SSC MTS পরীক্ষা প্রশ্ন উত্তর | SSC MTS exam question answer in bengali
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমটিএস প্রশ্ন ও উত্তর Pdf download । SSC MTS exam exam question answer pdf download in bengali | SSC MTS প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড | MTS exam EXAM 2023 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
Ssc mts exam question answer in bengali |এসএসসি এমটিএস পরীক্ষা প্রশ্ন ও উত্তর pdf download
প্রশ্ন: ভারতের শ্রীলংকার মাঝখানে যে উপসাগর তার নাম কি ?
A. মান্নার উপসাগর B. ক্যাম্বে উপসাগর
C. কলম্বো উপসাগর D. বঙ্গোপসাগর
উত্তর :- A
প্রশ্ন: আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয় কবে ?
A. 8 সেপ্টেম্বর B. BB সেপ্টেম্বর
C. B4 সেপ্টেম্বর D. BC সেপ্টেম্বর
উত্তর :- A
প্রশ্ন: পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় ?
A. ময়ূরেশ্বরে B. বক্সাদুয়ারে
C. দার্জিলিং D. মুকুটমনিপরে
উত্তর :- A
প্রশ্ন: রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন ?
A. উপরাষ্ট্রপতি B. রাষ্ট্রপতি
C. সংশ্লীষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী D. প্রধানমন্ত্রী
উত্তর :- B
প্রশ্ন: পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে ?
A. বরোবুরের স্তুপ B. আদিনা মসজিদ
C. যতীন্দ্রনাথ দাস D. তাজমহল
উত্তর :- A
প্রশ্ন: বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A. যতীন্দ্রনাথ দাস B. বারীন ঘোষ
C. অরবিন্দ ঘোষ D. রাসবিহারী বোস
উত্তর :- C
প্রশ্ন: তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন ?
A. ঈষা খাঁ B. নাসুরুদ্দিন চিরাগ
C. দরগা বাওখানকা D. জয়ানন্দ
উত্তর :- A
প্রশ্ন: রাজসভার কোনো সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন ?
A. 5 বছর B. 6 বছর
C. 4 বছর D. অনির্দিষ্টকালের জন্য
উত্তর :- B
প্রশ্ন: ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
A. পরোক্ষভাবে B. প্রত্যক্ষভাবে
C. A এবংB উভয়ই D. কোনোটিই নয়
উত্তর :- A
প্রশ্ন: কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন ?
A. 1890 B. 1893
C. 1892 D. 1894
উত্তর :- B
প্রশ্ন: রাজস্থানে গাধার মেলা কোথায় হয় ?
A.উদমপুর B.আজমের
C.জয়পুর D.ভগতপুর
উত্তর :- (C)
প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় মন্দির কোনটি ?
A.প্রেমমন্দির B.রামমন্দির
C.অক্ষরধাম মন্দির D.শ্রীরঙ্গনাথ মন্দির
উত্তর :- (D)
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় মন্দির কোথায় অবস্থিত ?
A.থাইল্যান্ড B.কম্বোডিয়া
C.নেপাল D.ভারত
উত্তর :- (B)
প্রশ্ন: কাক কোন দেশের জাতীয় পাখি ?
A.বাংলাদেশ B.ভুটান
C.শ্রীলঙ্কা D.জাপান
উত্তর :- (B)
প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর কোন হ্রদে অবস্থিত ?
A.ডল হ্রদ B.উলার হ্রদ
C.লেকটাক হ্রদ D.চিলকা হ্রদ
উত্তর :- (A)
প্রশ্ন: কোন পাখি দুধ ও ডিম দুইই দেয় ?
A.এমিউ B.কাঠঠোকরা
C.তারা পাখি D.প্লাটিপাস
উত্তর :- (D)
প্রশ্ন: চাঁদ তারা কোন দেশের জাতীয় প্রতীক ?
A.ইরান B.ইজরাইল
C.পাকিস্তান D.কোনোটিই নয়
উত্তর :- (C)
প্রশ্ন: কোন রাজ্যের প্রধান ভাষা খাসী ?
A.মেঘালয় B.ত্রিপুরা
C.নাগাল্যান্ড D.অসম
উত্তর :- (A)
প্রশ্ন: মানুষ একদিনে কত অক্সিজেন গ্রহণ করে ?
A.800 লিটার B.550 লিটার
C.970 লিটার D.400 লিটার
উত্তর :- (B)
প্রশ্ন: দিল্লি ভারতের রাজধানী কোন বছর হয়েছিল ?
