অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর pdf| প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্নরূপে কার্বন যৌগের অবস্থান pdf
অষ্টম শ্রেণি প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্নরূপে কার্বন যৌগের অবস্থান প্রশ্ন উত্তর pdf| অষ্টম শ্রেণীর পরিবেশ চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর pdf অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্নরূপে কার্বন যৌগের অবস্থান প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী পরিবেশ প্রশ্ন উত্তর প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্নরূপে কার্বন যৌগের অবস্থান।অষ্টম শ্রেণীর পরিবেশ চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর। প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্নরূপে কার্বন যৌগের অবস্থান প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan 4th chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশে ,4 নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায় pdf download, Class 8 Science fourth chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।।
অষ্টম শ্রেণীর পরিবেশ চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর pdf|প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্নরূপ অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf
অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
1. কার্বন ধাতু না অধাতু?
উত্তর : অধাতু।
2. মানবদেহে মোট ভরের কত ভাগ কার্বন আছে?
উত্তর : প্রায় 50 ভাগ।
3. প্রোটিনের মধ্যে কার্বনের সঙ্গে কোন্ কোন্ মৌল যুক্ত থাকে?
উত্তর : হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন।
4. মিথেন গ্যাসে কোন্ কোন্ মৌল যুক্ত থাকে?
উত্তর : কার্বন এবং হাইড্রোজেন।
5. মিথেনের আণবিক সংকেত কী?
উত্তর : CH41
6. কার্বন আত্তীকরণ কাকে বলে?
উত্তর : সালোকসংশ্লেষের মাধ্যমে বাতাসের কার্বন ডাইঅক্সাইড
যৌগ আবদ্ধ হওয়াও কোশে নানা স্থায়ী যৌগ পরিণত হওয়ার ঘটনাকে কার্বন
আত্তীকরণ বলে।
7.. কোন্ কয়লাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর : অ্যানথ্রাসাইট কয়লাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি।
28. কয়লা থেকে উৎপন্ন দুটি জ্বালানির নাম লেখো।
উত্তর কয়লা থেকে উৎপাদিত দুটি জ্বালানি হল কোক এবং
কোল গ্যাস।
কোল গ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর : কোল গ্যাস রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
30.খনিজ তেল থেকে পাওয়া যায় এমন দুটি প্রয়োজনীয় দ্রব্যের
নাম উল্লেখ করো।
উত্তর : খনিজ তেল থেকে পাওয়া যায় এমন দুটি পদার্থ হল
পেট্রোল এবং কেরোসিন।
31.LPG-এর প্রধান উপাদান কী?
উত্তর : LPG-এর প্রধান উপাদান হল বিউটেন।
32.LPG কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর : LPG রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
33.প্রাকৃতিক গ্যাসের উপাদান কী?
উত্তর : প্রাকৃতিক গ্যাসের উপাদান হল মিথেন (প্রধান),
ইথেন ও প্রোপেন।
34.CNG-এর প্রধান উপাদান কী?
উত্তর : CNG-এর প্রধান উপাদান হল মিথেন।
35.CNG কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর : CNG বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
36.বিভিন্ন জ্বালানির অসম্পূর্ণ দহনে কী উৎপন্ন হয় ?
উত্তর : কার্বন মনোক্সাইড।
ক্লাস 8 বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,
37. জ্বালানির দহনে উৎপন্ন তিনটি প্রধান বায়ুদূষকের নাম লেখো।
উত্তর : জ্বালানির দহনে উৎপন্ন তিনটি প্রধান বায়ুদূষক হল
কার্বন মনোক্সাইড,
কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড।
38. তরল সোনা কাকে বলে?
উত্তর : পেট্রোলিয়ামকে তরল সোনা বলে।
39. গ্যাসোলিন সাধারণত কী নামে পরিচিত?
উত্তর : পেট্রোল।
40. পেট্রোল ও LPG-এর মধ্যে কোন্টির তাপন মূল্য বেশি?
উত্তর : LPG-এর তাপন মূল্য বেশি।
41. LPG-এর তাপন মূল্য কত?
উত্তর : 10950kcal/kel
51. বায়ুতে হিরেকে দহন করলে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড গ্যাস।
52. প্লাম্বাগো কী?
