বল ও চাপ অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf |Class 8 Science force and Pressure questions answers pdf download
অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর pdf|অষ্টম শ্রেণির বিজ্ঞানের প্রথম অধ্যায় বল ও চাপ প্রশ্ন উত্তর pdf বল ও চাপ অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf। ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর pdf । বল ও চাপ প্রশ্ন উত্তর pdf,class 8 poribesh o bigyan question answer pdf যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশের প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে Class 8 Science 1st chapter questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
.
আরও পোস্ট দেখো B
A.
B.
C.
অষ্টম শ্রেণির ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর |ভৌত পরিবেশ প্রথম অধ্যায় বল ও চাপ SAQ প্রশ্ন ও উত্তর Pdf | অষ্টম শ্রেণির বিজ্ঞান
1. নিউটনের কোন্ গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
উত্তর : নিউটনের প্রথম গতিসূত্র থেকে।
2. নিউটনের কোন্ গতিসূত্র থেকে বল পরিমাপের সমীকরণ পাওয়া যায়?
উত্তর : উত্তর : নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে।
3. বল পরিমাপের সমীকরণটি লেখো।
উত্তর : প্রযুক্ত বল = বস্তুর ভর × বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ।
4. CGS পদ্ধতিতে বলের পরম একক কী?
উত্তর : ডাইন।
5. SI পদ্ধতিতে বলের পরম একক কী?
উত্তর : উত্তর : নিউটন।
6. 1 কেজি ভরের বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটিতে কত ত্বরণ উৎপন্ন হবে?
উত্তর : 1 মিটার/সেকেন্ড।
7. 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার মান কত?
উত্তর : 9.8 নিউটন।
8. 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে আকর্ষণ করে?
উত্তর : উত্তর : আকর্ষণ বল = (9.8 × 3) নিউটন = 29.4 নিউটন।
9. ঘর্ষণ বল কোন্ দিকে ক্রিয়া করে?
১উত্তর : ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে।
10. একটি বস্তুকে মেঝের উপর দিয়ে টেনে নিয়ে গেলে বস্তুটিতে কোন্ প্রকারের ঘর্ষণ বল ক্রিয়া করে?
উত্তর : উত্তর : গতিশীল অবস্থার ঘর্ষণ বল।
11. ঘনত্ব কাকে বলে?
উত্তর : কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে।
12. ঘনত্ব পরিমাপের সূত্র কী?
উত্তর : ঘনত্ব : বস্তুর ভর/বস্তুর আয়তন
13. CGS পদ্ধতিতে ঘনত্বের একক কী?
উত্তর : CGS পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম/ঘনসেমি।
14. SI পদ্ধতিতে ঘনত্বের একক কী ?
উত্তর : SI পদ্ধতিতে ঘনত্বের একক কিলোগ্রাম/ঘনমিটার।
15. বিশুদ্ধ জলের ঘনত্ব কত?
উত্তর : উত্তর : বিশুদ্ধ জলের ঘনত্ব 1 গ্রাম/ঘনসেমি।
16. বিশুদ্ধ পারদের ঘনত্ব কত?
উত্তর : বিশুদ্ধ পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ঘনসেমি।
17. 1 ঘনসেমি পারদের ভর কত?
উত্তর : 30 গ্রাম
18. সোনার ঘনত্ব 19.3 গ্রাম/ঘনসেমি হলে 10 ঘনসেমি সোনার ভর কত?
উত্তর : 10 ঘনসেমি সোনার ভর = (19.3 × 10) গ্রাম = 193 গ্রাম।
19. সরষের তেল জলে ভাসে। কোন্ তরলটির ঘনত্ব বেশি—জলের, না কি সরষের তেলের?
উত্তর : জলের ঘনত্ব বেশি।
20. পারদ জলে ডুবে যায় কেন?
উত্তর : পারদের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি, তাই পারদ জলে ডুবে যায়।
21. লোহার ঘনত্ব 7.2 গ্রাম/ঘনসেমি এবং পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ ঘনসেমি হলে লোহা পারদে ভাসবে না ডুবে যাবে?
