পরিবেশ ও বিজ্ঞান পরিবেশের সংকট ও সংরক্ষণ প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান দশম অধ্যায় প্রশ্ন উত্তর pdf পরিবেশ ও বিজ্ঞান পরিবেশের সংকট ও সংরক্ষণ প্রশ্ন উত্তর
অষ্টম শ্রেণি পরিবেশ সংকট ও সংরক্ষণ প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণীর পরিবেশ দশম অধ্যায় প্রশ্ন উত্তর pdf
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির পরিবেশের সংকট ও সংরক্ষণ প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী পরিবেশ প্রশ্ন উত্তর পরিবেশের সংকট ও সংরক্ষণ।অষ্টম শ্রেণীর পরিবেশ পরিবেশের সংকট ও সংরক্ষণ প্রশ্ন উত্তর। অষ্টম শ্রেণীর পরিবেশ দশম অধ্যায় পরিবেশের সংকট ও সংরক্ষণ প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan 10th chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে
তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশে 8 নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর দশম অধ্যায় pdf download, Class 8 Science ten chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
অষ্টম শ্রেণীর দশম অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণি পরিবেশ দশম অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,অষ্টম শ্রেণি বিজ্ঞানের দশম অধ্যায় প্রশ্ন উত্তর pdf,
1. বন কী?
উত্তর : বন হল বিস্তীর্ণ এলাকা জুড়ে বিরাজমান উদ্ভিদকূল।
2. আবহাওয়ার কোন্ কোন্ উপাদানের ওপর বনের গঠন নির্ভর করে?
উত্তর : বায়ুপ্রবাহ, তাপমাত্রা, বৃষ্টিপাত, সূর্যালোক এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ।
3. আমরা ওষুধ সামগ্রী এবং পোশাক কোন্ ধরনের উদ্ভিদ থেকে পাই?
উত্তর : ওষুধ পাই বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে এবং পোশাক পাওয়া যায় কার্পাস তুলো থেকে।
4. কয়েকটি বনজ উদ্ভিদের নাম লেখো।
উত্তর : শাল, শিমুল, পাইন, সেগুন ইত্যাদি।
5. দুটি উভচর বন্য প্রাণীর নাম উল্লেখ করো।
উত্তর : ব্যাং ও স্যালামান্ডার।
6. কয়েকটি পক্ষী শ্রেণির প্রাণীর নাম উল্লেখ করো।
উত্তর : শালিক, টিয়া, পেঁচা, ঘুঘু ইত্যাদি।
7. কয়েকটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
উত্তর : উইপোকা, মথ, মৌমাছি, পিঁপড়ে ইত্যাদি।
৪. বনের খাদ্যশৃঙ্খলে খাদক কাকে বলে?
উত্তর : উৎপাদকের তৈরি খাদ্য যারা গ্রহণ করে, তাদের খাদক বলে।
9. বনজ খাদ্যশৃঙ্খলে প্রগৌণ খাদক কাকে বলে?
উত্তর : যারা গৌণ খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন—বাঘ, সিংহ।
10. আদর্শবনের গঠনের চতুর্থস্তরে কারা থাকে?
উত্তর : বীরুৎ শ্রেণির উদ্ভিদ, যেমন—চারাগাছ, ফার্ন, আগাছা ইত্যাদি।
11. চিরহরিৎ অরণ্য কাকে বলে?
উত্তর : যেসকল অরণ্যের উদ্ভিদের পাতা ঝরে না, সারাবছরই সবুজ থাকে, যেমন—আম, জাম, বট।
12. পর্ণমোচী অরণ্যভুক্ত দুটি উদ্ভিদের নাম লেখো।
উত্তর : অর্জুন, আমলকী।
13. কোন্ কোন্ গাছে শ্বাসমূল দেখা যায় ?
উত্তর : সুন্দরী, গরাণ।
14. বর্ষাবন কাকে বলে?
উত্তর : যে বনে উয় আবহাওয়া এবং বৃষ্টিপাত বেশি হয় সেই বনকেই বর্ষাবন বলা হয়।
15. বন বাঁচানোর দুটি উপায় উল্লেখ করো।
উত্তর : গাছকাটা নিষিদ্ধ করা এবং বনে যাতে আগুন না লাগে সেদিকে সতর্ক থাকা।
16. পশ্চিমবঙ্গের দুটি বনাঞ্চলের নাম লেখো।
উত্তর : সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি এবং উত্তরবঙ্গের বনভূমি।
17. বায়োলুমিনিসেন্ট জীব কাদের বলে?
