জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 2 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর
দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর pdf| Class 10 Life Science first chapter 2 marks question answer
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক জীবন বিজ্ঞান 2 নম্বরের প্রশ্ন ও উত্তর জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় । দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন উত্তর । জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Life Science chapter 1 2 number question answer, মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 2 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির জীবন বিজ্ঞান ২ নম্বর অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর, গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় pdf download, class 10 Life Science first chapter 2 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
আরও পোস্ট দেখো B
এছাড়াও তোমার মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।
Madhyamik Life Science Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X Life Science Question and Answer Suggestion 2022, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024
দশম শ্রেণির জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর
1. উদ্দীপক কাকে বলে?
উত্তর: পরিবেশের যে সকল পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয় ও যাদের উপস্থিতিতে জীব সাড়াপ্রদান করে, তাকে উদ্দীপক বলে।
2. সংবেদনশীলতা বলতে কী বোঝ ?
উত্তর: পরিবেশের পরিবর্ত জীবদেহের সাড়াপ্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। যেমন—আলোক উদ্দীপকের দিকে উদ্ভিদের কাণ্ড বা শাখার চলন।
3. চলন কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় জীব এক স্থানে আবদ্ধ থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ-প্রত্যঙ্গ
সঞ্চালনের মাধ্যমে সাড়াপ্রদান করে তাকে চলন বলে।
4. গমন কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে ।
5. উদ্ভিদের সামগ্রিক চলন কাকে বলে?
উত্তর: স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদের কোনো অংশের স্থান পরিবর্তন করাকে উদ্ভিদের সামগ্রিক চলন বলে। যেমন— ক্ল্যামাইডোমোনাস -এর কম আলোর দিকে গমন বা ফোটোট্যাকটিক চলন।
6. ফোটোন্যাস্টিক চলন কাকে বলে?
উত্তর: যে আবিষ্ট বক্রচলন আলোক উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকে ফোটোন্যাস্টিক চলন বলে। যেমন—পদ্ম ও সূর্যমুখী ফুল দিনের বেলা তীব্র আলোয় ফোটে আবার জুঁই ফুল কম আলোয় ফোটে।
7. ফোটোট্যাকটিক চলন বা ফোটোট্যাক্সিস কাকে বলে?
উত্তর: আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের স্থানান্তরিত হওয়াকে ফোটোট্যাকটিক চলন বলে। যেমন—ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালের গমন, যা আলোর তীব্রতা দ্বারা প্রভাবিত হয়।
৪. থার্মোন্যাস্টিক চলন কী?
উত্তর: যে আবিষ্ট বক্রচলন উন্নতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে থার্মোন্যাস্টিক চলন বলে। যেমন—টিউলিপ ফুল বেশি উন্নতায় ফোটে এবং সিম পাতা অধিক উন্নতায় বন্ধ হয়ে যায়।
9. সিসমোন্যাস্টিক চলন কী?
উত্তর: যে আবিষ্ট বক্রচলন, ঘর্ষণ, আঘাত বা স্পর্শের তীব্রতা অনুযায়ী হয়, তাকে সিসমোন্যাস্টিক চলন বলে। যেমন—স্পর্শের ফলে লজ্জাবতীর পত্রক বন্ধ হয়ে যায়।
10. কেমোন্যাস্টিক বা রসায়নব্যাপ্তি চলন কাকে বলে?
উত্তর: যে আবিষ্ট বক্রচলন রাসায়নিক পদার্থের (ক্লোরোফর্ম, ইথার, প্রোটিন ইত্যাদি) তীব্রতা বা ঘনত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে কেমোন্যাস্টিক চলন বলে। যেমন—পতঙ্গের প্রোটিনের সংস্পর্শে এলে ভেনাস ফ্লাইট্র্যাপ নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতায় কেমোন্যাস্টিক চলন দেখা যায়। এর ফলে পাতা দুটি বন্ধ হয়ে পতঙ্গটি পাতার ভিতরে আটকে যায়।
13. কচুরিপানার নদীর স্রোতে ভেসে যাওয়াকে চলন বা গমন বলা যায় কী?
উত্তর: কচুরিপানার নদীর স্রোতে ভেসে যাওয়াকে চলন বা গমন বলা যায় না কারণ এটি জৈবিক কারণে হয় না, যান্ত্রিক কারণে হয়।
14. অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন?
উত্তর: অগ্ন্যাশয়ে বহিঃক্ষরা (অ্যাসিনাস) ও অন্তঃক্ষরা (ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ) উভয় প্রকারকোশসমষ্টি বর্তমান। বহিঃক্ষরা অংশ থেকে উৎসেচক (ট্রিপসিন, অ্যামাইলেজ) এবং অন্তঃক্ষরা অংশ থেকে হরমোন (a কোশ থেকে গ্লুকাগন, B কোশ থেকে ইনসুলিন, কোশ থেকে সোমাটোস্ট্যাটিন) ক্ষরিত হয়। তাই অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে।
15/ নিউরোগ্লিয়া কী?
