পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্ন ও উত্তর PDF | WBP question answer in Bengali 2024
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডব্লিউবিপি প্রশ্ন ও উত্তর Pdf download । wb police constable exam question answer pdf download in bengali | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড| wbp constable exam 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
Wbp constable important question answer in bengali pdf download | পুলিশ কনস্টেবল প্রশ্ন ও উত্তর pdf download
প্রশ্ন:পৃথিবীর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে।
উত্তর- চাঁদ
প্রশ্ন: গান্ধী' ছবিতে গান্ধীর চরিত্রে কে অভিনয় করেছিলেন?
উত্তর- বেন কিংসলে
প্রশ্ন: শিক্ষক দিবস কবে পালিত হয়?
উত্তর – ৫ সেপ্টেম্বর
প্রশ্ন: জাপানের উপর কবে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল?
উত্তর - 1945 সালে
প্রশ্ন: ভারতের জাতীয় ফুল কি?
উত্তর - পদ্ম
প্রশ্ন: ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তর - হকি
প্রশ্ন: জাতিসংঘের সংস্থা U.N.O. নিরাপত্তা পরিষদে কতজন স্থায়ী সদস্য আছে?
উত্তর - 5
প্রশ্ন: ভুদান আন্দোলন' কে শুরু করেন?
উত্তর – বিনোভা ভাবে
প্রশ্ন: ভারতে ইংরেজি শিক্ষা কে শুরু করেন?
উত্তর - লর্ড ম্যাকওলে
প্রশ্ন: 'ফ্লাইং শিখ' নামে পরিচিত কে?
উত্তর- মিলখা সিং
প্রশ্ন: উদয় শঙ্কর কার সাথে সম্পর্কযুক্ত?
উত্তর - নাচ
প্রশ্ন: লাক্ষাদ্বীপের রাজধানী
উত্তর - করবতী
প্রশ্ন: শ্রীলঙ্কার মুদ্রার নাম হল
উত্তর - রুপি
প্রশ্ন: 'ডিসকভারি অফ ইন্ডিয়া' বইটি কে লিখেছেন?
উত্তর - জওহরলাল নেহেরু
প্রশ্ন: 'মাধ্যাকর্ষণ' কে আবিষ্কার করেন?
উত্তর- নিউটন
প্রশ্ন: নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে?
উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: দ্রোণাচার্য পুরস্কারের সাথে সম্পর্কিত?
উত্তর- শ্রেষ্ঠ গুরু/প্রশিক্ষক
প্রশ্ন: খাজুরাহো অবস্থিত-
উত্তর - মধ্যপ্রদেশ
প্রশ্ন: কোন খেলোয়াড়কে হকির জাদুকর বলা হয়?
উঃ। মেজর ধ্যানচাঁদ
প্রশ্ন: কোন খেলোয়াড় উদনপরি নামে পরিচিত?
উঃ। পি টি উষা
প্রশ্ন: কোন খেলোয়াড় ফ্লাইং ইজিপ্ট নামে পরিচিত?
উঃ। মিলখা সিং
প্রশ্ন: রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত কোন খেলোয়াড়?
উঃ। শোয়েব আখতার
প্রশ্ন: কোন খেলোয়াড় ফ্লাইং ফিশ নামে পরিচিত?
হয়?
উঃ। মাইকেল ফেলপস
প্রশ্ন_৬. সুপার মম নামে পরিচিত কোন খেলোয়াড়?
উঃ। মেরি কম
প্রশ্ন_৭. কোন খেলোয়াড় পকেট ডায়নামো নামে পরিচিত?
উঃ। নেতা গতি
প্রশ্ন_৮. বেঙ্গল টাইগার নামে পরিচিত কোন খেলোয়াড়?
উঃ। সৌরভ গাঙ্গুলী
প্র.9. কোন খেলোয়াড়কে লাইটনিং কিং বলা হয়?
উঃ। বিশ্বনাথন আনন্দ
প্রশ্ন_১০। কোন খেলোয়াড় দ্য ওয়াল নামে পরিচিত?
উঃ। রাহুল দ্রাবিড়
প্রশ্ন_১১। কোন খেলোয়াড় টার্বানেটর নামে পরিচিত?
উঃ। হরভজন সিং
প্রশ্ন 12. কোন খেলোয়াড় টর্পেডো নামে পরিচিত?
উঃ। ইয়ান থোপ
প্রশ্ন 13. কোন খেলোয়াড়কে পোল ভল্টের রাজা বলা হয়?
উঃ। সের্গেই বুবকা
প্রশ্ন_১৪। কোন খেলোয়াড় মহীশূর এক্সপ্রেস নামে পরিচিত?
উঃ। জাভাগল শ্রীনাথ
প্রশ্ন_১৫। ইন্ডিয়ান এক্সপ্রেস নামে পরিচিত কোন খেলোয়াড়?
উঃ। পেস ও ভূপতি
প্রশ্ন 16. কোন খেলোয়াড় ব্ল্যাক পার্ল নামে পরিচিত?
উঃ। পেলে
প্রশ্ন_১৭। কোন খেলোয়াড় ডেনিস মিনোস নামে পরিচিত?
উঃ। আন্দ্রে আগাসি
প্রশ্ন: ইংরেজিতে সবচেয়ে কম বর্ণ ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: Q ।
✬প্রশ্ন: স্তন্যপায়ী জীবের দুধে কোন কার্বোহাইড্রেড পাওয়া যায়?