উত্তর : গ্রাফাইট।
53. কার্বনের দুটি রূপভেদের নাম লেখো।
উত্তর : হিরে ও গ্রাফাইট।
54. হিরের একটি ব্যবহার লেখো।
উত্তর : কাচ কাটতে হিরে ব্যবহার করা হয়।
55. কার্বন পরমাণুবিহীন একটি জ্বালানির নাম লেখো।
উত্তর : হাইড্রোজেন।
56. অক্সিজেনবিহীন একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর : মিথেন।
57. কার্বনের বিশুদ্ধ অনিয়তাকার রূপটি কী?
উত্তর : শর্করা কয়লা।
58. অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড কোন্ শর্তে বিক্রিয়া
করে ইউরিয়া উৎপন্ন করে?উত্তর : 200°C উয়তায় ও 150 বায়ুমণ্ডলীয় চাপে।
59. সোডা ওয়াটার কী?
উত্তর : উত্তর : উচ্চচাপে জলের মধ্যে CO, দ্রবীভূত করলে যে
দ্রবণ উৎপন্ন হয় তাকে সোডা ওয়াটার বলে।
60. শুল্ক বরফ কী?
উত্তর : কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে।
61. শুষ্ক বরফ কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর : শুষ্ক বরফ হিমায়করূপে ও মাছ, মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়
62. নরম পানীয় তৈরি করতে কোন্ গ্যাস ব্যবহার করা হয়?
কার্বন ডাইঅক্সাইড।
82. নাইলনের ব্যবহার উল্লেখ করো।
উত্তর : মাছ ধরার জাল ও মশারি তৈরি করতে নাইলন ব্যবহার
করা হয়।
83. বায়োডিগ্রেডেশন কাকে বলে?
ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন প্রকার জৈব পলিমার ও জৈব
আবর্জনাকে নষ্ট করে ফেলাকে বায়োডিগ্রেডেশন বলে।
84. বায়োডিগ্রেডেবল পলিমার কাদের বলে?
উত্তর : জৈব পলিমারদের।
85. দুটি নন-বায়োডিগ্রেডেব্ল পলিমারের নাম লেখো।
১১ পলিথিন ও পিভিসি।
86. একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো।
১উত্তর : একটি জৈব ভঙ্গুর পলিমার হল স্টার্চ।
87. একটি জৈব অভঙ্গুর পলিমারের নাম লেখো।
উত্তর : একটি জৈব অভঙ্গুর পলিমার হল পলিথিন।
88. প্লাস্টিক ও পলিথিন কী ধরনের পদার্থ?
উত্তর : কৃত্রিম পলিমার।
89.বায়োফুয়েল কী ?
উত্তর : উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন
ঘটিত যৌগ
থেকে তৈরি জ্বালানিকে বায়োফুয়েল বলে।
111. কার্বনের কোন্ রূপভেদটির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর : হিরে।
112. ঘরের উন্নতায় কার্বনের কোন্ রূপভেদটির তাপ পরিবাহিতা
যে কোনো ধাতুর চেয়ে বেশি? উত্তর : হিরে।
113. বায়ো গ্যাস কী ?
উত্তর : জৈব আবর্জনাকে বাতাসের অনুপস্থিতিতে জীর্ণকরণ করলে
যে গ্যাস পাওয়া যায় তাকে বায়োগ্যাস বলে।
114. ক্রিস্টাল কাকে বলে?
উত্তর : সুষম জ্যামিতিক আকারবিশিষ্ট কঠিন দানাকে ক্রিস্টাল
বা কেলাস বলে।
অষ্টম শ্রেণীর পরিবেশ চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর,ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর,পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণী
1হিরে ও কাচের মধ্যে কীভাবে পার্থক্য নির্ণয় করবে?
