অষ্টম শ্রেণি পরিবেশ প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণীর পরিবেশ পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর pdf
অষ্টম শ্রেণি পরিবেশ পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,অষ্টম শ্রেণি বিজ্ঞানের পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর pdf,
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী পরিবেশ প্রশ্ন উত্তর প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ।অষ্টম শ্রেণীর পরিবেশ পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর। প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan 5th chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশে 5 নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় pdf download, Class 8 Science fifth chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
আরও পোস্ট দেখো B
A
B
C
class 8 science 5th chapter question answer, অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
1. কোন্ সময় খুব বেশি বজ্রপাত হয় ?
উত্তর : কালবৈশাখীর ঝড়ে।
2. অন্ধকার ঘরে নাইলনের মশারি উলের সোয়েটার দিয়ে ঘষলে যে
আগুনের ফুলকি দেখা যায়, সেটি আসলে কী?
উত্তর : বিদ্যুৎস্ফুলিঙ্গ।
3. বজ্র আসলে কী?
উত্তর : বজ্র একরকম বড়ো ধরনের তড়িৎস্ফুলিঙ্গ।
4. ইলেকট্রনের চার্জকে কী বলে?
উত্তর : ঋণাত্মক আধান।
5. প্রোটনের চার্জকে কী বলে?
উত্তর : ধনাত্মক আধান।
6. কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলে
তাকে কী বলে?
উত্তর : আয়ন।
7. কোনো কণাতে প্রোটন সংখ্যার চেয়ে ইলেকট্রন সংখ্যা বেশি
হলে তাকে কী বলে?
উত্তর : ঋণাত্মক আয়ন।
কোনো কণাতে ইলেকট্রন সংখ্যার চেয়ে প্রোটন সংখ্যা বেশি
হলে তাকে কী বলে?
উত্তর : ধনাত্মক আয়ন।
9. কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কী গঠিত হয়?
উত্তর : ধনাত্মক আয়ন।
10. কোনো পরমাণুতে ইলেকট্রন যুক্ত হলে কী গঠিত হয়?
উত্তর : ঋণাত্মক আয়ন।
11. কোনো তড়িৎকোশের দুই মেরুর বিভবের পার্থক্যকে কী বলে?
উত্তর : বিভবপ্রভেদ বা বিভবপার্থক্য বলে।
12. ওপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভবপার্থক্য কত?
উত্তর : প্রায় চার লক্ষ ভোল্ট।
13. উপরের আকাশ ও ভূপৃষ্ঠের বিভবপার্থক্যের তড়িতের উৎস কী?
উত্তর : বজ্রপাত।
14. বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠ কোন্ তড়িতে আহিত হয়
উত্তর : ধনাত্মক তড়িতে আহিত হয়।
15. বজ্রপাতের ফলে ওপরের আকাশ কোন্ তড়িতে আহিত হয় ?
উত্তর : ধনাত্মক তড়িতে আহিত হয়।
16. রোজ পৃথিবী জুড়ে কত ঝড়বৃষ্টি হয়?
উত্তর : প্রায় চল্লিশ হাজার ঝড়বৃষ্টি হয়।
17. বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কাকে বলে
উত্তর : যে মেঘ থেকে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হয় তাকে বজ্রবিদ্যুতে
ভরা ঝড়ের মেঘ বলে।
18. মেঘের জলকণাগুলি তড়িৎগ্রস্ত হয় কী ভাবে?
উত্তর : বায়ুতে উপস্থিত বিভিন্ন ধরনের আহিত কণা জলকণার
গায়ে জমে মেঘের জলকণাগুলিকে তড়িগ্রস্ত করে।
19. মেঘের নীচের দিকে কোন্ আধান থাকে?
উত্তর : ঋণাত্মক আধান।
30. তড়িৎ বিভবপার্থক্যের একক কী?
উত্তর : ভোল্ট।
31. বসন্ত রোগের টিকা কে, কবে আবিষ্কার করেন?
