মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। ইতিহাসের ধারণা 1 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik history first chapter 1 marks question answer | Class 10 history first chapter 1 marks question answer

 

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ইতিহাস 1 নম্বরের প্রশ্ন ও উত্তর ইতিহাসের ধারণা । দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik history chapter 1 SAQ question answer যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় pdf download, class 10 history first chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE       

যযhttps://youtube.com/@Ouronlineschool117

      আরও পোস্ট দেখো     B  

এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik History Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X history Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024


দশম শ্রেণির ইতিহাসের ধারণা ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাসের ধারণা ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর


1. কবে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ খ্রিস্টাব্দে।


2. নিউ সোশ্যাল হিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: নিউ সোশ্যাল হিস্ট্রি গ্রন্থটি হার্বার্ট গুটম্যান রচনা করেন।


3. কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।


4.নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রীর নাম কী?

উত্তর: নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রীর নাম মেধা পাটেকর।


5. রবীন্দ্রনাথের আত্মজীবনী থেকে কোন্জাতীয়তাবাদী আন্দোলনের কথা যায়?

উত্তর: রবীন্দ্রনাথের আত্মজীবনী থেকে স্বদেশি আন্দোলনের কথা জানা যায় ।


6. ইকোফেমিনিজম-এর কথা কে বলেছেন?

উত্তর: ইকোফেমিনিজম-এর কথা ফরাসি নারীবাদী ফ্রাঁসোয়া দুবোন বলেছেন।


7.বন্দেমাতরম সংগীতটি কোন্ উপন্যাসের অন্তর্গত?

উত্তর: বন্দেমাতরম সংগীতটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত।


8. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?

উত্তর: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হিকির গেজেটবা বেঙ্গল গেজেট।


9. সুরেন্দ্রবিনোদিনী নাটকটি কে রচনা করেন?

উত্তর: উপেন্দ্রনাথ দাস সুরেন্দ্রবিনোদিনী নাটকটি রচনা করেন।


10. সংগীত ও নাটক নিয়ে ভরতমুনির লেখা গ্রন্থটির নাম কী?

উত্তর: সংগীত ও নাটক নিয়ে ভরতমুনির লেখা বিখ্যাত গ্রন্থটি হল নাট্যশাস্ত্র |


দশম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক ইতিহাস ধারণা 1 নং প্রশ্ন উত্তর


11. নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? 

উত্তর: নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র।


12. চা-কর দর্পণ নাটকটির রচয়িতা কে?

উত্তর: চা-কর দর্পণ নাটকটির রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়।


13. ভারতে প্রথম চলচ্চিত্র কে নির্মাণ করেন?

উত্তর: ১৯১৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন দাদাসাহেব ফালকে।


14. পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তর: পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা হলেন সত্যজিৎ রায়।


18. অগ্নিযুগের অগ্নিকন্যা নামে কে অভিহিত হন?

উত্তর: সরলাদেবী চৌধুরানি অগ্নিযুগের অগ্নিকন্যা নামে অভিহিত হন।

6. কবে চিপকো আন্দোলন শুরু হয়?

উত্তর : ১৯৭০ খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়।


17. গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কার লেখা?

উত্তর: গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি রিচার্ড এইচ গ্রোভের লেখা।


18. প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান শীর্ষক গ্রন্থটি কে লিখেছিলেন?

উত্তর: প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান শীর্ষক গ্রন্থটি লিখেছিলেন অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় |


18. মহাত্মা গান্ধির আত্মজীবনীর নাম কী?

উত্তর: মহাত্মা গান্ধির আত্মজীবনীর নাম দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ।


19.ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা?

