অষ্টম শ্রেণি ইতিহাস ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর pdf
ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর pdf | class 8 history chapter 3 question answer in bengali pdf
আসসালামু আলাইকুম,তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা।অষ্টম শ্রেণীর ইতিহাস ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর। class viii history chapter 3 question answer | অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর pdf |class 8 history 3 chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির ইতিহাসে ৩ নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর| অষ্টম শ্রেণির ইতিহাস অধ্যায় ৩ প্রশ্ন উত্তর , গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 ইতিহাস প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় pdf download, Class 8 history third chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
অষ্টম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,অষ্টম শ্রেণির ইতিহাস অধ্যায় ৩ প্রশ্ন উত্তর , অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
1.ভারতে প্রথম পর্বে ভূখণ্ডগুলি কী নামে পরিচিত ছিল?
উত্তরঃ- প্রেসিডেন্সি।
কোম্পানির অধিকৃত কবে প্রেসিডেন্সিগুলি গড়ে উঠেছিল?
উত্তরঃ- ১৭৭০ খ্রিস্টাব্দে।
ভারতে প্রেসিডেন্সির সংখ্যা ক-টি ছিল
উত্তরঃ- ৩টি।
৬ ভারতের প্রেসিডেন্সিগুলি কী কী নামে পরিচিত ছিল?
উত্তরঃ- বেঙ্গল প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি ও বোম্বে প্রেসিডেন্সি।
৭ মসুলিপট্রনমে কবে কোম্পানির ঘাঁটি (কুঠি) স্থাপিত হয়েছিল?
উত্তরঃ- ১৬১১ খ্রিস্টাব্দে।
৮-সুরাটে কবে কোম্পানির ঘাঁটি (কুঠি) স্থাপিত হয়েছিল?
উত্তরঃ- ১৬১২ খ্রিস্টাব্দে।
৯ কোন্ প্রেসিডেন্সিকে 'সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি' বলা হত?
উত্তরঃ- মাদ্রাজ প্রেসিডেন্সি।
১০ বোম্বে প্রেসিডেন্সির অপর নাম কী ছিল?
উত্তরঃ- → পশ্চিম প্রেসিডেন্সি।
১১ মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ- মাদ্রাজ (বর্তমান চেন্নাই)-এ।
১২ মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ- ওটাকামুন্দ বা উটি-তে।
১৩ কোম্পানি সুবে বাংলার দেওয়ানি কবে লাভ করেছিল?
উত্তরঃ- ১৭৬৫ খ্রিস্টাব্দে।
-১৫ বাংলা প্রেসিডেন্সির রাজধানী কোথায় ছিল?
ফোর্ট উইলিয়াম দুর্গ (কলকাতা)।
১৬ রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়?
উত্তরঃ- ১৭৭৩ খ্রিস্টাব্দে।
১৭ পিটের ভারত শাসন আইন কবে হয়েছিল?
উত্তরঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে।
২০ গভর্নর জেনারেল কাকে বলা হয়?
উত্তরঃ- রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী তিনটি প্রেসিডেন্সির প্রধানহলেন গভর্নর জেনারেল।
রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কোন্ প্রেসিডেন্সির গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়? বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নরকে।
২২। কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটে?
উত্তরঃ- ১৭৭২ খ্রিস্টাব্দে।
২৩ বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস।
২৪। কবে কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়?
উত্তরঃ- ১৭৭২ খ্রিস্টাব্দে।
২৫ এগারো জন হিন্দু পণ্ডিত হিন্দু আইনগুলির সারসংকলন করেন কার উদ্যোগে?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে।
২৬ লাহোরের চুক্তি কাদের মধ্যে সংগঠিত হয়েছিল?
উত্তরঃ- (১) রঞ্জিত সিংহের সঙ্গে লর্ড লেক-এর (১৮০৬)।
(২) শিখদের সঙ্গে লর্ড হার্ডিঞ্জ-এর (১৮৪৬)।
২৭ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে নতুন বিচারব্যবস্থা চালু করে?
উত্তরঃ- ১৭৭২ খ্রিস্টাব্দে।
২৮ কোন্ আইনের বলে কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয়?
