জীবনের প্রবহমানতা 1 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Class 10 Life Science second chapter 1 marks question answer

দশম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf  | Class 10 Life Science second chapter 1 marks question answer

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।


আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক জীবন বিজ্ঞান 1 নম্বরের প্রশ্ন ও উত্তর জীবনের প্রবহমানতা । দশম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । জীবনের প্রবহমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Life Science chapter 1 number question answer, মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা 1 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।

madhyamik-life-science-second-chapter-1-marks-question-answer-pdf



তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির জীবন বিজ্ঞান ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় pdf download, class 10 Life Science second chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      

      আরও পোস্ট দেখো  B  

এছাড়াও তোমার মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik Life Science Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X Life Science Question and Answer Suggestion 2024, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024



দশম শ্রেণির জীবন বিজ্ঞান জীবনের প্রবহমানতা ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবনের প্রবহমানতা ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর


1. জিন কোথায় থাকে?

উত্তর: ক্রোমোজোম মধ্যস্থ DNA-তে।


2. কোন্ বিজ্ঞানীদ্বয় DNA-এর সর্পিলাকার গঠন বর্ণনা করেন?

উত্তর: বিজ্ঞানী ওয়াটসন ও ক্লিক।


3. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে।

প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

ইউরাসিল : RNA :: থাইমিন :

উত্তর: DNA


4. বিসদৃশ শব্দটি বেছে লেখো।

জিন, লোকাস, ক্রোমোজোম, কোশ বিভাজন

উত্তর: কোশ বিভাজন।


5/ কোন্ প্রকার কোশ বিভাজনে বেম গঠিত হয় না?

উত্তর: অ্যামাইটোসিস কোশ বিভাজনে।


6. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত।

সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

কৌশচক্র, G1, S, G2l

উত্তর: কোশচক্র।


7. জননকোশে ক্রোমোজোম সংখ্যা কত?

উত্তর: হ্যাপ্লয়েড (n) ।


8. কোন্ ক্রোমোজোম দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে?

উত্তর: অটোজোম।


9. কোশ বিভাজনের কোন্ দশায় নিউক্লীয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব হয়?

উত্তর: টেলোফেজ দশায়।


10. কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমোজোম বিষুব অঞ্চলে অবস্থান করে?

উত্তর: মেটাফেজ দশায়।


11. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

পুত্র, Y ক্রোমোজোম, পিতা, লিঙ্গ নির্ধারণ

উত্তর: লিঙ্গ নির্ধারণ।


12. স্ত্রীদেহে ক্রোমোজোম বিন্যাস কীরূপ?

উত্তর: 44A+XX T


13 অ্যামাইটোসিস কোশ বিভাজন কোথায় দেখা যায়?

উত্তর: ঈস্ট, ব্যাকটেরিয়া প্রভৃতিতে।


14. জিন কাকে বলে?

উত্তর: জিন হল DNA-এর কার্যকরী অংশ যা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড তথা প্রোটিনের সংকেত বহন করে।


15. ক্রোমোজোমের প্রান্তকে কী বলে?

উত্তর: টেলোমিয়ার।


16. ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত দুটি তন্তুর প্রত্যেকটিকে কী বলে?

উত্তর: ক্রোমাটিড।


17. ক্রোমোজোমের যে অংশে সক্রিয় DNA থাকে তাকে কী বলে?

উত্তর: ইউক্রোমাটিন।


18. ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে কী বলে?

উত্তর: টেলোসেন্ট্রিক ক্রোমোজোম।


19. কোন্ প্রকার টিউমার থেকে ক্যানসার সৃষ্টি হয়?

উত্তর: ম্যালিগন্যান্ট টিউমার।


20. প্রাণীকোশে সাইটোকাইনেসিস হয় কোন্ পদ্ধতিতে?

উত্তর: ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে।


21. কোন্ প্রকার কোশ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একসাথে বিভাজিত হয়?

উত্তর: অ্যামাইটোসিস কোশ বিভাজনে।


22. কোন্ প্রকার কোশ বিভাজনে 4টি হ্যাপ্লয়েড কোশ তৈরি হয়?

