ভারতের বৃহত্তম Pdf download | India's Biggest thing gk in bengali pdf Download
ভারতের বৃহত্তম জিনিস জিকে পিডিএফ ডাউনলোড | India Biggest thing in bengali pdf Download
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতের বৃহত্তম pdf যা Competitive Exam পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
ভারতের বৃহত্তম
প্রশ্ন:- ভারতের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তর:- ইন্দিরা গান্ধি জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়
প্রশ্ন:- ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কের নাম কি?
উত্তর:- স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
প্রশ্ন:- ভারতের বৃহত্তম অডিটরিয়ামের নাম কি?
উত্তর:- শ্রী সম্মুখনন্দ হল (মুম্বাই)
প্রশ্ন:- ভারতের বৃহত্তম ব্যারেজের নাম কি?
উত্তর:- ফারাক্কা (গঙ্গা নদীর ওপর)
প্রশ্ন:- ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনের নাম কি?
উত্তর:- রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, কলকাতা।
প্রশ্ন:- ভারতের বৃহত্তম বসতবাড়ির নাম কি?
উত্তর:- রাষ্ট্রপতি ভবন (নিউ দিল্লি)
প্রশ্ন:- ভারতের বৃহত্তম গুহার নাম কি?
উত্তর:- জন্মু ও কাশ্মীরের অমরনাথ গুহা।
প্রশ্ন:- ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম কি?
উত্তর:- মহারাষ্ট্রের ইলোরা।
প্রশ্ন:- ভারতের বৃহত্তম সিনেমা থিয়েটারের নাম কি?
উত্তর:- তামিলনাড়ুর মাদুরাইয়ের থংগম
প্রশ্ন:- ভারতের বৃহত্তম ব-দ্বীপের নাম কি?
উত্তর:- সুন্দরবন (৭৫,০০০ বর্গ কিমি)
প্রশ্ন:- ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তর:- থর মরুভূমি (রাজস্থান)
প্রশ্ন:- ভারতের বৃহত্তম গোম্বুজের নাম কি?
উত্তর:- কর্ণাটকের বিজাপুরে অবস্থিত গোল গোম্বুজ
প্রশ্ন:- ভারতের বৃহত্তম কংক্রীটের বাঁধের নাম কি?
উত্তর:- কৃষ্ণানদীর ওপর (অন্ধ্রপ্রদেশে) নাগার্জুন সাগর বাঁধ
প্রশ্ন:- ভারতের বৃহত্তম প্রদর্শনী ময়দানের নাম কি?
উত্তর:- নিউ দিল্লির প্রগতি ময়দান
প্রশ্ন:- ভারতের বৃহত্তম গুরদোয়ারের নাম কি?
উত্তর:- পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির (চতুর্থ শিখগুরু,গুরু রামদাস ১৫৭৭ সালে প্রতিষ্ঠা করেন এবং গুরু অর্জুন দেব তা শেষ করেন)
প্রশ্ন:- ভারতের বৃহত্তম হাসপাতালের নাম কি?
উত্তর:- আহমেদাবাদের বি জে মেডিক্যাল হসপিটাল
প্রশ্ন:- ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতালের নাম কি?
উত্তর:- এসকর্ট হার্ট ইনস্টিটিউট (নিউ দিল্লি)
ভারতের বৃহত্তম হ্রদের নাম কি?
উত্তর:- উলার (কাশ্মীর)
প্রশ্ন:- ভারতের বৃহত্তম লাইব্রেরী বা গ্রন্থাগারের নাম কি?
উত্তর:- কলকাতার ন্যাশনাল লাইব্রেরী
প্রশ্ন:- ভারতের বৃহত্তম মসজিদের নাম কি?
উত্তর:- জামা মসজিদ (দিল্লি) - শাহজাহান প্রতিষ্ঠা করেন
প্রশ্ন:- ভারতের বৃহত্তম যাদুঘরের নাম কি?
উত্তর:- কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম
প্রশ্ন:- ভারতের বৃহত্তম ল্যান্ডিং জাহাজের নাম কি?
উত্তর:- INS 'Magar'
প্রশ্ন:- ভারতের বৃহত্তম তারামণ্ডলের নাম?
উত্তর:- কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়াম
প্রশ্ন:- ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
উত্তর:-দাক্ষিণাত্যের মালভূমি
প্রশ্ন:- ভারতের বৃহত্তম কারাগারের নাম কি?
উত্তর:- তিহার সেন্ট্রাল জেল (দিল্লি)
প্রশ্ন:- ভারতের সবচেয়ে বড় ক্যান্টিলিভার সেতুর নাম কি?
উত্তর:- কলকাতার হাওড়ার ব্রীজ (রবীন্দ্র সেতু)
প্রশ্ন:- ভারতের বৃহত্তম জিপিওর নাম কি?
উত্তর:- মুম্বাই জিপিও
প্রশ্ন:- ভারতের সর্ববৃহৎ উপজাতির নাম কি?
উত্তর:- গোন্ড (মহারাষ্ট্র, ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ)
প্রশ্ন:- ভারতের বৃহত্তম জনবহুল জেলার নাম কি?
উত্তর:- মহারাষ্ট্রের থানে (১,১০৫ কোটি)।
প্রশ্ন:- ভারতের বৃহত্তম সুড়ঙ্গ পথের নাম কি?
উত্তর:- জওহর টানেল, বানিহাল পাস (জম্মু কাশ্মীর
প্রশ্ন:- ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তর:- চিন।
প্রশ্ন:- ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি?
উত্তর:- রাজস্থান।
প্রশ্ন:- ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কি?
উত্তর:- মাজুলি।
প্রশ্ন:- ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
উত্তর:- ডাল।
প্রশ্ন:- ভারতের দীর্ঘতম সুড়ঙ্গের নাম কি?
উত্তর:- কোঙ্গন রেলপথের খারবুদে সুড়ঙ্গ।
প্রশ্ন:- ভারতের বৃহত্তম জেলার নাম কি?
উত্তর:- গুজরাটের কচ্ছ।
প্রশ্ন:- ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি?
উত্তর:- চিলকা।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- ভারতের বৃহত্তম gk pdf download
File Format:- PDF
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A.
B.
C.
THANK YOU & WELCOME