উত্তরঃ- ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন।
২৯ ভারতে কবে, কোথায় প্রথম সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়?
১৭৭৪ খ্রিস্টাব্দে, কলকাতায়।
উত্তরঃ- ৩০ কজন বিচারপতিকে নিয়ে সুপ্রিমকোর্ট গঠিত হয়েছিল?
তিনজন।
৩১ সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ- স্যার এলিজা ইম্পে।
৩৩ কোম্পানি আমলে ভারতে সুপ্রিমকোর্টের সংখ্যা ক-টি ছিল?
উত্তরঃ- তিনটি (প্রতিটি প্রেসিডেন্সিতে একটি করে)।
৩৪ কর্নওয়ালিস কোড' কবে রচিত হয়?
উত্তরঃ- ১৭৯৩ খ্রিস্টাব্দে।
৩৫ বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস।
৩৬ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ- লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক।
৩৭ বাংলায় বর্গি আক্রমণ কার সময়ে হয়েছিল?
উত্তরঃ- আলিবর্দী খাঁ।
৩৯ ‘ছিয়াত্তরের মন্বন্তর' কবে হয়েছিল?
উত্তরঃ- ১৭৭০ খ্রিস্টাব্দে বা ১১৭৬ বঙ্গাব্দে।
৪০ মোগল পুলিশ ব্যবস্থায় কাদের ক্ষমতা বেশি ছিল?
উত্তরঃ- ফৌজদার, চৌকিদার ও কোতোয়ালদের।
৪১ ভারতে প্রকৃত পুলিশি ব্যবস্থার সূচনা হয় কবে?
উত্তরঃ- লর্ড কর্নওয়ালিসের আমলে (১৭৯৩ খ্রিস্টাব্দ)।
৪২ কবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে?
১৮১২ খ্রিস্টাব্দে।
৪৬ কে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ- লর্ড কর্নওয়ালিস।
৪৭ ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ১৮০০ খ্রিস্টাব্দে।
৪৮ ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- লর্ড ওয়েলেসলি।
৪৯। ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- কলকাতায়।
৫০ ফোর্ট উইলিয়াম কলেজের বিকল্প কলেজের নাম কী ছিল
উত্তরঃ- ইংল্যান্ডের হেইলবেরির ইস্ট ইন্ডিয়া কলেজ।
৫১ আমলা বা সিভিল সার্ভেন্টদের নিয়োগের জন্য কোন পরীক্ষা নেওয়া হত?
উত্তরঃ- সিভিল সার্ভিস।
৫২ আমলাতন্ত্র কাকে বলে?
উত্তরঃ- অসামরিক প্রশাসন ব্যবস্থাকে।
৫৩ কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ১৭৮১ খ্রিস্টাব্দে।
৫৪ এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল?
উত্তরঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে।
৫৫ বেনারসে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- জোনাথন ডানকান।
৫৬ কার নেতৃত্বে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- সংস্কৃতজ্ঞ পণ্ডিত হেম্যান হোরাস উইলসনের নেতৃত্বে।
৫৭ কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ- উইলিয়াম জোনস।
৫৮ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে স্থাপিত হয়েছিল?
উত্তরঃ- ১৮০০ খ্রিস্টাব্দে।
৬১ কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ১৮১৭ খ্রিস্টাব্দে।
৬২ 'A Grammar of the Bengal Language' গ্রন্থের লেখক কে ছিলেন।
উত্তরঃ- নাথানিয়েল ব্রাসি হালেদ।
৬৩ কলকাতার কোন্ ধনী ব্যক্তি হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ- শোভাবাজারের রাজা রাধাকান্তদেব।
৬৪ কত খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা (ইংরেজি শিক্ষা)
উত্তরঃ- বিকাশের জন্য রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন?
উত্তরঃ- ১৮২৩ খ্রিস্টাব্দে।
৭১ ‘উডের ডেসপ্যাচ' কবে প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ- ১৮৫৪ খ্রিস্টাব্দে।
৭২ ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় কবে গড়ে উঠেছিল?
উত্তরঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দে।
৭৩ কোম্পানি আমলে কোন্ ইউরোপীয় স্ত্রীশিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন?
