আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ প্রশ্ন উত্তর pdf | অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান একাদশ অধ্যায় প্রশ্ন উত্তর pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণি আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ প্রশ্ন উত্তর pdf  | অষ্টম শ্রেণীর পরিবেশ একাদশ অধ্যায় প্রশ্ন উত্তর pdf l

অষ্টম শ্রেণি আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ প্রশ্ন উত্তর pdf  | অষ্টম শ্রেণীর পরিবেশ একাদশ অধ্যায় প্রশ্ন উত্তর pdf
Class 8 Science chapter 11 questions answers


আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ প্রশ্ন উত্তর pdf। অষ্টম শ্রেণী পরিবেশ প্রশ্ন উত্তর আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ।অষ্টম শ্রেণীর পরিবেশ আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ প্রশ্ন উত্তর। অষ্টম শ্রেণীর পরিবেশ একাদশ অধ্যায় আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ প্রশ্ন উত্তর pdf |class 8 poribesh o bigyan 11th chapter question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।

তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশে 8 নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর একাদশ অধ্যায় pdf download, Class 8 Science eleven chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও

YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE 


      আরও পোস্ট দেখো     B  

A

B

C.

অষ্টম শ্রেণি পরিবেশ একাদশ অধ্যায় প্রশ্ন উত্তর pdf download,অষ্টম শ্রেণি বিজ্ঞানের একাদশ অধ্যায় প্রশ্ন উত্তর pdf,অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ প্রশ্ন উত্তর।

1. সবুজ উদ্ভিদের দেহে খাদ্য কীরূপে জমা থাকে?

উত্তর : শ্বেতসার রূপে।

2. খাদ্যপ্রস্তুতকালে উদ্ভিদ কোন্ গ্যাস উৎপন্ন করে?

উত্তর :  অক্সিজেন গ্যাস।

3. বাঁশ গাছের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Bambusa tulda |

4. বাঁশ কী প্রকারের উদ্ভিদ?

উত্তর :  একবীজপত্রী, বহুবর্ষজীবী, চিরসবুজ উদ্ভিদ।

5. বাঁশ গাছে কবে ফুল আসে?

উত্তর :  প্রায় 60-120 বছর অন্তর ফুল আসে।

6. বাঁশ গাছে প্রচুর ফুল ও ফল হওয়ার অর্থ কী?

উত্তর : সেক্ষেত্রে ওই অঞ্চলে ইঁদুরের অত্যধিক আবির্ভাব দেখা যায়।

7. Bambusa arundinacea থেকে কী ওষুধ পাওয়া যায়?

উত্তর : তবাশির (Tabashir) নামক ওষুধ প্রস্তুত হয়।

৪. কচুরিপানার বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Eichhornia crassipes |

9. কচুরিপানার প্রকৃতি কী?

উত্তর : কচুরিপানা সপুষ্পক, একবীজপত্রী, জলে ভাসমান, বহুবর্ষজীবী উদ্ভিদ।

10. কচুরিপানা কোন প্রক্রিয়ায় বংশবিস্তার করে?

উত্তর : অঙ্গজ জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে।

11. কচুরিপানার জঙ্গলে কোন্ মশার প্রাদুর্ভাব দেখা যায় ?

উত্তর : এডিস মশা।

12. কচুরিপানা থেকে কী উৎপন্ন হয় ?

উত্তর : বায়োগ্যাস।

13. শাল গাছের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Shorea robusta |

14. শাল গাছের প্রকৃতি কী?

১উত্তর : এটি কাষ্ঠ উৎপাদনকারী, বৃক্ষজাতীয়, সপুষ্পক ও দ্বিবীজপত্রী উদ্ভিদ।

15. শাল গাছের পাতার বৈশিষ্ট্য কী ?

উত্তর : শাল গাছের পাতাগুলি এককপত্র, বড়ো আকারের এবং ডিম্বাকার হয়।

16. শাল গাছে কখন ফুল ও ফল সৃষ্টি হয় ?

উত্তর :  শাল গাছে বসন্ত কালে ফুল এবং গ্রীষ্মকালে ফল সৃষ্টি হয়।

17. সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Heritiera fomes I

18. সুন্দরী গাছকে লবণাম্বু উদ্ভিদ বলে কেন?

উত্তর : সুন্দরী গাছ সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত জলাভূমিতে জন্মায়।

19. সুন্দরী গাছে কী কী মূল দেখা যায় ?

১উত্তর : শ্বাসমূল ও ঠেসমূল।

20. উদ্ভিদের মুকুল, পাতা এবং ফুল থেকে কী কী মশলা পাওয়া যায় ?