উত্তর : ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে
বসন্তের টিকা আবিষ্কার করেন।
32. কালাজ্বর রোগের জীবাণুর নাম কী ?
উত্তর : লিস্মেনিয়া ডোনোভ্যানি।
33. যক্ষ্মা রোগের জীবাণুর নাম কী ?
উত্তর : মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস।
34. হেপাটাইটিস কয়প্রকার ও কী কী?
উত্তর : হেপাটাইটিস A, B, C, D এবং E অর্থাৎ পাঁচ রকমের হয়।
35. ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর নাম কী?
উত্তর : রাইবোভাইরাস।
36. ডায়াবেটিস কী?
উত্তর : এটি এক বিশেষ হরমোনের অভাবজনিত একধরনের
বিপাকীয় রোগ।
File Details:-
File Name:- class 8 poribesh o bigyan 5th chapter question answer pdf
File Format:- PDF
Download: Click Here to Download
অষ্টম শ্রেণীর পরিবেশ পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর।class 8 poribesh o bigyan chapter 5 question answer pdf ,ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
1. তড়িৎস্ফুলিঙ্গ কী?
উত্তর : বিপরীত জাতীয় তড়িৎ (ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎ) পরস্পর স্পর্শ করিয়েই দ্রুত ছাড়িয়ে নিলে যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়, তাকে তড়িৎ স্ফুলিঙ্গ বলে।
2. ছুরি, কাঁচি শান দেওয়ার সময় যে অগ্নি স্ফুলিঙ্গ দেখা যায় তা তড়িৎ স্ফুলিঙ্গ নয় কেন?
উত্তর : ছুরি কাঁচি শান দেওয়ার সময় ছুরি ও কাঁচির সঙ্গে ঘুরন্ত ধাতব চাকতির ঘর্ষণে এই অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এটি তড়িৎস্ফুলিঙ্গ নয়। কারণ তড়িৎ থেকে উৎপন্ন আগুনের ফুলকিই হল তড়িৎস্ফুলিঙ্গ।
3. আয়ন কাকে বলে?
উত্তর : তড়িদাধান যুক্ত পরমাণু বা মূলককে আয়ন বলে।
4. বায়ুতে ভাসমান ধূলিকণা বা জলকণা কীভাবে তড়িগ্রস্ত হয় ?
উত্তর : কোনো পরমাণু থেকে বেরিয়ে যাওয়া ইলেকট্রন বা বাতাসে ভেসে থাকা ধনাত্মক বা ঋণাত্মক আয়ন, বাতাসে ভেসে থাকা ধূলিকণা বা জলকণার সঙ্গে যুক্ত হলে বাতাসের ধূলিকণা ও জলকণা তড়িৎগ্রস্ত হয়।
5. তড়িদাহিত হওয়া বলতে কী বোঝো?
উত্তর : কোনো বস্তুতে ধনাত্মক তড়িদাধান বা ঋণাত্মক তড়িদাধান সঞ্জিত হলে বলা হয় বস্তুটি তড়িদাহিত হয়েছে। কোনো বস্তুতে ঋণাত্মক তড়িৎ আধান সঞ্চিত হলে বলা হয় বস্তুটি ঋণাত্মক তড়িৎদ্বারা আহিত হয়েছে। আবার কোনো বস্তুতে ধনাত্মক তড়িৎ সঞ্জিত হলে বলা হয় বস্তুটি ধনাত্মক তড়িৎ দ্বারা আহিত হয়েছে।
6. তড়িদাবেশ কাকে বলে?
উত্তর : একটি নিস্তড়িৎ বস্তুর কাছে একটি তড়িৎগ্রস্ত বস্তু আনলে নিস্তড়িৎ বস্তুর নিকটতম প্রান্তে বিপরীত জাতীয় তড়িদাধান এবং দূরতম প্রান্তে সমজাতীয় তড়িদাধান সৃষ্টি হয়। এই ঘটনাকে তড়িদাবেশ বলে।
7. তড়িৎক্ষরণ কাকে বলে?
