অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নবম অধ্যায় প্রশ্ন উত্তর pdf
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণীর পরিবেশ নবম অধ্যায় প্রশ্ন উত্তর pdf | class 8 poribesh o bigyan chapter 9 question answer pdf অষ্টম শ্রেণী অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি প্রশ্ন উত্তর
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী পরিবেশ প্রশ্ন উত্তর অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি।অষ্টম শ্রেণীর পরিবেশ অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি প্রশ্ন উত্তর। অষ্টম শ্রেণীর পরিবেশ নবম অধ্যায় অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan 9th chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
ক্লাস 8 বিজ্ঞান অষ্টম নবম প্রশ্ন উত্তর pdf download
তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশে 9 নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর অষ্টম অধ্যায় pdf download, Class 8 Science nine chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
আরও পোস্ট দেখো B
A
B
C
অষ্টম শ্রেণীর নবম অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণি পরিবেশ নবম অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,অষ্টম শ্রেণি বিজ্ঞানের নবম অধ্যায় প্রশ্ন উত্তর pdf,
1. বয়ঃসন্ধি কী?
উত্তর : বাল্যকালের পর যৌবন আসার সন্ধিক্ষণকে বয়ঃসন্ধি বলে। এই সময় পুরুষ ও স্ত্রীলোকের দেহে ও মনে নানারকম পরিবর্তন লক্ষ করা যায়।
2. বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে?
উত্তর : যে গ্রন্থির ক্ষরণ নালিপথে গ্রন্থির বাইরে আসে তাকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। যেমন—যকৃৎ, বৃক্ক।
3. অন্তঃক্ষরা গ্রন্থি কী?
উত্তর : যেসকল গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে আসে না, তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে। এই গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে বা লসিকায় মিশে যায়। যেমন—পিট্যুইটারি, থাইরয়েড গ্রন্থি।
4. মিশ্র গ্রন্থি কাকে বলে?
উত্তর : যেসব গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদের মিশ্র গ্রন্থি বলে। যেমন—অগ্ন্যাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়।
5. হরমোন কাকে বলে?
উত্তর : অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত একপ্রকারের জৈবরাসায়নিক পদার্থ, যা গ্রন্থিকোশ থেকে নিঃসৃত হয়ে দেহতরলের সঙ্গে মিশে দূরবর্তী স্থানের কোশসমূহের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।
6. পিট্যুইটারির দুটি খণ্ডক থেকে নিঃসৃত হরমোনগুলি কী কী?
উত্তর : অগ্র পিট্যুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলি হল—STH, TSH,
ACTH, GTH এবং পশ্চাৎ পিট্যুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলি হল—ভেসোপ্রেসিন, ADH ও অক্সিটোসিন।
7. সংকটকালীন হরমোন কাকে বলে?
উত্তর : অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলে।
8.গোনাড কী?
উত্তর : যে বিশেষ গ্রন্থির মধ্যে জনন কোশ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি হয় তাকে গোনাড বলে।
10. পিট্যুইটারির ক-টি খণ্ড ও কী কী?
উত্তর : পিট্যুইটারির দুটি খণ্ড, যথা—(i) অগ্র পিট্যুইটারি ও (ii) পশ্চাৎ পিট্যুইটারি।
11. থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে?
উত্তর : গ্রীবার অঙ্কদেশে স্বরযন্ত্র ও শ্বাসনালির মাঝখানে অবস্থিত।
class 8 poribesh 9th chapter question answer pdf ,ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান নবম অধ্যায় প্রশ্ন উত্তর,class 8 science 9th chapter question answer,
1. STH হরমোনের স্বল্প ক্ষরণে কোন্ রোগ হয়?
উত্তর : বামনত্ব।
2. ACTH হরমোনের অধিক ক্ষরণে কোন্ লক্ষণ প্রকাশ পায় ?
উত্তর : কুশিং বর্ণিত লক্ষণ প্রকাশ পায়।
3. থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো।
উত্তর : ক্যালসিটোনিন এবং থাইরক্সিন হরমোন।
4. থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের কী রোগ হয়?
উত্তর : শিশুদের ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়।
5. মানবদেহের একটি মিশ্র গ্রন্থির নাম লেখো।
উত্তর : অগ্ন্যাশয়।
6. অগ্ন্যাশয়ের মধ্যে উপস্থিত অন্তঃক্ষরা গ্রন্থিটি কী?
উত্তর : আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স।
7. ইনসুলিনের একটি কাজ লেখো।
8. GTH কী ?
উত্তর : গোনাডোট্রফিক হরমোন গোনাড অর্থাৎ জনন গ্রন্থির পরিণতি ঘটায় এবং তাদের হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে।
9. অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়?
উত্তর : বৃক্কের উপরিভাগে অবস্থিত গ্রন্থিটি কর্টেক্স এবং মেডালা দুটি স্তর নিয়ে গঠিত। অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে অ্যাড্রিনাল হরমোন নিঃসৃত হয়।
10. মানবদেহের জনন গ্রন্থিগুলির নাম কী?