উত্তর : যেসকল জীব আলো উৎপন্ন করে, তাদের বায়োলুমিনিসেন্ট জীব বলে।
18. বায়োলুমিনিসেন্ট জীবের দেহে কী প্রোটিন রঞ্জক থাকে?
উত্তর : লুসিফেরিন নামক প্রোটিন রঞ্জক থাকে।
19. বায়োলুমিনিসেন্ট জীবের দেহে কোন্ উৎসেচকটি থাকে?
উত্তর : লুসিফারেজ নামক উৎসেচক থাকে।
20. ফাইটোপ্ল্যাংকটন কাকে বলে?
উত্তর : যেসকল আণুবীক্ষণিক উদ্ভিদ জলে ভেসে বেড়ায়, তাদের ফাইটো- প্ল্যাংকটন বলে।
21. নিমাটোসিস্ট কাদের ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর : সাগরকুসুম নামক একনালিদেহী প্রাণীর ক্ষেত্রে দেখা যায়।
22. অক্টোপাস কোন্ পর্বভূক্ত প্রাণী?
উত্তর : মোলাস্কা পর্বভুক্ত প্রাণী।
23. সিপিয়াদের কী বলা হয়?
উত্তর : ক্যাটল ফিস বলা হয়।
24. তারামাছ কোন্ পর্বভুক্ত প্রাণী?
উত্তর : একাইনোডারমাটা পর্বভুক্ত প্রাণী।
25. হাঙরের দেহে কী আঁশ থাকে?
উত্তর : হাঙরের সারা দেহ আণুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দ্বারা ঢাকা থাকে।
26. হাঙরের লেজ কী প্রকৃতির হয়?
উত্তর : হাঙরের লেজ হেটারোসারকাল প্রকৃতির হয়।
27. মরুভূমি কী?
উত্তর : যেখানে শুধুমাত্র বালির উপস্থিতি দেখা যায়, কোনোপ্রকার উদ্ভিদ বা
জলের উপস্থিতি নেই বললেই চলে।
28. মরুভূমি কয়প্রকার ও কী কী?
উত্তর : মরুভূমি দুই প্রকার—উয় মরুভূমি ও শীতল মরুভূমি।
29. দুটি শীতল মরুভূমির নাম লেখো।
উত্তর : এশিয়া মহাদেশের গোবি এবং আন্টার্কটিকা মহাদেশের মরুভূমি।
30. মরূদ্যান কাকে বলে?
উত্তর : বিস্তীর্ণ মরুভূমি এলাকাতেও কোথাও কোথাও ছায়া শীতল উদ্যান দেখা যায়। এদের মরূদ্যান বলে।
31. মরুভূমির জাহাজ কাকে বলা হয়?
উত্তর : উটকে বলা হয়।
32. মরুভূমির সচচেয়ে বিষাক্ত সাপের নাম কী?
উত্তর : র্যাটল স্নেক।
33. আন্টার্কটিকা অঞ্চলের প্রধান প্রাণীর নাম কী?
উত্তর : পেঙ্গুইন।
34. ইনসিটু সংরক্ষণ কী?
উত্তর : জীবের প্রাকৃতিক পরিবশে সংরক্ষণ করার পদ্ধতি।
35. ভারতবর্ষের দুটি জাতীয় পার্কের নাম লেখো।
উত্তর : করবেট ও কাজিরাঙা জাতীয় পার্ক।
36. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় গন্ডার সংরক্ষণ করা হয়?
উত্তর : জলদাপাড়া এবং গোরুমারা।
37. বনের মেঝে কী দ্বারা গঠিত?
উত্তর : হিউমাস দ্বারা গঠিত হয়।
38. দাবানল কী ?
উত্তর : বনের মধ্যে আগুন লেগে যাওয়াকে দাবানল বলে।
39. উত্তরবঙ্গের বনভূমিতে কোন্ উদ্ভিদ দেখা যায় ?
উত্তর : রোডোডেনড্রন নামক উদ্ভিদ দেখা যায়।
40. একটি বায়োলুমিনিসেন্ট জীবের নাম লেখো।
উত্তর : জোনাকি পোকা।
41. দুটি জু-প্ল্যাংকটনের নাম লেখো।
উত্তর : সাইক্লপস এবং রটিফার।
42. বাস্টার্ড কী?
উত্তর : থর মরুভূমির সবথেকে বড়ো পাখি ।
43. উটের কোথায় চর্বি সঞ্চিত থাকে?
উত্তর : উটের কুঁজে চর্বি সঞ্ঝিত থাকে।
44. হাঙরের চামড়াকে কী বলে?
