অষ্টম শ্রেণি ভূগোল ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণীর ভূগোল অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর pdf
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণি ভূগোল ও পরিবেশ অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর pdf
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী ভূগোল ও পরিবেশ প্রশ্ন উত্তর ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক।অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক প্রশ্ন উত্তর। class viii geography chapter 8 question answer | অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক প্রশ্ন উত্তর pdf |class 8 Geography 8 chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির ভূগোল ও পরিবেশে ৩ নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর| অষ্টম শ্রেণির ভূগোল অধ্যায় ৮ প্রশ্ন উত্তর , গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 ভূগোল প্রশ্ন উত্তর অষ্টম অধ্যায় pdf download, Class 8 Geography eight chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
class 8 Geography 8th chapter question answer,অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |Class 8 ভূগোল অধ্যায় ৮ প্রশ্ন উত্তর
প্রশ্ন 1. ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা ক-টি?
ANS:- ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশের নাম বাংলাদেশ, ব্রহ্মদেশ বা মায়ানমার।
প্রশ্ন 2. ভারতের দক্ষিণ দিকের প্রতিবেশী দেশের নাম কী?
ANS:- শ্রীলঙ্কা, মালদ্বীপ।
প্রশ্ন 3. ভারতের উত্তর-পশ্চিম দিকের প্রতিবেশী দেশের নাম কী?
ANS:- পাকিস্তান, আফগানিস্তান।
প্রশ্ন 4. ভারতের উত্তর দিকের প্রতিবেশী দেশের নাম বলো।
ANS:- নেপাল, ভুটান।
প্রশ্ন 5. কোন্ কোন্ প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে?
ANS:- বাংলাদেশ, নেপাল, ভুটান।
প্রশ্ন ৭ কোন্ প্রতিবেশী দেশের তিনদিক ঘিরে রয়েছে ভারতের সীমানা?
ANS:- বাংলাদেশ।
প্রশ্ন ৮ সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম বলো।
ANS:- নেপাল, ভুটান।
প্রশ্ন ৯ আরবসাগরকে স্পর্শ করেছে এমন একটি প্রতিবেশী দেশের নাম করো।
ANS:- পাকিস্তান।
প্রশ্ন ১০ এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই।
ANS:- নেপাল, ভুটান।
প্রশ্ন ১১ কলকাতা বন্দরের ওপর কোন্ দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল?
উত্তর নেপাল, ভুটান।
প্রশ্ন ১২ ভারত তার কোন্ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে?
ANS:- শ্রীলঙ্কা।
প্রশ্ন ১৩ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন্ তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত?
ANS:- নেপাল, ভুটান, বাংলাদেশ।
প্রশ্ন ১৪ ভারত ও শ্রীলঙ্কা কোন্ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন?
ANS:- পক প্রণালী।
প্রশ্ন ১৫ ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করেছে?
ANS:- পশ্চিমবঙ্গ, অসম।
প্রশ্নচ.১৬ প্রতিবেশী দেশগুলো কোন্টি ভারতের কোন্ সীমানায় অবস্থিত?
ANS:- ভারতের স্থলসীমানার উত্তরদিকে রয়েছে নেপাল, ভূটান, ও চিন। দক্ষিণ সীমান্তে অবস্থিত প্রতিবেশী দেশ হল শ্রীলঙ্কা ও মালদ্বীপ। বাংলাদেশ ও মায়ানমারের অবস্থান ভারতের পূর্বদিকে। ভারতের পশ্চিমদিকে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এই প্রতিবেশি দেশগুলির মোট সংখ্যা ৯টি; তবে চিন, মালদ্বীপ, আফগানিস্তান ভারতের দূরতম প্রতিবেশী দেশ।
File Details:-
File Name:- Class viii geography chapter 8 questions answers pdf
File Format:- PDF
Download: Click Here to Download
অষ্টম শ্রেণি ভূগোল ও পরিবেশ অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,অষ্টম শ্রেণির ভূগোল অধ্যায় ৮ প্রশ্ন উত্তর , ক্লাস 8 ভূগোল অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর pdf |
প্রশ্ন ১.১ SAARC কাকে বলে?