উত্তরঃ- ড্রিঙ্ক ওয়াটার বেথুন (বিটন) সাহেব।
৭৪ পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস।
৭৫ কোম্পানি আমলে বাংলায় কবে প্রথম জমি জরিপ (মাপা) হয়েছিল?
উত্তরঃ- ১৭৬০ খ্রিস্টাব্দে।
৬৬ সরকারি চাকরিতে ইংরেজি ভাষার জ্ঞানকে কবে আবশ্যিক করা হয়েছিল?
উত্তরঃ- ১৮৪৪ খ্রিস্টাব্দে।
৬৭ সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে কার আমলে আবশ্যিক করা হয়েছিল?
উত্তরঃ- লর্জ হার্ডিঞ্জ-এর আমলে (১৮৪৪ খ্রিস্টাব্দ ১৮৪৮ খ্রিস্টাব্দ)।
৬৮ ১৮৮০-র দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীর জন্য কত শতাংশ রাজস্ব ব্যয় করা হত?
উত্তরঃ- মোট রাজস্বের ৪০ শতাংশ।
৬৯ ভারতে ইংরেজি শিক্ষা প্রসারে কোন ইংরেজ ব্যক্তিত্বের ভূমিকা প্রধান ছিল?
উত্তরঃ- লর্ড ব্যাবিংটন মেকলে বা লর্ড মেকলে।
৭০ বাংলায় কাউন্সিল অফ এডুকেশন কবে তৈরি হয়েছিল?
উত্তরঃ- ১৮৪৩ খ্রিস্টাব্দে।
৭১ উডের ডেসপ্যাচ’ কবে প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ- ১৮৫৪ খ্রিস্টাব্দে।
৭২ ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় কবে গড়ে উঠেছিল?
উত্তরঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দে।
৭৩ কোম্পানি আমলে কোন্ ইউরোপীয় স্ত্রীশিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন?
উত্তরঃ- ড্রিঙ্ক ওয়াটার বেথুন (বিটন) সাহেব।
৭৪ পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস।
৭৫ কোম্পানি আমলে বাংলায় কবে প্রথম জমি জরিপ (মাপা) হয়েছিল?
উত্তরঃ- ১৭৬০ খ্রিস্টাব্দে।
৭৬ বাংলার নদী-জরিপের মানচিত্র প্রথম কে তৈরি করেন?
উত্তরঃ- জেমস রেনেল।
৭৭ ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি কে জরিপ করেছিলেন?
উত্তরঃ- জেমস রেনেল।
৮১ পাঁচসালা বন্দোবস্ত প্রথম কোথায় চালু হয়েছিল?
উত্তরঃ- নদিয়া জেলায়।
৮২ দশসালা বন্দোবস্ত কবে চালু হয়?
উত্তরঃ- ১৭৯০ খ্রিস্টাব্দে।
৮৩ চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়েছিল?
উত্তরঃ- ১৭৯৩ খ্রিস্টাব্দের ২২ মার্চ।
৮৪ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?
উত্তরঃ- লর্ড কর্নওয়ালিস।
৮৬ সেন্ট জর্জ দুর্গ কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ- মাদ্রাজ।
৮৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় বাণিজ্য-ঘাঁটি নির্মাণ করে?
উত্তরঃ- সুরাট।
৮৯ কোন্ কোন্ অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গড়ে ওঠে?
উত্তরঃ- বাংলা-বিহার-ওড়িষ্যা।
৯৫ কে পুলিশ থানা ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ- লর্ড কর্নওয়ালিস।
৯৬ পুলিশি ব্যবস্থার মূল লক্ষ্য কী ছিল?
উত্তরঃ- আইনের শাসন প্রতিষ্ঠা করা।
৯৭ কোম্পানির সিপাহিদের কী কাজ ছিল?
উত্তরঃ- কোম্পানির হয়ে এলাকা দখলের পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা।
৯৮ ১৮৮০-র দশকে কোম্পানির সেনাবাহিনীতে কত সেনা ছিল?
উত্তরঃ- আড়াই লক্ষ।
৯৯ ১৭৯১ খ্রিস্টাব্দে বেনারসে কে হিন্দু কলেজ স্থাপন করেন?