উত্তর শ্যাগ্রিন বলে।
45. একটি এককোশী ফাইটোপ্ল্যাংটনের নাম লেখো।
১উত্তর : ডায়াটম।
46. এক্সিমো শব্দের অর্থ কী
উত্তর : মেরু অঞ্চলের মানুষ, মেরু অঞ্চলে এদের বাস।
47. ইন-সিটু সংরক্ষণ কোথায় হয়?
উত্তর : জাতীয় পার্ক, অভয়ারণ্য ও বায়োস্ফিয়ার রিজার্ভ।
File Details:-
File Name:- Class viii Science chapter 10 questions answers pdf
File Format:- PDF
Download: Click Here to Download
ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান দশম অধ্যায় প্রশ্ন উত্তর,অষ্টম শ্রেণীর দশম অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর pdf,Class 8 পরিবেশ ও বিজ্ঞান পরিবেশের সংকট ও সংরক্ষণ
1. বনের তিনটি উপকারিতা উল্লেখ করো।
উত্তর : (i) ভূপৃষ্ঠের তাপমাত্রা ও জলচক্র নিয়ন্ত্রণ করে।
(ii) ভূগর্ভের জলের স্তর নিয়ন্ত্রণ করে।
(iii) বন্য জীবজন্তুর আবাসস্থল হিসেবে ভুমিকা পালন করে।
2. বর্ষাবনের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর : (i) বর্ষাবনের অন্তর্গত উদ্ভিদ থেকে আমরা প্রচুর মাত্রায় অক্সিজেন পাই।
(ii) পৃথিবীর 2,50,000 উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রায় 1,70,000 প্রজাতি এই বনে পাওয়া যায়।
(iii) বর্ষাবনের গাছ থেকে প্রচুর মাত্রায় জলীয়বাষ্প পাওয়া যায়।
3.বনাঞ্চল বাঁচানোর সম্ভাব্য তিনটি উপায় লেখো।
উত্তর : (i) অতিরিক্ত হারে গাছ কাটা নিষিদ্ধ করতে হবে।
(ii) বনের খাদ্যশৃঙ্খল বজায় রাখা।
(iii) বনে যাতে কোনোভাবে আগুন না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
4. শ্বাসমূল কী?
উত্তর : ম্যানগ্রোভ বনভূমির গাছগুলির মধ্যে বিশেষ একধরনের মূলের উপস্থিতি দেখা যায়। যেখানে প্রায় সমগ্র বনাঞ্চল জুড়ে গোঁজের মতো শক্ত ও ছুঁচালো মূল স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে, যাকে শ্বাসমূল বলে।
5.ডায়াটম কী?
উত্তর : এককোশী প্ল্যাংকটন, যারা এককভাবে বা শৃঙ্খলাকারে কলোনি গঠন করে সমুদ্রের জলে বসবাস করে এবং এদের কোশপ্রাচীর সিলিকন দ্বারা গঠিত হয়।
6. অ্যালগাল ব্লুম কী?
উত্তর : রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জল সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাংকটনের সংখ্যা বৃদ্ধি পায়। এরাই ধীরে ধীরে সমুদ্রের জল ঢেকে দেয়। একেই অ্যালগাল ব্লুম বলে।
7. মরুভূমিতে জল কোথা থেকে আসে?
উত্তর : মরুভূমিতে যে সামান্য বৃষ্টিপাত হয় তার বেশিরভাগ অংশই বালি থেকে চুঁইয়ে, বালির নীচের শিলাস্তরে জমা হয়। কখনও কখনও শিলাস্তরে ফাটল সৃষ্টি হয়ে জলাশয় গঠন করে। এই জলাশয়কে ঘিরেই সৃষ্টি হয় মরূদ্যান।
৪. হিউমাস কীভাবে সৃষ্টি হয়?
উত্তর : বন্য উদ্ভিদের ঝরে যাওয়া পাতা, ফুলের পাপড়ি, পচা ফল, প্রাণীর মল, পাখির পালক ইত্যাদি মাটির সঙ্গে মিশে হিউমাস গঠন করে।
9. তারামাছের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর : (i) তারামাছের গমনাঙ্গ হল নালিপদ। (ii) এদের দেহত্বক কাঁটা দ্বারা আবৃত ও পাঁচ বাহুযুক্ত।
class 8 science 10th chapter question answer,ক্লাস 8 বিজ্ঞান দশম অধ্যায় প্রশ্ন উত্তর pdf download
10. মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর : (i) এইসকল উদ্ভিদের কাণ্ড রসালো এবং চ্যাপ্টা হয়ে পর্ণকাণ্ডে পরিণত
হয়। (ii) বাষ্পমোচন প্রতিরোধ করার জন্য উদ্ভিদের পাতাগুলি কাঁটায়রূপান্তরিত হয়।
11. রেড ডাটা বুক (Red Data Book) কী ?