উত্তর :  মুকুল থেকে লবঙ্গ, পাতা থেকে তেজপাতা এবং ফুল থেকে জাফরান পাওয়া যায়।

21. উদ্ভিদের ভূনিম্নস্থ কাণ্ড, বীজ এবং ক্ষরিত পদার্থ থেকে কী কী মশলা পাওয়া যায় ?

উত্তর : ভূনিম্নস্থ কাণ্ড থেকে আদা, বীজ থেকে মৌরি এবং ক্ষরিত পদার্থ থেকে হিং পাওয়া যায়।

গোলমরিচের বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তর Piper nigrum Linn.

23. গোলমরিচের প্রকৃতি কী?

উত্তর :  এটি একবীজপত্রী, বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ।

24. গোলমরিচের মধ্যে কী যৌগ থাকে?

উত্তর :  এটির মধ্যে পিপেরাইন নামক যৌগ থাকে।

25. দারুচিনির বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Cinamomum zeylanica।

26. দারুচিনির প্রকৃতি কীরূপ?

উত্তর : এটি হল চিরহরিৎ, বৃক্ষজাতীয় উদ্ভিদ।

27. হলুদের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Curcuma longa |

28. হলুদের প্রকৃতি কীরূপ?

উত্তর : এটি একবীজপত্রী, বীরুৎ জাতীয় উদ্ভিদ। এদের মাটির নীচে রাইজোম থাকে।

29. কারকিউমিন কী?

উত্তর : হলুদে উপস্থিত যৌগ যা জীবাণুনাশক হিসেবে কাজ করে।

30. ছোটো এলাচের বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তর :  Elettaria cardamomum |

31. বড়ো এলাচের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Amomum subulatum |

32. এলাচ গাছের প্রকৃতি কীরূপ?

উত্তর : এটি বহু বর্ষজীবী, বীরুৎ জাতীয় উদ্ভিদ।

33. আদার বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Zingiber officinalis |

34. আদার প্রকৃতি কী?

উত্তর : এটি একবীজপত্রী, বহুবর্ষজীবী, বীরুৎজাতীয় উদ্ভিদ। এদের রাইজোম মাটির নীচে বৃদ্ধি পায়।

35. রসুনের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর : Allium sativum |

36. রসুন কী ধরনের উদ্ভিদ?

উত্তরএটি বহুবর্ষজীবী, একবীজপত্রী উদ্ভিদ।

37. অ্যালিসিন কী?

উত্তর : রসুনের মধ্যে থাকা যৌগ যা জীবাণুনাশক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়।

38. নিম গাছের বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তর : Azadirachta indica।

39. নিম গাছের বৈশিষ্ট্য কী?

উত্তর : এটি গুড়িবিশিষ্ট, বৃক্ষজাতীয়, বহুবর্ষজীবী, দ্বিবীজপত্রী, সপুষ্পক, পর্ণমোচী উদ্ভিদ।

40. নিম গাছের ব্যবহারযোগ্য অংশগুলি কী কী?

উত্তর : পাতা, গাছের ছাল, ফুল ও ফল।

41. নিম গাছ থেকে প্রাপ্ত দুটি উপক্ষারের নাম লেখো।

উত্তর : নিমবিন এবং নিমবিডিন।

42. বেল গাছের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Aegle marmelos |

43. বেল গাছের সাধারণ বৈশিষ্ট্য কী?

১উত্তর : এটি বৃক্ষজাতীয়, বহুবর্ষজীবী, দ্বিবীজপত্রী উদ্ভিদ।

44. বেলের মধ্যে কোন্‌টির উপস্থিতি কোষ্ঠকাঠিন্য দূর করে?

উত্তর : মিউসিলেজ ও পেকটিন।

45. আমলকীর বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Emblica officinalis |

46. আমলকী কী ধরনের উদ্ভিদ?

উত্তর : আমলকী বহুবর্ষজীবী, দ্বিবীজপত্রী, পর্ণমোচী ও বৃক্ষজাতীয় উদ্ভিদ।

47. ত্রিফলায় কোন্‌টি থাকায় রোগ প্রতিরোধ হয়?

উত্তর : ভিটামিন-C থাকায় রোগ প্রতিরোধ করে।

48. নয়নতারার বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর : Catharanthus roseus।

49. নয়নতারা কী জাতীয় উদ্ভিদ?

উত্তর :  এটি বীরুৎ জাতীয় উদ্ভিদ।

50. নয়নতারার মূলে কোন্ উপক্ষারটি থাকে?