উত্তর: মিয়োসিস কোশ বিভাজনে।


23. কোন্ প্রকার কোশ বিভাজনকে সদৃশ বা সম বিভাজন বলে ?

উত্তর: মাইটোসিস কোশ বিভাজনে


24, নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রত্যক্ষ বিভাজন : অ্যামাইটোসিস :: পরোক্ষ বিভাজন :

উত্তর: মাইটোসিস।


25. বিসদৃশ শব্দটি বেছে লেখো। মিয়োসিস, ক্রসিংওভার, হ্রাসকরণ, প্রত্যক্ষ বিভাজন

উত্তর: প্রত্যক্ষ বিভাজন।


26. কোন প্রকার কোশ বিভাজন যৌন জননে অপরিহার্য?

উত্তর: মিয়োসিস।


27. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।


28. ক্রসিংওভার, রিকম্বিনেশন, প্রকরণ, মিয়োসিস

উত্তর: মিয়োসিস।


28. কোন্ প্রকার কোশ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে?

উত্তর: মিয়োসিস কোশ বিভাজনে।


29. ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে কী বলে?

উত্তর: লোকাস (বহুবচনে–লোসাই)।


30. আমাদের দেহে কোন্ কোশ বিভাজিত হয় না?

উত্তর: নিউরোন বা পেশিকোশ বা পরিণত RBC পর সাইটো-


31 ক্যারিওকাইনেসিস-এর কাইনেসিস না হলে কী হবে?

উত্তর: বহু নিউক্লিয়াসযুক্ত কোশ সৃষ্টি হবে।


37. উদ্ভিদের মাইটোসিসকে কী বলে?

উত্তর: অ্যানাস্ট্রাল মাইটোসিস।


33. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

মাইটোসিস : সমবিভাজন :: মিয়োসিস :

উত্তর: হ্রাসবিভাজন।


34. প্রাণীদের মাইটোসিসকে কী বলে?

উত্তর: অ্যাস্ট্রাল মাইটোসিস।


35. ক্রোমোজোমের কোথায় হেটেরোক্রোমাটিন থাকে?

উত্তর: প্রাথমিক ও গৌণ খাঁজে।


36. কৌশচক্রের কোন্ দশায় কোশীয় অঙ্গাণু দ্বিগুণ হয়?

উত্তর: G, দশায়।


37. সমসংস্থ ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে কী বলে?

উত্তর: সিস্টার ক্রোমাটিড।


38. জনুক্রম কাকে বলে?

উত্তর: যৌন জননকারী জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে।


39. জীবের জনুক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন্ প্রকার কোশ বিভাজন ?

উত্তর: মিয়োসিস কোশ বিভাজন।


40. জীবের লিঙ্গনির্ধারণ করে কোন প্রকার ক্রোমোজোম?

উত্তর: সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম।


41. মানবদেহে কোথায় অ্যামাইটোসিস কোশ বিভাজন হয়?

উত্তর: ভ্ৰূণপর্দার কোশে।


42. কোশচক্র কাকে বলে?

উত্তর: কোশ সৃষ্টির পর কোশ বিভাজন ও বৃদ্ধির যে ধারাবাহিক ঘটনা চক্রাকারে ঘটে, তাকে কোশচক্র বলে।


43. জিনোম কী?

উত্তর: জীবদেহে বা গ্যামেট-এ হ্যাপ্লয়েড সংখ্যকক্রোমোজোম সেট-কে জিনোম বলে।


44. ক্রোমোজোমে DNA-এর মাত্রা কত?

উত্তর: 33.3%।


45. কোনো ডিপ্লয়েড কোশে ক্রোমোজোম সংখ্যা 24 হলে মিয়োসিসের ফলে উৎপন্ন কোশে ক্রোমোজোম সংখ্যা কত হবে?

উত্তর: n=12 (হ্যাপ্লয়েড)।


46. জনন অপরিহার্য কেন?

