অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান দেহের গঠন প্রশ্ন উত্তর pdf |অষ্টম শ্রেণীর পরিবেশ ষষ্ট অধ্যায় প্রশ্ন উত্তর pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণি দেহের গঠন প্রশ্ন উত্তর pdf ,অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ষষ্ট অধ্যায় প্রশ্ন উত্তর pdf ,class 8 science 6th chapter question answer answer pdf
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান দেহের গঠন প্রশ্ন উত্তর pdf |অষ্টম শ্রেণীর পরিবেশ ষষ্ট অধ্যায় প্রশ্ন উত্তর pdf
অষ্টম শ্রেণি দেহের গঠন প্রশ্ন উত্তর

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির দেহের গঠন প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণি পরিবেশ প্রশ্ন উত্তর দেহের গঠন।অষ্টম শ্রেণি পরিবেশ ষষ্ট অধ্যায় প্রশ্ন উত্তর। অষ্টম শ্রেণীর পরিবেশ ষষ্ট অধ্যায় দেহের গঠন প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan 6th chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।

তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশে 6 নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর ষষ্ট অধ্যায় pdf download, Class 8 Science six chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।

YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE 


      আরও পোস্ট দেখো     B  

A

B

C.

অষ্টম শ্রেণি পরিবেশ ষষ্ট অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,অষ্টম শ্রেণি বিজ্ঞানের ষষ্ট অধ্যায় প্রশ্ন উত্তর pdf,

অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. জীবের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো।

উত্তর :  জীব প্রোটোপ্লাজম সমন্বিত এবং উত্তেজনায় সাড়া দেয়।

2. কোন্‌ বিজ্ঞানী প্রথম কোশ আবিষ্কার করেন?

উত্তর : বিজ্ঞানী রবার্ট হুক (1965) প্রথম কোশ আবিষ্কার করেন।

3. প্রথম সজীব কোশ আবিষ্কার করেন কোন্ বিজ্ঞানী ?

উত্তর :  বিজ্ঞানী এন্টনি ভ্যান লিউয়েনহক (1674) প্রথম সজীব কোশ আবিষ্কার করেন।

4. নিউক্লিয়াসের নামকরণ করেন কে?

উত্তর :  বিজ্ঞানী রবার্ট ব্রাউন (1831) নিউক্লিয়াসের নামকরণ করেন।

5. প্রোটোপ্লাজমের নামকরণ করেন কে?

উত্তর :  প্রোটোপ্লাজমের নামকরণ করেন পারকিনজি (1839)।

6. কোশতত্ত্ব বা কোশবাদ কে আবিষ্কার করেন?

উত্তর :  উদ্ভিদবিদ স্নেইডেন এবং প্রাণীবিদ সোয়ান কোশতত্ত্ব বা কোশবাদ আবিষ্কার করেন।

7. কে প্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন?

উত্তর :  ফ্রান্সিস জ্যানসেন (1590) প্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন।

৪. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকের নাম কী ?

উত্তর :  নল ও রুস্কা (1930)।

9. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কোনো নমুনাকে কত বড়ো দেখা যায় ?

উত্তর :  ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কোনো নমুনাকে 50,000 থেকে 3,00,000 গুণ বড়ো দেখা যায়।

10. রড্ বা দণ্ডের ন্যায় আকৃতির কোশের নাম লেখো।

উত্তর :  রেটিনার রড্ কোশ।

11. আমাদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন কেন?

উত্তর :  অধিক পরিমাণ অক্সিজেন পরিবহণের জন্য।

12. মেরুদণ্ডী প্রাণীদের রক্তে অবস্থিত রঞ্জক পদার্থের নাম কী?

উত্তর :  মেরুদণ্ডী প্রাণীদের রক্তে অবস্থিত রঞ্জক পদার্থের নাম হিমোগ্লোবিন।

13. চিংড়ির রক্তে অবস্থিত রঞ্জক পদার্থের নাম কী?

উত্তর :  চিংড়ির রক্তে অবস্থিত রঞ্জক পদার্থের নাম হিমোসায়ানিন।

14. রক্ততঞ্জনে সাহায্যকারী রক্তকণিকা কোনটি?

উত্তর :  অণুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকা।

15. খাদ্য নালির সংকোচন ও প্রসারণে সাহায্য করে কোন্ পেশি?

উত্তর :  অনৈচ্ছিক বা মসৃণ পেশি খাদ্যনালির সংকোচন ও প্রসারণে সাহায্য করে।

16. কোন্ কোশ আমাদের দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে?