A.1912 B.1911
C.1922 D.1915
উত্তর :- (B)
প্রশ্ন: লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
A.বিহার B.গোয়া
C.উত্তর প্রদেশ D.অসম
উত্তর :- (C)
প্রশ্ন: কোন দেশের আগ্নেয়গিরির লাভার নীল রঙের হয় ?
A.মেক্সিকো B.ইতালি
C.ইন্দোনেশিয়া D.আর্জেন্টিনা
উত্তর :- (C)
প্রশ্ন: লাল পিঁপড়েতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
A.ফরমিক অ্যাসিড B.ল্যাকটিক অ্যাসিড
C.অ্যাসিটিক অ্যাসিড D.সাইট্রিক অ্যাসিড
উত্তর :- (A)
প্রশ্ন: গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?
A.ডান্ডি B.চম্পারন
C.বরোদা D.বারদৌলি
উত্তর :- (B)
প্রশ্ন: বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় ?
A.11 সেপ্টেম্বর B.11 জুন
C.11 জুলাই D.11 আগস্ট
উত্তর :- (C)
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক নদী কোনটি ?
A.টেমস B.গঙ্গা
C.টাইগ্রিস D.রাইন
উত্তর :- (D)
প্রশ্ন: রামায়ণে অনুবাদ ফার্সি ভাষায় কে করেছিলেন ?
A.ঈশ্বর দাস B.আবুল ফজল
C.আব্দুল লতিফ D.বদায়ুনী
উত্তর :- (D)
প্রশ্ন: বিহারের দুঃখ কোন নদীকে বলে ?
A.দামোদর B.কোশী
C.গঙ্গা D.নর্মদা
উত্তর :- (B)
প্রশ্ন: চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডারের নাম কি ?
A.কালাম B.বিক্রম
C.প্রযুক্তি D.PSLV3
উত্তর :- (B)
প্রশ্ন: বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A.বহরমপুরে B.বর্ধমানে
C.সিউড়িতে D.বোলপুরে
উত্তর :- (C)
প্রশ্ন: রেলওয়ে প্রটেকশন ফোর্স র নতুন DG পদে কে নিযুক্ত হলেন ?
A.গোবিন্দ মালব্য B.অশ্বিবিনী ভাটিয়া
C.মনোজ যাদভা D.সুরজিত পোড়ে
উত্তর :- (C)
প্রশ্ন: ভারতের প্রথম জরুরি অবস্থা জারি হয়েছিল কত সালে ?
A.1971 সালে B.1975 সালে
C.1962 সালে D.1956 সালে
উত্তর :- (C)
প্রশ্ন: কোন তারিখে ভারতের সংবিধান কার্যকরী হয় ?
A.26 নভেম্বর,1949 B.31 ডিসেম্বর,1950
C.26 জানুয়ারি,1950 D.26 জানুয়ারি,1949
উত্তর :- (C)
প্রশ্ন: ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
A.যোগ জলপ্রপাত B.কুঞ্চিকল জলপ্রপাত
C.চিত্রকুট জলপ্রপাত D.ধুয়াধর জলপ্রপাত
উত্তর :- (B)
প্রশ্ন: ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
A.ব্রিটেন B.সুইডেন
C.জার্মানি D.মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর :- (D)
প্রশ্ন: 'মেঘনাথবধকাব্যটি রচয়িতা কে ?
A.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় B.মাইকেল মধুসূদন দত্ত
C.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় D.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর :- (B)
প্রশ্ন: 'অপরাজিতাকার ছদ্মনাম ?
A.রাধারানী দেবী B.আশাপূর্ণা দেবী
C.সমরেশ বসু D.ভবানী মজুমদার
উত্তর :- (A)
প্রশ্ন: দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত ?
A.দৌড়বাজ B.টেবিল টেনিস
C.জিমনাস্টিক D.ব্যাডমিন্টন
উত্তর :- (C)
প্রশ্ন: W. h=_____ জুল ।
A.100 J36 B.3600 J
C.1000 J D.100 J
উত্তর :- (C)
প্রশ্ন: গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয় ?
A.কপার B.ম্যাগনেসিয়াম
C.অ্যালুমিনিয়াম D.জিংক
উত্তর :- (B)
প্রশ্ন: কোন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় ?
A.1 লা মে B.21 শে ফেব্রুয়ারি
C.28 শে ফেব্রুয়ারি D.22 শে এপ্রিল
উত্তর :- (B)
প্রশ্ন: সম্প্রতি একনাথ শিন্ডে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ?
