জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 5 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর
দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Class 10 Life Science first chapter 5 marks question answer
আসসালামু আলাইকুম,
তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।
আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক জীবন বিজ্ঞান 5 নম্বরের প্রশ্ন ও উত্তর জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় । দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় ৫ নম্বরের প্রশ্ন উত্তর । জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Life Science chapter 5 number question answer, মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 5 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে ।
Madhyamik-life-science-first-chapter-5-marks-question-answer-pdf
তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির জীবন বিজ্ঞান ৫ নম্বর অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর, গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় pdf download, class 10 Life Science first chapter 5 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
YouTube Link - . OUR ONLINE SCHOOL SUBSCRIBE
আরও পোস্ট দেখো B
এছাড়াও তোমার মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।
Madhyamik Life Science Suggestion 5055 | West Bengal WBBSE Class Ten X Life Science Question and Answer Suggestion 5055, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 5055
দশম শ্রেণির জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় বড় প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় বড় প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় বড় প্রশ্ন ও উত্তর
1.বিভিন্ন প্রকার ট্রপিক চলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর: বিভিন্ন প্রকার ট্রপিক চলন
উদ্দীপকের প্রকারভেদে ট্রপিক চলন বিভিন্ন ধরনের হয়। বিভিন্ন প্রকারভেদগুলি নীচে আলোচনা করা হল।
[1] ফোটোট্রপিক বা আলোকবৃত্তীয় চলন: এই ধরনের চলনের উদ্দীপক হল আলোক। উদ্ভিদের কাণ্ড ও শাখা আলোর দিকে বৃদ্ধি পায় তাই একে আলোক-অনুকূলবর্তী চলন বলে। পাতা আলোক রশ্মির সাথে লম্বভাবে বা তির্যকভাবে বৃদ্ধি পায়, তাই একে আলোক তির্যকবর্তী চলন বলে। মূল আলোকের বিপরীতে বৃদ্ধি পায়, তাই একে আলোক-প্রতিকূলবর্তী চলন বলে (ব্যতিক্রম—সুন্দরীর শ্বাসমূল)।
[2] জিওট্রপিক বা অভিকর্ষবৃত্তীয় চলন: এই ধরনের চলনের উদ্দীপক হল অভিকর্ষজ বল। উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়, তাই একে অভিকর্ষ অনুকূলবর্তী চলন বলে, (ব্যতিক্রম—সুন্দরীর শ্বাসমূল)। কাণ্ড ও শাখা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায়, তাই একে অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন বলে। শাখা ও প্রশাখামূলের বৃদ্ধি অভিকর্ষের তির্যকভাবে হয়, তাই একে তির্যক অভিকর্ষবর্তী চলন বলে।
[3] হাইড্রোট্রপিক বা জলবৃত্তীয় চলন: এই ধরনের চলনের উদ্দীপক হল জল বা আর্দ্রতা। উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, তাই একে জল-অনুকূলবর্তী চলন বলে। কাণ্ড জলের উৎসের বিপরীতে বৃদ্ধি পায়, তাই একে জল-প্রতিকূলবর্তী চলন বলে ।
2. বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর : বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদ্দীপকের প্রকারভেদে ন্যাস্টিক চলন বিভিন্ন ধরনের হয়। যথা—