উত্তর :  স্নায়ুকোশ দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে।

17. কোন্ কলা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়?

উত্তর :  ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়।

18. জাইলেমের মৃত কোশগুলির নাম কী ?

উত্তর :  জাইলেমের মৃত কোশগুলি হল ট্রাকিড ও ট্রাকিয়া ।

19. কোন্ কলা উদ্ভিদদেহে জল সংবহনে সাহায্য করে?

উত্তর :  জাইলেম কলা উদ্ভিদদেহে জল সংবহনে সাহায্য করে।

20. কোন্ কলা উদ্ভিদদেহে খাদ্যরস পরিবহণে সাহায্য করে?

উত্তর :  ফ্লোয়েম কলা উদ্ভিদদেহে খাদ্যরস পরিবহণে সাহায্য করে।

21. চর্বি কোশের আকার কীরূপ?

উত্তর :  চর্বি কোশের আকার আংটির মতো।

22. কোশের পরিমাপের ক্ষুদ্রতম এককটি কী?

উত্তর :  কোশের পরিমাপের ক্ষুদ্রতম একক হল মাইক্রোমিটার (4m)।

23. সর্বাপেক্ষা ছোটো আয়তনের কোশের নাম কী?

উত্তর :   সর্বাপেক্ষা ছোটো আয়তনের কোশ মাইকোপ্লাজমা।

24. সর্বাপেক্ষা বড়ো আয়তনের প্রাণী কোশের নাম কী?

উত্তর :  সর্বাপেক্ষা বড়ো আয়তনের প্রাণী কোশের নাম উটপাখীর ডিম।

25. মানবদেহের অন্তর্গত সর্বাপেক্ষা ছোটো ও বড়ো কোশের নাম কী?

উত্তর :  সর্বাপেক্ষা ছোটো কোশ লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা এবং সর্বাপেক্ষা বড়ো কোশ নিউরোন।

26. প্রাণীদেহের অন্তর্গত কোন তন্ত্র বিপাকজাত পদাৰ্থ দেহ থেকে নির্গত করে?

উত্তর :  রেচনতন্ত্র প্রাণীদেহ থেকে বিপাকজাত পদার্থ নির্গত করে।

27. দুটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো।

উত্তর :  পিটুইটারি গ্রন্থি ও থাইরয়েড গ্রন্থি।

28. আমাদের দেহের কোন তন্ত্র অভ্যন্তরীণ অঙ্গগুলিকে রক্ষা করে?

উত্তর :  কঙ্কাল তন্ত্র অভ্যন্তরীণ অঙ্গগুলিকে রক্ষা করে।

29. নখ, চুল, শিং প্রভৃতির আবরণী কলার ওপর সঞ্চিত পদার্থের নাম কী?

উত্তর :  নখ, চুল, শিং প্রভৃতির আবরণী কলার ওপর সঞ্চিত পদার্থের নাম কেরাটিন।

30. এমন একটি কোশের উদাহরণ দাও যেখানে মাইটোকনড্রিয়া নেই।

উত্তর :  ব্যাকটেরিয়া কোশে মাইটোকনড্রিয়া নেই।

31. নস্টক কী প্রকারের কোশ?

উত্তর :  নস্টক প্রোক্যারিওটিক কোশ।

32. পদার্থবিহীন একটি কোশ-অঙ্গাণুর নাম লেখো।

উত্তর :  রাইবোজোম পদার্থবিহীন কোশ-অঙ্গাণু।

33. একক পর্দাযুক্ত কোশ-অঙ্গাণুর নাম লেখো।

উত্তর :  একক পর্দাযুক্ত কোশ-অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম।

34. কোন্ কোশ-অঙ্গাণু কেবল উদ্ভিদ কোশে থাকে?

º প্লাসটিড কেবল উদ্ভিদ কোশে থাকে।

35. কোন্ কোশ-অঙ্গাণু কেবল প্রাণীকোশে থাকে?

উত্তর :  সেন্ট্রোজোম কেবল প্রাণী কোশে থাকে।

36.এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোশের কোন্ অংশ থেকে সৃষ্টি হয়?

উত্তর :  কোশপর্দা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সৃষ্টি হয়।

37. কোশপ্রাচীরের গঠনগত একক কী ?

উত্তর :  ম্যাক্রোফাইব্রিল কোশপ্রাচীরের গঠনগত একক।

38. নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়?