উত্তর : কাচের মধ্যে দিয়ে এক্সরশ্মি যেতে পারে না কিন্তু হিরের মধ্যে
দিয়ে এক্সরশ্মি যেতে পারে।
1.. নীচের পদার্থগুলির ব্যবহার লেখো : (i) হীরক, (ii) গ্রাফাইট,
(iii) ফুলারিন, (iv) অঙ্গার, (v) কোক, (vi) গ্যাস কার্বন, (vii) ভুসোকালি
(i) হীরক ঃ স্বচ্ছ হীরককে রত্ন হিসেবে ব্যবহার করা হয়। কালো হীরককে
কার্বোনেডো বলে। এটি কাচ ও পাথর কাটতে ব্যবহার করা হয়।
হীরকচূর্ণ পালিশ করার কাজে ব্যবহার করা হয়।
উত্তর :
ii) গ্রাফাইট ঃ পেনসিলের সিস প্রস্তুতিতে, ব্যাটারি প্রস্তুতিতে ও
বৈদ্যুতিক চুল্লির
তড়িদ্বার হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়। তেল বা জলের সঙ্গে
গ্রাফাইটচূর্ণ
মিশিয়ে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়।
(iii) ফুলারিন ঃ ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রনিক্স এবং
ধাতব শিল্পে
ফুলারিনের ব্যবহার শুরু হয়েছে। ক্যানসার, এইডস (AIDS) প্রভৃতি
দুরারোগ্য
ব্যাধির উন্নতিকল্পে, নার্ভের ওষুধ তৈরিতে; অতিপরিবাহী পদার্থ, তড়িৎ
রাসায়নিক পদার্থ, পলিমার, ধাতব ন্যানো কম্পিউটার (Metal
nano-computers), দীর্ঘ আয়ুর
(Long-life) লিথিয়াম আয়ন ব্যাটারি, শিল্পে ব্যবহৃত কৃত্রিম হীরক
প্রস্তুতিতে ফুলারিন ব্যবহার হচ্ছে।
(iv) অঙ্গার ঃ কাঠকয়লা জ্বালানিরূপে ও ধাতু নিষ্কাশনে বিজারক
রূপে ব্যবহৃত
হয়। চিনি শোধন করতে এবং কালো রং করতে চারকোল ব্যবহার
করা হয়।
বারুদ প্রস্তুত করতে কাঠকয়লা ব্যবহার করা হয়। সক্রিয় চারকোল
গ্যাস মুখোশ
প্রস্তুতিতে এবং ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়।
(v) কোক ঃ রান্নার কাজে জ্বালানিরূপে, ধাতু নিষ্কাশনে বিজারকরূপে,
প্রোডিউসার গ্যাস এবং
ওয়াটার গ্যাস প্রস্তুত করতে কোক ব্যবহার করা হয়।
(vi) গ্যাস কার্বন ঃ ব্যাটারি প্রস্তুত করতে, আর্ক আলো তৈরি করতে, বৈদ্যুতিক মোটর ও
ডায়নামো প্রস্তুতিতে গ্যাস কার্বন ব্যবহার করা হয়।
(vii) ভুসোকালি ঃ ছাপার কালি, জুতোর কালি, জাপানি ব্ল্যাক নামে কালো রং প্রস্তুত
করতে
ভুসোকালি ব্যবহার করা হয়।
Class 8 পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায়,অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর pdf,class 8 poribesh 4th chapter question answer pdf
1.. হিরের এমন দুটি ভৌত ধর্ম লেখো যা গ্রাফাইটের নেই?
(i) হিরে কাচ কাটতে পারে কিন্তু গ্রাফাইট পারে না।
(ii) বিশুদ্ধ হিরের মধ্য দিয়ে এক্স-রশ্মি যেতে পারে কিন্তু গ্রাফাইটের
মধ্য দিয়ে এক্সরশ্মি যেতে পারে না।
3..গ্রাফাইট পিচ্ছিল হয় কেন?
উত্তর : গ্রাফাইটের আণবিক গঠন থেকে জানা যায় যে, গ্রাফাইটের
কার্বন
পরমাণুগুলি বিভিন্ন সমান্তরাল স্তরে সাজানো থাকে। স্তরগুলির মধ্যে
দূরত্ব বেশি এবং আকর্ষণ বল বেশ দুর্বল। এর ফলে উপরের স্তরে বল
প্রযুক্ত হলে সে নীচের স্তরের মধ্য দিয়ে সরে যেতে পারে। তাই
গ্রাফাইট পিচ্ছিল হয়।
4. জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : জ্বালানি ঃ যে সকল দাহ্য বস্তুর দহনের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি বলে। যেমন—কেরোসিন, পেট্রোল ডিজেল, LPG ইত্যাদি।
5. জ্বালানির তাপনমূল্য বা ক্যালোরি মূল্য কাকে বলে? এর একক কী?