উত্তর : তড়িৎ দ্বারা আহিত কোনো বস্তু থেকে তড়িদাধান বাইরে বেরিয়ে যাওয়াকে অথবা বাইরে থেকে বিপরীত তড়িদাধান বস্তুটিতে যুক্ত হওয়ার ঘটনাকে তড়িৎক্ষরণ বলে।
৪. তড়িৎপ্রবাহ বলতে কী বোঝো?
উত্তর : বাহ্যিক কোনো বল প্রয়োগ করে তড়িৎবাহী কণাগুলিকে (ইলেকট্রন বা আয়ন) পরিবাহীর একটি নির্দিষ্ট দিকে চালনা করাকে বলা হয় তড়িৎপ্রবাহ।
9. তড়িৎকোশের তড়িৎ বিভবপ্রভেদ কাকে বলে?
উত্তর : কোনো তড়িৎকোশের দুই মেরুর বিভবের পার্থক্যকে ওই তড়িৎকোশের তড়িৎবিভব পার্থক্য বলে।
20. মহামারি কাকে বলে?
১) যেসব রোগ সহজেই সংক্রামিত হয় এবং একসঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়ে থাকে, যার ফলে একসঙ্গে বহু মানুষ মারা যায়, তাকেই মহামারি বলে।
21. সংক্রামক মহামারি কী?
উত্তর : যেসব মহামারি বিভিন্ন প্রাণীবাহকের মাধ্যমে এক মানুষ থেকে অপর মানুষে খুব দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে দলে দলে বহু মানুষ মারা যায়, তাকেই সংক্রামক মহামারি বলে। যেমন—ম্যালেরিয়া, ডেঙ্গু, প্লেগ ইত্যাদি।
22. ডেঙ্গু রোগের তিনটি লক্ষণ উল্লেখ করো।
উত্তর :
(i) জ্বরের সঙ্গে গাঁটে গাঁটে তীব্র ব্যথা।
(ii) অনেক সময় তীব্র পেটে ব্যথা, মিউকাস পর্দা থেকে রক্তক্ষরণ।
(iii) অণুচক্রিকার মাত্রা হ্রাস পাওয়া।
23.গুটি বসন্ত রোগের বিস্তার কীভাবে ঘটে?
উত্তর : (i) রোগীর ব্যবহৃত জিনিস থেকে, হাঁচি ও কাশির মাধ্যমে।
(ii) রোগীর মলমূত্র এবং শুকনো গুটি থেকে বায়ুর মাধ্যমে এই রোগেরসংক্রমণ ঘটে।
24.ডায়ারিয়া রোগটি কীভাবে দমন করা হয়?
উত্তর : (i) রোগীকে বারবার ORS বা লবণ-চিনির জল পান করানো।
(ii) চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করানো।
(iii) পয়ঃপ্রণালীর উন্নতি সাধন করা।
25. যক্ষ্মা রোগের দুটি লক্ষণ উল্লেখ করো।
উত্তর : (i) বিশেষ করে রাত্রিবেলায় ঘুসঘুসে জ্বর হওয়া।
(ii) ঘাম হওয়া, খুসখুসে কাশি ও ওজন হ্রাস পাওয়া।
ক্লাস 8 বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর pdf,Class 8 পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় pdf,class 8 poribesh o 5th chapter question answer pdf
1. বজ্র নিরোধক কী? কী উদ্দেশ্য এটি ব্যবহৃত হয়?