উত্তরঃ- জোনাথান ডানকান।
১০৪ টমাস ব্যারিংটন মেকলে কে ছিলেন?
উত্তরঃ- জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন-এর সভাপতি।
১০৫ চার্লস উড কে ছিলেন?
উত্তরঃ- ইংরেজ কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এবং ১৮৫৪ সালের শিক্ষা কমিশনের প্রধান।
১০৬ বেথুন স্কুলের প্রতিষ্ঠা কে করেন?
উত্তরঃ- জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন (বেথুন)।
File Details:-
File Name:- Class 8 history chapter 3 short questions answers pdf
File Format:- PDF
File Location:- Google Drive
Download: Click Here to Download
class 8 history chapter 3 question answer pdf | অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর।ক্লাস 8 ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
প্রশ্ন 1. ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের শর্তগুলি লেখো।
উত্তরঃ- ১৮১০ খ্রিস্টাব্দের সনদ আইনের শর্ত : কর্নওয়ালিসের শাসন পদ্ধতি অনুসন্ধানের জন্য গঠিত কমিটির রিপোর্টের ভিত্তিতে ১৮১৩ খ্রিস্টাব্দে চার্টার আইন প্রবর্তিত হয়। এই আইনের উল্লেখযোগ্য শর্তাবলি হল :
● কোম্পানির সনদের মেয়াদ বৃদ্ধি করা হবে। ব্রিটিশ সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে কোম্পানিকে ভারত শাসনের অধিকার দেওয়া হবে। ইংরেজদের ভারতে জমি কিনে স্থায়ীভাবে বসবাসের অধিকার দেওয়া হবে।
৪) কোম্পানির সামরিক ও অসামরিক কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
৫কোম্পানি ছাড়া অন্য ইংরেজ বণিকদের ভারতে বাণিজ্য করতে হলে লন্ডনের পরিচালক সভার অনুমতি নিতে হবে।
৬) ভারতীয়দের জন্য শিক্ষাখাতে এক লক্ষ টাকা বরাদ্দ করা হবে।
৭) খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্মপ্রচারের অনুমতি দেওয়া হবে।
প্রশ্ন 2.কর্নওয়ালিস কোড’ কী?
উত্তরঃ- লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত শাসন ও বিচার বিভাগীয় সংস্কারগুলি পরবর্তীকালে একসঙ্গে সংকলিত করে গ্রন্থের আকারে প্রকাশ করা হয়। এই আইন সংকলনকেই কর্নওয়ালিস কোড বলে।
3. ব্রিটিশ প্রশাসনে ভারতে আইনের শাসন চালু করেছিল— এই আইনের শাসনের মূল কথা কী?
অথবা, আইনের শাসন বলতে কী বোঝ?
উত্তর> আইনের শাসনের অর্থ হল দেশের আইনের চোখে সবাই সামান, কেউই দেশের আইনের ঊর্ধ্বে নয়। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ভারতীয় বিচারব্যবস্থায় ‘আইনের শাসনের সূচনা করেন। 'আইনের শাসন' প্রবর্তনের দ্বারা লর্ড কর্নওয়ালিস ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদেরও দেশের আইন মেনে চলতে বাধ্য করেছিলেন।
4. আইনের চোখে সমতা বলতে কী বোঝায়?
উত্তর> আইনের চোখে সমতা' বলতে বোঝায় রাষ্ট্রের সকল নাগরিক আইনের চোখে সমান। জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরিব নির্বিশেষে শাসক থেকে সাধারণ প্রজা আইনের চোখে সম অধিকারের অধিকারী, আবার একই অপরাধে একই শাস্তি পাওয়ার যোগ্য।
6. ভারতে কোথায় এবং কত খ্রিস্টাব্দে প্রথম সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়। কোম্পানি আমলে ভারতে সুপ্রিমকোর্টের সংখ্যা ক-টি ছিল?
উত্তরঃ- কলকাতায়, ১৭৭৪ খ্রিস্টাব্দে প্রথম সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়।
কোম্পানির আমলে মোট সুপ্রিমকোর্টের সংখ্যা ছিল ৩টি।
7. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?
