মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল বারিমণ্ডল 5 নম্বরের প্রশ্ন উত্তর
দশম শ্রেণি ভূগোল তৃতীয় অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik Geography third chapter 5 marks question answer | Class 10 Geography third chapter 5 marks question answer
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল তৃতীয় অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ভূগোল 5 নম্বরের প্রশ্ন ও উত্তর বারিমণ্ডল । দশম শ্রেণির ভূগোল তৃতীয় অধ্যায় ৫ নম্বরের প্রশ্ন উত্তর । বারিমণ্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Geography chapter 3 5 number question answer, মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমণ্ডল 5 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ভূগোল ৫ নম্বর অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর, গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় pdf download, class 10 Geography third chapter 5 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
: আরও পোস্ট দেখো : B
এছাড়াও তোমার মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।
Madhyamik Geography Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X Geography Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ভূগোল সাজেশন 2024
দশম শ্রেণির ভূগোল বারিমণ্ডল বড় প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ভূগোল বারিমণ্ডল বড় প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন ও উত্তর
1. সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো।
সমুদ্রস্রোত সৃষ্টির কারণ
প্রধানত 6 টি কারণে সমুদ্রস্রোত সৃষ্টি হয়—
[i] বায়ুপ্রবাহ নিয়ত: বায়ুপ্রবাহগুলি সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের ওপরের জলরাশিকে নিজের প্রবাহের দিকে চালিত করে। এইভাবে নিয়ত বায়ুপ্রবাহগুলি সমুদ্রস্রোতের সৃষ্টি করে। যেমন— যেসব স্থানে আয়ন বায়ু প্রবাহিত হয়, সেখানে পূর্ব থেকে পশ্চিমদিকে সমুদ্রস্রোত প্রবাহিত হয় | আবার যেসব স্থানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, সেখানে সমুদ্রস্রোত পশ্চিমদিক থেকে পূর্বদিকে অগ্রসর হয়।
[ii] সমুদ্রজলে উন্নতার তারতম্য: নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে বেশি উম্নতার জন্য সমুদ্রজল বেশি উম্ন হয় এবং বাষ্পায়ন বেশি হয়। এ ছাড়া, এই উম্ন জল হালকা বলে সমুদ্রের ওপরের অংশ দিয়ে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোতরূপে শীতল মেরু অঞ্চলের দিকে বয়ে যায় | জলের এই শূন্যতা পূরণের জন্য তখন মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের তলদেশ দিয়ে নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের দিকে অঙ্কুস্রোতরূপে বয়ে যায়। এভাবে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।
[iii] সমুদ্রজলে লবণতার তারতম্য: সমুদ্রজলে লবণতার পরিমাণ কোথাও বেশি, কোথাও কম | কম লবণাক্ত জল হালকা বলে সমুদ্রের ওপরের অংশ দিয়ে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোতরূপে বেশি লবণাক্ত ভারী জলের দিকে বয়ে যায় | জলের এই শূন্যতা পূরণের জন্য তখন বেশি লবণাক্ত ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃস্রোতরূপে ওই কম উৎপত্তি হয়।
[iv] পৃথিবীর আবর্তন গতি: পৃথিবীর আবর্তন গতির জন্য সমুদ্রস্রোত সোজাপথে প্রবাহিত না হয়ে ফেরেল-এর সূত্রানুসারে, উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়। এভাবে নতুন সমুদ্রস্রোতের উৎপত্তি হয়। উদাহরণ—উপসাগরীয় স্রোত আবর্তন গতির প্রভাবে ডানদিকে বেঁকে উত্তর আটলান্টিক স্রোতের উৎপত্তি ঘটায়।