উত্তর :  ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোম গঠিত হয়।

39. নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোশের নাম লেখো।

উত্তর :  সিভনল নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোশ।

40. বহু নিউক্লিয়াসযুক্ত একটি উদ্ভিদকোশ ও একটি প্রাণীকোশের উদাহরণ দাও।

উত্তর :  বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদকোশ ভাউকেরিয়া এবং বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোশ ওপালিনা।

41. মানুষের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা কত?

উত্তর :  মানুষের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা 46টি বা 23 জোড়া।

42. কোশের শক্তিঘর কোন্‌টি?

উত্তর :  কোশের শক্তিঘর হল মাইটোকনড্রিয়া।

43. মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত দানার নাম কী?

উত্তর :  মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত দানা হল অক্সিজোম।

44. মাইটোকনড্রিয়া বিহীন প্রাণীকোশের নাম লেখো।

উত্তর :  মাইটোকনড্রিয়া বিহীন প্রাণীকোশ হল স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা।

45. কোন্ কোশ-অঙ্গাণু কোশীয় বস্তুর পরিবহণ ও সঞ্চয়ে সাহায্য করে?

উত্তর :  এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম কোশীয় বস্তুর পরিবহণ ও সঞ্চয়ে সাহায্য করে।

6. কোশের মস্তিষ্ক কোন্‌টি?

উত্তর :  কোশের মস্তিষ্ক হল নিউক্লিয়াস।

47. উদ্ভিদ কোশের গলগি বস্তুকে কী বলে?

উত্তর :  উদ্ভিদ কোশের গলগি বস্তুকে ডিকটিওজোম বলে।

48. খাদ্য পরিপাকের সময় উৎসেচক ক্ষরণকারী গ্রন্থিকোশগুলিতে কোন্ অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পায় ?

উত্তর :  খাদ্য পরিপাকের সময় উৎসেচক ক্ষরণকারী গ্রন্থিকোশগুলিতে গলগি বস্তুর সংখ্যা বৃদ্ধি পায়।

49. কোশের প্রোটিন ফ্যাক্টরি কোন্ অঙ্গাণু?

উত্তর :  কোশের প্রোটিন ফ্যাক্টরি হল রাইবোজোম।

50. কোশাভ্যন্তরীয় পরিপাকে সাহায্য করে কোন্ অঙ্গাণু?

উত্তর :  লাইসোজোম কোশাভ্যন্তরীয় পরিপাকে সাহায্য করে।

51. কোশের সুইসাইড ব্যাগ কোন্ অঙ্গাণুকে বলে?

উত্তর :  লাইসোজোমকে কোশের সুসাইড ব্যাগ বলে।

52. কোন্ কোশ-অঙ্গাণু প্রাণীকোশ বিভাজনে সাহায্য করে?

উত্তর :  সেন্ট্রোজোম প্রাণীকোশ বিভাজনে সাহায্য করে।

53. কোন্ কোশ-অঙ্গাণু উদ্ভিদ কোশ বিভাজনে সাহায্য করে?

উত্তর :  গলগি বস্তু বা ডিকটিওজোম উদ্ভিদ কোশ বিভাজনে সাহায্য করে।

54. একটি প্রাণীর উদাহরণ দাও যেখানে প্লাসটিড থাকে?

উত্তর :  ইউগ্লিনায় প্লাসটিড থাকে।

55. ক্লোরোপ্লাস্টিডবিহীন একটি উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর :  ছত্রাক (মিউকর, পেনিসিলিয়াম) ক্লোরোপ্লাস্টিডবিহীন উদ্ভিদ।

56. কোন্ রঞ্জক সালোকসংশ্লেষে সাহায্য করে?

উত্তর :  ক্লোরোফিল নামক রঞ্জক সালোকসংশ্লেষে সাহায্য করে।

57. পেশি কোশের সঞ্চালনে কোন্ কোশ-অঙ্গাণু সাহায্য করে?

উত্তর :  পেশি কোশের সঞ্চালনে মাইটোকনড্রিয়া সাহায্য করে।

58. রক্তে থাকা হয় এমন একটা কোশের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে?

উত্তর :  শ্বেত রক্তকণিকা।


File Details:-

File Name:- Class 8 Science 6th chapter questions answers pdf 

File Format:- PDF

  Download  Click Here to Download 

class 8 poribesh o bigyan chapter 6 question answer pdf ,ক্লাস 8 বিজ্ঞান ষষ্ট অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,অষ্টম শ্রেণীর ষষ্ট অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |

1. পেশি কোশের কাজ কী?