[1] ফোটোন্যাস্টিক চলন বা আলোকব্যাপ্তি চলন: এই ধরনের চলনের উদ্দীপক হল আলোক তীব্রতা।
উদাহরণ—আলোকের তীব্রতায় রসস্ফীতিজনিত কারণে পদ্ম, সূর্যমুখী ফুল ফোটে।
[2] থার্মোন্যাস্টিক চলন বা তাপব্যাপ্তি চলন: এই ধরনের চলনের উদ্দীপক হল উয়তার তীব্রতা।
উদাহরণ—টিউলিপ ফুল দিনের বেলা উয়তার প্রভাবে ফোটে।
[3] সিসমোন্যাস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন: এই ধরনের চলনের উদ্দীপক হল স্পর্শ, ঘর্ষণ বা আঘাত
(যান্ত্রিক)। উদাহরণ—লজ্জাবতীর পত্রক স্পর্শ করা মাত্র পত্রমূলের রসস্ফীতির হ্রাসজনিত শিথিলতায় পত্রকগুলি মুদে যায়।
[4] কেমোন্যাস্টিক বা রসায়নব্যাপ্তি চলন: এই ধরনের চলনের উদ্দীপক হল রাসায়নিক পদার্থের তীব্রতা।
উদাহরণ—সূর্যশিশিরের পত্রাকর্ষ পতঙ্গের প্রোটিনের সংস্পর্শে বন্ধ হয়ে যায়।
3. অক্সিন হরমোনের দুটি বৈশিষ্ট্য ও তিনটি কাজ উল্লেখ করো।
উত্তর : অক্সিন হরমোনের বৈশিষ্ট্য
অক্সিন হরমোনের বৈশিষ্ট্যগুলি হল—
[1] অক্সিন জলে দ্রাব্য নাইট্রোজেন-ঘটিত জৈব অম্ল।
[2] অক্সিনে ক্রিয়া অন্ধকারে ভালো হয়। কারণ অক্সিন আলোকে জারিত হয়ে যায়।
[3] উদ্ভিদদেহে অক্সিনের প্রবাহ সব সময় মেরুবর্তী। অক্সিন কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়ে ফ্লোয়েম কলার মাধ্যমে নীচের দিকে পরিবাহিত হয়।
NOTE, যে-কোনো দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। অক্সিনের তিনটি কাজ অক্সিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ হল—
[1] বৃদ্ধি নিয়ন্ত্রণ: অক্সিন অগ্র মুকুলের বৃদ্ধি ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, একে অগ্রস্থ প্রকটতা বলে। তাই অগ্রমুকুল কেটে দিলে গাছের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটে। এ ছাড়াও, অক্সিন ক্যামবিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করে এবং অঙ্গ-বিভেদ নিয়ন্ত্রণ করে।
[2] কোশ বিভাজন ও কোশের বৃদ্ধি: অক্সিন DNA সংশ্লেষ বৃদ্ধি করে, নিউক্লিয়াসের বিভাজনে সাহায্য করে ও সাইটোকাইনিনের সহায়তায় সাইটোপ্লাজমের বিভাজনে সাহায্য করে। কোশপ্রাচীরের নমনীয়তা বৃদ্ধিতে সাহায্য করে এবং গহ্বর সৃষ্টি করে কোশের আয়তন বৃদ্ধি করে।
[3] ফল গঠন: পরাগযোগের পর ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বৃদ্ধি পায় ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। তাই নিষেক ছাড়াই অক্সিনের পরিমাণ বৃদ্ধি করে বীজহীন ফল (parthenocarpic fruit) উৎপাদন করা হয়।
3. ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো।
ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা
উদ্ভিদের ফোটোট্রপিক ও জিওট্রপিক চলন অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নীচে এই সম্বন্ধে আলোচনা করা হল।
[1] ফোটোট্রপিক চলনে ভূমিকা: অক্সিন আলোক স্পর্শকাতর, তাই অন্ধকারে বেশি ও আলোকিত দিকে কম সঞ্চিত হয়। আবার কাণ্ডের কোশ অক্সিনের বেশি ঘনত্বে ও মূলের কোশ অক্সিনের কম ঘনত্বে দ্রুত বিভাজিত হয়। তাই আলোকিত দিকে কাণ্ডের কোশ দ্রুত বিভাজিত হওয়ায় কাণ্ড আলোকের দিকে বেঁকে যায়। আবার, মূলের ক্ষেত্রে আলোর দিকের কোশগুলিতে অক্সিনের উপস্থিতি কম হওয়ায় ওই স্থানের কোশ দ্রুত বিভাজিত হয়। ফলে মূল আলোর বিপরীতে বেঁকে যায়। এইভাবেই অক্সিন দ্বারা ফেটোট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়।