উত্তর : পারদ অপেক্ষা লোহার ঘনত্ব কম, তাই পারদে লোহা ভাসবে।
22. চাপ পরিমাপের সূত্রটি লেখো।
উত্তর : চাপ = ক্ষেত্রফল
23. তরল পদার্থের চাপ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর : উত্তর : তরল পদার্থের চাপ তরলের গভীরতা (উচ্চতা) এবং তরলের ঘনত্বের ওপর নির্ভর করে।
24. বায়ুর চাপে জল কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে?
উত্তর : 10 মিটার।
25.বায়ুর চাপে পারদ কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে?
উত্তর : 76 সেমি।
26. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?
উত্তর : প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের চাপের
সমান। তা হল 1.014 × 10°ডাইন/বর্গসেমি।
27. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো?
উত্তর : উত্তর : 76 সেমি পারদস্তম্ভের চাপের মানকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে।
28. পৃথিবীপৃষ্ঠে প্রতি বর্গসেমিতে বায়ুর চাপের পরিমাণ কত?
উত্তর : 1.014 × 106 ডাইন।
29 10 মিটার জলস্তম্ভের তুলনায় পারদস্তম্ভের উচ্চতা কত হবে?
উত্তর : 76 সেন্টিমিটার।
30. চাপ ও বলের মধ্যে সম্পর্ক কী?
উত্তর : বল = চাপ × ক্ষেত্রফল। Download From: www.skguidebangla.in
31. কোনো বস্তুকে স্থির তরলে আংশিক বা সম্পূর্ণভাবে ডোবালে বস্তুটির ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান কমে যায়—এটি কার সূত্র?
আর্কিমিডিসের সূত্র।
32. জলের প্লবতা কী?
উত্তর : জলের ঊর্ধ্বমুখী বলকে জলের প্লবতা বলে।
33. একটি ভারী বস্তুকে জলের মধ্যে হালকা মনে হয় কেন?
উত্তর : উত্তর : ভারী বস্তুকে জলে ডোবালে সেটির উপর একটি ঊর্ধ্বমুখী বল (প্লবতা)
ক্রিয়া করে। তাই বস্তুটি হালকা মনে হয়।
34. বস্তুর আপাত ওজন বলতে কী বোঝো?
উত্তর : বস্তুর আপাত ওজন = বায়ুতে বস্তুর ওজন – বস্তু দ্বারা অপসারিততরলের ওজন।
35. বস্তুর আয়তন বৃদ্ধিতে ওর প্লবতার কী পরিবর্তন হয়?
উত্তর : বস্তুর আয়তন বৃদ্ধিতে প্লবতা বৃদ্ধি পায়।
36. তরলের ঘনত্বের সঙ্গে তরলের প্লবতার সম্পর্ক কী?
উত্তর : তরলের ঘনত্ব কমলে তরলের প্লবতা কমে এবং তরলের ঘনত্ব বাড়লেতরলের প্লবতা বাড়ে।
37. পারদ জলের চেয়ে কতগুণ ভারী? Youtube : OUR ONLINE SCHOOL
উত্তর : উত্তর : পারদ জলের চেয়ে 13.6 গুণ ভারী।
38. লোহার চেয়ে পারদের ঘনত্ব বেশি। লোহা পারদে ভাসবে না ডুববে?
উত্তর : লোহা পারদে ভাসবে।
39. সমুদ্রের জল ও নদীর জলের মধ্যে কার প্লবতা বেশি?
উত্তর : নদীর জল অপেক্ষা সমুদ্রের জলের ঘনত্ব বেশি, তাই নদীর জল অপেক্ষা
সমুদ্রের জলের প্লবতা বেশি।
40. কী শর্তে একটি বস্তু তরলে ভাসবে?
উত্তর : বস্তুর ওজন প্লবতার সমান বা প্লবতার চেয়ে কম হলে বস্তুটি তরলে ভাসবে।
41. কোন্ শর্তে একটি বস্তু তরলে ডুবে যায় ?
উত্তর : বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে বস্তুটি তরলে ডুবে যায়।
42. প্লবতার অভিমুখ কোন্দিকে হয় ?
উত্তর : প্লবতা বস্তুর উপর উল্লম্বভাবে বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে।
43. একটি কঠিন বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান
হলে বস্তুটি তরলে ডুববে না ভাসবে?