উত্তর :  (i) ঐচ্ছিক পেশি প্রাণীদের চলন-গমনে সাহায্য করে। (11) অনৈচ্ছিক পেশি প্রাণী দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহের সংকোচন- প্রসারণ ঘটায় (iii) হৃদ্‌পেশি হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ ঘটিয়ে দেহে রক্ত সংবহন ঘটায়।

2.স্নায়ুকোশের কাজ কী?

উত্তর :  (i) প্রাণীদেহে বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে উদ্দীপনায়

সাড়া দেয়। (ii) পেশির সংকোচন ও গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

3.উদ্ভিদের ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী সংবহনে সাহায্যকারী কলার নাম লেখো।

উত্তর :  ঊর্ধ্বমুখী সংবহনে সাহায্য করে জাইলেম এবং নিম্নমুখী সংবহনে সাহায্য করে ফ্লোয়েম কলা।

4. জীবদেহ গঠনের ধাপগুলি উল্লেখ করো।


উত্তর :  কোশ → কলা → অঙ্গ → অঙ্গতন্ত্র

5.ভাজক কলার কাজ কী?

উত্তর : 

(i) উদ্ভিদের নতুন অঙ্গ সৃষ্টি করে। (ii) মূল, কাণ্ড ও পাতার বৃদ্ধি ঘটায়। (iii) স্থায়ী কলা সৃষ্টি করে।

6.সরল স্থায়ী ক্লার কাজ কী?

উত্তর :  (i) প্যারেনকাইমা কলা ঃ উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, খাদ্য সঞ্চয়ে ও প্লবতা প্রদানে সাহায্য করে।

(ii) কোলেনকাইমা কলা : উদ্ভিদের খাদ্য সংশ্লেষে ও দৃঢ়তা প্রদানে সাহায্য করে।

(iii) স্ক্লেরেনকাইমা কলা : উদ্ভিদ অঙ্গের ভারবহন করে ও দৃঢ়তা প্রদান করে।

7. প্রাণীদেহে আবরণী কলার কাজ উল্লেখ করো।

উত্তর :  (i) প্রাণীদেহের বাইরে এবং ভেতরের বিভিন্ন অঙ্গের ওপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করে। (ii) এই কলার কিছু কোশ রেচন, ক্ষরণ ও শোষণে অংশগ্রহণ করে।

8. যোগ কলার কাজ লেখো।

উত্তর : (i) প্রাণীদেহের বিভিন্ন কলা, অঙ্গ ও তন্ত্রের মধ্যে যোগাযোগ সাধন করে। (ii) দেহের ভারবহন করে ও কাঠামো গঠন করে।

9*. প্রোক্যারিওটিক কোশ কাকে বলে?

উত্তর :  যে সকল কোশের নিউক্লিয়াসটি সুগঠিত নয় (নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস ও নিউক্লিয় জালক থাকে না) এবং পর্দাঘেরা কোনো কোশ অঙ্গাণু থাকে না, তাদের প্রোক্যারিওটিক কোশ বা আদি কোশ বলে।

10. ইউক্যারিওটিক কোশ কাকে বলে?

উত্তর :  যে সকল কোশের নিউক্লিয়াসটি সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের সকল অংশ উপস্থিত এবং সাইটোপ্লাজমে পর্দাঘেরা কোশ অঙ্গাণু থাকে, তাদের ইউক্যারিওটিক কোশ বা আদর্শ কোশ বলে।

11. একক পর্দা কাকে বলে?

উত্তর :  প্রোটিন-লিপিড-প্রোটিন নির্মিত ত্রিস্তরীয় পর্দাকে একক পর্দা বলে।

যেমন—কোশপর্দা।

12. কোশপর্দা কাকে বলে?

উত্তর :  প্রত্যেক সজীব কোশের প্রোটোপ্লাজমকে বেষ্টন করে যে পাতলা, সূক্ষ্ম, স্থিতিস্থাপক, প্রভেদকভেদ্য, লাইপো-প্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণী থাকে, তাকে কোশপর্দা বলে।

প্রভেদকভেদ্য পর্দা কাকে বলে?

উত্তর :  যেসব পর্দার মধ্য দিয়ে অল্প পরিমাণে দ্রাব্যের অণু চলাচল করতে পারে,

তাদের প্রভেদকভেদ্য পর্দা বলে। যেমন—কোশপর্দা।

13., কোশপর্দার কাজ লেখো।

উত্তর :  (i) কোশের প্রোটোপ্লাজমকে রক্ষা করা। (ii) এন্ডোপ্লাজমিক

রেটিকিউলাম, গলগি বস্তু, নিউক্লিয় পর্দা প্রভৃতি সৃষ্টি করা।

14.. প্লাজমোডেসমাটা কাকে বলে?