[v] মহাদেশসমূহের অবস্থান ও আকৃতি: প্রবহমান সমুদ্রস্রোত মহাদেশের যে প্রান্তে বা দ্বীপপুঞ্জে বাধা পায়, সেখানকার গঠন বা আকৃতি অনুসার সমুদ্রস্রোতের গতিপথ পরিবর্তিত হয় বা বিভিন্ন শাখায় বিভক্ত হয়। এভাবেও নতুন নতুন সমুদ্রস্রোতের উৎপত্তি ঘটে। উদাহরণ- আটলান্টিক মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের কেপ ডি সাও রোক-এ বাধা পেয়ে ব্রাজিল স্রোত নামে একটি নতুন স্রোতের উৎপত্তি ঘটায়।
[vi] বরফের গলন: সমুদ্রে বরফ যেখানে গলে যায়, সেখানে জলরাশির পরিমাণ কিছুটা বৃদ্ধি পায় এবং ওই জলরাশি স্বল্প জলরাশি সমন্বিত অঞ্চলের দিকে ধাবিত হয় | ফলে সমুদ্রস্রোতের উৎপত্তি ঘটে।
2 . সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
অথবা, মানবজীবনের ওপর সমুদ্রস্রোতের প্রভাব কী কী?• উত্তর সমুদ্রস্রোতের প্রভাব
মানবজীবনের ওপর সমুদ্রস্রোতের নিম্নলিখিত প্রভাবগুলি লক্ষ করা যায়—
[i] বরফমুক্ত বন্দর : উঘ্ন সমুদ্রস্রোতের প্রভাবে সংশ্লিষ্ট উপকূলের বন্দরগুলি শীতকালেও বরফমুক্ত থাকে । যেমন—উম্ন উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের অধিকাংশ বন্দর বরফমুক্ত থাকায় সারাবছরই ব্যবহার করা যায়।
[ii] নৌ-চলাচলের সুবিধা: উয় সমুদ্রস্রোতের জন্য জাহাজ চলাচল সহজতর হয়। এর ফলে জ্বালানির সাশ্রয় হয়। আটলান্টিক মহাসাগরের অনুকূল উম্ন স্রোতকে অনুসরণ করে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে।
[iii] জলবায়ু নিয়ন্ত্রণ: কোনো অঞ্চলের পাশ দিয়ে উঘ্ন সমুদ্রস্রোত প্রবাহিত হলে জলবায়ু উম্ন হয়। আবার বিপরীতভাবে, শীতল স্রোত প্রবাহিত হলে জলবায়ুও শীতল হয়। যেমন—শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড দ্বীপের উপকূলে বায়ুর উন্নতা কমে ও উম্ন কুরোশিয়ো | স্রোতের প্রভাবে জাপানের দক্ষিণ-পূর্ব উপকূলে বায়ুর উম্নতা বাড়ে।
[iv] বৃষ্টিপাত ও তুষারপাত সৃষ্টি: উম্ন স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ুতে জলীয়বাষ্প থাকে বলে ওই বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হলে বৃষ্টিপাত হয় | কিন্তু শীতল স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক বৃষ্টিপাত হয় না, তবে মাঝে মাঝে তুষারপাত হয়। আফ্রিকার বলে দক্ষিণ-পশ্চিম দিকে নামিবিয়া উপকূলের পাশ দিয়ে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হওয়ার জন্য মরুভূমির সৃষ্টি হয়েছে।
[v] দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি: সাধারণত যেসব অঞ্চলে উষ্ম ও শীতল স্রোতের মিলন ঘটে, সেখানে উন্নতার পার্থক্যের জন্য ঘন কুয়াশা এবং প্রবল ঝড়ঝঞ্ঝা হয়। ফলে জাহাজ বা বিমান চলাচলে অসুবিধা বৃষ্টি হয়। যেমন—নিউফাউন্ডল্যান্ড-সংলগ্ন সমুদ্র।
[vi] মৎস্যক্ষেত্র সৃষ্টি: উয় ও শীতল স্রোতের মিলনস্থলে মাছের খাদ্য প্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে জন্মায় | এর ফলে মৎস্যক্ষেত্র সৃষ্টি হয়। যেমন— নিউফাউন্ডল্যান্ড বা জাপানের উপকূল থেকে প্রচুর মাছ পাওয়া যায়।
[vii] স্রোতের সংস্পর্শে এলে গলে যায়। ফলে হিমশৈলের মধ্যে থাকা পাথর, কাদা, বালি প্রভৃতি সমুদ্রবক্ষে দীর্ঘকাল ধরে জমতে জমতে উঁচু হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে। যেমন—নিউফাউন্ডল্যান্ড উপকূলের অদূরে গ্র্যান্ড ব্যাংক নামক মগ্নচড়ার সৃষ্টি হয়েছে।
[viii] হিমশৈলজনিত বিপদ: শীতল সমুদ্রস্রোতের সঙ্গে যেসব বড়ো বড়ো হিমশৈল ভেসে আসে, সেগুলি জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করে। এই হিমশৈলের জন্যই বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবে গিয়ে প্রচুর প্রাণহানি ঘটেছিল।
