অষ্টম শ্রেণি ভূগোল দক্ষিণ আমেরিকা প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ দশম অধ্যায় প্রশ্ন উত্তর pdf
দক্ষিণ আমেরিকা প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণি ভূগোল | অষ্টম শ্রেণীর ভূগোল দশম অধ্যায় প্রশ্ন উত্তর pdf
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির দক্ষিণ আমেরিকা প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী ভূগোল ও পরিবেশ প্রশ্ন উত্তর দক্ষিণ আমেরিকা।অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ দক্ষিণ আমেরিকা প্রশ্ন উত্তর। class viii geography chapter 9 question answer | অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ দশমঅধ্যায় দক্ষিণ আমেরিকা প্রশ্ন উত্তর pdf |class 8 Geography 9 chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির ভূগোল ও পরিবেশে ৩ নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর| অষ্টম শ্রেণির ভূগোল অধ্যায় ১০ প্রশ্ন উত্তর , গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 ভূগোল প্রশ্ন উত্তর দশম অধ্যায় pdf download, Class 8 Geography nine chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
অষ্টম শ্রেণীর দশম অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ দশম অধ্যায় প্রশ্ন উত্তর।
প্রশ্ন ১ দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী।
উত্তর : আমাজন।
প্রশ্ন ২ একটি মালভূমি,
উত্তর : ম্যাটাগ্রাসো।
প্রশ্ন দক্ষিণ আমেরিকার একটি মরুভূমি।
উত্তর : আটাকামা।
প্রশ্ন ৪ দক্ষিণ আমেরিকার বৃহত্তম অরণ্য।
উত্তর : সেলভা।
প্রশ্ন 5. একটি মাংসাশী মাছ?
উত্তর : ) পিরানহা।
প্রশ্ন ৬ আর্জেন্টিনার রাজধানী।
উত্তর : ) বুয়েনস এয়ার্স।
প্রশ্ন ৭ আন্দিজ পর্বত ও দক্ষিণ আমেরিকার পূর্বের উচ্চভূমিতে যুক্ত করেছি।
উত্তর : পম্পাস অঞ্চল।
প্রশ্ন ৮ পম্পাস অঞ্চলের পশু চারণভূমি।
উত্তর : এস্টেনশিয়া।
প্রশ্ন আন্দিজ পর্বত ও দক্ষিণ আমেরিকার পূর্বের উচ্চভূমিতে যুক্ত করেছি।
উত্তর : বাহিয়া ব্লাঙ্কা।
প্রশ্ন ১০ ১৯২৬ খ্রিস্টাব্দে স্পেনীয়দের দ্বারা স্থাপিত লা-প্লাটা নদীতীরের বৃহত্তম শহর এবং উরুগুয়ের রাজধানী ।
উত্তর : মন্টিভিডেয়ো ।
প্রশ্ন)১২ পারানা নদীর তীরে অবস্থিত আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহর।
উত্তর : রোজারিও।
প্রশ্ন ১৩ পৃথিবীর কফিপাত্র।
উত্তর : ব্রাজিল।
প্রশ্ন ১৪) চিরবসন্তের দেশ; ইকুয়েডরের রাজধানী।
উত্তর : কুইটো।
প্রশ্ন ১৫ আমাজন অববাহিকার স্থানান্তর কৃষিপদ্ধতি।
উত্তর : মিলখা।
প্রশ্ন ১৬) সেলভা অরণ্যের পোর্তুগিজ বংশদ্ভূত অধিবাসী।
উত্তর : অ্যামিরিন্ডয়ান।
অষ্টম শ্রেণি ভূগোল ও পরিবেশ দশম অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,অষ্টম শ্রেণির ভূগোল অধ্যায় ৯ প্রশ্ন উত্তর | class 8 Geography chapter 9 question answer pdf
1.দক্ষিণ আমেরিকার ভূ-প্রাকৃতিক ভাগগুলোর নাম লেখো।
উত্তর : ভূপ্রকৃতি অনুসারে দক্ষিণ আমেরিকাকে চারটি ভাগে ভাগ করা হয়, যথা- ১ পশ্চিমের পার্বত্য অঞ্চল। পূর্বের উচ্চভূমি অঞ্চল (৩) মধ্যভাগের বিশাল সমভূমি ৪) পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় সমভূমি।
2. লাতিন আমেরিকা কাকে বলে?
দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে লাতিন আমেরিকা বলে।
কারণ, ষোড়শ শতাব্দীর প্রথম দিকে দক্ষিণ আমেরিকায় বসবাসকারী ইউরোপীয়দের মধ্যে প্রাধান্য ছিল স্প্যানিশ, পোর্তুগিজ ও ইতালিয়ানদের। এদের ভাষাগুলো মূলত ল্যাটিন ভাষা থেকে সৃষ্ট। এই ভাষাগুলো দক্ষিণ ও মধ্য আমেরিকায় প্রচলিত আছে। তাই এই অঞ্চলের নাম হয়েছে লাতিন আমেরিকা।
3. দক্ষিণ আমেরিকার জলবায়ু অঞ্চলগুলোর নাম করো।
উত্তর : জলবায়ুর প্রকৃতি অনুসারে দক্ষিণ আমেরিকাকে মোট নয়টি অঞ্চলে ভাগ করা হয়। যথা- ১) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ও সাভানা জলবায়ু অঞ্চল, ৩ উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল, ৪ ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল, ৫ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, শীতল সামুদ্রিক জলবায়ু অঞ্চল, ৭) নাতিশীতোয় (তৃণভূমি) জলবায়ু অঞ্চল, ৮ নাতিশীতোয় মরু জলবায়ু অঞ্চল এবং ৯ পার্বত্য জলবায়ু অঞ্চল।
4. দক্ষিণ আমেরিকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলগুলোর নাম করো।
উত্তর : উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে দক্ষিণ আমেরিকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলকে—নয়টি ভাগে ভাগ করা হয়, যথা—১ নিরক্ষীয় চিরহরিৎ (সেলভা) অরণ্য, ও সাভানা তৃণভূমি, ৩ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ৪ ক্রান্তীয় মরু উদ্ভিদ, ৫ ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, ৬ শীতল সামুদ্রিক অঞ্চলের মিশ্র অরণ্য, ৭ নাতিশীতোয় তৃণভূমি বা পম্পাস তৃণভূমি, ৮) নাতিশীতোয় মরু উদ্ভিদ এবং ৯ পার্বত্য অরণ্য।
5. সেলভা অরণ্যের প্রধান উদ্ভিদগুলোর নাম করো।
সেলভা অরণ্যে চিরহরিৎ উদ্ভিদ জন্মায়। এই অরণ্যের প্রধান উদ্ভিদগুলো হল—রোজউড, আয়রনউড, ব্রাজিলনাট, মেহগনি, পাম, রবার, কোকে বাঁশ প্রভৃতি।
6. সাভানা অঞ্চলে কী কী উদ্ভিদ দেখা যায়?
উত্তর : ) উয় আর্দ্র গ্রীষ্মকাল এবং শীতল ও শুষ্ক শীতকালযুক্ত সাভানা অঞ্চলে বৃষ্টিপাত কম হয় বলে এখানে বিভিন্ন উচ্চতার (প্রায় ৮ মিটার) ঘাস জন্মে। তবে বিছিন্নভাবে শাল, সেগুন গাছও দেখা যায়।
7. ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের উদ্ভিদগুলোর নাম করো।
উত্তর : এই অরণ্যের প্রধান উদ্ভিদগুলো হল – শাল, সেগুন, জারুল, মেহগনি প্রভৃতি।
8. ক্রান্তীয় মরু উদ্ভিদগুলোর নাম লেখো।
উত্তর : ক্রান্তীয় মরু অঞ্চলে বৃষ্টিহীন শুষ্ক জলবায়ুর জন্যে চু এখানে গুল্ম, কাঁটাগাছ, ঝোপঝাড় এবং ক্যাকটাস জাতীয় গাছ জন্মায়।
9. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী উদ্ভিদ জন্মায়?
উত্তর : ভূমধ্যসাগরীয় অঞ্চলে লম্বা মূলযুক্ত ও মোমযুক্ত পাতাবিশিষ্ট গাছ জন্মায়। এখানে কাঁটাযুক্ত ঝোপঝাড়, ক্যাকটাস, অ্যাকাসিয়া প্রভৃতি উদ্ভিদ জন্মায়।
10. আমাজন নদীর মোহানা অঞ্চলে লবণের পরিমাণ কম কেন?
উত্তর : আমাজন নদীর মোহানা অঞ্চলে প্রচুর পরিমাণ স্বাদু বা মিষ্টি জল সমুদ্রে এসে মেশে। তাই এই অঞ্চলের জলে লবণের পরিমাণ কম হয়।
11. আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ কেন?