উত্তর: জীবের অস্তিত্ব রক্ষা করার জন্য, জনন অপরিহার্য।

মাইক্রোপ্রোপাগেশনের জন্য ব্যবহৃত দুটি হরমোনের নাম লেখো।

উত্তর: অক্সিন ও সাইটোকাইনিন।


48. উদ্ভিদের দ্রুত বংশবিস্তারের জন্য কোন পদ্ধতি বেশি প্রচলিত?

উত্তর: মাইক্রোস্লোপাগেশন বা অণুবিস্তারণ।


49. জননের মূল উদ্দেশ্য কী?

উত্তর: বংশবিস্তার ও জীবের অস্তিত্ব রক্ষা করা।


50. পুনরুৎপাদন কোন্ প্রাণীতে দেখা যায় ?

উত্তর: হাইড্রা বা প্ল্যানেরিয়া।



দশম শ্রেণির জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক জীবন বিজ্ঞান ধারণা 1 নং প্রশ্ন উত্তর


51. কেরিকোগম কোন্ প্রাণীতে দেখা যায় ?

উত্তর: হাইড্রা।

52. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

রেণু : অযৌন জনন :: গ্যামেট :

উত্তর: যৌন জনন।

53. বিসদৃশ শব্দটি বেছে লেখো। যৌন জনন, সিনগ্যামি, আইসোগ্যামি, অটোগ্যামি

উত্তর: অটোগ্যামি।

54. জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কী বলে?

উত্তর: জনুক্রম।

55. অযৌন জনন কোন প্রকার কোশ বিভাজনের ওপর নির্ভরশীল?

উত্তর: মাইটোসিস কোশ বিভাজন।

5fp. হ্রস্ব বা খবধাবকের সাহায্যে বংশবিস্তার করে এমন একটি উদ্ভিদের নাম লেখো।

উত্তর: কচুরিপানা।

57. কোন্ প্রকার জননে প্রকরণ সৃষ্টি হয়?

উত্তর: যৌন জনন।

58. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির

শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি : পত্রজ মুকুল :: কুচরিপানা :

উত্তর: হ্রস্বধাবক।


59. পাতার সাহায্যে বংশবিস্তার করে এমন একটিউদ্ভিদের নাম লেখো।

উত্তর: পাথরকুচি।

60. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

বিভাজন, কোরকোগম, হ্রস্বধারক, অঙ্গজ জনন

উত্তর: অঙ্গজ জনন।

61. কাটিং-এর সাহায্যে বংশবিস্তার করা হয় কোন্ উদ্ভিদে ?

উত্তর: আম, গোলাপ, জবা ইত্যাদি উদ্ভিদে।

62. জোড়কলমে স্টক ও সিয়ন যুক্ত হয় কোন্ কলার মাধ্যমে?

উত্তর: ক্যামবিয়াম।

63. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির

শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

সিয়ন : গ্রাফটিং :: এক্সপ্লান্ট :

উত্তর: মাইক্রোপ্রোপাগেশন।

64. একবীজপত্রী উদ্ভিদে জোড়কলম বা গ্রাফটিং সম্ভব নয় কেন?

উত্তর: ক্যামবিয়াম থাকে না বলে।

65. স্পাইরোগাইরা-তে কোন প্রকারের যৌন জনন দেখা যায় ?

উত্তর: সংশ্লেষ বা কনজুগেশন।

66. মাইক্রোপ্রোপাগেশন এর অর্থ কী?

উত্তর: মাইক্রো শব্দটির অর্থ ক্ষুদ্র এবং প্রোপাগেশন-এর অর্থ বংশবিস্তার।

67. একই ফুলে পরাগযোগ হলে তাকে কী বলে?

উত্তর: স্বপরাগযোগ (অটোগ্যামি)।

68. একই প্রজাতিভুক্ত দুটি পৃথক উদ্ভিদের ফুলে পরাগযোগ হলে তাকে কী বলে?

উত্তর: ইতর পরাগযোগ (অ্যালোগ্যামি)।

69. কোন প্রকার ফুল উজ্জ্বল বর্ণ, সুমিষ্ট গন্ধ এবং মকরন্দযুক্ত হয়?