উত্তর> শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন-এর তিনজন ধর্মযাজক কেরি, ওয়ার্ড ও মার্শম্যানকে একত্রে ‘শ্রীরামপুর ত্রয়ী’ বলা হয়।
8. হিন্দু কলেজের একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। এই কলেজের বর্তমান নাম কী?
উত্তরঃ- হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে ডেভিড হেয়ার ছিলেন অন্যতম।
১৮১৭ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজ বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত।
9. এশিয়াটিক সোসাইটি কে, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম জোনস।
10. মেকলে মিনিট কী?
উত্তর> লর্ড বেন্টিঙ্ক-এর সময় লর্ড মেকলে শিক্ষা সংক্রান্ত কমিটিরসভাপতিরূপে ১৮৩৫ খ্রিস্টাব্দে ২ ফেব্রুয়ারি যে-প্রতিবেদন পেশ করেন তা মেকলে মিনিট হিসেবে পরিচিত। তিনি প্রাচ্যের শিক্ষার ও সাহিত্যের নিন্দা করে ভারতে কেবলমাত্র ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের শিক্ষাপ্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন।
12. ইজারাদারি বা পাঁচসালা বন্দোবস্ত বলতে কী বোঝ?
উত্তর> ওয়ারেন হেস্টিংসের আমলে (১৭৭২ খ্রিস্টাব্দ) সর্বাধক রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি ভ্রাম্যমান কমিটি গঠন করে। এই কমিটি জমিদারদের সঙ্গে নিলামের ভিত্তিতে পাঁচ বছরের যে ভূমি বন্দোবস্ত করে তা পাঁচসালা বন্দোবস্ত নামে পরিচিত।
13. এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
উত্তরঃ- প্রাচ্যবিদ্যা চর্চা ও গবেষণার জন্য এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
14. উডের প্রতিবেদন গুরুত্বপূর্ণ কেন?
উত্তর উডের নির্দেশনামার আগে পর্যন্ত ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন নিয়ে বিভিন্ন রকম পরীক্ষানিরীক্ষা চলেছিল। ১৮৫৪ খ্রিস্টাব্দে উড-এর নির্দেশনামা প্রকাশিত হলে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর অবধি একটি সুসংগঠিত শিক্ষা কাঠামো তৈরি হয়। ১৮৫৭ খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়। ইংরেজি ও মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে বহু উচ্চ ও প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
15. ঔপনিবেশিক শিক্ষানীতির কী ত্রুটি ছিল?
উত্তরঃ- > উডের নির্দেশনামা অনুসারে যে ‘পরিস্রাবন নীতি’ কার্যকরী হবে বলে আশা করা হয়েছিল, তা হয়নি। শিক্ষার কোনো গণমুখী চরিত্র তৈরি হয়নি। পুথিগত বিদ্যার বাইরে হাতেকলমে শিক্ষাদানের কোনো ব্যবস্থা করা হয়নি। লর্ড হার্ডিঞ্জের ১৮৪৪-এর ঘোষণার পর জনগণ ইংরেজি শিক্ষাকে
এত গুরুত্ব দেয় যে মাতৃভাষা শিক্ষা অবহেলিত হয়। প্রথমে গৃহাভ্যন্তরের নারীশিক্ষা ছাড়া নারীশিক্ষার কোনো সরকারি ব্যবস্থা হয়নি। পরে ১৮৪৯ খ্রিস্টাব্দে বিটন (বেথুন) সাহেবের উদ্যোগে বেথুন স্কুল স্থাপিত হলে নারীশিক্ষার অগ্রগতি ঘটে।
ক্লাস 8 ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর pdf download | অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর pdf | Class 8 ইতিহাস ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা
1. আমলাতন্ত্র কী? একে গড়ে তোলার জন্য কোম্পানি কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল?
অথবা, কোম্পানির আমলাতন্ত্র বলতে কী বোঝ?