উত্তর : বস্তুটি তরলের যে-কোনো স্থানে ডুবে থাকা অবস্থায় ভাসবে।
44. একটি বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে কম হলে বস্তুটি তরলে ভাসবে না ডুববে
উত্তর : বস্তুটি তরলের উপরিতলে ভাসবে।
45. একটি বস্তুর ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের থেকে বেশি হলে বস্তুটি তরলে ভাসবে না ডুববে?
উত্তর : বস্তুটি তরলে ডুবে যাবে।
46. একটি বস্তুর ওজন সেটির সম আয়তন জলের ওজনের চেয়ে কম।বস্তুটি জলে ভাসবে না ডুবে যাবে?
উত্তর : বস্তুটি জলের উপরিতলে ভাসবে।
47. 100 ঘনসেমি একটি বস্তুর ভর 120 গ্রাম, বস্তুটি জলে ভাসবে না ডুবে যাবে?
উত্তর : 100 ঘনসেমি জলের ভর 100 গ্রাম।
বস্তুটির ভর সম আয়তন জলের ভরের থেকে বেশি সুতরাং, বস্তুটি জলে ডুবে যাবে।
48. জলের কোন্ ধর্মের জন্য জল নীচের দিকে গড়িয়ে যায় ?
উত্তর : উত্তর : জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য।
49. একটি বস্তু কোনো তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। বস্তুর ওজন ও অপসারিত তরলের ওজনের মধ্যে সম্পর্ক কী? (নমুনা প্রশ্ন)
উত্তর : বস্তুর ওজন < অপসারিত তরলের ওজন।
50. ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর ওপর প্রযুক্ত হয় ?
উত্তর : ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর প্রযুক্ত হয় না, দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়।
51. তরলের ঘাত কী?
উত্তর : তরলের সংস্পর্শে থাকা কোনো তরলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের ঘাত বলে।
52. ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক কী?
উত্তর : ঘাত = চাপ × ক্ষেত্রফল
53. SI পদ্ধতিতে ঘাতের একক কী?
উত্তর : নিউটন।
54. SI পদ্ধতিতে চাপের একক কী?
উত্তর : নিউটন/বর্গমিটার বা পাস্কাল।
55. তরলের মধ্যস্থ কোনো বিন্দুতে তরলের চাপ কোন্ দিকে ক্রিয়া করে?
উত্তর : উত্তর : তরলের মধ্যস্থ কোনো বিন্দুতে তরলের চাপ সবদিকে সমানভাবে ক্রিয়া করে।
56. স্থির তরলের উপরিতল কী রূপ হয়?
উত্তর : উত্তর : স্থির তরলের উপরিতল অনুভূমিক হয়।
57. ওজন বা বল পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?
উত্তর : স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে।
File Details:-
File Name:- class 8 poribesh o bigyan question answer pdf
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
1. বলের সংজ্ঞা দাও।
উত্তর : বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার
পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় কিংবা বস্তুর আকৃতি পরিবর্তন
করতে যা প্রয়োগ করা হয়, তাকে বল বলে।
2.ডাইনের সংজ্ঞা দাও।
উত্তর : ডাইনের সংজ্ঞা : 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ
করলে বস্তুটিতে 1 সেমি/সেকেন্ড± ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে
1 ডাইন বলে।
1 ডাইন = 1 গ্রাম × 1 সেমি/সেকেন্ড
3. SI পদ্ধতিতে বলের পরম এককের সংজ্ঞা দাও।
উত্তর : SI পদ্ধতিতে বলের পরম একক নিউটন।
নিউটনের সংজ্ঞা ঃ 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার/সেকেন্ড ত্বরণ উৎপন্ন হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বলে।
1 নিউটন = 1 কিলোগ্রাম × 1 মিটার/সেকেন্ড
4. নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক স্থাপন করো।
উত্তর : 1 নিউটন = 1 কিলোগ্রাম × 1 মিটার প্রতি সেকেন্ড = 1000 গ্রাম × 100
সেমি প্রতি সেকেন্ড2 = 105 ডাইন।
উত্তর : উত্তর : যখন একটি বস্তু অন্য বস্তুর সংস্পর্শে থেকে বস্তুটির উপর দিয়ে গতিশীল
5.ঘর্ষণ বল কাকে বলে?