উত্তর:- প্রতিবেশী দেশগুলোর শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে ১৯৮৫ খ্রিস্টাব্দে ভারত, বাংলাদেশ, ভুটান, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ—এই আটটি দেশ মিলে গঠিত সংস্থাটির নাম SAARC
প্রশ্ন ১.২ ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প পৃথিবী বিখ্যাত SAARC কেন?
উত্তর:- উত্তর ভুটানে নানা নানা প্রকার ফল, যেমন—আপেল, কমলালেবু, আনারস উৎপন্ন হয়। এই সকল ফল থেকে আচার, জ্যাম, জেলি, স্কোয়াশ প্রভৃতি উৎপন্ন হয়। এর জন্যে ভুটানপৃথিবী বিখ্যাত। এই কারণেই ভুটান ফল প্রক্রিয়াকরণ শিল্পে পৃথিবী বিখ্যাত হয়েছে।
খাদ্য প্রক্রিয়াকরণ এখানকার ফল প্রক্রিয়াকরণে Duck কোম্পানি পৃথিবী খ্যাত।
প্রশ্ন ১.৩ নেপালের প্রধান কৃষিজ ফসল ও শিল্পগুলোর নাম করো।
উত্তর:- নেপাল কৃষিনির্ভর দেশ। এই দেশের প্রধান কৃষিজ ফসলগুলো হল ধান, গম, পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস, কমলালেবু প্রভৃতি।
উত্তর ভুটানের প্রধান কৃষিজ ফসলগুলো হল গম, যব, বার্লি, ভুট্টা, আপেল, বড়ো এলাচ, নেপালে খনিজ সম্পদ তেমন নেই। তাই এই দেশে কৃষিনির্ভর শিল্প গড়ে উঠেছে। এদেশের প্রধান শিল্পগুলো হল কাগজ, পাট, সুতিবস্ত্র, চিনি, চর্ম, দেশলাই প্রভৃতি।
প্রশ্ন ১.৪ ভুটানের প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলোর
উল্লেখ করো।
উত্তর:- বড়ো এলাচ কমলালেবু প্রভৃতি। নেপাল শিল্পে উন্নত নয়, তবু এদেশে কিছু কৃষিনির্ভর শিল্প গড়ে উঠেছে। প্রধান শিল্পগুলো হল সিমেন্ট, কাঠ, জ্যাম-জেলি ও পানীয় প্রস্তুতকরণ শিল্প।
প্রশ্ন ১.৫ বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলোর উল্লেখ করো।
উত্তর:- বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। এই দেশের মৃত্তিকা ও জলবায়ু কৃষির উপযোগী। তাই এদেশে বিভিন্ প্রকার কৃষিজ ফসল উৎপন্ন হয়। যেমন—ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ প্রভৃতি।
বাংলাদেশের কৃষিকাজ বাংলাদেশে তেমন খনিজ সম্পদ নেই, তাই এদেশে কৃষিনির্ভর শিল্প গড়ে উঠেছে। যেমন—পাট, চিনি, কাগজ, বস্ত্র, তাঁত, মৃৎশিল্প, সিমেন্ট (খনিজ-নির্ভর)।
প্রশ্ন ১.৬ মায়ানমারের প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলো কী কী?