A.মহারাষ্ট্র B.ত্রিপুরা
C.মনিপুর D.কেরালা
উত্তর :- (A)
প্রশ্ন: জিরো আওয়ারবলতে কোন সময়কে বোঝায় ?
A.12pm-1pm B.12am-1am
C.11am-12pm D.11pm-12am
উত্তর :- (A)
প্রশ্ন: বর্তমান ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?
A.ভাকরা নাঙ্গাল B.কোয়েনা
C.সিদ্রাপং D.পাঞ্চৎ
উত্তর :- (B)
প্রশ্ন: কোন গভর্নর জেনারেলের সময় 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ হয় ?
A.লর্ড উইলিয়াম বেন্টিং B.লর্ড ওয়ারেন হোস্টিংস
C.লর্ড ক্যানিং D.লর্ড ডালহৌসি
উত্তর :- (C)
প্রশ্ন: কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন ?
A.ইভান উইলিয়ামসB.চার্লস ব্যাবেজ
C.বিল গেটসD.ডগলাস এঙ্গেলবার্ট
উত্তর :- (D)
প্রশ্ন: পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ?
A.সেতার B.তবলা
C.বাঁশি D.সানাই
উত্তর :- (A)
প্রশ্ন: 'থমাস কাপকোন খেলার সঙ্গে যুক্ত ?
A.টেবিল টেনিস B.ব্যাডমিন্টন
C.ক্রিকেট D.বাস্কেটবল
উত্তর :- (B)
প্রশ্ন: কবাডি খেলার কতজন খেলোয়াড় থাকে ?
A. 6 B. 8
C. 7 D. 11
উত্তর :- (C)
প্রশ্ন: ছৌ নৃত্যের জন্য কোন জেলাটি প্রসিদ্ধ ?
A. বাঁকুড়া B. বীরভূম
C. পুরুলিয়া D. দক্ষিন দিনাজপুর
উত্তর :- (C)
প্রশ্ন: প্রথম কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটে ?
A. 1948 B. 1950
C. 1949 D. 1952
উত্তর :- (C)
প্রশ্ন: কত সালে লর্ড কার্জন বঙ্গবঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন ?
A. 1905 B. 1906
C. 1911 D. 1919
উত্তর :- (A)
প্রশ্ন: উধের্ব নিক্ষিপ্ত বস্তুর শক্তি
A. সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক B. সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন
C. সব বিন্দুতে সমান D. যে কোন বিন্দুতে সর্বাধিক হতে পারে
উত্তর :- (A)
প্রশ্ন: শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ?
A. কেন্দ্রীয় তালিকাB. রাজ্য তালিকা
C. যুগ্ম তালিকাD. কোনোটিই নয়
উত্তর :- (C)
প্রশ্ন: নীতি আয়োগের চেয়ারম্যান কে ?
A. রাষ্ট্রপতি B. অর্থমন্ত্রী
C. প্রধানমন্ত্রী D. লোকসভার স্পিকার
উত্তর :- (C)
প্রশ্ন: আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. ফুটবল B. হকি
C. ব্যাডমিন্টন D. ক্রিকেট
উত্তর :- (B)
প্রশ্ন: জারোয়া উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?
A. মেঘালয় B. লিটন আন্দামান
C. মনিপুর D. নাগাল্যান্ড
উত্তর :- (B)
প্রশ্ন: সত্যমেব জয়তে উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
A. অর্থশাস্ত্র B. মুণ্ডক উপনিষদ
C. অথর্ববেদ D. সামবেদ
উত্তর :- (B)
প্রশ্ন: কোন উদ্ভিদের চোষক মূল আছে ?
A. পাইন B. সেগুন
C. স্বর্ণলতা D. বট
উত্তর:- (C)
প্রশ্ন: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় ?
A. ৩রা ডিসেম্বর B. ১২ই নভেম্বর
C. ২২শে জানুয়ারি D. ২৭শে মার্চ
উত্তর:- (A)
প্রশ্ন: ভারতের সংবিধানের অবিভাবক কাকে বলা হয় ?
A. পার্লামেন্ট B. সুপ্রিমকোর্ট
C. হাইকোর্ট D. সংসদ
উত্তর:- (B)
প্রশ্ন: ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয় কত সালে ?
A. ১৯৪৭ সালে B. ১৯৪৮ সালে
C. ১৯৪৯ সালে D. ১৯৫০ সালে
উত্তর:- (D)
প্রশ্ন: প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধি হার কত ছিল ?