উত্তর : আন্দিজ পার্বত্য অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অংশ। এখানে অসংখ্য আগ্নেয়গিরি থাকায় প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটে। ফলে ভূমিকম্প হয়। তাই এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।
File Details:-
File Name:- Class viii 8 geography chapter 9 questions answers pdf
File Format:- PDF
Download: Click Here to Download
ক্লাস 8 ভূগোল ও পরিবেশ দশম অধ্যায় প্রশ্ন উত্তর| ক্লাস 8 ভূগোল দশম অধ্যায় প্রশ্ন উত্তর pdf
1. মন্টিভিডিয়ো
উত্তর : ) উরুগুয়ের রাজধানী শহর মন্টিভিডিয়ো । লাপ্লাটা নদীর মোহানায় অবস্থিত একটি বন্দর শহর এটি। ১৭২৬ খ্রিস্টাব্দে ইউরোনীয় বণিক সম্প্রদায় স্পেনিয়রা বাণিজ্য বিকাশের জন্য এখানে প্রথম উপনিবেশ গড়ে তোলে। এখানে বাণিজ্য বিকাশ ঘটে। বর্তমানে এটি দেশের বৃহত্তম বন্দর। বিদেশের রপ্তানি বাণিজ্যের সিংরভাগই চলে মন্টিভিডিয়ো পথে। এই বন্দর পথে পশম, মাংস, চামড়া রপ্তানি হয়। বয়ন শিল্প, মদশিল্প, দুগ্ধজাত দ্রব্যনির্ভর ডেয়ারি শিল্প এখানে গড়ে উঠেছে।
প্রশ্ন ২. মাটাগ্রাসো মালভূমি
উত্তর : দক্ষিণ আমেরিকার পূর্ব ও মধ্যভাগের উচ্চভূমির মধ্যাংশের নাম মাটাগ্রাসো মালভূমি (Mato Gross) পশ্চিমে আন্দিজ পর্বতমালা ও পূর্বের ব্রাজিল উচ্চভূমির মধ্যে যোগসূত্র রয়ে রচনা করেছে মাটাগ্রাসো মালভূমি। এই মালভূমিতেই আছে য বিখ্যাত জলপ্রপাত ইগুয়েজু। এই উচ্চভূমি আমাজন ওলা-প্লাটা নদীর জল বিভাজিকারূপেও অবস্থান করে।মাটাগ্রাসো মালভূমি ভূমিরূপগতভাবে কম বন্ধুর তবে খাড়া প্রকৃতির।
3. টিটিকাকা হ্রদ
উত্তর : পেরু ও বলিভিয়ার সীমান্তে টিটিকাকা হ্রদের অবস্থান। এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম ও পৃথিবীর উচ্চতম হ্রদ। এটি একটি নব্য হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৩৮১০ মিটার, এর গভীরতা ১০৭ মিটার। হ্রদটির অবস্থান আন্দিজ পর্বত বেষ্টিত বলিভিয়া মালভূমিতে। এর ক্ষেত্রফল প্রায় ৮৩৭১ বর্গকিমি। এই হ্রদ থেকে নির্গত দেসাগুয়াদেরো নদী উরুউরু ও পোপো হ্রদে মিশেছে।
4. এস্টেনশিয়া
(উত্তর : ) পশুপালনের জন্য আর্জেন্টিনায় বৃহদায়তন যে খামার তৈরি করা হয় তাকে এস্টেনশিয়া বলে। এক-একটি এস্টোনশিয়ার আয়তন ৫০,০০০ একর। একটি এস্টেনশিয়ায় প্রায় ২০,০০০ গবাদিপশু একসঙ্গে প্রতিপালিত হয়। উরুগুয়ে ও আর্জেন্টিনার পম্পাস তৃণাঞ্চলে মাংস, পশম, পশুচর্মজাতীয় অর্থকারী সম্পদ বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য উন্নত ফার্ম তৈরি করে সেখানে পুষ্টিকর পশুখাদ্য
class 8 Bhugola 9th chapter question answer pdf |অষ্টম শ্রেণীর দশম অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর pdf |Class 8 ভূগোল ও পরিবেশ দক্ষিণ আমেরিকা
1. সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে—কেন?
উত্তর : ) সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ— আমাজন নদী-অববাহিকার অধিকাংশ স্থান জুড়ে রয়েছে চিরহরিৎ বৃক্ষের অরণ্য। বার্ষিক গড় উন্নতা ২৫°-২৭° সে. এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৫০-৩০০ সেমি। ফলে এখানে এক গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে। এই অরণ্যের নাম সেলভা। এই অরণ্যের বিপুল সংখ্যক উদ্ভিদ পৃথিবীর ২০% অক্সিজেনের জোগান দেয়। তাই সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে।
2. পম্পাস অঞ্চল পশুপালনে যথেষ্ট উন্নত—কেন?