উত্তর : পুরুষদের জনন গ্রন্থি হল একজোড়া শুক্রাশয় এবং স্ত্রীলোকদের জনন গ্রন্থি হল একজোড়া ডিম্বাশয়।
11. ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে কেন?
উত্তর : ইনসুলিন ফ্যাটের জারনে বাধা দিয়ে কিটোন বাড উৎপাদন ব্যহতকরে। পলে রক্তে কিটোন-বাউর পরিমাণ বৃদ্ধি করে না। এই কারণে ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে।
12. অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলে কেন?
উত্তর : সংকটককালে ও বিপদের সময় অ্যাড্রিনালিন ক্ষরণ বেড়ে যায় এবং দেহকে বিপদের মোকাবিলা করতে সাহায্য করে। এই কারণে অ্যাড্রিনালিনকে সংককটকালীন বা জরুরিকালীন হরমোন বলে।
13. বয়ঃসন্ধিকালে মুখে ব্রন হয় কেন?
উত্তর : বয়ঃসন্ধিকালে সিবেসিয়াম গ্রন্থির মুখ বন্ধ হয়ে যায়। ফলে সিবাম ঠিকমত শায়িত হতে পারে না। ফলে সিবেসিয়াস গ্রন্থিতে জীবাণুর সংক্রমন ঘটে এবং গ্রন্থিগুলি ফুলে দিয়ে ব্রন সৃষ্টি করে।
File Details:-
File Name:- Class 8 Science chapter 9 questions answers in bengali pdf
File Format:- PDF
Download: Click Here to Download
অষ্টম শ্রেণীর পরিবেশ নবম অধ্যায় প্রশ্ন উত্তর।অষ্টম শ্রেণী নবম অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর pdf,Class 8 পরিবেশ ও বিজ্ঞান অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি
1. হরমোনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো।
(i) হরমোন প্রধানত প্রোটিনধর্মী, তবে অ্যামাইনো বা স্টেরয়েডধর্মীও হতে পারে।
(ii) হরমোন উৎপত্তিস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে।
(iii) হরমোন জৈব অনুঘটকের ন্যায় কাজ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।
(iv) হরমোন খুব স্বল্পমাত্রায় ক্রিয়া করে।
2. থাইরয়েড গ্রন্থি সম্পর্কে সংক্ষেপে লেখো।
উত্তর : গ্রন্থিটি গ্রীবার অঙ্কদেশে স্বরযন্ত্র ও শ্বাসনালির মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এই গ্রন্থিটি বাম ও ডান দুটি পার্শ্বীয় খণ্ডক নিয়ে গঠিত। এই গ্রন্থির মুখ্য হরমোন হল থাইরক্সিন, ট্রাই আয়োডো থাইরেনিন, ক্যালসিটোনিন।
3. থাইরক্সিনের কাজগুলি লেখো।
উত্তর : (i) দেহের বিপাক ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে।
(ii) এই হরমোন মৌল বিপাকীয় হারকে নিয়ন্ত্রণ করে।
(iii) এই হরমোন লোহিতকণিকার ক্রমপরিণতিতে সহায়তা করে।
(iv) এই হরমোন হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে, ফলে রক্তচাপ ও শ্বসন হারও বাড়ে।
4. ইনসুলিনের কাজগুলি উল্লেখ করো।
উত্তর : (i) কোশপর্দার ভেদ্যতা বৃদ্ধি করে, কোশে গ্লুকোজের প্রবেশ বাড়ায়। (ii) রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিকোশে গ্লাইকোজেনরূপে সঞ্চিত রাখে।
(iii) যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করে।
5. ডায়াবেটিস ইনসিপিডাস কী?
উত্তর : পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে নিঃসৃত ADH হরমোন বৃক্কীয় নালিকার পুনঃশোষণ ঘটায়। তাই এই হরমোনের কম ক্ষরণে মূত্রের মাত্রা বৃদ্ধি পায়, ফলে অধিক পরিমাণে এবং ঘন ঘন
শর্করাবিহীন মূত্রের ত্যাগ ঘটে। এই প্রকার রোগকে ডায়াবেটিস ইনসিপিডাস বলে।
6. অ্যাড্রিনালিন হরমোনের কাজ উল্লেখ করো।
উত্তর : (i) এটি হৃদ্গতি বৃদ্ধি করে।
(ii) রক্তচাপের মাত্রা বৃদ্ধি করে।
(iii) এই হরমোন BMR বৃদ্ধি করে।
(iv) এই হরমোন তারারন্ধ্রকে প্রসারিত করে।
7. পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে কেন?
উত্তর : পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত হরমোনগুলি মানবদেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের বৃদ্ধি এবং তাদের কার্যকলাপকে বিশেষভাবে প্রভাবিত করে এবং নিয়ন্ত্রণও করে। তাই এই গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে।
8. ইনসুলিনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে কেন?
উত্তর : ইনসুলিন রক্তমধ্যস্থ গ্লুকোজকে কোশে প্রেরণ করে এবং তার ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সহায়তা করে। আবার গ্লাইকোজেনরূপে গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে সঞ্চিত রাখে। তা ছাড়া নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়। তাই ইনসুলিনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Class 8 Science chapter 9 questions answers in bengali pdf
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A
B
C
THANK YOU & WELCOME