উত্তর :  উদ্ভিদ কোশপ্রাচীরের অসংখ্য সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে পার্শ্ববর্তী কোশগুচ্ছের মধ্যে যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন হয়, তাকে প্লাজমোডেসমাটা বলে।

15. কোশপ্রাচীরের দুটি কাজ লেখো।

উত্তর :  (i) কোশপর্দা ও প্রোটোপ্লাজমকে রক্ষা করা। (ii) ভেদ্য কোশপ্রাচীর পাশাপাশি দুটি কোশের মধ্যে জল ও খনিজ লবণের চলাচলে সাহায্য করে।

16.. আদর্শ নিউক্লিয়াসের অংশগুলি কী কী?

উত্তর :  আদর্শ নিউক্লিয়াসের অংশগুলি হল—নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজমা এবং নিউক্লিয় জালিকা ।

17.. নিউক্লিয়াসের দুটি কাজ উল্লেখ করো।

উত্তর :  (i) কোশের সকল জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। (ii) বংশগত পদার্থ (DNA) কোশ থেকে কোশে এবং জীব থেকে জীবে বহন করে।

18. ক্রিস্টি কী?

উত্তর :  মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে যে অসংখ্য আঙুলের মতো প্রবর্ধক গঠন করে, তাদের ক্রিস্টি বলে।

19. মাইটোকনড্রিয়ার দুটি কাজ লেখো।

উত্তর :  (i) মাইটোকনড্রিয়া শ্বসনের ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে। (ii) শক্তি (ATP ) উৎপন্ন করে।

20. মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ লেখো।

উত্তর :  মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা ফ্যাট সংশ্লেষ করে এবং কয়েক প্রকার

হরমোন ক্ষরণ করে। অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষ করে।

21. গলগি বস্তু কাকে বলে?

>উত্তর :  আদর্শ কোশের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে একক পর্দা বেষ্টিত চ্যাপটা থলির মতো এবং ক্ষুদ্র গহ্বরের ন্যায় যেসব অঙ্গাণু পরস্পর সমান্তরালভাবে সজ্জিত থাকে, তাদের গলগি বস্তু বলে।

22. গলগি বস্তুর কাজ লেখো।

উত্তর :  (i) হরমোন, উৎসেচক ইত্যাদি ক্ষরণ ও পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (ii) বিভিন্ন বস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে।

23. রাইবোজোমের কাজ উল্লেখ করো।

উত্তর :  (i) প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা। (ii) স্নেহপদার্থ বিপাকে সাহায্য করা।

24. হেটারোফ্যাগি কাকে বলে?

উত্তর :  লাইসোজাইম তার উৎসেচকের সাহায্যে দেহকোশে প্রবিষ্ট প্রোটিন কণা তথা জীবাণুদের ধ্বংস করে অর্থাৎ পাচিত করে, এই পদ্ধতিকে হেটারোফ্যাগি বা পরদেহ ভক্ষণ বলে।

25.অটোলাইসিস কাকে বলে?

উত্তর :  বার্ধক্য ও রোগজনক অবস্থায় লাইসোজোম নিঃসৃত উৎসেচক কোশ অঙ্গাণু বা সম্পূর্ণ কোশকে পাচিত করে, এই প্রক্রিয়াকে অটোলাইসিস বলে।

26. সেন্ট্রোজোমের দুটি কাজ লেখো।

উত্তর :  (i) প্রাণীকোশ বিভাজনে সাহায্য করে। (ii) সিলিয়া ও ফ্ল্যাজেলাযুক্ত কোশে সিলিয়া ও ফ্ল্যাজেলা সৃষ্টি করে।

27. কোয়ান্টাজোম কাকে বলে?

উত্তর :  ক্লোরোপ্লাস্টিডের থাইলাকয়েডের আবরণীর ভিতরের প্রাচীরে যে ক্ষুদ্র দানাগুলির মধ্যে ক্লোরোফিল রঞ্জক থাকে, তাদের কোয়ান্টাজোম বলে।

28. ক্লোরোপ্লাসটিডের দুটি কাজ লেখো।

উত্তর :  (i) সালোকসংশ্লেষে সাহায্য করে। (ii) ক্লোরোফিল সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে (ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট) রূপান্তরিত করে।

29. ক্রোমোপ্লাসটিডের কাজ কী?