উত্তর: ল্যাক্টোজ ।
প্রশ্ন: IIT খড়গপুরের উদ্বোধন কত সালে হয় ?
উত্তর: ১৯৫১ সালে
প্রশ্ন: প্রাণ ধারা কোন রাজ্যের প্রকল্প ?
উত্তর: পশ্চিমবঙ্গ
প্রশ্ন: জাতীয় ক্রীড়া দিবস কবে ?
উত্তর: ২৯ অগাস্ট
প্রশ্ন: NATO-র সদর দপ্তর কোথায় ?
উত্তর: ব্রাসেলস
প্রশ্ন: গুরুশিখর শৃঙ্গ কোন রাজ্যে ?
উত্তর: রাজস্থান
প্রশ্ন: রাশিয়ার জাতীয় খেলা কী ?
উত্তর: চেস
প্রশ্ন: উস্তাদ রহিম ফাহিমুদ্দিন ডাগরের নাম কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ?
উত্তর: ধ্রুপদ সংগীত
প্রশ্ন: ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল কত ?
উত্তর: ১৯৮৮
প্রশ্ন: প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল দু’বার পার করেছেন ?
উত্তর: বুলা চৌধুরী
প্রশ্ন: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: প্রশান্তচন্দ্র মহালনবিশ
প্রশ্ন: পথের পাঁচালি কত সালে মুক্তি পায় ?
উত্তর: ১৯৫৫
প্রশ্ন: পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে ভারতরত্ন পান ?
উত্তর: বিধানচন্দ্র রায়
প্রশ্ন: কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ?
উত্তর: ১৯৪৩ সালে
প্রশ্ন: দার্জিলিং হিমালয়ান রেলকে UNESCO কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ?
উত্তর: ১৯৯৯ সালে
প্রশ্ন: বাংলার প্রথম গভর্নর জেনেরাল কে ?
উত্তর: ওয়ারেন হেস্টিংস
প্রশ্ন: কনিষ্ক কার ছদ্মনাম ?
উত্তর: রাম বসু
প্রশ্ন: AIDS পুরো কথা কী ?
উত্তর: Acquired Immune Deficiency Syndrome
প্রশ্ন: হেল গেট রেল সেতু কোথায় ?
উত্তর: নিউ ইয়র্ক
প্রশ্ন: স্নো হিল কোন দেশের রেল স্টেশন ?
উত্তর: বার্মিংহ্যাম, ইংল্যান্ড
প্রশ্ন: বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় ?
উত্তর : তিরুবনন্তপুরম, কেরালা
প্রশ্ন: লারা দত্তা কত সালে মিস ইউনিভার্স হন ?
উত্তর: ২০০০ সালে
প্রশ্ন: কত সালে দাদাসাহেব ফালকে পান মান্না দে ?
উত্তর: ২০০৭ সালে
প্রশ্ন: বোগোসলোফ আইল্যান্ড কোথায় ?
উত্তর: আলাস্কায়
প্রশ্ন: আশাপূর্ণা দেবী কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান ?
উত্তর: ১৯৭৬
প্রশ্ন: সমাজসেবার জন্য এবার পদ্মশ্রী পেয়েছেন বাংলার করিমুল হক। তিনি কোন জেলার বাসিন্দা ?
উত্তর: জলপাইগুড়ি
প্রশ্ন: প্রোটিন শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর: গ্রিক শব্দ প্রোটিয়স থেকে
প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কোথায় ?
উত্তর: হুগলীর দেবানন্দপুর গ্রামে
প্রশ্ন: WAN পুরো কথা কী ?
উত্তর: ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
প্রশ্ন: জালিকাট্টুর নাম কোন রাজ্যের সঙ্গে জড়িত ?
উত্তর: তামিলনাড়ু
WBP প্রশ্ন ও উত্তর pdf download
১৮. পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কোরভাট কোন দেশে অবস্থিত ?
উ: কম্বোডিয়া
২৪. “একাওরের ডায়েরি” বইটি কে লিখেছেন ?
উ: সুফিয়া কামাল
২৩. আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন ?
উ: মহাত্মা গান্ধী
২৬. বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত ?
উ: নবদ্বীপ
২০. গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রটি সৃষ্টি কে করেছিলেন ?
উ: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
২২. ভারত কোন সালে প্রথম বার বিশ্বকাপ ক্রিকেট জয়ী হয়েছিল ?
উ: ১৯৮৩ সালে
প্রশ্ন: পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তর: রাজস্থান
২৯. “হিন্দুদের খলিফা” বলা হত কোন রাজাকে ?
উ: লক্ষণ সেন
প্রশ্ন: বিখ্যাত মাদাম তুসো মিউজ়িয়াম কোথায় ?
উত্তর: লন্ডন
প্রশ্ন: জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলা ফিচার ফিল্ম- ছেলে কার, পরিচালক কে ?
উত্ত : চিত্ত বসু
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন ও উত্তর | wbp police constable exam question answer in bengali version pdf ,WBP exam question answer pdf download in bengali |WBP exam পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- WB constable question answer in Bengali pdf free download
File Format:- Pdf
Quality:- High
File Size:-
File Location:- Google Drive
Download: click Here to Download
Related Posts:-
A. পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস pdf
B. WBP constable পরীক্ষার জন্য সেরা বই pdf
C. WBP constable all book pdf download