A. 10% B. 18%
C. 20% D. কোনটিই নয়
উত্তর:- (B)
প্রশ্ন: মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন ?
A. খেদা আন্দোলন B. অসহযোগ আন্দোলন
C. চম্পারন সত্যাগ্রহ D. ভারত ছাড়ো আন্দোলন
উত্তর:- (D)
প্রশ্ন: দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কতসালে গড়ে উঠেছিল ?
A. 1960 B. 1962
C. 1966 D. 1967
উত্তর:- (A)
প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন -
A. গার্নার B. অ্যারিস্টটল
C. মার্কস D. গেটেল
উত্তর:- (B)
প্রশ্ন: পৃথিবীতে বতর্মানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত ?
A. ১৪৩টি B. ২৪৩টি
C. ৫৪৩টি D. ৭৫০টি
উত্তর:- (B)
প্রশ্ন: এখন পর্যন্ত ভারতবর্ষে সর্বাধিক ভয়াবহ ভূমিধ্বসের ঘটনাটি ঘটেছে কোথায় ?
A. সিকিম B. কর্ণাটকে
C. উত্তরাখণ্ডে D. মহারাষ্ট্রে
উত্তর:- (C)
প্রশ্ন: গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?
A. লৌহ B. কয়লা
C. বক্সাইট D. পেট্রোলিয়াম
উত্তর:- (B)
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার তৃনভূমি কি নামে পরিচিত ?
A. ডাউনস B. প্রেইরী
C. সাভানা D. পম্পাস
উত্তর:- (D)
প্রশ্ন: ভারতের বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত ?
A. কেরালা B. গুজরাট
C. তামিলনাড়ু D. মেঘালয়
উত্তর:- (C)
প্রশ্ন: জাফর ইকবাল কোন খেলার সাথে যুক্ত ?
A. টেবিল টেনিস B. দাবা
C. কাবাডি D. হকি
উত্তর:- (D)
প্রশ্ন: হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি ?
A. নীল B. সাদা
C. সবুজ D. লাল
উত্তর:- (A)
প্রশ্ন: সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
A. ১৯৪০ B. ১৯৪১
C. ১৯৪২ D. ১৯৪৩
উত্তর:- (B)
প্রশ্ন: মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?
A. তাপ্তি B. তুঙ্গভদ্রা
C. নর্মদা D. মাহী
উত্তর:- (C)
প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি ?
A. ভারত B. অস্ট্রেলিয়া
C. আমেরিকা D. রাশিয়া
উত্তর:- (D)
প্রশ্ন: হোয়াইট কোল কাকে বলে ?
A. ন্যাচারাল গ্যাসকে B. পেট্রোলিয়াম কে
C. ইউরেনাস কে D. জলবিদ্যুৎ কে
উত্তর:- (D)
প্রশ্ন: কাকাসাহেব নামে পরিচিত কে ছিলেন ?
A. জি ভি যোশী B. এম জি রানাডে
C. পি এইচ দেশমুখ D. নৌরজি ফাডুনজি
উত্তর:- (A)
প্রশ্ন: স্বপ্নবাসবদত্তা গ্রন্থটির লেখক কে ?
A. অশ্বঘোষ B. নাগার্জুন
C. বসুমিত্র D. ভাস
উত্তর:- (D)
প্রশ্ন: মানুষের নখ কি দিয়ে তৈরি ?
A. কেরাটিন B. অ্যালবুমিন
C. পিগমেন্ট D. ইলাস্টিন
উত্তর :- (A)
প্রশ্ন: লাল গ্রহ বলা হয় কাকে ?
A. মঙ্গল B. হস্পতি
C. ক্র D. শনি
উত্তর :- (A)
প্রশ্ন: নাকো হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
A. আসাম B. হিমাচল প্রদেশ
C. গুজরাট D. উত্তরপ্রদেশ
উত্তর :- (B)
প্রশ্ন: ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি?
A. দুধওয়া B. বক্সা
C. জিম করবেট D. হেমিস
উত্তর :- (C)
প্রশ্ন: নিম্নের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ?
A. মাখন B. দুধ
C. লেটুস D. মাছ
উত্তর :- (D)
প্রশ্ন: ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
A. স্পার্মোলজি B. পোমোলজি
C. পেরোলজি D. অ্যান্থোলজি
উত্তর :- (B)
প্রশ্ন: দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে ?
A. প্লেটো B. ম্যাকিয়াভেলি
C. বেন্থাম D. জেমস মিল
উত্তর :- (A)
প্রশ্ন: The Argumentative Indian গ্রন্থটি কার লেখা ?