3. জোয়ারভাটার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।
● উত্তর মানবজীবনে জোয়ারভাটার উল্লেখযোগ্য প্রভাব
[A] জোয়ারভাটার সুবিধা:
[i] জোয়ারের সময় বড়ো বড়ো জাহাজ নদীতে আসতে পারে, আবার ভাটার টানে সাগরে ফিরে যেতে পারে।
[ii] ভাটার টানে নদীর পলি ও আবর্জনা সমুদ্রে গিয়ে পড়ে, ফলে নদীখাত গভীর থাকে।
[iii] অনেক জায়গায় জোয়ারভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
[iv] জোয়ারের সময় অনেক সামুদ্রিক মাছ নদীতে চলে আসে।
[v] জোয়ারের লোনা জলে বন্দর ও নদী অনেক সময় বরফমুক্ত থাকে
[B] জোয়ারভাটার অসুবিধা:
[i] জোয়ারের মাধ্যমে নদীর মিষ্টি জল লোনা হয়ে যায় | লোনা জল কৃষি, শিল্প প্রভৃতি কাজে ব্যবহার করা যায় না এবং তা পানেরও অযোগ্য|
[ii] প্রবল জোয়ারে বা প্রবল বানে যে জলস্ফীতি ঘটে তার ফলে অনেক সময় নদী উপকূলে চাষাবাদ ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়।
[iii] নদীর জোয়ারের সময় বিভিন্ন জলপরিবহণ যান, যেমন—নৌকা, লঞ্চ, ছোটো জাহাজ প্রভৃতির ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।
[iv] জোয়ারের জলের মাধ্যমে অনেক সময় পলি পড়ে নদীগর্ভ অগভীরও হয়ে যায়।
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর ৫ নম্বর pdf download / দশম শ্রেণি ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 5 marks pdf / ক্লাস 10 বারিমণ্ডল 5 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ভূগোল 5 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Geography 5rd chapter 5 marks question answer pdf / Class ten Geography 5rd chapter 5 marks question answer / বারিমণ্ডল LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বারিমণ্ডল থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য - বারিমণ্ডল অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ভূগোল এর তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 3 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ভূগোল প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমণ্ডল প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
‘‘ মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমণ্ডল বৈশিষ্ট্য ও পর্যালোচনা ’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য। বারিমণ্ডল অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে ।
মাধ্যমিক ভূগোল বারিমণ্ডল তৃতীয় অধ্যায় রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল বারিমণ্ডল তৃতীয় অধ্যায় রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography chapter 3 long Question and Answer
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-
File Details:-
File Name:- Madhyamik Geography 3rd chapter 5 marks questions answers in bengali pdf download
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
আরও পোস্ট দেখো B
A. মাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here
B. Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন
C. Madhyamik Geography Suggestion Click here
D. মাধ্যমিক ভূগোল সাজেশন PDF Download
অসংখ্য ধন্যবাদ , তোমার যদি আমাদের এই ” মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমণ্ডল 5 প্রশ্ন ও উত্তর । Madhyamik Geography third chapter LAQ Question and Answer ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।
_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________