা অনুঘটক বলে।


অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া বড়ো প্রশ্ন ও উত্তর pdf,ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর রাসায়নিক বিক্রিয়া pdf 

12. ঋণাত্মক অনুঘটকের একটি উদাহরণ দাও।

উত্তর :  সাধারণ উয়তায় হাইড্রোজেন পারক্সাইড খুব সহজেই

বিয়োজিত হয়ে জল ও অক্সিজেনে পরিণত হয়।

কিন্তু হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে সামান্য ফসফোরিক অ্যাসিড

মিশিয়ে দিলে হাইড্রোজেন পারক্সাইডের

বিয়োজনের গতিবেগ কমে যায় এবং হাইড্রোজেন পারক্সাইডের

স্থায়িত্ব বাড়ে। এখানে ফসফোরিক

অ্যাসিড ঋণাত্মক অনুঘটক হিসেবে কাজ করে।

13. অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো।

উত্তর :  অনুঘটকের বৈশিষ্ট্য : (i) অনুঘটক বিক্রিয়ায় উপস্থিত থেকে

বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়।

বিক্রিয়ার শেষে তাকে আবার ফিরে পাওয়া যায়।

(ii) অনুঘটক কোনো বিক্রিয়া আরম্ভ বা শেষ করতে পারে না।

(iii) বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ অনুঘটকের ওপর নির্ভর করে না।

(iv) এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ

বাড়াতে পারবে।

14.. অনুঘটকের গুরুত্ব উল্লেখ করো।

উত্তর :  অনুঘটকের গুরুত্ব : (i) অনুঘটক ব্যবহার করে বিক্রিয়ার

বেগ বাড়িয়ে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ

বাড়ানো যায়। (ii) অনুঘটক ব্যবহারের ফলে বাইরে থেকে প্রযুক্ত

শক্তির (তাপ) পরিমাণ কম লাগে

15 জৈব অনুঘটক কাকে বলে?

উত্তর :  জীবকোশে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া ঘটাতে যেসব

প্রোটিন জাতীয় যৌগ অনুঘটক হিসেবে

কাজ করে তাদের জৈব অনুঘটক বলে। যেমন—বিভিন্ন ধরনের

এনজাইম হল জৈব অনুঘটক।

16. মানবদেহে এনজাইমের ভূমিকা উল্লেখ করো।

উত্তর :  খাবারের বিভিন্ন উপাদান, যেমন—প্রোটিন, শর্করা,

লিপিড ইত্যাদি হজম করতে নানান এনজাইম

অপরিহার্য। আমাদের দেহে খাদ্য থেকে শক্তি তৈরি করতে,

নতুন নতুন প্রোটিন তৈরি করতে, ডি.এন.এ.

তৈরি করতে, কোশের মধ্যে ক্ষতিকারক যৌগকে নষ্ট করতে

নানারকমের এনজাইম লাগে। এনজাইম ছাড়া

কোনো কোশ বাঁচতে পারে না।

17. জৈব অনুঘটকের একটি কাজ দেখাও।

উত্তর :  একটি পাত্রে কিছুটা হাইড্রোজেন পারক্সাইড নিয়ে তাতে

জল মেশানো হল।দেখা যাবে খুব ধীরে ধীরে বুদ্বুদ আকারে অক্সিজেন নির্গত হচ্ছে।

এখন ওই দ্রবণে একটি সদ্য কাটা

আলুর টুকরো দেওয়া হল। এখন দেখা যাবে খুব তাড়াতাড়ি

অক্সিজেনের বুদবুদ বের হচ্ছে। আলুর ক্যাটালেজ

(Catalase) এনজাইম হাইড্রোজেন পারক্সাইডের বিয়োজন

খুব দ্রুত করে।

18. জারক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :  জারক পদার্থ : যেসব পদার্থ নিজে বিজারিত হয়ে অন্য

পদার্থকে জারিত করে তাদের জারক পদার্থ বলে।

যেমন—অক্সিজেন (O), ব্রোমিন (B12), ক্লোরিন (Cl2),

ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO) ইত্যাদি জারক পদার্থ।

19. বিজারক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 

উত্তর :  বিজারক পদার্থ : যেসব পদার্থ নিজে জারিত হয়ে অন্য

পদার্থকে বিজারিত করে তাদের বিজারক

পদার্থ বলে। যেমন—হাইড্রোজেন (H)), হাইড্রোজেন সালফাইড

(HS), কার্বন (C), কার্বন মনোক্সাইড (CO)

ইত্যাদি বিজারক পদার্থ।

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Class 8 Science chemical reaction questions answers pdf 

File Format:- PDF

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A

B

C




THANK YOU & WELCOME

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url