হয় বা গতিশীল হতে চেষ্টা করে, তখন সেটির গতিতে যে বাধাদানকারী বলের সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বল বলে।
6. ঘর্ষণ বল কোন্ দিকে ও কীভাবে ক্রিয়া করে?
উত্তর : ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে এবং সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে।
৪. ঘর্ষণ কয় প্রকার ও কী কী?
উত্তর : ঘর্ষণ দুই প্রকারের। (i) স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ এবং
(ii) গতীয় ঘর্ষণ বা গতিশীল অবস্থার ঘর্ষণ।
9. স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ কাকে বলে?
উত্তর : উত্তর : বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর
স্থির হয়ে থাকে, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ বলে।
10. গতীয় ঘর্ষণ বা গতিশীল অবস্থার ঘর্ষণ কাকে বলে?
উত্তর : বল প্রয়োগ করে টানার ফলে কোনো বস্তু যখন কোনো তলের উপর দিয়ে চলতে থাকে, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে গতীয় ঘর্ষণ বা গতিশীল অবস্থার ঘর্ষণ বলে।
11. ঘর্ষণ বল কখন ক্রিয়াশীল হয় ?
উত্তর : উত্তর : একটি তলের উপর স্থির হয়ে বসে থাকা একটি বস্তুকে বল প্রয়োগ করে যখন সরানোর চেষ্টা করা হয়, বা বল প্রয়োগের ফলে বস্তুটি যখন তলের উপর দিয়ে চলতে থাকে তখন ঘর্ষণ বল ক্রিয়া করে।
13. ঘনত্ব কাকে বলে?
উত্তর : ঘনত্ব ঃ কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। পদার্থের ভর
ঘনত্ব পদার্থের আয়তন
14. CGS এবং SI পদ্ধতিতে ঘনত্বের একক কী?
উত্তর : CGS পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম/ঘনসেমি।
SI পদ্ধতিতে ঘনত্বের একক কিলোগ্রাম/ঘনমিটার।
15. তরলের চাপ বলতে কী বোঝো?
উত্তর : উত্তর : তরলের চাপঃ তরলের মধ্যে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের
উপর তরল পদার্থ লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে তরলের চাপ বলে।
ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর বল ও চাপ pdf
16. CGS এবং SI পদ্ধতিতে চাপের একক কী?
উত্তর : CGS পদ্ধতিতে চাপের একক ডাইন/বর্গসেন্টিমিটার।
SI পদ্ধতিতে চাপের একক নিউটন/বর্গমিটার।
17. তরলের চাপ কোন্ কোন্ বিষয়ের ওপর কীভাবে নির্ভর করে?
উত্তর : উত্তর : তরলের চাপ তরলের উপরিতলের উচ্চতা এবং তরলের ঘনত্বের ওপর নির্ভর করে।
তরলের উপরিতলের উচ্চতা হ্রাস ও বৃদ্ধিতে তরলের চাপ হ্রাস ও বৃদ্ধি তরলের ঘনত্ব বাড়লে তরলের চাপ বাড়ে এবং ঘনত্ব কমলে চাপ কমে।
19. স্থির তরলের উপরিতল সর্বদা একই সমতলে থাকে কেন?
উত্তর : উত্তর : তরলের ধর্ম হল একই অনুভূমিক তলে চাপ সমান রাখা। তরলের উপরিতল সমতল না হয়ে যদি উঁচু নীচু হত তাহলে তরলের অভ্যন্তরে একই অনুভূমিক তলে বিভিন্ন বিন্দুতে চাপ বিভিন্ন হত। তাই চাপ সব জায়গায় সমান রাখার জন্য তরল উঁচু থেকে নীচের দিকে গড়িয়ে যাবে যতক্ষণ না উচ্চতা সমান হয়। অর্থাৎ, তরলের উপরিতল যতক্ষণ না সমতল হয়। তাই স্থির তরলের উপরিভাগ সমতল হয়।
20. বায়ুর চাপ কাকে বলে?
উত্তর : কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে।
21. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো?