উত্তর : রৌবেসিন।

51. নয়নতারা উদ্ভিদে বর্তমান কোন্ কোন্ উপক্ষার থেকে ক্যানসারের

ওষুধ তৈরি হয়?

উত্তর : ভিনক্রিস্টিন ও ভিনরাস্টিন।

52. ঘৃতকুমারীর বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর : Aloe barbadensis |

53. ঘৃতকুমারী উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য কী?

১উত্তর : এটি বহুবর্ষজীবী, বীরুৎজাতীয় উদ্ভিদ।

54. পুদিনার বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তর :  Mentha viridis |

55. পুদিনা গাছের সাধারণ বৈশিষ্ট্য কী?

উত্তর :  এটি বহুবর্ষজীবী, বীরুৎজাতীয় উদ্ভিদ।

56. এলাচ ব্যবহার করা এমন একটা মিষ্টি খাবারের নাম লেখো।

উত্তর : পায়েস।

57. লবঙ্গতে যে রাসায়নিক পদার্থ থাকে তার নাম কী?

উত্তর : ইউজিনল, এর ব্যাকটেরিয়া নামক ক্ষমতা উপস্থিত।

58. ভিযে কী?

উত্তর :  গোলমরিচের হিন্দি নাম ভিযে।

59. রসুনে কী কী লবণ পাওয়া যায় ?

উত্তর :  রসুনে লৌহা, তামা, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, পটাশিয়াম ইত্যাদি

খনিজ লবণ পাওয়া যায়।

60. আমলকিতে কোন ভিটামিন বেশি পাওয়া যায় ?

১) ভিটামিন-C।

61. রৌবেসিন কোন গাছের উপক্ষার ? এটি কী কাজে লাগে?

উত্তর : এটি নয়নতারা গাছের উপক্ষার। (মূলে পাওয়া যায়)। এই উপক্ষার মস্তিষ্কের রক্তসঞ্চালনের বাধা দূর করে।

File Details:-

File Name:- Class viii Science chapter 11 questions answers pdf 

File Format:- PDF

  Download  Click Here to Download 

ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান একাদশ অধ্যায় প্রশ্ন উত্তর,অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | class 8 poribesh 11th chapter question answer pdf 


1. বাঁশের তিনটি ব্যবহার উল্লেখ করো।

(i) ঘর বাড়ি তৈরিতে বাঁশ ব্যবহৃত হয়।

(ii) বাঁশের কচিপাতা বহু প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

(iii) বিশেষ ধরনের বাঁশ কাগজ তৈরিতে ব্যবহৃত হয়।

2. কচুরিপানার বিস্তারে মাছ ও কচ্ছপের মৃত্যু হয় কেন?

উত্তর : কচুরিপানা খুব দ্রুত বংশবিস্তার করায় সমগ্র জলাশয়কে ঢেকে ফেলে। ফলে জলে সূর্যালোক পৌঁছায় না এবং অক্সিজেনও জলে মিশতে পারে না। ফলে মাছ ও কচ্ছপের মৃত্যু হয়।

3. কচুরিপানার দুটি ব্যবহার উল্লেখ করো।

(i) কচুরিপানায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় এদের কম্পোস্ট সার রূপে ব্যবহার করা হয়।

(ii) কচুরিপানা থেকে বায়োগ্যাস উৎপন্ন করা হয়।

4. শ্বাসমূল কী?

উত্তর : সুন্দরবনের মৃত্তিকা কর্দমাক্ত ও লবণাক্ত, জলে অক্সিজেন সরবরাহের মাত্রা খুব কম। তাই সেখানকার উদ্ভিদের শাখামূল মাটির উপরে উঠে এসে বায়ু থেকে অক্সিজেন শোষণ করে। এই ধরনের মূলকে শ্বাসমূল বলে।

5. ঠেসমূল কী?

উত্তর : কাণ্ডকে খাড়াভাবে রাখার জন্য কাণ্ডের গোড়া থেকে বিশেষ ধরনের অস্থানিক মূল বেরিয়ে মাটিতে প্রবেশ করেছে। এই ধরনের মূলকে ঠেসমূল বলে।

6. সুন্দরী গাছের ব্যবহার উল্লেখ করো।

উত্তর : (i) সুন্দরী গাছের কাণ্ড থেকে খুঁটি এবং সাধারণ আসবাবপত্র তৈরি হয়। (ii) সুন্দরী গাছের ছালে প্রাপ্ত ট্যানিন রং শিল্পে ও চর্ম শিল্পে ব্যবহৃত হয়।

7. মশলা আমাদের কী কাজে লাগে?

