মাধ্যমিক বাংলা কবিতা সিন্ধুতীরে প্রশ্ন উত্তর । সিন্ধুতীরে কবিতা প্রশ্ন উত্তর pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণী বাংলা কবিতা সিন্ধুতীরে প্রশ্ন উত্তর | সিন্ধুতীরে সৈয়দ আলাওল প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali kobita Sindhutire question answer |


আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির বাংলা সিন্ধুতীরে কবিতা প্রশ্ন উত্তর pdf। মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর সিন্ধুতীরে । দশম শ্রেণির বাংলা কবিতা প্রশ্ন উত্তর সিন্ধুতীরে। সিন্ধুতীরে প্রশ্ন ও উত্তর |Madhyamik Bengali Sindhutire question answer যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


দশম শ্রেণির বাংলা সিন্ধুতীরে MCQ নম্বরের প্রশ্ন উত্তর

ANS: Click Here



দশম শ্রেণির বাংলা সিন্ধুতীরে ছোটো প্রশ্ন ও উত্তর pdf / মাধ্যমিক বাংলা কবিতা সিন্ধুতীরে ছোটো প্রশ্ন ও উত্তর / সিন্ধুতীরে কবিতা ১ নম্বরের প্রশ্ন উত্তর / মাধ্যমিক বাংলা সিন্ধুতীরে 1 নম্বরের প্রশ্ন উত্তর / দশম শ্রেণির বাংলা সিন্ধুতীরে 1 নম্বরের প্রশ্ন উত্তর 


1. সিংহলে যাত্রাকালে কে রত্নসেনকে সাহায্য করেছিলেন?

উত্তর: ষোলোশো রাজকুমার-সহ চিতোররাজ রত্নসেন সিন্ধুতীরে পৌঁছোলে রাজা গজপতি তাঁকে সিংহলে যাবার জন্য নৌকো দিয়ে সাহায্য করেছিলেন।


2.. চিতোররাজ রত্নসেনের প্রথমা স্ত্রীর নাম কী?

উত্তর: চিতোররাজ রত্নসেনের প্রথমা স্ত্রীর নাম নাগমতী।


3. আরাকান রাজ্যটি কোথায় অবস্থিত?

উত্তর: আরাকান রাজ্যটি ব্রহ্মদেশের উত্তর-পশ্চিম সীমায় এবং বাংলাদেশের

পূর্বে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি সমুদ্রতীরবর্তী স্থান।


4. আরাকান রাজ্যের প্রাচীন নাম কী?

উত্তর: আরাকান রাজ্যের প্রাচীন নাম রক্ষতুঙ্গ বা রোসাঙ। আইন-ই- আকবরী-তে একে ‘আখরঙ’ বলা হয়েছে | বাহারিস্তান গারী-তে .মীর্জা নাথান এই দেশকে বলেছেন ‘আর খঙ’—এর থেকেই ‘আরাকান’ নামটি এসেছে।


5, আরাকানের অধিবাসী মগেরা কোন্ ধর্মাবলম্বী ছিলেন?

উত্তর: আরাকানের অধিবাসী মগেরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন।


6. আলাওল কোন্ কোন্ রাজার রাজত্বকালে আরাকানে ছিলেন?

উত্তর: সপ্তদশ শতাব্দীর কবি সৈয়দ আলাওল থদোমিনতারের পুত্র সান্দ্-যু- ধম্মা বা চন্দ্রসুধর্মার রাজত্বকালে আরাকানে ছিলেন।


7, আরাকানে কার রাজত্বকালে আলাওল তাঁর পদ্মাবতী কাব্যটি রচনা করেন?

উত্তর: আরাকানে থদোমিতারের রাজত্বকালে কবি সৈয়দ আলাওল তাঁর পদ্মাবতী কাব্যটি রচনা করেন।


8.আলাওলের পদ্মাবতী কাব্যের মূল কাহিনি কয়টি?

উত্তর : কবি সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের মূল কাহিনি দুটি—একটি নাগমতী-পদ্মাবতী রত্নসেনের মিলনান্তক কাহিনি, আর অন্যটি হল রত্নসেন- আলাউদ্দীন-পদ্মাবতীর ত্রিভুজপ্রেমের কাহিনি, যাতে যুদ্ধের উত্তেজনা প্রধান।


9.২০০ পদ্মাবতী কাব্যে সিংহল-রাজকন্যা পদ্মাবতীর প্রিয় শুকপাখিটির নাম কী ছিল?