উত্তর: ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের লেখা।



মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় SAQ প্রশ্ন ও উত্তর


20. 'জীবনের ঝরাপাতা' কার আত্মজীবনী?
উত্তর:  'জীবনের ঝরাপাতা’ সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী।

21.কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি কী নামে প্রকাশিত হয়েছে?
উত্তর: কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি 'লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার' নামে প্রকাশিত হয়েছে।

22. কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি
বাংলা ভাষায় কী নামে প্রকাশিত হয়েছে?
উত্তর: কন্যা ইন্দিরা গান্ধিকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি
বাংলা ভাষায় ‘কল্যাণীয়াসু ইন্দু' শিরোনামে প্রকাশিত হয়েছে।

23. 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:  ‘বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়।

24. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:  ‘সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ
বিদ্যাভূষণ।

25. প্রথম বাংলা সংবাদপত্র / মাসিক পত্রিকা কোন্‌টি?
উত্তর:  প্রথম বাংলা সংবাদপত্র / মাসিক পত্রিকা ‘দিগদর্শন’।

25. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি?
উত্তর: প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ।

26. 'রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার' গ্রন্থটি কে
রচনা করেন?
উত্তর: রসগোল্লা : বাংলার জগত্মাতানো আবিষ্কার’ গ্রন্থটি রচনা
করেন হরিপদ ভৌমিক।

27. 'বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা’ গ্রন্থটি কে রচনা
করেন?
উত্তর: বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা' গ্রন্থটি রচনা
করেন মলয় রায়।

28. মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?
উত্তর: মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম 'জীবনের
জলসাঘরে'।

29. 'দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট' গ্রন্থটি কে
রচনা করেন?
উত্তর:  দ্য ডন অব ইন্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট’ গ্রন্থটি রচনা
করেন পিটার লাভেজোলি।

30. ‘ডান্স অব ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:  ‘ডান্স অব ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন শোভনা গুপ্ত।

31. একেই বলে শুটিং’ ও ‘বিষয় চলচ্চিত্র' গ্রন্থ দুটি কার লেখা?
উত্তর: ‘একেই বলে শুটিং’ ও ‘বিষয় চলচ্চিত্র’ গ্রন্থ দুটি সত্যজিৎ
রায়ের লেখা।

32. ‘সিনেমা সংক্রান্ত’ বইটি কার লেখা?
উত্তর:  ‘সিনেমা সংক্রান্ত’ বইটি পূর্ণেন্দু পত্রীর লেখা।

33.'বাংলার মন্দির’ গ্রন্থটি কার লেখা?
উত্তর:  ‘বাংলার মন্দির’ গ্রন্থটি হিতেশরঞ্জন সান্যালের লেখা।

34. ভারতের চিত্রকলা’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ভারতের চিত্রকলা’ গ্রন্থটি অশোক মিত্রের লেখা।

35. 'চিত্রকথা' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:  চিত্রকথা’ গ্রন্থটি বিনোদবিহারী মুখোপাধ্যায় রচনা করেন।

36. বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণকেন্দ্রের নাম উল্লেখ
করো।
উত্তর:  বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণকেন্দ্র হল আমেরিকার
হলিউড এবং ভারতের বোম্বাই।
37. বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন পরিচালকের নাম লেখো।
উত্তর: বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন পরিচালক হলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল
সেন, তপন সিংহ প্রমুখ।

38. “হিস্ট্রি অব ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার’ গ্রন্থটি কে
রচনা করেন?
‘হিস্ট্রি অব ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার’ গ্রন্থটি রচনা করেন জে ফার্গুসন।

39. কে, কবে ক্যামেরা আবিষ্কার করেন?
উত্তর:  আলেকজান্ডার ওয়ালকট ১৮৪০ খ্রিস্টাব্দে ক্যামেরা
আবিষ্কার করেন।

40. ভারতে কবে ক্যামেরা বা ফটো তোলার যন্ত্র আসে?
উত্তর:  ভারতে ১৮৫০-এর দশকের প্রথমদিকে ক্যামেরা বা ফটো
তোলার যন্ত্র আসে।