উত্তরঃ- আমলতন্ত্র : ভারতে কোম্পানি প্রশাসনের ভিত্তিকে সুদৃঢ় করতে ‘আমলাতন্ত্র’ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনব্যবস্থার ইস্পাত কাঠামো’ ছিল এই আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস ব্যবস্থা। সেই কারণে ঐতিহাসিক স্পিয়ার আমলাতন্ত্রকে ‘গভর্নর জেনারেলের ডানহস্ত' বলে উল্লেখ করেছেন। লর্ড কর্নওয়ালিস ছিলেন ভারতীয় আমলাতন্ত্রের প্রতিষ্ঠাতা। সরকারের সিদ্ধান্তকে সুচারুভাবে বাস্তবায়িত করাই ছিল আমলাতন্ত্রের মুখ্য আমলাতন্ত্র গড়ে তোলার জন্য গৃহীত পদক্ষেপ : লর্ড কর্নওয়ালিস দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র গড়ে তোলার উদ্দেশ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যেমন—
১ সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থার প্রচলন,
(২) কর্মচারীদের বেতন ও সুযোগসুবিধা বৃদ্ধি,
৩ ১৮৫৩ খ্রিস্টাব্দে প্রবর্তিত আইন অনুযায়ী, ১৮৫৮ খ্রিস্টাব্দ থেকে পরীক্ষার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন আমলা নিয়োগের ব্যবস্থা করা, (৪) সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ বন্ধ করে দেওয়া,
(৫) ইউরোপীয় আমলাদের ভালোমতো প্রশিক্ষণ দেওয়ার জন্য ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা,
(৬) পরবর্তীকালে ব্রিটেনের হেইলবেরি কলেজে প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা ইত্যাদি। ভারতীয়দের মধ্যে সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম আমলা বা সিভিল সার্ভেন্ট। সত্যেন্দ্রনাথ ঠাকুর একই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটি ঐক্যবোধ তৈরি হয়েছিল। ওই ঐক্যবোধ ও সংকীর্ণ গোষ্ঠীভাবনা ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায়ক হয়েছিল।
2. উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয় কেন?
উত্তরঃ- উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বলার কারণ : ভারতে পাশ্চাত্য শিক্ষাপ্রসারের ইতিহাসে উডের ডেসপ্যাচ ছিল এক সদর্থক উল্লেখযোগ্য পদক্ষেপ। লর্ড ডালহৌসির আমলে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড যে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন, সেটি উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা নামে পরিচিত। এই নির্দেশনামায় বিভিন্ন বিষয়ে সুপারিশ করা হয়। যেমন— পৃথক শিক্ষাদপ্তর পন, (২) শিক্ষক প্রশিক্ষণ, (৩) প্রাথমিক শিক্ষার বিস্তার, ৪ স্কুল পরিদর্শন, ৫ তিনটি প্রেসিডেন্সি শহরে (কলকাতা, বোম্বে, মাদ্রাজ) বিশ্ববিদ্যালয় গঠন, ৬ অনুমোদিত স্কুলগুলির সরকারি অনুদান বৃদ্ধি প্রভৃতি। ১৮৫৪ খ্রিস্টাব্দে চার্লস উড তাঁর এই প্রতিবেদনের মাধ্যমে ভারতে শিক্ষাপ্রসারের রূপরেখা নির্মাণ করেন। সেই কারণে উডের শিক্ষা সংক্রান্ত এই প্রতিবেদনকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিকাশের ইতিহাসে ‘ম্যাগনা কাৰ্টা’ বা ‘মহাসনদ' বলে উল্লেখ করা হয়। তবে বিশিষ্ট ঐতিহাসিক পাপিয়া চক্রবর্তী তাঁর প্রবন্ধে উডের ডেসপ্যাচ-এর সমালোচনা করতে গিয়ে বলেছেন, এতে সর্বজনীন বা গণশিক্ষার ব্যাপারে কোনো সুপারিশ করা হয়নি। কারণ, ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার ফলে তা সাধারণের স্তরে পৌঁছোয়নি।
