অষ্টম শ্রেণি ভূগোল উত্তর আমেরিকা প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নবম অধ্যায় প্রশ্ন উত্তর pdf
উত্তর আমেরিকা প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণি ভূগোল | অষ্টম শ্রেণীর ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর pdf
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির উত্তর আমেরিকা প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী ভূগোল ও পরিবেশ প্রশ্ন উত্তর উত্তর আমেরিকা।অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ উত্তর আমেরিকা প্রশ্ন উত্তর। class viii geography chapter 9 question answer | অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নবম অধ্যায় উত্তর আমেরিকা প্রশ্ন উত্তর pdf |class 8 Geography 9 chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির ভূগোল ও পরিবেশে ৯ নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর| অষ্টম শ্রেণির ভূগোল অধ্যায় ৯ প্রশ্ন উত্তর , গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 ভূগোল প্রশ্ন উত্তর নবম অধ্যায় pdf download, Class 8 Geography nine chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
আরও পোস্ট দেখো B
A
B
C.
অষ্টম শ্রেণীর নবম অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 8 ভূগোল ও পরিবেশ উত্তর আমেরিকা
ANS:- CLICK HERE
অষ্টম শ্রেণি ভূগোল ও পরিবেশ নবম অধ্যায় প্রশ্ন উত্তর pdf download | অষ্টম শ্রেণির ভূগোল অধ্যায় ৭ প্রশ্ন উত্তর | ক্লাস 8 ভূগোল ও পরিবেশ নবম অধ্যায় প্রশ্ন উত্তর
1. 'কর্ডিলেরা’ কাকে বলে?
উত্তর) ‘কর্ডিলেরা’ শব্দের অর্থ শৃঙ্খল। উত্তর আমেরিকার পশ্চিমে উত্তরে আলাস্কা থেকে দক্ষিণে পার্বত্য অঞ্চলের সমান্তরাল পর্বতকে একত্রে কর্ডিলেরা বলে। উত্তর আমেরিকার পশ্চিমে উত্তরে আলাস্কা থেকে দক্ষিণে মেক্সিকো ও মধ্য আমেরিকা বরাবর বিস্তীর্ণ নবীন ভঙ্গিল পর্বতমালার তিনটি সমান্তরাল পর্বতশ্রেণি দেখা যায়। উত্তর-দক্ষিণে এর দৈর্ঘ্য প্রায় ৬৯০০ কিমি ও পূর্ব-পশ্চিমে বিস্তার প্রায় ১৬০০ কিমি। সামগ্রিকভাবে এই সমান্তরাল পর্বতশ্রেণি, নদী উপত্যকা ও পর্বতবেষ্টিত মালভূমিকে সামগ্রিকভাবে পশ্চিমের কর্ডিলেরা বলে।
2. পশ্চিমে কর্ডিলেরার সমান্তরাল পর্বতশ্রেণিগুলির নাম উল্লেখ করো।
উত্তর (১) পশ্চিমের পর্বতশ্রেণি—এর উত্তরাংশকে বলে সেন্ট ইলিয়াস আল্পস ও দক্ষিণের অংশকে কোস্টরেঞ্জ। মধ্যের পর্বতশ্রেণ এর উত্তর অংশকে আলাস্কা, মধ্যের অংশকে কাসকেড ও সেলকার্ক ও দক্ষিণে সিয়েরা নেভাডা ও সিয়েরামাদ্রে নামে পরিচিত। ৩ পূর্বের পর্বতশ্রেণি—পূর্বের পর্বতকে রকি পর্বতমালা বলে। এটি উত্তরে আলাস্কায় এন্ডিকট বা ব্রুকস রেঞ্জ, মধ্যভাগে রকি ও দক্ষিণে মেক্সিকোতে সিয়েরা মার্দ্রে নামে পরিচিত।
3. মৃত্যু উপত্যকা কাকে বলে?
উত্তর ক্যালিফোর্নিয়ার দক্ষিণ-পূর্ব অংশের ৯০ মিটার গভীর উপত্যকাটির জলের লবণতা এত বেশি যে, এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। তাই এই উপত্যকাকে মৃত্যু উপত্যকা বলে।
4.পঞ্চহ্রদ কাকে বলে?
উত্তর উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমির দক্ষিণ- পূর্বভাগে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্টি হয়েছে পাঁচটি হ্রদের। যথা—সুপিরিয়র, হুরন, ইরি, অন্টারিও ও মিচিগান প্রভৃতি। একত্রে এই হ্রদগুলোকে পঞ্হ্রদ বলে।
হ্রদ অঞ্চলের আয়তন প্রায় ৭.৬৮ লক্ষ বর্গকিমি। সমগ্র মিচিগান ও উইসকনসিন প্রদেশ এবং মিনেসোটা, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, পেনসিলভানিয়া ও নিউইয়র্ক প্রদেশের অংশবিশেষ নিয়ে হ্রদপঞ গঠিত।
5. কানাডিয়ান শিল্ড কাকে বলে?
উত্তর আমেরিকার উত্তরের হাডসন উপসাগরকে কেন্দ্র করে একটি বিস্তীর্ণ উচ্চভূমি অবস্থিত। অতি প্রাচীন শিলায় গঠিত এই অঞ্চলকে কানাডিয়ান শিল্ড বলে। কারণ, বহুদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চল শিল্ডের আকার ধারণ করেছে।
6.পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে?