উত্তর: পতঙ্গপরাগী বা পক্ষীপরাগী ফুল।


61. ক্রোমোজোম নামকরণ কে করেন?
উত্তর: ভন ওয়ালডেয়ার এবং হার্জ।

02. ক্রোমোজোম কে আবিষ্কার করেন?
>> প্লেইডেন, ভিরচো ও বালি বিজ্ঞানীগণ ক্রোমোজোম অবিষ্কার করেন।

মানুষের ক্রোমোজোমে কত জিন আছে?
উত্তর: মানুষের ক্রোমোজোমে প্রায় 21,000 জিন আছে।

‘জিন কাকে বলে?
জিন হল ক্রোমোজোমে অবস্থিত DNA-র একটি অনুক্রম যা কার্যকরী প্রোটিন সংশ্লেষ দ্বারা বংশগত বৈশিষ্ট্য ও কোশীয় কাজ নিয়ন্ত্রণ করে।

5. কোশের কোন্ অংশে জিন অবস্থিত? 
উত্তর: কোশের মধ্যে ক্রোমোজোমে জিন অবস্থিত।

6. ক্যারিওটাইপ কাকে বলে?
উত্তর: কোনো জীবের ক্রোমোজোমগুলির একত্রিত ছবিকে তার ক্যারিওটাইপ বলে।

ক্রোমোজোমে কী কী প্রোটিন থাকে?
উত্তর:  ক্রোমোজোমে প্রধানত দুই ধরনের প্রোটিন থাকে—হিস্টোন প্রোটিন (যেমন— H1, H2A, H2B, H3 3 H4) এবং নন্-হিস্টোন প্রোটিন (যেমন—প্রোটামিন)।

26. হিস্টোনে কোন্ অ্যামিনো অ্যাসিড অধিক পাওয়া যায়?
উত্তর:  হিস্টোনে লাইসিন, আরজিনিন প্রভৃতি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড অধিক থাকে।

ক্রোমাটিন কত প্রকার ও কী কী?
দু-প্রকার, যথা—
উত্তর:  হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন

28. ক্রোমোজোমের জিনগতভাবে নিষ্ক্রিয় গাঢ় রঞ্জিত অংশকে কী বলে?
উত্তর: হেটেরোক্রোমাটিন।

29. ইউক্রোমাটিনের কাজ কী?
» ইউক্রোমাটিন অংশে বেশি পরিমাণ DNA থাকায়, এটি প্ৰজননিক পদার্থ বা জিন ধারণ করে।


হেটেরোক্রোমাটিনের কাজ কী?
হেটেরোক্রোমাটিনে কম পরিমাণে DNA থাকায় এটি জিনের সংশ্লেষ প্রক্রিয়ায় ছেদ অংশ হিসেবে কাজ করে, এ ছাড়া এই অংশ রাইবোজোম সংশ্লেষে অংশ নেয়।

1. ক্যারিওকাইনেসিস কী?
>>, ক্যারিওকাইনেসিস হল নিউক্লিয়াসের বিভাজন।

তারামাছের বাহু ও কাঁকড়ার পদ বিনষ্ট হলে পুনরুৎপত্তি ঘটে কোন্
কোশ বিভাজনে ?
উত্তর: মাইটোসিস।

3. উদ্ভিদের কলম সৃষ্টিতে কোন্ কোশ বিভাজন সাহায্য করে?
» মাইটোসিস।

বেম গঠন শুরু হয়ে কোন্ দশায় ?
উত্তর: প্রোফেজ দশায়।

5. বেম গঠন সম্পূর্ণ হয় কোন্ দশায়?
উত্তর: মেটাফেজ দশায় |

ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে কোন্ দশায়?
অ্যানাফেজ দশায়।

7. কোন্ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে?
অথবা, মাইটোসিসের কোন্ দশায় ক্রোমোজোমীয় চলন ঘটে?
>> অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে।