3. ভারতে সুপ্রিমকোর্ট স্থাপন সম্পর্কে আলোচনা করো।
অথবা, সুপ্রিমকোর্ট সম্পর্কে যা জান লেখো।
উত্তরঃ- ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন অনুসারে ১৭৭৪ খ্রিস্টাব্দে একজন প্রধান বিচারপতি ও তিনজন সহযোগী বিচারপতি নিয়ে কলকাতায় প্রথম সুপ্রিমকোর্ট গঠিত হলেও ১৭৯৭ খ্রিস্টাব্দে বিচারপতির সংখ্যা চারের বদলে তিনজন করা হয়। ভারতে অবস্থিত ব্রিটিশ নাগরিকদেরই এই আদালত বিচার করতে পারত। পরে ভারতে ‘আইনের শাসন’-এর পরিধিকে বিস্তৃত করার উদ্দেশ্যে ১৮০১ খ্রিস্টাব্দে মাদ্রাজে ও ১৮২৩ খ্রিস্টাব্দে বোম্বেতে সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা করা হয়। সুপ্রিমকোর্টের কার্যকলাপকে ঘিরে ব্রিটিশ কোম্পানির সঙ্গে কোর্টের বিরোধ দূর করার উদ্দেশ্যে— © সুপ্রিমকোর্টের এক্তিয়ার ও ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়। ২ রাজস্ব আদায় সংক্রান্ত মামলাকে সুপ্রিমকোর্টের এক্তিয়ারের বাইরে রাখা হয়। ৩ কোম্পানির গভর্নর ও গভর্নরের কাউন্সিলের কাজকর্মে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ নিষিদ্ধ হয়।
4. ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে কোম্পানির উদ্দেশ্য কী ছিল?
উত্তর ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে উৎসাহ না-দেখালেও পরে উদ্যোগী হয়ে ওঠে। কারণ : ↑ ভারতে প্রশাসনিক ও বাণিজ্যিক কাজ চালানোর জন্য কম খরচে ইংরেজি শিক্ষায় শিক্ষিত প্রচুর ভারতীয় কর্মচারীর প্রয়োজন দেখা দিয়েছিল। ড. রমেশচন্দ্র মজুমদার অবশ্য এই মতের বিরোধিতা করেছেন। ইংরেজি শিক্ষার প্রসারের মাধ্যমে কোম্পানি ভারতীয়দের মধ্যে এমন এক শ্রেণি তৈরি করতে চেয়েছিল, যারা ইংরেজ শাসকের অনুগত এবং সমর্থক হবে।
5. | লর্ড কর্নওয়ালিসের পুলিশি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।
অথবা, লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলির বিচার পুলিশ সেনাবাহিনীকে কতটা মজবুত করেছিল?
উত্তর কর্নওয়ালিসের পুলিশি ব্যবস্থা : প্রকৃতপক্ষে ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থার প্রকৃত প্রবর্তক বা ‘জনক’ ছিলেন লর্ড কর্নওয়ালিস। ১৭৮৪ খ্রিস্টাব্দে পিটস্ আইনের বিধান অনুসারে ১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস পুরোনো ব্যবস্থার পরিবর্তন করে জেলাগুলিতে পুলিশি ব্যবস্থার সংস্কারে ব্রতী হন। সংস্কারগুলি নিম্নরূপ-
● জমিদারদের পুলিশি ব্যবস্থা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
6. প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কোম্পানির দৃষ্টিভঙ্গি কী ছিল? ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে সরকারি ও বেসরকারি উদ্যোগসমূহ আলোচনা করো।
উত্তর:
প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব : ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে সরকারের বরাদ্দকৃত অর্থ ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাপ্রসারে ব্যয় করা প্রসঙ্গে কোম্পানি আধিকারিকদের মধ্যে যে-দ্বন্দ্বের সূচনা হয় ভারতের শিক্ষার ইতিহাসে তা প্রাচ্য-পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বা ওরিয়েন্টালিস্ট ও অ্যাংলিসিস্ট দ্বন্দ্ব নামে পরিচিত।