উত্তর : তড়িদাহিত মেঘ ও পৃথিবীর মধ্যে তড়িৎমোক্ষণ হলে তীব্র তড়িৎ প্রবাহ হয়ে থাকে, সেইসঙ্গে প্রচণ্ড শব্দ হয়। একে বজ্রপাত বলে। এই তড়িৎপ্রবাহ কম বাধার পথে চলতে চেষ্টা করে। এই কারণে উঁচু বাড়ি ও গাছের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তড়িৎপ্রবাহের ফলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। ওই তাপে গাছ পুড়ে যায়, বাড়ির জলীয় পদার্থ বাষ্পে পরিণত হয়ে উচ্চচাপের সৃষ্টি করে ও বাড়িতে ফাটল দেখা যায়। বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করার জন্য যে ব্যবস্থা অবলম্বন করা হয় তাকে বজ্র নিরোধক বলে।বাড়ির সবচেয়ে উঁচু স্থানে একটা ধাতুর দণ্ড শক্তভাবে আটকানো হয়।দণ্ডটির উপরের দিকে খুব সরু কয়েকটি ছোটো ছোটো ধাতব শলাকা থাকে। মাটির মধ্যে 5-6 ফুট নীচে একটা চওড়া ধাতব পাত পুঁতে রাখা হয়। এবার একটি সুপরিবাহী মোটা তার দিয়ে দণ্ডটি এবং পাতটি যুক্ত করা হয়। এই ব্যবস্থাটি বাড়িকে বজ্রপাতের থেকে বাঁচায়।বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎপ্রবাহ হয় তা ওই তারের মধ্য দিয়ে মাটিতে চলে যায়। বাড়িটিতে বজ্রপাত হলেও বাড়িটির কোনো ক্ষতি হয় না।
2. প্লেগ রোগের সংক্রমণটি উল্লেখ করো।
উত্তর : প্লেগ রোগের জীবাণু র্যাট ফ্লীর মধ্যে থাকে। এরা প্লেগ আক্রান্ত ইঁদুরের রক্ত পান করার সময় প্লেগ রোগের জীবাণু মাছির পৌষ্টিক নালিতে প্রবেশ করে এবং খাদ্য চলাচলের স্থান আবদ্ধ করে দেয়। এই মাছি তখন খুব ক্ষুধার্ত হয়ে ওঠে ফলে ইঁদুর থেকে ইঁদুরে বিস্তার করে। ফলে ইঁদুর প্লেগ আক্রান্ত হয়ে মারা যায়। প্লেগ আক্রান্ত ইঁদুর মানুষকে কামড়ালে তারাও প্লেগ রোগে আক্রান্ত হয়। র্যাট ফ্লী মাছি কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তিও প্লেগ রোগে আক্রান্ত হয়।
3. ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো।
উত্তর : (i) শীতবোধ ও ঝুঁপুনি দেওয়া।
(ii) প্রবল জ্বর হওয়া।
(iii) প্রচণ্ড মাথা, হাত-পা ও কোমরে ব্যথা।
(iv) অত্যন্ত দুর্বলতা, বমি, ডায়ারিয়া ইত্যাদির লক্ষণ প্রকাশ পায়।
4. ডায়াবেটিস রোগের লক্ষণগুলি উল্লেখ করো।
উত্তর : (i) রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। (ii) প্রবল জল তেষ্টা ও খিদে বেড়ে যায়।
(iii) দেহের কোথাও কেটে-ছড়ে গেলে, তা সারতে দেরি হয়।
(iv) ঘনঘন মূত্রত্যাগ, দেহের ওজন হ্রাস পায়। (v) রক্তে শর্করার মাত্রা 100 cc -তে 180 mg হলে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয়।
5. হাইপারটেনশনের কারণগুলি উল্লেখ করো।
উত্তর : (i) স্থূলতা। (ii) অতিরিক্ত হারে ধূমপান, মদ্যপান। (iii) ওজনের বৃদ্ধি।
(iv) ঘুম না হওয়া। (v) দুশ্চিন্তা, রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি, স্ট্রেস ইত্যাদি কারণে হাইপারটেনশন হয়।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Class 8 Science 5th chapter questions answers in bengali pdf
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A
B
C
THANK YOU & WELCOME