উত্তর : 45° অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠ বরাবর স্থানে শূন্য ডিগ্রি সেলসিয়াস উন্নতায় 76 সেমি পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়।
22. আর্কিমিডিসের নীতিটি লেখো।
উত্তর : উত্তর : আর্কিমিডিসের নীতি : কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক অথবা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয় এবং এই হ্রাস বস্তুটি যে আয়তনের তরল বা গ্যাসীয় পদার্থ অপসারিত করে তার ওজনের সমান হয়।
23. আর্কিমিডিসের নীতির ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
উত্তর : উত্তর : আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করা
যায়—(i) অনিয়তাকার কঠিন বস্তুর আয়তন, (ii) পদার্থের ঘনত্ব, (iii) কোনো সংকর ধাতুর ভিতর উপাদান ধাতু দুটির পরিমাণ।
24. প্লবতা কাকে বলে?
উত্তর : উত্তর : প্লবতা ঃ কোনো বস্তুকে তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, তরল পদার্থ ওই বস্তুর ওপর লম্বভাবে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে তরল পদার্থের প্লবতা বলে ৷
25. বস্তুর প্রকৃত ওজন ও আপাত ওজন বলতে কী বোঝো?
উত্তর : উত্তর : শূন্যস্থানে কোনো বস্তুর ওজনকে প্রকৃত ওজন বলা হয়। জল বা অন্য কোনো মাধ্যমে বস্তুর ওজন হ্রাস পায় এবং ওই মাধ্যমে যে ওজন হয়, তাকে আপাত ওজন বলে।
26. প্লবতার মান কীভাবে পরিমাপ করা হয়?
উত্তর : উত্তর : নিমজ্জিত অবস্থায় বস্তুটি যে পরিমাণ তরল অপসারিত করে, প্লবতার মান সেই অপসারিত তরলের ওজনের সমান হয়। সুতরাং, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সাহায্যে তরলের প্লবতা পরিমাপ করা হয়।
27. প্লবতা কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর : উত্তর : প্লবতা নির্ভর করে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন ও ওই তরলটির ঘনত্বের ওপর।
28. কোনো বস্তুকে তরলে ডোবালে ওই বস্তুর ওপর ওই তরল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তা কীসের ওপর নির্ভর করে?
উত্তর : উত্তর : কোনো বস্তুকে তরলে ডোবালে ওই বস্তুর ওপর ওই তরল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তা নির্ভর করে বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন ও ওই তরলটির ঘনত্বের ওপর।
29. ভাসন ও নিমজ্জন বলতে কী বোঝো?
উত্তর : কোনো অদ্রবণীয় বস্তু তরলের মধ্যে পাত্রের তলদেশে না পৌঁছে যে-কোনো অবস্থানে থাকলে তাকে বস্তুটির ভাসন বলে। আর তরলের মধ্যে কোনো বস্তু পাত্রের তলদেশে গিয়ে পৌঁছোলে তাকে বস্তুটির নিমজ্জন বলে।
30. বস্তুর আয়তন বাড়লে প্লবতা বেশি হয় কেন?
উত্তর : প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়।
বস্তুর আয়তন বাড়লে বেশি তরল অপসারিত হবে, অর্থাৎ অপসারিত তরলের ওজন বেশি হবে, তাই প্লবতাও বেশি হবে।
32. বস্তুর ভাসনের শর্ত লেখো।
উত্তর (i) বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে কম হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয়, তাহলে বস্তুটি তরলের উপরিতলে ভাসবে।
(ii) বস্তুর ওজন যদি প্লবতার সমান হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়, তাহলে বস্তুটি তরলের মধ্যে যে-কোনো স্থানে তরলে ডুবে থাকা অবস্থায় স্থির হয়ে ভাসবে।
33. বস্তুর নিমজ্জনের শর্ত লেখো।
উত্তর : উত্তর : বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে বেশি হয় অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি তরলে ডুবে যাবে।
34. একটি বস্তুকে সাধারণ জলে এবং লবণ জলে ডোবালে কোন্ ক্ষেত্রে প্লবতা বেশি হবে? কারণসহ লেখো।
উত্তর : উত্তর : সাধারণ জল অপেক্ষা লবণ জলে প্লবতা বেশি হবে। কারণ লবণ জলের ঘনত্ব সাধারণ জলের চেয়ে বেশি, তাই লবণ জলের প্লবতাও বেশি।
35. কোনো বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয় কেন?