41. 'কুন্তলীন তেল' খ্যাত বাঙালি ফোটোগ্রাফারের নাম কী?
উত্তর: ‘কুন্ডলীন তেল’ খ্যাত বাঙালি ফোটোগ্রাফারের নাম এইচ
বোস বা হেমেন্দ্রনাথ বোস।

42. ‘পোর্ট, টাউনস অ্যান্ড সিটিজ' গ্রন্থটি রচয়িতা কে?
উত্তর: ‘পোর্ট, টাউনস অ্যান্ড সিটিজ' গ্রন্থটির রচয়িতা লক্ষ্মী
সুব্রত্মনিয়ম।

43. 'কলকাতা সংক্রান্ত’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:  'কলকাতা সংক্রান্ত’ গ্রন্থটি রচনা করেন পূর্ণেন্দু পত্রী।

44. 'ব্রিটেন অ্যান্ড হার আর্মি' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: 'ব্রিটেন অ্যান্ড হার আর্মি' গ্রন্থটি রচনা করেন বার্নেট।

45. 'দ্য আর্মি ইন মডার্ন ফ্রান্স' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:  ‘দ্য আর্মি ইন মডার্ন ফ্রান্স’ গ্রন্থটি রচনা করেন জন টেরাইন।

46. ভারতে কবে থেকে ‘বনসংরক্ষণ আইন’ চালু হয়?
উত্তর:  ভারতে ১৮৭৮ খ্রিস্টাব্দ থেকে ‘বনসংরক্ষণ আইন' চালু হয়।.

47. মেধা পাটেকর কে?
উত্তর:  মেধা পাটেকর হলেন ‘নর্মদা বাঁচাও' আন্দোলনের নেত্রী
এবং বিশিষ্ট সমাজসেবী।

49. কার উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয়?
উত্তর:  উইলিয়ম ল্যাম্বটনের উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয়।

50. 'ইকো ফেমিনিজম’-এর প্রবক্তা কে?
উত্তর:  ইকো ফেমিনিজম’-এর প্রবক্তা ফ্রাঁসোয়া দেবান।

51. জওহরলাল নেহরু কী উদ্দেশ্যে তাঁর কন্যা ইন্দিরাকে
চিঠিগুলি লিখেছিলেন?
উত্তর:  কন্যা ইন্দিরাকে বিশ্ব-ইতিহাস বিষয়ে জ্ঞানদান করার
উদ্দেশ্যে পিতা জওহরলাল নেহরু চিঠিগুলি লিখেছিলেন।

52. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি হিন্দি
ভাষায় কে, কী নামে প্রকাশ করেছেন?
উত্তর: কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি হিন্দি
ভাষায় সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ ‘পিতা কে পত্ৰ পুত্ৰী কে নাম
শিরোনামে প্রকাশ করেছেন।

53. কে, কবে ‘বঙ্গদর্শন' পত্রিকা প্রকাশ করেন?
উত্তর:  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭২ খ্রিস্টাব্দে ‘বঙ্গদর্শন' পত্রিকা
প্রকাশ করেন।

54. কে, কবে ‘সোমপ্রকাশ’ পত্রিকা প্রকাশ করেন?
উত্তর:  দ্বারকানাথ বিদ্যাভূষণ ১৮৫৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ'
পত্রিকা প্রকাশ করেন।


মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 ইতিহাসের ধারণা 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ইতিহাস 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X history 1st chapter 1 marks question answer pdf / Class ten history 1st chapter 1 marks question answer / ইতিহাসের ধারণা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ইতিহাসের ধারণা থেকে সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য -  ইতিহাসের ধারণা অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ইতিহাস এর  প্রথম অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik History 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 



‘‘মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  ইতিহাসের ধারণা অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক ইতিহাস ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik History short Question and Answer 


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik history 1st chapter short questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           


A. মাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik History Suggestion 2024 Click here

D. মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF Download 


তোমরা অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik History first chapter saq Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url