উত্তর : উত্তর : একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে
পরিমাণ তাপশক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে ৷
এর একক কিলোক্যালোরি/কেজি।
6. জ্বালানির তাপন মূল্য জানা প্রয়োজন কেন?
১উত্তর : বিভিন্ন প্রকার জ্বালানির তাপন মূল্য বিভিন্ন রকম হয়।
কোনো কাজে জ্বালানি ব্যবহার করার পূর্বে জ্বালানির তাপন মূল্য
জানা প্রয়োজন। কারণ সবরকম জ্বালানি পুড়িয়ে সবরকম কাজ
পাওয়া সম্ভব নয়। যেমন—রান্নার কাজে LPG ব্যবহারের উপযোগী
হলেও, কৃত্রিম উপগ্রহে রকেট পাঠাতে LPG ব্যবহার করা যাবে না।
কারণ রকেটে যে প্রচণ্ড গতি সৃষ্টি করতে হয় তা LPG জ্বালানি থেকে
পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তরল হাইড্রোজেন জ্বালানিরূপে ব্যবহার করা হয়।
7. অবস্থা অনুযায়ী জ্বালানি কয় প্রকার ও কী কী?
উত্তর : অবস্থা অনুযায়ী জ্বালানি তিন প্রকার— (i) কঠিন জ্বালানি,
(ii) তরল জ্বালানি, (iii) গ্যাসীয় জ্বালানি।
8. জ্বালানির গুরুত্ব উল্লেখ করো।
উত্তর : মানবসভ্যতা বিকাশে জ্বালানির গুরুত্ব অপরিসীম।
বাড়িতে রান্নার কাজে, তাপবিদ্যুৎ উৎপাদনে, বিভিন্ন যানবাহন,
যেমন—মোটরগাড়ি, বাস, ট্রাক ইত্যাদি চালানোর কাজে, ধাতু নিষ্কাশনে,
বিভিন্ন কলকারখানাতে জ্বালানি ব্যবহার করা হয়।
9. গ্যাসীয় জ্বালানি ব্যবহারের দুটি সুবিধা লেখো।
উত্তর : (i) গ্যাসীয় জ্বালানির দহনে ধোঁয়া বা ছাই উৎপন্ন হয়না বলে
দহন সৃষ্ট অবশেষ দূরীকরণের খরচ হয় না। (ii) কঠিন বা তরল
জ্বালানির তুলনায় গ্যাসীয় জ্বালানির ক্যলোরিফিক মান যথেষ্ট
বেশি হয় বলে গৃহ ও শিল্পক্ষেত্রে যথেষ্ট লাভজনক হয়।
10. কোল ওয়াশিং কাকে বলে? এর প্রয়োজনীয়তা কী?
>উত্তর : কয়লা পরিশোধন পদ্ধতিকে কোল ওয়াশিং (Coal washing) বলে।
কোল ওয়াশিং-এর ফলে কয়লার মধ্যে থাকা নানা অশুদ্ধি দূর হয়।
ফলে কয়লা পোড়ালে কম ধোঁয়া ও কম ছাই উৎপন্ন হয়। পরিশোধন
করা কয়লার তাপন মূল্য বেশি হয়।
11. গ্রিনহাউস এফেক্ট কাকে বলে?