উত্তর: পদ্মাবতী কাব্যে সিংহল রাজকন্যা পদ্মাবতীর প্রিয়শুকপাখিটির নাম ছিল হীরামন।


10.২০ পদ্মাবতীর পিতার নাম কী?

উত্তর: পদ্মাবতী কাব্যে পদ্মাবতীর পিতার নাম গন্ধর্বসেন ।


11. পদ্মাবতীকে বিবাহ করে দেশে ফেরার সময় রত্নসেন কীভাবে বিপর্যস্ত হন?

উত্তর: পদ্মাবতীকে বিবাহ করে স্বদেশে ফেরার সময় নিজ অহংকারের জন্য রাজা রত্নসেন সমুদ্রের দ্বারা বিপর্যস্ত হন এবং অবশেষে বহু দুর্যোগ ও দুর্বিপাক পেরিয়ে দেশে ফেরেন।


12. পদ্মাবতী কাব্যে অলৌকিকতা কীভাবে স্থান পেয়েছে?

উত্তর: পদ্মাবতী কাব্যে ব্রাহ্মণের ছদ্মবেশধারী সমুদ্রের রত্নসেনকে পরীক্ষা, সমুদ্রে নৌকাডুবি, পদ্মাবতীর পাতালপুরীতে যাওয়া এবং সমুদ্রের কৃপায় আবার ধনরত্ন-সহ রত্নসেনকে ফিরে পেয়ে চিতোরে পৌঁছোনো—প্রভৃতি অলৌকিক বা রূপকথাধর্মী বিবরণ রয়েছে।


13. সুফি সম্প্রদায়ের শাখাগুলি কী কী?

উত্তর: সুফি সম্প্রদায়ের প্রধান চারটি শাখা। এগুলি হল—চিতি, সুহ্রাবর্দি, কাদেরি এবং নক্সবন্দি।


14.. পদ্মাবতী কাব্যের ‘পদ্মা-সমুদ্রখণ্ড' মূল পদুমাবৎ কাব্যে কোন্ নামে ছিল?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের ‘পদ্মা-সমুদ্রখণ্ড’মালিক মুহম্মদ জায়সী রচিত পদুমাবৎ কাব্যে ‘লক্ষ্মী-স মুদ্রখণ্ড’ নামে ছিল। 


15.জায়সীর কাব্যে সমুদ্রকন্যার নাম কী ছিল?

উত্তর: মালিক মুহম্মদ জায়সী রচিত পদুমাবৎ কাব্যে সমুদ্রকন্যার নাম ছিল লক্ষ্মী, যা আলাওলের কাব্যে হয়েছে ‘পদ্মা’ |


16. ‘পদ্মা-সমুদ্রখণ্ড’-টির অন্তর্গত 'সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ ছন্দে রচিত?

উত্তর: ‘পদ্মা-সমুদ্রখণ্ড’-টির অন্তর্গত ‘সিন্ধুতীরে' কাব্যাংশটি ত্রিপদী ছন্দে রচিত।


17. কন্যারে ফেলিল যথা...” –কন্যাটি এক্ষেত্রে কে?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের অন্তর্গত ‘পদ্মা- সমুদ্রখণ্ড’ থেকে নেওয়া ‘সিন্ধুতীরে’ শীর্ষক কাব্যাংশে ‘কন্যা’-টি এক্ষেত্রে পদ্মাবতী, সিংহলরাজ গন্ধর্বসেনের কন্যা, চিতোররাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী।


18.. দিব্য পুরী সমুদ্র মাঝার”—‘দিব্যপুরী’র অর্থ কী?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে ‘দিব্যপুরী’-র অর্থ অলৌকিক স্বর্গীয় নগরী।


19: ‘সমুদ্রনৃপতি সুতা’ কে?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে ‘সমুদ্রনৃপতি সুতা’ হলেন পদ্মা।

20.“তাহাতে বিচিত্র টঙ্গি... – টঙ্গি’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘টঙ্গি’ শব্দের অর্থ প্রাসাদ।


21. “তথা কন্যা থাকে সর্বক্ষণ”—কার, কোথায় থাকার কথা বলা হয়েছে?