উত্তর :  ক্রোমোপ্লাসটিড ফুল ও ফলের বর্ণ গঠন করে পরাগযোগ এবং ফলের বিস্তারে সহায়তা করে।

30. লিউকোপ্লাসটিডের কাজ কী?

উত্তর :  লিউকোপ্লাসটিড খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন—অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার, অ্যালাইওপ্লাস্ট ফ্যাট এবং প্রোটিনোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে।

ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান ষষ্ট অধ্যায় প্রশ্ন উত্তর,অষ্টম শ্রেণীর ষষ্ট অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর pdf,অষ্টম শ্রেণীর পরিবেশ ষষ্ট অধ্যায় প্রশ্ন উত্তর।


31. প্রাইমরডিয়াল ইউট্ৰিকল কী?

উত্তর :  উদ্ভিদ কোশে বড়ো ভ্যাকুওলকে ঘিরে নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোশপ্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে, সাইটোপ্লাজমের এরূপ বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।

32. কোশগহ্বরের কাজ কী?

উত্তর :  (i) কোশগহ্বর বা ভ্যাকুওলে খাদ্য, ক্ষরিত পদার্থ ইত্যাদি জমা থাকে এবং রেচন বা বর্জ্য পদার্থ সঞ্চয় ও দূরীকরণে সাহায্য করে। (ii) উদ্ভিদকোশের আকারের বৃদ্ধি ও হ্রাস নিয়ন্ত্রণ করে।

33.. কোশবাদ বা কোশতত্ত্ব বলতে কী বোঝো?

উত্তর :  জার্মানদেশীয় উদ্ভিদবিজ্ঞানী স্নেইডেন এবং প্রাণীবিজ্ঞানী সোয়ান মিলিতভাবে কোশ সম্পৰ্কীয় যে মতবাদ প্রচলন করেন, তাকে কোশবাদ বা কোশতত্ত্ব বলে ৷ তাঁদের মতবাদের মূল বিষয়বস্তু হল—

(i) প্রতিটি জীব এক বা একাধিক কোশ দিয়ে গঠিত।

(ii) কোশই জীবনের গঠনমূলক একক।

34. কোশতত্ত্বে আধুনিক মতবাদ উল্লেখ করো।

উত্তর :  কোশতত্ত্বের আধুনিক মতবাদ—

(i) কোশ শুধুমাত্র গঠনগত একক নয়, এটি দেহের শারীরবৃত্তীয় এককও।

(ii) পূর্বসূরি কোনো কোশ থেকে বিভাজনের মাধ্যমে নতুন কোশ সৃষ্টি হয়।

(iii) জীবদেহের সব কোশ একইরকম জিনবস্তু আহরণ করে, ফলে সব কোশই সদৃশ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হয়।

(iv) জীবনের ক্ষুদ্রতম একক হল কোশ।

(v) জীবদেহের সব কোশের মিলিত কাজের মধ্য দিয়ে জীবের গুণাবলির প্রকাশ ঘটে।

35.. মেসোক্যারিওটিক কোশ কাকে বলে?

উত্তর :  যেসব কোশের নিউক্লিয়াসটি সুগঠিত, ক্রোমোজোম আম্লিক প্রোটিনযুক্ত এবং যাদের কোশ বিভাজনের সময় নিউক্লিয় পর্দা বিলুপ্ত না হয়ে সরাসরি বিভাজিত হয়, সেইসব কোশকে মেসোক্যারিওটিক কোশ বা মধ্য নিউক্লিয় কোশ বলে। যেমন—পেরিডিনিয়াম, জিমনোডিনিয়াম

প্রভৃতি শৈবাল কোশ।

36.. লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপটা চাকতির মতো হওয়ার কারণ কী? (নমুনা প্রশ্ন)

উত্তর :  লোহিত রক্তকণিকার দ্বি-অবতল আকৃতির জন্য এদের তলীয় ক্ষেত্রফল বেশি হয় ফলে অধিক অক্সিজেনের সংস্পর্শে আসে। এছাড়া রক্ত কিছুটা লঘু ক্ষারক হয়ে পড়লেও তারা ফেটে যায় না এবং পিংপং বলের মতো গোল হয়ে নিজেদের টিকিয়ে রাখে।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Class 8 Science Six chapter questions answers pdf 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A

B

C




THANK YOU & WELCOME

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url