উত্তর :  (i) মশলা মুখগহ্বরে ক্ষতিকারক জীবাণু জন্মাতে দেয় না। (ii) মশলা মাছ, মাংস ইত্যাদিকে পচনের হাত থেকে রক্ষা করে।

৪. গোলমরিচের ওষুধ হিসেবে ব্যবহার উল্লেখ করো।

উত্তর :  (i) গোলমরিচ গুঁড়ো সর্দি-কাশিতে উপশমকারী। (ii) দাঁতের ব্যথা এবং মাড়ির রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহৃত হয়।

9. রান্নার কাজে দারুচিনির ব্যবহারটি লেখো।

উত্তর :  (i) দারুচিনি বিশেষ সুগন্ধ ও স্বাদের জন্য গুঁড়ো করে রান্নায় ব্যবহার করা হয়।

(ii) গরম মশলা হিসেবে মাংসের ঝোল, ডিমের ঝোলে ব্যবহার করা হয়।

10. হলুদের দুটি ব্যবহার উল্লেখ করো।

(i) হলুদ বাটা রান্নায় রং ও স্বাদ আনতে সাহায্য করে।

(ii) হলুদ বাটা ত্বক পরিচর্যার কাজে ব্যবহৃত হয়। ত্বকের চুলকানি নিরাময়েও হলুদ অদ্বিতীয়।

11. এলাচের দুটি ব্যবহার উল্লেখ করো।

উত্তর :  (i) এলাচ রান্নার স্বাদ ও গন্ধ আনতে সাহায্য করে। (ii) এলাচ পায়েস ও মিষ্টান্ন প্রস্তুতিতে ব্যবহৃত হয়, পানের মধ্যে দিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।

12. আদার দুটি ব্যবহার লেখো।

উত্তর :  (i) সস তৈরিতে, বেকারি শিল্পে ব্যবহৃত হয়। (ii) ঘুসঘুসে কাশিতে আদার রস খুবই উপকার করে।

13. রসুনের দুটি ব্যবহার উল্লেখ করো।

উত্তর :  (i) রসুন মধ্যস্থ অ্যালিসিন যৌগ জীবাণুনাশক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়।

(ii) ব্যথা-বেদনা দূর করতে রসুন তেলের মালিশ খুবই কার্যকরী।

14. নিম গাছের দুটি ভেষজ গুণ উল্লেখ করো।

উত্তর :  (i) নিমপাতার রস কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। (ii) নিমফুল ভাজা রাতকানা রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।

15. বেলের দুটি ঔষধি গুণ উল্লেখ করো।

উত্তর :  (i) কাঁচা বেল পুড়িয়ে বা মোরব্বা করে খেলে পেটের অসুখ, আমাশয় উপশম করা যায়।

(ii) কাঁচা বেল খিদে বাড়ায় এবং হজমশক্তি বৃদ্ধি করতেও সহায়তা করে।

16. ত্রিফলা কী?

উত্তর :  আমলকী, বহেড়া, হরিতকি—এই তিনটি ফলকে একত্রে ত্রিফলা বলে। কোষ্ঠবদ্ধতা দূরীকরণে ত্রিফলার জুড়ি নেই। ত্রিফলায় ভিটামিন-C থাকায় রোগ প্রতিরোধে সহায়ক হয়।

17. কোন্ কোন্ সমস্যায় আমলকী কাজে লাগে?

উত্তর : (i) আমলকী কোষ্ঠকাঠিন্য দূর করে।

(ii) আমলকীর বীজ হাঁপানি, ফুসফুসের প্রদাহ প্রভৃতি রোগ নিরাময়ে সহায়তা করে।

18. নয়নতারার দুটি ভেষজ গুণ উল্লেখ করো।

উত্তর :  (i) নয়নতারা মূত্র বৃদ্ধিকারক ও রক্তক্ষরণ প্রতিরোধক হিসেবে কাজ

(ii) এটি আমাশয় রোগ নিরাময়ে সহায়তা করে।


অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় বড়ো প্রশ্ন ও উত্তর pdf,class 8 poribesh o bigyan chapter 11 question answer pdf, Class 8 পরিবেশ ও বিজ্ঞান আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ


1. পরিবেশে উদ্ভিদের উপস্থিতির গুরুত্ব কী ?