A. অমর্ত্য সেন B. চেতন ভগত
C. অরুন্ধতি রায় D. এন.সি. চৌধুরী
উত্তর :- (A)
প্রশ্ন: নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল--- ?
A. রূপা B. ক্ৰোমিয়াম
C. নিকেল D. আয়রন
উত্তর :- (C)
প্রশ্ন: বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয় ?
A. ২ নভেম্বর B. ৩ নভেম্বর
C. ৪ নভেম্বর D. ৫ নভেম্বর
উত্তর :- (D)
প্রশ্ন: পাঁচমহল কার আমলে তৈরি হয় ?
A. শাহজাহান B. আকবর
C. জাহাঙ্গির D. হুমায়ুন
উত্তর :- (B)
প্রশ্ন: কালিদাস কার সভাকবি ছিলেন?
A. দ্বিতীয় চন্দ্রগুপ্তের B. অশোকের
C. কনিষ্কের D. বিম্বিসারের
উত্তর :- (A)
প্রশ্ন: মানুষের মেরুদন্ডে কতগুলো অস্থি আছে?
A. ২৩টি B. ৩০টি
C. ৩৩টি D. ৩৫টি
উত্তর :- (C)
প্রশ্ন: বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটি কি?
A. ব্যারোমিটার B. থার্মোমিটার
C. ফ্যাদোমিটার D. কোনোটিই নয়
উত্তর :- (A)
প্রশ্ন: অমৃতসরে জলিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে?
A. 1916 খ্রি .B. 1918 খ্রি.
C. 1919 খ্রি. D. 1920 খ্রি.
উত্তর :- (C)
প্রশ্ন: কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল?
A. 1948 খ্রি .B. 1949 খ্রি.
C. 1950 খ্রি .D. 1946 খ্রি.
উত্তর :- (A)
প্রশ্ন: কুইনাইন পাওয়া যায়?
A. ইউক্যালিপটাস থেকে B. সিঙ্কনা থেকে
C. নিম থেকে D. আম থেকে
উত্তর :- (B)
প্রশ্ন: “অরণ্যের অধিকার” - কার লেখা ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় D. মহাশ্বেতা দেবী
উত্তর :- (D)
প্রশ্ন: আমিনি কমিশন কে গঠন করেন ?
A. লর্ড ডালহৌসি B. লর্ড কর্ণওয়ালিশ
C. ওয়ারেন হেস্টিংস D. লর্ড কার্টিয়ার
উত্তর :- (C)
প্রশ্ন: শাহানমা গ্রন্থের রচয়িতা কে ?
A. আবুলফজল B. ফেরদৌসী
C. তহকিক হিন্দ D. অলবেরুনী
উত্তর :- (B)
প্রশ্ন: ভারতের কোন রাজ্যের রেল নেটওয়ার্ক বৃহত্তম ?
A. উত্তরপ্রদেশ B. গুজরাট
C. পশ্চিমবঙ্গ D. রাজস্থান
উত্তর :- (A)
প্রশ্ন: 2020 সালের টাইমস পার্সন অফ দা ইয়ার কে হলেন ?
A. জো বিডেন এবং কমলা হ্যারিস B. গ্রেটা থানবার্গ
C. ডোনাল্ড ট্রাম্প D. জেফ বেজস
উত্তর :- (A)
প্রশ্ন:. I have no desire ________ fame.
A. of B. for
C. to D. by
উত্তর :- (B)
প্রশ্ন: করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন ?
A. নেতাজি B. গান্ধীজি
C. আনন্দমোহন বসু D. সুরেন্দ্রনাথ
উত্তর :- (B)
প্রশ্ন: সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
A. আব্দুল গফফর খান B. মহম্মদ আলী
C. গান্ধীজি D. মহম্মদ আলি জিন্নহ
উত্তর :- (A)
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । মাল্টি টাস্কিং প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড | মাল্টি টাস্কিং পরীক্ষার প্রশ্ন pdf । ssc mts exam question answer in bengali version pdf ,Ssc mts exam question answer pdf download in bengali |Ssc mts exam পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- SSC multi tasking staff exam question answer in bengali pdf free download
File Format:- Pdf
Quality:- High
File Size:- 10Mb
SET NO :- 10
File Location:- Google Drive
Download: click Here to Download
Related Posts:-
A. এসএসসি এমটিএস সিলেবাস pdf
B. Ssc MTS exam পরীক্ষার জন্য সেরা বই pdf
C. Ssc MTS exam all book pdf download