উত্তর : আন্তর্জাতিক সংস্থা IUCN দ্বারা প্রকাশিত বিপন্ন বা বিপন্নপ্রায় জীবসমুহের বিশেষ তালিকা। যেখানে বন্যপ্রাণীদের নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে—(i) অবলুপ্ত, (ii) বন্য পরিবেশে অবলুপ্ত, (iii) দারুনভাবে বিপন্ন, (iv) বিপন্ন, (v) ক্ষয়প্রাপ্ত, (vi) কম বিপদগ্রস্ত, (vii) অসম্পূর্ণ তথ্য সমন্বিত এবং (viii) মূল্যায়নবিহীন।
12. সংরক্ষণ কী?
উত্তর : যে বিশেষ বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণে প্রাকৃতিক সম্পদের সুনির্দিষ্ট ব্যবহারের মাধ্যমে কিংবা অনুকূল পারিপার্শ্বিক অবস্থা সৃষ্টি করে, প্রাকৃতিক সম্পদের পরিচর্যা এবং সু-রক্ষণাবেক্ষণ করা হয়, তাকেই সংরক্ষণ বলা হয়।
13. বায়োস্ফিয়ার রিজার্ভ কী?
উত্তর : যে বিশেষ সংরক্ষিত অঞ্চলে বাস্তুতন্ত্রের সকল প্রকার জীবের জীবনধারার পরিপ্রেক্ষিতে তাদের জেনেটিক বৈচিত্র্য সংরক্ষণ করা হয়, তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে।
14. ন্যাশনাল পার্ক কাকে বলে?
উত্তর : প্রাকৃতিক সৌন্দর্যসহ যেসব স্থানে সমস্তরকম উদ্ভিদ ও বন্য জীবজন্তুরা নিজস্ব পরিবেশে কেন্দ্রীয় সরকারের নিজস্ব তত্ত্বাবধানে স্থায়ীভাবে সংরক্ষিত হয়, তাকে ন্যাশনাল পার্ক বলে।
15. অভয়ারণ্য কী?
উত্তর : যে নির্দিষ্ট অরণ্যে বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করে, স্বাধীনভাবে খাদ্যগ্রহণ ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রজনন কার্য সম্পন্ন করে, সেই অরণ্যকে অভয়ারণ্য বলা হয়। এখানে রাজ্য সরকারের নির্দেশানুসারে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়।
16. এক্স-সিটু সংরক্ষণ কাকে বলে?
উত্তর : উদ্ভিদ ও প্রাণীর নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে এক্স-সিটু সংরক্ষণ বলে।
উদাহরণ— রয়্যাল বেঙ্গল টাইগারকে চিড়িয়াখানায় রেখে তার সংরক্ষণ করা।
17. ইন-সিটু সংরক্ষণ কাকে বলে?
উত্তর : প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ জীবের নিজস্ব পরিবেশে জীবকুলের সংরক্ষণকে ইন-সিটু সংরক্ষণ বলে।
উদাহরণ : সুন্দরবন বাঘের নিজস্ব পরিবেশ। রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে সংরক্ষণ করা হয়।
18. অরণ্যসৃজনের প্রয়োজনীয়তা কী?
উত্তর : অরণ্য সৃজনের প্রয়োজনীয়তাগুলি হল— (i) বায়ু দূষণ প্রতিরোধ করে, (ii) O2 ও CO2 গ্যাসের ভারসাম্য রক্ষা করে, (iii) মাটির ক্ষয় রোধ করে, (iv) খরা ও বন্যা প্রতিরোধ করে, (v) বনজ সম্পদের জোগান দেওয়া, যেমন— কাঠ, মধু, ধূনা, ভেষজ ইত্যাদি।
19.বন বাঁচানোর উপায়গুলি কী কী?
উত্তর : বন বাঁচানোর কয়েকটি উপায় হল – (i) গাছ কাটা বন্ধ করে, (ii) নতুন গাছ লাগানো, (iii) চারা অবস্থায় পশুরা যাতে গাছ খেয়ে না নেয় তার প্রতিকার করা, (iv) দাবানলের হাত থেকে বনকে রক্ষা করা ইত্যাদি।
20. হিউমাস কাকে বলে?