উত্তর মায়ানমারের জলবায়ু ও মৃত্তিকা কৃষিকাজের উপযোগী। এই দেশে বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হয়। যেমন—ধান, ভুট্টা, জোয়ার, যব, তামাক, তৈলবীজ প্রভৃতি। এই দেশেও কৃষিনির্ভর শিল্প গড়ে উঠেছে। যেমন—চিনি, পাট, রেশম।
প্রশ্ন ১.৭ শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলোর নাম লেখো।
শ্রীলঙ্কার কৃষি : শ্রীলঙ্কার জনগণের প্রধান জীবিকা কৃষিকাজ। এই দেশে বছরে দুবার বর্ষাকাল দেখা যায়। তাই এই দেশে প্রচুর ধান জন্মায়। এখানকার প্রধান অর্থকরী ফসল হল নারকেল। এ ছাড়া উৎপন্ন হয় চা, আখ, ভুট্টা, তৈলবীজ ও প্রচুর মশলা, তুলো, সিঙ্কোনা। প্রচুর পরিমাণে দারুচিনি উৎপন্ন হয় বলে শ্রীলঙ্কাকে ‘দারুচিনির দ্বীপ’ বলে।
শ্রীলঙ্কা শিল্পে উন্নত নয়, এদেশের প্রধান শিল্পগুলো হল চা, কাগজ, বস্ত্র প্রভৃতি।
ক্লাস 8 ভূগোল ও পরিবেশ অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর| অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর।অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর pdf
প্রশ্ন ১.৮ পাকিস্তানের প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলোর উল্লেখ করো।
পাকিস্তান কৃষিকাজে যথেষ্ট উন্নত। তবে এদেশের কৃষি জলসেচের ওপর নির্ভরশীল। পাকিস্তানের প্রধান কৃষিজ ফসলগুলো হল ধান, গম, আখ, ভুট্টা, তৈলবীজ, তুলা, ডাল প্রভৃতি। পাকিস্তানের প্রধান শিল্পগুলো হল সিমেন্ট, চিনি, বস্ত্র, চর্ম, পশম ও পশমজাত দ্রব্য।
প্রশ্ন ১.৯ মায়ানমারের খনিজ ও বনজ সম্পদের বিবরণ দাও।
মায়ানমার খনিজ সম্পদ সমৃদ্ধ একটি দেশ। এই দেশের ইরাবতী ও চিন্দুইন নদী উপত্যকায় পাওয়া যায়
খনিজ তেল, সান মালভূমিতে আছে সিসা, দস্তা, ম্যাঙ্গানিজ, টাংস্টেন, টিন, পাটাগপেট অঞ্চলে পাওয়া যায় লৌহ আকরিক এবং কয়লা পাওয়া যায় সিন্দুইন উপত্যকায়। মায়ানমার বনজ সম্পদেও সমৃদ্ধ। এদেশের পার্বত্য অঞ্চলে জন্মে শাল, সেগুন, পিনকোডা, ইন, ইঙ্গিন, বাঁশ প্রভৃতি। মায়ানমারের সেগুন কাঠ বর্মিজ টিক বিশ্ববিখ্যাত। এদেশের মধ্যভাগের সমভূমি ও অন্যান্য অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদ জন্মায়, ১০০ সেমির কম বৃষ্টিপাতযুক্ত ঝোপঝাড় এবং উপকূল অঞ্চলে জন্মায় ম্যানগ্রোভ উদ্ভিদ।
প্রশ্ন ১.১০ শ্রীলঙ্কার স্বাভাবিক উদ্ভিদ এবং খনিজ সম্পদের বিবরণ দাও।
উত্তর শ্রীলঙ্কার স্বাভাবিক উদ্ভিদ : শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলে চিরহরিৎ উদ্ভিদ জন্মায়। সেগুন, সাটিন, আবলুস, রোজউড, হালমিয়া উদ্ভিদ দেখা যায়। উপকূলে জন্মায় প্রচুর হয়তে নারকেল গাছ। পার্বত্য ভূমির পশ্চিম ঢালে ঢেউ খেলানো তৃণভূমি দেখা যায়, একে বলে ‘পাটানা’। জলাভূমি অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়।
প্রশ্ন) ৩:২ শ্রীলঙ্কাকে ‘দারুচিনির দ্বীপ’ বলা হয় কেন?
উত্তর) শ্রীলঙ্কায় বিভিন্ন কৃষিজ ফসল ও নানাপ্রকার মশলা জন্মে। উল্লেখযোগ্য মশলাগুলো হল দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি। এর মধ্যে দারুচিনি উৎপন্ন হয় প্রচুর পরিমাণে। তাই শ্রীলঙ্কাকে ‘দারুচিনির দ্বীপ’ বলে।
প্রশ্ন) ৩.৩ ভুটানকে ‘বজ্রপাতের দেশ’ বলা হয় কেন?
উত্তর ভুটান পার্বত্য দেশ। এই দেশের উত্তরভাগে হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা ৫,০০০ মিটারের বেশি। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভুটানের পর্বতে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাতের সময় প্রবল বজ্রপাত ঘটে। তাই ভুটানকে বজ্রপাতের দেশ বলে।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Class 8 geography chapter 8 questions answers pdf
File Format:- PDF
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A
B
C
THANK YOU & WELCOME