[2] জিওট্রপিক চলনে ভূমিকা: একটি উদ্ভিদকে অনুভূমিকভাবে রাখলে অভিকর্ষের টানে কাণ্ড ও মূলের অগ্রভাগে নীচের দিকে অক্সিন সঞ্চিত হয়। ফলে অক্সিনের বেশি ঘনত্বে কাণ্ড অভিকর্ষের বিপরীতে ও মূল অক্সিনের কম ঘনত্বে অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়। ফলে মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। এইভাবে অক্সিন দ্বারা জিওট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়।
4. জিব্বেরেলিন হরমোনের প্রধান কাজগুলি কী কী? সাইটোকাইনিনের উল্লেখযোগ্য কাজগুলি লেখো।
উত্তর : জিবেরেলিনের কাজ
উদ্ভিদদেহে জিব্বেরেলিনের সক্রিয় প্রকারটি হল GA3, যা অঙ্কুরিত চারাগাছ, বীজ ও বীজপত্রে সংশ্লেষিত হয়।
[1] বীজের সুপ্তদশা ভঙ্গ: বীজের সুপ্তদশার শেষে জিব্বেরেলিন ভ্রুণ থেকে ক্ষরিত হয়ে বীজের অ্যালিউরোন স্তরের কোশ থেকে অ্যামাইলেজ নামক শর্করাভঙ্গক উৎসেচক সংশ্লেষ উদ্দীপিত করে। এই উৎসেচক বীজ মধ্যস্থ সস্যে বা বীজপত্রের জটিল শর্করাকে সরল ও দ্রবীভূত শর্করাতে পরিণত করে ভ্রূণের শ্বসনহার বৃদ্ধি করে যা বীজের সুপ্তদশা দূর করে অঙ্কুরোদ্গমের সূচনা করে।
[2] পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি:জিব্বেরেলিন উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে। জিব্বেরেলিন জিনের সক্রিয়তা
বৃদ্ধি করে পর্বমধ্যের কোশ বিভাজনে উদ্দীপনা জোগায় ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে।
[3] ফলের বৃদ্ধি: জিব্বেরেলিন ফল গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে যা বিজ্ঞানী ডেনিসের পরীক্ষায় প্রমাণিত।
এই হরমোন বীজহীন বা পার্থেনোকার্পিক ফল (আপেল, আঙুর, কলা) গঠনে সাহায্য করে। এ ছাড়াও, গাছের পাতা ও ফুলের আয়তন বৃদ্ধিতে জিব্বেরেলিন সাহায্য করে।
সাইটোকাইনিনের কাজ উদ্ভিদদেহে সাইটোকাইনিনের গুরুত্বপূর্ণ কাজগুলি হল—
[1] কোশ বিভাজন: সাইটোকাইনিন কোশচক্রের ইনটারফেজের ‘S’ দশায় নিষ্ক্রিয় কাইনেজকে সক্রিয় করে DNA- সংশ্লেষ ও সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিসে সাহায্য করে।
[2] জরা বিলম্বিতকরণ: সাইটোকাইনিন কোশের ক্লোরোফিল, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের বিনাশ বিলম্বিত করে জরা রোধ করে।
[3] পত্রমোচন বিলম্বিতকরণ: পাতার পত্রমূলের গোড়ার কোশগুলির কোশপ্রাচীরের ক্ষয়ের কারণে
পত্রমোচন হয়। সাইটোকাইনিন এই কোশগুলির কোশপ্রাচীরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ফলে পত্রমোচন বিলম্বিত হয়।
5.থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম ? থাইরক্সিন হরমোনের কাজ?
উত্তর: থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম “
থাইরয়েড গ্রন্থি থেকে ট্রাই-আয়োডোথাইরোনিন (T3) এবং টেট্রা-আয়োডোথাইরোনিন (T4) বা থাইরক্সিন ক্ষরিত হয়।
থাইরক্সিন হরমোনের কাজ :
থাইরক্সিন হরমোন মানবদেহে বিভিন্ন গঠনমূলক কাজে সাহায্য করে। যেমন-
[1] BMR বা বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে।
[2] কলাকোশে গ্লুকোজের জারণ ঘটিয়ে শক্তির মুক্তি ঘটায়, তাই একে তাপ
উৎপাদক বা ক্যালোরিজেনিক হরমোন বলে।
[3] দৈহিক ও মানসিক বৃদ্ধি ও পূর্ণতা প্রাপ্তিতে সাহায্য করে।
[4Pইৎস্পন্দনের হার বৃদ্ধি করতে ও লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে।
[5] প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে, অস্থি থেকে ক্যালশিয়াম ও ফসফরাসকে মুক্ত করে।
6. হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু (supreme commander) বলে কেন? ফিডব্যাক (feed back) নিয়ন্ত্রণ বলতে কী বোঝ?