উত্তর : পম্পাস অঞ্চল পশুপালনে যথেষ্ট উন্নত। দক্ষিণ আমেরিকার মধ্যে পম্পাস অঞ্চল পশুপালনে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। কারণ, এই অঞ্চলের অধিবাসীরা দুধ এবং মাংস পাওয়ার জন্যেই পশুপালন করে। এই অঞ্চলের পূর্বদিকে যেখানে বেশি বৃষ্টি হয় সেখানে অপেক্ষাকৃত লম্বা ঘাস জন্মায় এবং সেখানে গবাদি পশুপালন করা হয়। আর দক্ষিণ-পশ্চিমে যেখানে কম বৃষ্টি হয় এবং ছোটো ঘাস জন্মায় সেখানে ভেড়াপালন করা হয়। আন্দিজের পাদদেশে গবাদিপশু পালিতহয় এবং বুয়েনস এয়ার্স অঞ্চলে আর্জেন্টিনার প্রায় ৪০% ভেড়া পালিত হয়।
3. ‘কুইটো শহরকে চিরবসন্তের দেশ বলে’—কেন?
কুইটো দক্ষিণ আমেরিকার অন্তর্গত ইকুয়েডরের রাজধানী। নিরক্ষীয় অঞ্চলের অন্তর্গত স্থানটির অক্ষাংশে ১০ দক্ষিণ ও দ্রাঘিমাংশে ৭৮° পশ্চিম। নিরক্ষীয় জলবায়ুর প্রকৃতি উয়-আর্দ্র। কিন্তু কুইটো শহরটি আন্দিজ পার্বত্য অঞ্চলে প্রায় ২৮১৯ মিটার উচ্চতায় অবস্থিত। উঁচুতে অবস্থিত বলে উয়তা তুলনামূলক কম থাকে। সারাবছর নাতিতীব্র উন্নতায় আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয়। আন্দিজ পর্বতের পশ্চিম ঢালে কুইটো শহর অবস্থিত। পূর্ব ঢালে বেশি বৃষ্টি হওয়ায় ঘন বনভূমি (মন্টানা) সৃষ্টি হয়েছে। পশ্চিমঢাল কম বৃষ্টিবহুল তাই আবহাওয়া শুষ্ক থাকে। অনেকটা বসন্ত ঋতুর মতো। তাই কুইটোকে ‘চিরবসন্তের দেশ’ বলে।
4. লা-প্লাটা নদীর বর্ণনা দাও।
উত্তর : পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহকে বলা হয় লা-প্লাটা নদী। পারানা নদী এবং প্যারাগুয়ে নদী দুটি ব্রাজিলের দুটি পৃথক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। এই দুটি নদী আলাদাভাবে প্রায় ২৪০০ কিমি পথ অতিক্রম করেছে। পরে এই নদী দুটি মিলিত হয়ে নাম নিয়েছে পারানা এবং আর্জেন্টিনা সমভূমির ওপর দিয়ে প্রায় ১১০০ কিমি পথ প্রবাহিত হয়েছে। এরপর উত্তর : -পূর্ব দিকে উরুগুয়ে নদী এসে পারানা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এরপর (পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে) এদের মিলিত স্রোত লা-প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। মোহানার কাছে এই নদীর নাম হয়েছে রিও-ডি-লা-প্লাটা। এর মোহানা অঞ্চল জলপথ পরিবহণে উন্নত এবং মোহানায় বন্দর গড়ে উঠেছে। প্লাটা নদীর মোহানা থেকে পশ্চিমদিকে ৫৬০ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে পম্পাস তৃণাঞ্চল।
5.. আমাজন নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর : এই নদী জলপ্রবাহের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী এবং দৈর্ঘ্যের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় স্থানীয় নদী। এর দৈর্ঘ্য ৬৪৩৭ কিমি। এই নদী আন্দিজ পর্বতের মিসমি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। মারাসন, নাপো এবং উকায়োলি এই তিনটি নদী পেরু দেশে মিলিত হয়ে আমাজন নাম ধারণ করেছে। কিছুটা পথ উত্তর : দিকে প্রবাহিত হওয়ার পরে পূবদিকে প্রবাহিত হয়ে উত্তর : আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে। আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় ১০০০-এরও বেশি। উপনদীগুলো যথেষ্ট দীর্ঘ। আমাজনের ডান তীরের প্রধান উপনদী মাদিরা এবং বাম তীরের প্রধান উপনদী নিগ্রো। প্রচুর বৃষ্টিপাত, নদীর দৈর্ঘ্য এবং উপনদীর সংখ্যা বেশি বলে নদীতে পলিমাটির পরিমাণ এত বেশি যে মোহানা থেকে ৩২০ কিমি দূর পর্যন্ত মহাসাগরের জল পীতবর্ণ থাকে। মিলিত হয়েছে। পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ের মিলিত স্রোত লা-প্লাটা নামে পরিচিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এই লা-প্লাটা নদী মোহানার কাছে রিও-ডি-লা-প্লাটা নামে পরিচিত।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Class 8 geography chapter 9 questions answers pdf
File Format:- PDF
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A
B
C
THANK YOU & WELCOME