>উত্তর : সূর্য থেকে আসা ইনফ্রারেড রশ্মি শোষণ করে পৃথিবী গরম হয়ে ওঠে।
শুষে নেওয়া তাপশক্তির কিছুটা মাটি, জল ও পরিবেশের নানা পদার্থের
অণুদের মধ্যে ছড়িয়ে পড়ে। বাকি শক্তিটুকু পৃথিবী আবার ইনফ্রারেড
রশ্মি হিসেবে ছেড়ে দেয়। বাতাসে থাকা কিছু গ্যাসের অণু এই ছেড়ে দেওয়া
কম শক্তির ইনফ্রারেড রশ্মি শুষে নেয়। ফলে কিছুটা তাপ আটকে
পড়ে, সবটুকু মহাকাশে ফিরে যেতে পারে না। ফলে পৃথিবীর গড় উয়তা
বেড়ে যায়। এই ঘটনাকেই বলে গ্রিনহাউস এফেক্ট।
12. গ্রিনহাউস গ্যাস কাকে বলে? উদাহরণ দাও।
>উত্তর : গ্রিনহাউস গ্যাস ঃ বায়ুমণ্ডলে যেসব গ্যাসের উপস্থিতির জন্য গ্রিনহাউস
ক্রিয়া সংঘটিত হয় তাদের গ্রিনহাউস গ্যাস বলে। যেমন— CO2 (প্রধান)। এ ছাড়াও
জলীয় বাষ্প, মিথেন, ক্লোরোফ্লুরো কার্বন, নাইট্রাস অক্সাইড বায়ুমণ্ডলে গ্রিনহাউস
প্রভাব সৃষ্টি করে।
13. একটি জৈব ও একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম উল্লেখ করো।
উত্তর : অজৈব গ্রিনহাউস গ্যাসঃ কার্বন ডাইঅক্সাইড (CO2), জৈব গ্রিনহাউস গ্যাস
: মিথেন (CH4)।
14. গ্লোবাল ওয়ার্মিং বলতে কী বোঝো?
উত্তর : গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ঃ গ্রিনহাউসের প্রভাবে
পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বেড়ে চলেছে।
যেমন-1850 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা
বেড়েছে 0.5°C ইত্যাদি। আবার 1900 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে
তাপমাত্রা বেড়েছে 1°C ইত্যাদি। সুতরাং, প্রাকৃতিক পরিবেশ
যে ক্রমশ গরম হয়ে উঠছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
সারা পৃথিবী জুড়ে উন্নতার ক্রমবর্ধমান অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘গ্লোবাল ওয়ার্মিং'।
15. টেফলনের ব্যবহার লেখো। \
উত্তর : নন্-স্টিক বাসনপত্র তৈরি করতে, গাড়ির রঙের উপর
প্রলেপ দিতে, রাসায়নিক শিল্পে টেফলন ব্যবহার করা হয়।
16. নাইলনের দুটি ব্যবহার লেখো।
উত্তর : মাছ ধরার জাল তৈরি করতে এবং মশারি তৈরি করতে নাইলন ব্যবহার করা হয়।
17. টেরিকটন কাপড় কী?
উত্তর : টেরিলিনের সঙ্গে সুতির সুতো মিশিয়ে যে কাপড়
তৈরি করা হয় তাকে টেরিকটন কাপড় বলে।
18. সুতির কাপড় ও টেরিলিনের কাপড় কী দিয়ে তৈরি?
উত্তর : তুলো থেকে তৈরি করা সুতো দিয়ে সুতির কাপড় তৈরি করা হয়।
পলিমার জাতীয় সুতো দিয়ে টেরিলিনের কাপড় তৈরি করা হয়।একটা সুতির
কাপড়ের টুকরো আরএকটা সিন্থেটিক কাপড়ের টুকরো
19.মাটির তলায় বেশ কিছুদিন চাপা থাকলে কী দেখা যাবে?
উত্তর : সুতির কাপড় নষ্ট হয়ে যাবে। সেটিকে আর ব্যবহার করা যাবে না।
কিন্তু সিন্থেটিক কাপড়অবিকৃত থাকবে। সেটিকে পুনরায় ব্যবহার করা যেতে পারে।
20. বায়োডিগ্রেডেবল ও নন্-বায়োডিগ্রেডেবল পলিমার কাদের বলে?
উত্তর : প্রাকৃতিক জৈব পলিমারগুলি ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয়ে যায়।
তাই প্রাকৃতিক জৈব পলিমারগুলিকে বায়োডিগ্রেডেবল পলিমার বলে।
কৃত্রিম পলিমারগুলি ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। তাই এইসব
পলিমারগুলিকে নন-বায়োডিগ্রেডেবল পলিমার বলে।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Class 8 Science fourth chapter questions answers pdf
File Format:- PDF
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A
B
C
THANK YOU & WELCOME