উত্তর : হাইপোথ্যালামাসকে ‘প্রভুগ্রন্থির প্রভু’ বলার কারণ হাইপোথ্যালামাস নিঃসৃত রিলিজিং এবং ইনহিবিটিং ফ্যাক্টর বা নিউরোহরমোনগুলি অগ্র পিটুইটারি নিঃসৃত হরমোনগুলির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। উল্লেখ্য যে, পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। প্রভুগ্রন্থির ওপরে হাইপোথ্যালামাস ক্রিয়াশীল হয় বলে, একে প্রভুগ্রন্থির প্রভু বলে।
যেমন—হাইপোথ্যালামাস নিঃসৃত কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন (CRH) ও গ্রোথ হরমোন রিলিজিং হরমোন (GHRH) পিটুইটারির নির্দিষ্ট কোশ থেকে ACTH ও গ্রোথ হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
ফিডব্যাক নিয়ন্ত্রণ :
যখন কোনো হরমোনের ক্ষরণ অন্য গ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে ৷ এক্ষেত্রে, নিঃসৃত হরমোনের মাত্রার বৃদ্ধি বা হ্রাসে নিয়ন্ত্রক হরমোনের মাত্রার বৃদ্ধি বা হ্রাস ঘটে। যেমন-—থাইরক্সিনের ক্ষরণ নিয়ন্ত্রণ। হাইপোথ্যালামাসের নিয়ন্ত্রণে TRH-এর ক্ষরণ হয়। এর ফলে অগ্র পিটুইটারি থেকে TSH থাইরয়েড গ্রন্থিতে রক্তের মাধ্যমে পৌঁছোয় ও থাইরয়েড গ্রন্থি থেকে T4 ও T3-এর ক্ষরণ ঘটায়। আবার, রক্তে T4, T3-এর মাত্রা বৃদ্ধি পেলে TRH ও TSH-এর ক্ষরণ হ্রাস পায়, ফলে Tar T3-এর ক্ষরণ নিয়ন্ত্রিত হয়। একে ঋণাত্মক ফিডব্যাক পদ্ধতি বলে। একইভাবে T4, T3-এর মাত্রা কমে গেলে আবার TRH ও TSH-এর ক্ষরণ বৃদ্ধির দ্বারা T4, T3-এর ক্ষরণ বৃদ্ধি পায়। একে ধনাত্মক ফিডব্যাক পদ্ধতি বলে।
6. মানুষের দেহে কবজা এবং বল ও সকেট অস্থিসন্ধির অবস্থান ও গমনে ভূমিকা লেখো।
কবজা বা কপাট অস্থিসন্ধি:
কবজা বা কপাট অস্থিসন্ধির অবস্থান ও গমনে ভূমিকা নীচে আলোচনা করা হল।
অবস্থান: এই ধরনের অস্থিসন্ধি কনুইতে ও হাঁটুতে দেখা যায়। কনুইতে হিউমেরাস ও রেডিয়াস-আলনা
অস্থির মধ্যবর্তী অংশে এবং হাঁটুতে ফিমার ও টিবিয়া-ফিবিউলার মধ্যবর্তী অংশে এই অস্থিসন্থি দেখা যায়।
ভূমিকা: কবজা সন্ধিতে অস্থি দুটির প্রান্ত দরজার কবজার মতো সংলগ্ন থাকে। এক্ষেত্রে একটি অস্থির গোলপ্রান্ত অপর অস্থির অবতল অংশে যুক্ত থাকে। অস্থি দুটির একটি অক্ষেই 180°-তে বিচলন ঘটে। ফলে ফ্লেক্সন ও এক্সটেনশন সম্ভব হয় যা মানুষের দ্বিপদ গমনে সহায়তা করে।
বল ও সকেট অস্থিসন্ধি
বল ও সকেট অস্থিসন্ধির স্থান ও গমনে ভূমিকা আলোচনা করা হল।
অবস্থান: এই জাতীয় সন্ধি মানুষের কাঁধে ও কোমরে দেখা যায়। কাঁধে হিউমেরাসে ও স্ক্যাপুলার মধ্যবর্তী অংশে এবং কোমরে বা নিতম্বে ফিমার ও শ্রোণিচক্রের মধ্যবর্তী অংশে এই জাতীয় অস্থিসন্ধি উপস্থিত।
ভূমিকা: এই অস্থিসন্ধিতে একটি অস্থির গোলাকার মস্তক অপর অস্থির কাপের মতো সকেট বা কোটরে প্রবিষ্ট থেকে পরস্পর সংলগ্ন হয়। এক্ষেত্রে বিভিন্ন দিকে অস্থিসন্ধির সঞ্চালন ঘটে। ফলে ফ্লেক্সন, এক্সটেনশন, রোটেশন, অ্যাবডাকশন প্রভৃতি দেখা যায় যা মানুষের গমনের ক্ষেত্রে হাত ও পায়ের সঞ্চালনে সাহায্য করে।
দশম শ্রেণির জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক জীবন বিজ্ঞান ধারণা 5 নং প্রশ্ন উত্তর
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় LAQ প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর ৫ নম্বর pdf download / দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 5 marks pdf / ক্লাস 10 জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 5 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 জীবন বিজ্ঞান 5 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Life Science 1st chapter 5 marks question answer pdf / Class ten Life Science 1st chapter 5 marks question answer / জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় LAQ রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Life Science Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
তোমরা যারা মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science 5 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
‘‘মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য। জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে ।
মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science short Question and Answer
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-
File Details:-
File Name:- Madhyamik Life Science 1st chapter short questions answers pdf download
File Format:- PDF
File Size:- Mb
File Location:- Google Drive
Adddddd
Download: Click Here to Download
Adddddddd
আরও পোস্ট দেখো B
A. মাধ্যমিক জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here
B. Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন
C. Madhyamik Life Science Suggestion Click here
D. মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF Download
অসংখ্য ধন্যবাদ , তোমার যদি আমাদের এই ” মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 5 প্রশ্ন ও উত্তর । Madhyamik Life Science first chapter LAQ Question and Answer ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।
_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________