8. কোশ বিভাজনের কোন্ দশায় ডিসজাংশন ঘটে?
» অ্যানাফেজ দশায়।

ক্রোমোজোমের পৃথকীকরণ কোন্ স্থানে ঘটে?
» সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ বরাবর ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে।

স্টেমবডি কাকে বলে?
প্রাণীকোশ বিভাজনের অ্যানাফেজ দশায় বেমের মাঝে অবস্থিত ইনটারজোনাল তন্তুগুলিকে একত্রে স্টেমবডি বলে।

11. কোরকোগম বা বাডিং দেখা যায় কোন্ জীবে?
ঈস্ট নামক এককোশী ছত্রাকে এবং হাইড্রা নামক নিডারিয়া পর্বের
প্রাণীতে কোরকোগম দেখা যায় |

কোরকোগম হয় এমন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
হাইড্রা
কোরকের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোন্ ছত্রাকের?
ঈস্ট।

গেমিউল কী?
স্পঞ্জের দেহাভ্যন্তরে অবস্থিত যে কোরক অযৌন জননে সাহায্য করে তাকে গেমিউল বলে। (এটি থেকে সম্পূর্ণ নতুন স্পঞ্জ সৃষ্টি হতে পারে।

35. প্ল্যানেরিয়া-র ক্ষেত্রে যে খণ্ডীভবন ঘটে, তাকে কী বলে?
» পুনরুৎপাদন।

পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো।
হাইড্রা

37. জীবদেহের কোনো খণ্ডিত অংশ থেকে পূর্ণাঙ্গ অপত্য জীবের
উৎপত্তিকে কী বলে?
পুনরুৎপাদন।

]কনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে কোন্ ছত্রাক?
পেনিসিলিয়াম-এ কনিডিয়ার সাহায্যে অযৌন জনন হয়।

২. অচলরেণু দেখা যায় এমন একটি জীবের নাম লেখো।
মিউকর-এ অচলরেণুর সাহায্যে অযৌন জনন দেখা যায়।

40. চলরেণুর সাহায্যে অযৌন জনন দেখা যায় কোন্ জীবে?)
ক্ল্যামাইডোমোনাস নামক ছত্রাকে চলরেণুর সাহায্যে অযৌন জনন
দেখা যায় |

একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে।
রাঙা আলু।

42. দুটি কৃত্রিম অঙ্গজ জননের নাম ও উদাহরণ লেখো।
» শাখাকলম, যেমন—গোলাপের কাণ্ড ও জোড়কলম, যেমন—আম

28. কোন্ প্রাণীতে অঙ্গজ, অযৌন ও যৌন তিন প্রকারের জনন প্রক্রিয়া ঘটে ?
>> হাইড্রা।

অ্যামিবাতে কী ধরনের জনন সংঘটিত হয়?
অ্যামিবা-তে অযৌন জনন (দ্বিবিভাজন) সংঘটিত হয়।

বহুবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে এমন একটি জীবেরনাম লেখো।
 গ্লাসমোডিয়াম।

কোরকোগম বা বাডিং দেখা যায় কোন্ জীবে?
ঈস্ট নামক এককোশী ছত্রাকে এবং হাইড্রা নামক নিডারিয়া পর্বের
প্রাণীতে কোরকোগম দেখা যায়।

কোরকোগম হয় এমন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
হাইড্রা।
কোরকের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোন্ ছত্রাকের?
ঈস্ট।

গেমিউল কী?
স্পঞ্জের দেহাভ্যন্তরে অবস্থিত যে কোরক অযৌন জননে সাহায্য করে তাকে গেমিউল বলে | (এটি থেকে সম্পূর্ণ নতুন স্পঞ্জ সৃষ্টি হতে পারে।

35. প্ল্যানেরিয়া-র ক্ষেত্রে যে খণ্ডীভবন ঘটে, তাকে কী বলে?
পুনরুৎপাদন |

3. পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো
37. জীবদেহের কোনো খণ্ডিত অংশ থেকে পূর্ণাঙ্গ অপত্য জীবের উৎপত্তিকে কী বলে?
>> হাইড্রা পুনরুৎপাদন।

নিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে কোন্ ছত্রাক?
পেনিসিলিয়াম-এ কনিডিয়ার সাহায্যে অযৌন জনন হয় |

অচলরেণু দেখা যায় এমন একটি জীবের নাম লেখো।
» মিউকর-এ অচলরেণুর সাহায্যে অযৌন জনন দেখা যায় |

40. চলরেণুর সাহায্যে অযৌন জনন দেখা যায় কোন্ জীবে?
>» ক্ল্যামাইডোমোনাস নামক ছত্রাকে চলরেণুর সাহায্যে অযৌন জনন দেখা যায়।

একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে রাঙা আলু।

দুটি কৃত্রিম অঙ্গজ জননের নাম ও উদাহরণ লেখো।
» শাখাকলম, যেমন—গোলাপের কাণ্ড ও জোড়কলম, যেমন—আম।

বিটপের কোন অংশ থেকে ফুল উৎপন্ন হয়?
বিটপের অন্তর্গত পুষ্পমুকুল থেকে ফুল উৎপন্ন হয়।

একটি বৃত্তক ফুলের নাম লেখো।
জবা।

একটি অবৃত্তক ফুলের নাম লেখো।
রজনিগন্ধা।

বৃত্তের শীর্ষে পুষ্পস্তবকগুলি যে অংশে সাজানো থাকে তাকে কী বলে?
» পুষ্পাক্ষ।

6. সম্পূর্ণ ফুলে কতগুলি স্তবক থাকে?
>> সম্পূর্ণ ফুলে চারটি স্তবক থাকে।

সমাঙ্গ ফুল কাকে বলে?
গাদের সমা

যে ফুলের প্রতিটি স্তবকের উপাংশগুলি সমান, তাদের সমাঙ্গ ফুল বলে।
যেমন— জবা, নয়নতারা।

অসমাঙ্গ ফুল কাকে বলে?
যে ফুলের স্তবকের উপাংশগুলি সমান নয়, তাদেরকে অসমাঙ্গ ফুল বলে । যেমন— অপরাজিতা ফুলের দলাংশগুলি পরস্পর সমান নয়।

কোন্ প্রকার ফুলকে বহুপ্রতিসম ফুল বলা হয়?
>> সমাঙ্গ ফুলকে বহুপ্রতিসম ফুল বলা হয়।

10. বৃত্যংশ কী?
সাধারণত বৃতি কতকগুলি সবুজ পাতার মতো অংশ দ্বারা গঠিত। এই সবুজ অংশ বা একককে বৃত্যংশ বা সেপাল বলে।

উপবৃতি কী ?
কোনো কোনো ফুলে বৃতির নীচে সবুজ বর্ণের পাতার মতো অংশ থাকে, তাদের উপবৃতি বা এপিক্যালিক্স বলে | যেমন—জবা ফুলে উপবৃতি দেখা যায়।

12. দলমণ্ডল কাকে বলে?
» পাপড়ি বা দলাংশ দ্বারা গঠিত ফুলের বৃতির ভিতরের দিকে থাকা রঙিন বা সাদা দ্বিতীয় স্তবককে দলমণ্ডল বা করোলা বলে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 জীবনের প্রবহমানতা 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 জীবন বিজ্ঞান 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Life Science 2nd chapter 1 marks question answer pdf / Class ten Life Science 2nd chapter 1 marks question answer / জীবনের প্রবহমানতা SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবনের প্রবহমানতা থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Life Science Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য -  জীবনের প্রবহমানতা অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক জীবন বিজ্ঞান এর  দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  জীবনের প্রবহমানতা অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবনের প্রবহমানতা দ্বিতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির জীবন বিজ্ঞান জীবনের প্রবহমানতা দ্বিতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science short Question and Answer 



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik Life Science 2nd chapter short questions answers pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

Adddddd

  Download  Click Here to Download 

Adddddddd

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik Life Science Suggestion Click here

D. মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik Life Science second chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url