কোম্পানির দৃষ্টিভঙ্গি : ১৮৩৫ খ্রিস্টাব্দে মেকলে মিনিটস্ বা প্রতিবেদন দ্বারা প্রাচ্য-পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সরকারের বরাদ্দকৃত অর্থ পাশ্চাত্য শিক্ষাপ্রসারে ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পিছনে যুক্তি ছিল— ভারতে ব্রিটিশ মনোভাবাপন্ন ইংরেজি শিক্ষায় শিক্ষিত একদেশীয় অনুগামী শ্রেণির সৃষ্টি; ২ প্রাচ্য জ্ঞানচর্চা সম্পর্কে অবজ্ঞা; পশ্চিমি যুক্তিবাদের প্রসার; (৪) সস্তায় দেশীয় কেরানিকুল সৃষ্টি করা প্রভৃতি। উইলিয়াম কেরি শিক্ষাপ্রসারে বেসরকারি ও সরকারি উদ্যোগ : উইলিয়াম কেরি, আলেকজান্ডার ডাফ-এর মতো মিশনারিদের পাশাপাশিরাজা রামমোহন রায়, রাধাকান্ত দেবের মতো দেশীয় ব্যক্তিত্বের ছোট্ট কথা দ্বারা ভারতে পাশ্চাত্য তথা উইলিয়াম কেরিকে আধুনিক ইংরেজি শিক্ষাপ্রসারের যে মিশনের জনক বলা হয়। উদ্যোগ নেওয়া হয় তা ১৮৩৫ খ্রিস্টাব্দে লর্ড বেন্টিঙ্কের আমলে ‘মেকলে মিনিট’ দ্বারা নতুন দিশা লাভ করে এবং সরকারি আনুকূল্য লাভ করে। ১৮১৭ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব প্রমুখের উদ্যোগে স্থাপিত হিন্দু কলেজের পাশাপাশি উইলিয়ামকেরির উদ্যোগে ১৮১৮ খ্রিস্টাব্দে স্থাপিত শ্রীরামপুর কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইংরেজি শিক্ষাপ্রসারে অগ্রণী ভূমিকা গ্রহণ করে।
7.‘ইজারাদারি' বা 'পাঁচসালা’ ব্যবস্থা বলতে কী বোঝায়? এই ব্যবস্থার ত্রুটি কী ছিল?
উত্তরঃ- ইজারাদারি’ বা ‘পাঁচসালা' ব্যবস্থা: ওয়ারেন হেস্টিংস ১৭৭২ খ্রিস্টাব্দের জুন মাসে নদিয়া জেলায় এক নতুন ধরনের ভূমিরাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেন। এই ব্যবস্থা অনুযায়ী, জমিতে খাজনা আদায়ের জন্য নিলাম ডাকা হত। নিলামে যে-ব্যক্তি সবথেকে বেশি খাজনা দেবে বলে ডাক দিত, কোম্পানির পক্ষ থেকে তাকেই জমি ইজারা দেওয়া হত। ইজারা দেওয়ার বন্দোবস্তের জন্যই এই ব্যবস্থার নাম ছিল 'ইজারাদারি' ব্যবস্থা। আবার, পাঁচ বছরের জন্য জমি ইজারা দেওয়া হত বলে এই ব্যবস্থাকে ‘পাঁচসালা’ বন্দোবস্তও বলা হত।
ইজারাদারি’ বন্দোবস্তের ত্রুটি: ‘ইজারাদারি ব্যবস্থার বেশ কিছু ত্রুটি লক্ষ করা যায়- অনেক ক্ষেত্রেই ইজারাদাররা গ্রামের বাইরের লোক হওয়ায় তাঁরা জমির যথাযথ রাজস্ব নির্ণয় করতে পারতেন না। ফলে নির্ধারিত রাজস্ব বাস্তব রাজস্বের চেয়ে বেশি হয়ে যেত। অল্প সময়ে অতিরিক্ত রাজস্ব আদায় করতে গিয়ে ইজারাদাররা চরম অত্যাচারী হয়ে উঠতেন। বারবার মালিকানা বদল হওয়ায় জমির সঙ্গে ইজারাদারদের কোনো আত্মিক যোগাযোগ গড়ে উঠত না। এইসব নানা কারণে কোম্পানি ১৭৯০ খ্রিস্টাব্দে ‘ইজারাদারি’ বা ‘পাঁচসালা’ বন্দোবস্তের পরিবর্তে ‘দশসালা’ বন্দোবস্ত চালু করে।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Class 8 history 3 no chapter questions answers pdf
File Format:- PDF
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A
B
C
THANK YOU & WELCOME