উত্তর : উত্তর : কোনো বস্তুকে জলে ডোবালে বস্তুটির ওপর জল একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বল বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়াশীল বলে এই ঊর্ধ্বমুখী বলের প্রভাবে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। বস্তুর ওজনের আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান হয়, ফলে বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয়।
36. ফুটবল জলে ভাসে কেন?
উত্তর : ফুটবলের ভিতরে বাতাস ঢোকানো থাকে। ফুটবল যে আয়তনের জল অপসারিত করে তার ওজন বায়ুপূর্ণ ফুটবলের ওজনের চেয়ে অনেক বেশি। অর্থাৎ, বায়ুপূর্ণ ফুটবলের ওজন প্লবতার চেয়ে অনেক কম। তাই ফুটবল জলে ভাসে।
37. জাহাজ জলে ভাসে কেন?
উত্তর : উত্তর : জাহাজ এরূপভাবে তৈরি করা হয় যাতে সেটির তলদেশ বিশাল আয়তনের জল অপসারিত করতে পারে। ফলে জাহাজের ওজন সেটির দ্বারা অপসারিত জলের ওজনের চেয়ে অনেক কম হয়। অর্থাৎ, জাহাজের ওজন প্লবতার চেয়ে কম হয়। তাই জাহাজ জলে ভাসে।
38. নদীর জলের তুলনায় সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ কেন?
উত্তর : উত্তর : সমুদ্রজলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষা বেশি হওয়ায় সমুদ্রজলের প্লবতা নদীর জলের প্লবতা অপেক্ষা বেশি হয়। ফলে সমুদ্রজলে সাঁতার কাটা অপেক্ষাকৃত সহজ।
39. সমুদ্র থেকে মালভরতি জাহাজ যখন নদীতে প্রবেশ করে তখন আরও বেশি ডুবে যায় কেন?
উত্তর : সমুদ্রজলে দ্রবীভূত লবণের পরিমাণ খুব বেশি থাকে বলে এর ঘনত্ব নদীর জল অপেক্ষা বেশি হয়। এজন্য সমুদ্রজলের প্লবতা অপেক্ষা নদীর জলের
প্লবতা কম হয়। ফলে মালভরতি জাহাজ যখন সমুদ্র থেকে নদীতে প্রবেশ
করে, তখন ওই জাহাজ কর্তৃক অপসারিত জলের পরিমাণ অনেক বেশি
হয়। এ জন্যই জাহাজ আরও বেশি ডুবে যায়।
40. কোনো বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তন দিয়ে ভাগ করা হল। এতে বস্তুটির পরিমাপের কোন্ রাশি পাওয়া গেল? তা তুমি কীভাবে পেলে? (নমুনা প্রশ্ন)
উত্তর : উত্তর : বস্তুর মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ করলে ওই বস্তুর ঘনত্ব
পাওয়া যাবে।
41. টেবিলের উপর একটি ভারী বস্তু রাখা আছে। বস্তুটির উপর তুমি ক্রমবর্ধমান বল প্রয়োগ করায় সেটি কিছুক্ষণ পর চলতে শুরু করল। বস্তুটিকে ঠেলা মাত্রই বস্তুটিতে গতি সৃষ্টি হয় না কেন? বস্তুটি কখন সচল হবে?(নমুনা প্রশ্ন)
টেবিলের উপর ভারী বস্তুটি থাকার ফলে বস্তুটি টেবিলের উপর লম্বভাবে বল প্রয়োগ করে। এবং টেবিল ও ওই বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সাম্যাবস্থায় থাকে। এবার বাইরের থেকে ক্রমবর্ধমান বল
প্রয়োগ করায় সেটি কিছুক্ষণ পর চলতে শুরু করে। কারণ প্রযুক্ত বল বস্তুর ও টেবিলের তলের মধ্যে ঘর্ষণ বলকে কাটাতে প্রথমে ব্যবহৃত হয়েছিল পরে ওই প্রযুক্ত বল ঘর্ষণ বলকে কাটিয়ে গতিশীল হয়।
42. সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাংক বাড়ির সবচেয়ে উঁচুস্থানে রাখা হয় কেন? (নমুনা প্রশ্ন)
উত্তর : উত্তর : জল সব সময় উঁচু থেকে নীচের দিকে প্রবাহিত হয়—একে সমোচ্চশীলতা ধর্ম বলে। বাড়ির সবচেয়ে উঁচুস্থানে ট্যাংক রাখলে তা থেকে সরবরাহের পাইপ দিয়ে জল ওই বাড়ির সমস্ত স্থানে সরবরাহ করা যাবে। তাই বাড়ির জল সরবরাহের ট্যাংক বাড়ির সবচেয়ে উঁচুস্থানে রাখা হয়।
অষ্টম শ্রেণীর বল ও চাপ বড়ো প্রশ্ন ও উত্তর pdf|
ক্লাস 8 বিজ্ঞান প্রশ্ন উত্তর বল ও চাপ pdf download
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর ঃ
1. তরলের চাপের বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তর : উত্তর : তরলের চাপের বৈশিষ্ট্য :
(i) তরলের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ এবং পার্শ্বচাপ আছে।
(ii) তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ সবদিকে সমান হয়।
(iii) তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ, ওই বিন্দুর গভীরতার ওপর
নির্ভর করে। গভীরতা বেশি হলে চাপ বেশি হয় এবং গভীরতা কম হলে চাপ কম হয়।
(iv) তরলের চাপ তরলের ঘনত্বের ওপর নির্ভর করে। ঘনত্ব বেশি হলে চাপ বাড়ে এবং ঘনত্ব কম হলে চাপ কম হয়।
2. প্লবতার বৈশিষ্ট্যগুলি লেখো।
১) প্লবতার বৈশিষ্ট্যঃ
(i) বস্তুর আয়তন বেশি হলে অপসারিত তরলের আয়তন বেশি হবে,
ফলে অপসারিত তরলের ওজন বেশি হবে, অর্থাৎ প্লবতা বেশি হবে।
(ii) তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে।
(im) প্লবতা বস্তুর ওপর উল্লম্বভাবে বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া
করে।
3. বরফ জলে ভাসে কেন?
উত্তর : উত্তর : জল যখন বরফে পরিণত হয় তখন তারআয়তন কিছুটা বেড়ে যায়। 11 সিসি জল বরফে পরিণত হলে উৎপন্ন বরফের আয়তন 12 সিসি হয়। সুতরাং, 11 সিসি জল ও 12
সিসি বরফের ওজন সমান হয়। এখন 12 সিসি চিত্র : বরফ জলে ভাসে আয়তনের এক টুকরো বরফ জলে ছেড়ে দিলে বরফটি জলে ডুবতে থাকে। তারপর যখন বরফের আয়তনের অংশ
জলে ডুবে যায় তখন অপসারিত জলের ওজন ও বরফের ওজন সমান হয়। ফলে এরপর বরফ আর ডোবে না, ওই আংশিক ডোবা অবস্থাতেই ভাসতে থাকে।
4. একখণ্ড লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি কড়াই জলে ভাসে কেন?
উত্তর : উত্তর : একখণ্ড লোহাকে জলে ডোবালে সেটি যে পরিমাণ জল অপসারিত করে তার ওজন লোহার ওজনের চেয়ে কম। অর্থাৎ, লোহাখণ্ডের ওজন প্লবতার চেয়ে বেশি। ফলে লোহাখণ্ডটি জলে ডুবে যায়। কিন্তু লোহাকে পিটিয়ে কড়াই তৈরি করলে সেটির তলদেশ বেশ প্রসারিত হয় এবং সেটির আয়তন লোহাখণ্ড অপেক্ষা অনেক বেশি হয়। তাই লোহার তৈরি কড়াই জলে ছেড়ে দিলে সেটির দ্বারা অপসারিত জলের ওজন, কড়াই-এর ওজনের চেয়ে অনেক বেশি হয়। সেই জন্য কড়াই জলে ভাসে।
5. ডুবোজাহাজ বা সাবমেরিন জলে ডোবে ও ভাসে কীভাবে?