উত্তর : বনের মাটিতে গাছপালার পাতা, লতা মৃত পশুপাখি, পশুপাখির মল মাটির সঙ্গে মিশে সংস্পর্শে কোনো মিশ্র পদার্থ সৃষ্টি হয় তাকে হিউমাস বলে। এই মিশ্রনে বিভিন্ন খনিজ লবণ, অ্যামাইনো অ্যাসিড
ইত্যাদি থাকে যা উদ্ভিদের পুষ্টির জন্য জরুরি, হিউমাস মাটির উর্বরতা বৃদ্ধি করে।
21. গ্রিন হাউস গ্যাস কাদের বলে?
উত্তর : বন ধ্বংস হওয়ার ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যায়, এদের গ্রিন হাউস গ্যাস বলে।
22. বিশ্ব উয়ায়ন কী?
উত্তর : গাছপালা ক্রমাগত ধ্বংস হওয়ার ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমান বৃদ্ধি
পাওয়ায় পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা যখন বৃদ্ধি পায়। এই ঘটনাকে বিশ্ব উন্নায়ন বলে।
23. বর্ষাবনের সবচেয়ে ছোটো এবং বড়ো স্তন্যপায়ী প্রাণীর নাম কী?
উত্তর : বর্ষাবনের সবচেয়ে ছোটো স্তন্যপায়ী প্রাণী হল মাউস লেমুর। বর্ষাবনের সবচেয়ে বড়ো স্তন্যপায়ী প্রাণী হল আফ্রিকার হাতি।
24. বাদাবন বা ম্যানগ্রোভ বনের দুটি অভিযোজন কৌশল উল্লেখ করো।
উত্তর : সুন্দরবনের অঞ্চলের উদ্ভিদদের বাদাবন বা ম্যানগ্রোভ অরণ্য বলে। এই এলাকায় উদ্ভিদের বেঁচে থাকার দুটি কৌশল বা অভিযোজন হল—
(i) শ্বাসমূল ঃ বাদাবনের মাটি কর্দমাক্ত ও লবণাক্ত তাই উদ্ভিদের মূল সঠিক পরিমাণে অক্সিজেন পায় না। এই কারণে এদের শ্বাসমূল সৃষ্টি হয়েছে। যাদের সাহায্যে এরা বায়ু থেকে সরাসরি অক্সিজেন শোষণ করে।
(ii) জরায়ুজ অঙ্কুরোদগম ঃ এই অঞ্চলের অধিকাংশ উদ্ভিদদের জারায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়। বীজ মাটিতে পড়ার আগেই অঙ্কুরোদগম ঘটে। কারণ এই অঞ্চলের মাটিতে জলের ভাগ বেশি হওয়ায় এবং O2 কম থাকায় বীজের অঙ্কুরোদগম হয় না।
25. পশ্চিমবঙ্গের দুটি বনভূমি কী কী?
উত্তর : পশ্চিমবঙ্গের দুটি বনভূমি হল – (i) সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল এবং (ii) উত্তরবঙ্গের ডুয়াস ও তরাই বনভূমি।
26. শীতঘুমের সময় জীবদেহে কী ধরনের প্রতিক্রিয়া ঘটে?
উত্তর : শীতঘুমের সময় জীব চলাফেরা করে না, ফলে শক্তির চাহিদা কমে যায়। এই সময় বিপাকীয় ক্রিয়া হ্রাস পায়। হৃদগতি এবং শ্বাসগতি কমে যায়। প্রাণীরা তাদের দেহে সঞ্চিত খাদ্য বস্তুর জারণ ঘটিয়ে শক্তির চাহিদা পূরণ করে।
27. মেরু ভালুকের দেহে পুরু চর্বির স্তর থাকার কারণ কী?
উত্তর : মেরু ভালুকের দেহে পুরু চর্বির স্তর থাকার জন্য তারা ঠাণ্ডার হাত থেকে রক্ষা পায় এবং জলে ভেসে থাকতে পারে।
30. পেঙ্গুইনকে আন্টার্টিকার বিস্ময় বলে কেন?
উত্তর : পেঙ্গুইন এক ধরনের পাখি। এরা উড়তে পারে না। তীব্র ঠান্ডায় (~20°C), ঝোড়ো হাওয়ায় এবং অন্ধকারে এরা বহুদিন (90-115 দিন না খেয়েও বেঁচে থাকতে পারে। তাই এদের আন্টার্টিকার বিস্ময় বলে।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Class 8 Science chapter 10 questions answers pdf
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A
B
C
THANK YOU & WELCOME