উত্তর যুক্তরাষ্ট্রের প্রেইরি অঞ্চলের উত্তরাংশে বসন্তকালে এবং দক্ষিণাংশে শীতকালে গম চাষ হয়। অর্থাৎ সমগ্র প্রেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে গমের উৎপাদন হয়। তাই এই অঞ্চলের আর-এক নাম পৃথিবীর রুটির ঝুড়ি (Bread Basket of the World) | জেনে নাও প্রেইরি অঞ্চলের গমরাজ্য ডাকোটায় শীতকালীন ও বসন্তকালীন গম চাষ হয়।
7. শস্যাবর্তন কাকে বলে?
উত্তর কোনো একখণ্ড জমিতে বারবার একই ফসল চাষ না করে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার প্রক্রিয়াকে শস্যাবর্তন বলে। যেমন—কোনো জমিতে পাট চাষের পর, ধান চাষ এবং তারপর এই জমিতে ডালজাতীয় ফসল চাষ করা।
8.গ্র্যান্ড ক্যানিয়ন কী?
উত্তর কলোরাডো নদী মরুভূমির ওপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। নদী সাধারণত মর অঞ্চলের নীচের দিকে বেশি ক্ষয় করে। ফলে নদী-উপত্যকা গভীর হয়। একই কারণে গ্র্যান্ড ক্যানিয়ন
কলোরাডো নদী তার শুষ্ক প্রবাহপথে গভীর গিরিখাত করেছে। এর নাম গ্র্যান্ড ক্যানিয়ন। এর দৈর্ঘ্য ৪৪৬ কিমি কোথাও কোথাও এর গভীরতা ১৬০০ মিটারেরও বেশি।
অষ্টম শ্রেণীর নবম অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর pdf | ক্লাস 8 ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর pdf download | অষ্টম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নবম অধ্যায় প্রশ্ন উত্তর।
1. কানাডিয়ান শিল্ড অঞ্চলের প্রধান নদী ও হ্রদগুলোর নাম লেখো।
ভি, কানাডিয়ান শিল্ড অঞ্চলে অনেকগুলি ছোটো নদী রয়েছে। এখানকার প্রধান নদীগুলি হল—নেলসন, চেস্টারফিল্ড, আলবানি, গ্রেট হোয়েল, চার্চিল, ম্যাকেঞ্জি, অটোয়া, সেন্ট মারিস প্রভৃতি। এই অঞ্চলে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট হ্রদগুলি হল—গ্রেটবিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, রেইনডিয়ার, উইনিপেগ, নিপিগন প্রভৃতি। এর মধ্যে গ্রেট বিয়ার হ্রদটি বৃহত্তম।
2. পৃথিবীর রুটির ঝুড়ি।
উত্তর উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে প্রেইরি অঞ্চল। সমগ এ প্রেইরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়। চিনুক বায়ুর প্রভাবে প্রেইরি অঞ্চলের উত্তরাংশের বরফ গলে গেলে বসন্তকালে গম চাষ করা হয়। তাই এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এই অঞ্চলের ডাকোটা রাজ্যে গম উৎপাদনে যুক্তরাষ্ট্রের মধ্যে শ্রেষ্ঠ। বসন্তকালীনগম বলয়ের দক্ষিণ অংশে গম চাষ হয় শীতকালে। সুতরাং সমগ্র প্রেইরি অঞ্চলে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়। তাই এই অঞ্চলের আর-এক নাম ‘পৃথিবীর রুটির ঝুড়ি।
3. পৃথিবীর কসাইখানা।
উত্তর উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল পশুপালনের উপযোগী। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা, হে, ক্লোভার প্রভৃতি ঘাস জন্মায় যা পশুখাদ্যের পর্যাপ্ত জোগান দেয়। হ্রদ অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে স্বাদুজল পাওয়া যায় যা পশুদের জলের চাহিদা মেটায়। এই অঞ্চলের সমভূমি পশুদের অবাধ বিচরণের সুবিধা দান করে। তা ছাড়া এই অঞ্চলের শীতল জলবায়ুতে মাংস সংরক্ষণের সুবিধা আছে। সব মিলিয়ে হ্রদ অঞ্চল পশুপালনে পৃথিবীর একটি অন্যতম প্রধান অঞ্চল। ফলে মিচিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহরে গড়ে উঠেছে মাংস উৎপাদন ও সংরক্ষণের বিখ্যাত কেন্দ্র। শিকাগোতে প্রতিদিন যত পশু বধ করা হয় তা পৃথিবীর অন্য কোথাও হয়না তাই শিকাগো কে পৃথিবীর কসাইখানা বলে।
4. 'শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলে।' -কেন?
শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলে। কারণ—
প্রেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে গবাদিপশু পালিত হয় এবং ভুট্টা বলয়ে এনে তাদের হৃষ্টপুষ্ট করার পরে শিকাগোতে পাঠানো হয়।
এই অঞ্চলের জলবায়ু মাংস সংরক্ষণের ক্ষেত্রে উপযোগী। মাংস প্রক্রিয়াকরণের জন্যে উন্নতমানের হিমায়ন যন্ত্র ব্যবহার করা হয়।
তা ছাড়া ঘনবসতিপূর্ণ হ্রদ অঞ্চলে মাংসের প্রচুর চাহিদা এবং আন্তর্জাতিক বাজারেও মাংসের যথেষ্ট চাহিদা আছে। তাই শিকাগোতে প্রচুর পরিমাণে পশু কাটা হয় বলে একে পৃথিবীর কসাইখানা বলে।