উত্তর : ডুবোজাহাজ ইচ্ছামতো জলের উপর ভাসতে পারে অথবা জলের নীচ দিয়ে যেতে পারে। ডুবোজাহাজে কতকগুলি প্রকোষ্ঠ থাকে। এদের ‘ব্যালাস্ট ট্যাংক’ বলে। এই প্রকোষ্ঠগুলিকে ইচ্ছামতো জলপূর্ণ বা জলশূন্য করা যায়। যখন ডুবোজাহাজের এই প্রকোষ্ঠগুলি খালি থাকে তখন ডুবোজাহাজের
ওজন সেটির দ্বারা অপসারিত জলের ওজনের থেকে কম থাকে। তখন সেটি জলে ভাসে। আবার যখন প্রকোষ্ঠগুলি জল দ্বারা ভরতি করা হয়, তখন সেটির ওজন সম আয়তন জলের ওজনের থেকে বেশি হয়, তখন ডুবোজাহাজ জলে ডুবে যায়।
6. মানুষ সাঁতার কাটে কী করে?
উত্তর : উত্তর : মানুষের দেহ সম আয়তন জলের চেয়ে হালকা, কিন্তু মানুষের মাথা সম
আয়তন জলের চেয়ে ভারী। কাজেই দেহ সহজেই জলে ভাসে, কিন্তু মাথা জলে ডুবে যেতে চায়। তাই হাত-পা নেড়ে জলে চাপ দিয়ে মাথাকে জলের উপর ভাসিয়ে রাখার কৌশলই হল সাঁতার কাটা। সমুদ্রের লবণাক্ত জলের ঘনত্ব, নদী বা পুকুরের জলের তুলনায় বেশি। সেইজন্য নদী বা পুকুরে সাঁতার কাটার চেয়ে সমুদ্রে সাঁতার কাটা অনেক সহজ।
7. একটি স্টিলের চামচ বালতির জলে ফেললে সেটি ডুবে যায়। অথচ চামচের থেকে অনেক ভারী একটি স্টিলের গামলা জলে ভাসে কেন?(নघु প্রশ্ন)
উত্তর : উত্তর : একটি স্টিলের চামচ বালতির জলে ফেললে সেটি যে পরিমাণ জল অপসারিত করে তার ওজন চামচের ওজনের চেয়ে কম। অর্থাৎ, চামচের ওজন প্লবতার চেয়ে বেশি। ফলে চামচটি বালতির জলে ডুবে যায়। কিন্তু চামচের চেয়ে অনেক ভারী একটি স্টিলের গামলার তলদেশ বেশ
প্রসারিত হয় এবং সেটির আয়তন চামচের চেয়ে অনেক বেশি। তাই স্টিলের গামলাকে বালতির জলে ফেললে সেটির দ্বারা অপসারিত জলের ওজন, গামলার ওজনের চেয়ে বেশি হয়। সেই জন্য স্টিলের গামলা বালতির জলে ভাসে।
৪. তরলের সমোচ্চশীলতা ধর্মের একটি বাস্তব প্রয়োগ ব্যাখ্যাসহ আলোচনা করো।
উত্তর : উত্তর : তরলের সমোচ্চশীলতা ধর্মের একটি বাস্তব প্রয়োগ— শহরের জল
সরবরাহ ব্যবস্থা : জলের সমোচ্চশলীতা ধর্মকে কাজে লাগিয়ে শহরেবাড়ি, কারখানা, হাসপাতাল ও বিভিন্ন স্থানে জল সরবরাহ করা হয়। শহরের কাছাকাছি কোনো নদী বা হ্রদ থেকে জল নিয়ে বিরাট আকারের
চৌবাচ্চায় রাখা হয়। সেখানে জলের মধ্যে থাকা বালি ও মাটির বড়ো কণা থিতিয়ে পড়ে। সেই জলকে ফিলটার করা হয় এবং পরিসুত জলকে ক্লোরিন ও বিভিন্ন প্রকার রাসায়নিক দিয়ে জীবাণুমুক্ত করা হয়। পাম্পের সাহায্যে এই শোধিত জল অনেক উঁচুতে রাখা জলাধারে তোলা হয়। জলাধার থেকে অনেকগুলি মোটা পাইপ ও সরু পাইপের সাহায্যে এই জল শহরের বিভিন্ন বাড়ি, কারখানা, হাসপাতাল প্রভৃতি স্থানে পাঠানো হয়। পাইপের মুখে কল লাগানো থাকে। কল খুললেই সেই জল উঁচুতে রাখা জলাধারের সমান উঁচুতে ওঠার চেষ্টা করে, ফলে কলের মুখ দিয়ে জোরে জল বের হতে থাকে।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বল ও চাপ pdf
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A.
B.
C.
THANK YOU & WELCOME