উত্তর: নিউরোগ্লিয়া হল পরিবর্তিত যোগকলা এবং বহু প্রবর্ধকযুক্ত কোশ যা উদ্দীপনা গ্রহণ ও প্রেরণে
অক্ষম। নিউরোগ্লিয়ার সংখ্যা স্নায়ুতন্ত্রের কোশ সমষ্টির প্রায় 90% এবং এরা নিউরোনকে বেষ্টন
করে থাকে। আকৃতি অনুসারে নিউরোগ্লিয়া বিভিন্ন প্রকারের যেমন—মাইক্রোগ্লিয়া, অলিগোডেনড্রোগ্লিয়া, অ্যাস্ট্রোসাইট।
হয়,
16. প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো।
উত্তর: প্রাত্যহিক জীবনে এইরকম বহু ঘটনা থাকে সেক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন, সেইসব ক্ষেত্রে প্রতিবর্ত ক্রিয়ার1গুরুত্ব অপরিসীম। যেমন—
[1] চোখে ধুলোবালি পড়ার আগে দ্রুত চোখ বন্ধ হয়ে যায় যাতে ধুলোবালি না ঢোকে।
[2] শ্বাসনালীতে কোনো অবাঞ্ছিত পদার্থ যেমন— খাদ্যকণা প্রবেশ করলে প্রতিবর্ত ক্রিয়ায় কাশি হয় ও তা বাইরে বের হয়ে যায়।
17. থ্যালামাসের কাজ উল্লেখ করো।
উত্তর: থ্যালামাসের কাজগুলি হল – [1] সংজ্ঞাবহ উদ্দীপনা গুরুমস্তিষ্কে প্রেরণ করা। তাই থ্যালামাসকে রিলে কেন্দ্র (relay station) বলা হয়। [2] নিদ্রা ও জাগরণ নিয়ন্ত্রণ করা।
18. হাইপোথ্যালামাসের কাজ উল্লেখ করো।
উত্তর: হাইপোথ্যালামাসের কাজগুলি হল- [1] দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। [2] ক্ষুধা, তৃস্না, হাসি, কান্না, অনুরাগ ও যৌন আচরণ নিয়ন্ত্রণ করা।
19. পনস্-এর কাজ লেখো।
উত্তর: পনস্-এর কাজগুলি হল – [1] শ্বাসক্রিয়া, লা রণ, মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করা। [2] লঘুমস্তিষ্ক ও সুযুম্নাশীর্ষকের মধ্যে সেতু রচনা করা।
20. সুষুম্নাশীর্ষকের কাজ লেখো।
উত্তর: সুষুম্নাশীর্ষকের কাজগুলি হল— [1] শ্বাস- ক্রিয়া, হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করা। [2] ঘাম নিঃসরণ,
বমি, হাঁচি, কাশি ইত্যাদি আন্তরযন্ত্রীয় প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা।
21. রোটেশন কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় কোনো দেহ অঙ্গ বা অস্থি দেহ অক্ষের চারপাশে ঘুরতে পারে তাকে রোটেশন
বা ঘূর্ণন বলে। যেমন—পায়ের পিরিফরমিস পেশি দ্বারা পায়ের রোটেশন বা ঘূর্ণন।
22. অ্যামিবার গমন পদ্ধতি সংক্ষেপে লেখো।
উত্তর: অ্যামিবার গমনাঙ্গ হল অস্থায়ী ক্ষণপদ বা সিউডোপোডিয়া, যা একপ্রকারের সাইটোপ্লাজমীয় প্রবর্ধক। এই ক্ষণপদ গমন অভিমুখে গঠিত হয়।দশম শ্রেণির জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক জীবন বিজ্ঞান ধারণা 2 নং প্রশ্ন উত্তর
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর ২ নম্বর pdf download / দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 2 marks pdf / ক্লাস 10 জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 2 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 জীবন বিজ্ঞান 2 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Life Science 1st chapter 2 marks question answer pdf / Class ten Life Science 1st chapter 2 marks question answer / জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Life Science Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তোমরা যারা মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science 2 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
‘‘মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য। জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে ।
মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science short Question and Answer
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-
File Details:-
File Name:- Madhyamik Life Science 1st chapter 2 marks questions answers pdf download
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Adddddd
Download: Click Here to Download
Adddddddd
আরও পোস্ট দেখো B
A. মাধ্যমিক জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here
B. Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন
C. Madhyamik Life Science Suggestion Click here
D. মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF Download
অসংখ্য ধন্যবাদ , তোমার যদি আমাদের এই ” মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 2 প্রশ্ন ও উত্তর । Madhyamik Life Science first chapter LAQ Question and Answer ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।
_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________