উত্তর : সবুজ উদ্ভিদ বিশেষ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে যা তারা শ্বেতসার রূপে নিজেদের দেহে জমা রাখে। বিভিন্ন প্রাণীসহ আমরা সকলেই গাছের তৈরি খাদ্য খেয়ে জীবনধারণ করি। খাদ্য তৈরির সময় উদ্ভিদ অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে বায়ু শোধিত করে।

2. বাঁশ গাছের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

উত্তর : বাঁশ একপ্রকারের একবীজপত্রী, বহুবর্ষজীবী, চিরসবুজ উদ্ভিদ। এদের কাণ্ডটি অসংখ্য পর্ব ও পর্বমধ্য নিয়ে গঠিত। পর্বমধ্যগুলি ফাঁপা হয়। পর্ব নিরেট এবং পর্ব থেকে শাখাপ্রশাখা বের হয়। এদের শাখা খুব কম সৃষ্টি হয়। এদের শাখাকে কঞি বলে। পাতাগুলি সবুজ এবং বল্লমের ফলার মতো। পাতাগুলি সমান্তরাল ও অভিসারি শিরাবিন্যাসযুক্ত হয়।

3. কচুরিপানার বৈশিষ্ট্যটি লেখো।

উত্তর : কচুরিপানা সপুষ্পক, একবীজপত্রী, জলে ভাসমান বর্ষজীবী উদ্ভিদ। গাছের পত্রবৃন্তগুলি ফোলা স্পঞ্জের মতো হয়, তাই এরা জলে ভেসে থাকতে পারে। এরা জলে দলবদ্ধভাবে জন্মায় এবং দ্রুত বংশবৃদ্ধি করে জলাশয় ভরিয়ে তোলে। এদের পর্বমধ্যগুলি ফাঁপা ও বাতাবকাশ যুক্ত

হয়। পর্ব থেকে গুচ্ছমূল বের হয় এবং জলে বিস্তৃত থাকে। মূলে মূলজেব থাকে।

4. কচুরিপানার উপকারিতাগুলি সংক্ষেপে লেখো।

উত্তর : (i) কচুরিপানায় প্রোটিন তথা নাইট্রোজেন বেশি থাকায় পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

(ii) কচুরিপানার কাণ্ড কাগজ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়।

(iii) কচুরিপানার ব্যবহার দ্বারা আর্সেনিকযুক্ত জল থেকে আর্সেনিক মুক্ত করা হয়।

(iv) কচুরিপানা থেকে বায়োগ্যাস উৎপন্ন করা হয়।

(v) কচুরিপানার শুকনো কাণ্ড থেকে ঝুড়ি তৈরি করা যায়।

5. শাল গাছের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

উত্তর :  শাল গাছ কাঠ উৎপাদনকারী, বৃক্ষজাতীয়, সপুষ্পক ও দ্বিবীজপত্রী উদ্ভিদ।

এই গাছ কাষ্ঠল, শাখাপ্রশাখাযুক্ত, পর্ণমোচী উদ্ভিদ। এই গাছের পাতাগুলি

এককপত্র, বড়ো আকারের এবং ডিম্বাকার। বসন্ত কালে গাছে ফুল সৃষ্টি

হয় এবং গরম কালে ফল সৃষ্টি হয়।

6. গোলমরিচ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো।

উত্তর :  গোলমরিচ একবীজপত্রী, বহুবর্ষজীবী, লতানো উদ্ভিদ। এরা সাধারণত

আরোহী উদ্ভিদ। কোনো অবলম্বনকে জড়িয়ে ওপরের দিকে বাড়তে

থাকে। এর ফলগুলি সবুজ থাকে, পেকে গেলে লালচে বর্ণের হয় এবং

শুকিয়ে গেলে কালো বর্ণের হয়।

7. হলুদের জীবাণুনাশক রূপে ও রোগ উপশমে ভূমিকাটি উল্লেখ করো।

১১ হলুদে উপস্থিত কারকিউমিন নামক যৌগ জীবাণুনাশক হিসেবে কাজ

করে। হলুদ যকৃৎকে সুস্থ রাখে, কোষ্ঠবদ্ধতা দূর করে, রক্তকে পরিশ্রুত

করে, ডায়াবেটিস, অ্যালার্জি, ক্যানসার প্রভৃতি রোগ উপশমের জন্য হলুদ

ব্যবহার করা হয়।

৪. আদার সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

উত্তর :  আদা একবীজপত্রী, বহুবর্ষজীবী, বীরুৎজাতীয় উদ্ভিদ। এদের রাইজোম মাটির নীচে বৃদ্ধি পায়। মাটির উপরের অংশের কাণ্ড পত্রযুক্ত হয়। পাতাগুলি সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Class 8 Science chapter 11 questions answers pdf 

File Format:- PDF

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A

B

C




THANK YOU & WELCOME

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url