উত্তর: ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে সমুদ্ররাজকন্যা পদ্মার পাহাড়ের পাশে ফুল ফলে ভরা, বিচিত্র প্রাসাদময় এক বাগানে থাকার কথা বলা হয়েছে।


22. “যদি হৈল সময় প্রত্যুষ”—সকাল হতে পদ্মা কী দেখলেন?

উত্তর: ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে বর্ণিত কাহিনি অনুযায়ী সকাল হতে পদ্মা দেখলেন সমুদ্রের ধারে একটি মান্দাস রয়েছে।


23. মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা জিনি”—রস্তানিন্দিত রূপটি কার?

উত্তর: ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে রস্তানিন্দিত রূপটি হল চিতোররাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতীর।


24. “বিস্মিত হইল বালা”— বিস্মিত হওয়ার কারণ কী?

উত্তর: সমুদ্রতীরে অচেতন কন্যার সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিল।


25.. অনুমান করে নিজ চিতে...”—পদ্মা কী অনুমান করলেন?

উত্তর: সমুদ্রের পাড়ে অপূর্ব সুন্দরী পদ্মাবতীকে দেখে সমুদ্ররাজকন্যা পদ্মা ভাবলেন ইন্দ্রের অভিশাপে স্বর্গের অপ্সরা বিদ্যাধরি স্বর্গভ্রষ্ট হয়ে অচেতন অবস্থায় সেখানে পড়ে রয়েছেন।


26." "বেখানিত হৈছে কেশ বেশ”—বেথানিত শব্দের অর্থ কী?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ শীর্ষক কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে ‘বেথানিত’ শব্দের অর্থ অসম্বৃত বা বিস্ফানিত, আলুথালু |


27 “...ভাঙ্গিল প্রবল বাও”—প্রবল বাতাস কী ভেঙে দিয়েছে?

উত্তর: আলোচ্য অংশে প্রবল বাতাস পদ্মাবতীর মান্দাস ভেঙে দিয়েছে।


28. পদ্মাবতী কীভাবে মূর্ছিত হয়ে পড়েছেন?

উত্তর: ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে চিতোররাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী সমুদ্রে প্রবল বাতাসে মান্দাস ভেঙে পড়ায় ভয়ে, কষ্টে মূর্ছিত হয়ে পড়েছেন।


29. “কিঞ্চিৎ আছয় মাত্র শ্বাস” কার কথা বলা হয়েছে?

উত্তর: সমুদ্রতীরে অচেতন পদ্মাবতীর কথা বলা হয়েছে।


30.. “বিধি মোরে না কর নৈরাশ।”—বক্তা কোন্ বিষয়ে নিরাশ হতে চান না?

উত্তর: সমুদ্রকষ্টে মূর্ছিতা পদ্মাবতীর প্রাণ ফিরিয়ে আনার ক্ষেত্রে বক্তা সমুদ্রের রাজকন্যা পদ্মা নিরাশ হতে চান না।


31.“বাহুরক কন্যার জীবন” –বক্তা কীভাবে কন্যার প্রাণরক্ষার চেষ্টা করেছেন?

উত্তর: আলোচ্য অংশে বক্তা সমুদ্রকন্যা পদ্মা তাঁর সখীদের নিয়ে আগুন জ্বেলে পদ্মাবতীর শরীরে সেঁক দিয়ে, মন্ত্রতন্ত্র মহৌষধ দিয়ে চার দণ্ড ধরে সেবাযত্ন করে তাঁর প্রাণরক্ষার চেষ্টা করেছেন।



32. “কৃপা কর...”—পদ্মাবতীর প্রাণরক্ষায় পদ্মা কার কৃপা প্রার্থনা করেছেন?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে পদ্মাবতীর প্রাণরক্ষার জন্য পদ্মা নিরঞ্জনের কৃপা প্রার্থনা করেছেন।


33.সখী সবে আজ্ঞা দিল...”—পদ্মা তাঁর সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন?

“উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা তাঁর সখীদের পদ্মাবতীকে বস্ত্রে ঢেকে উদ্যানে নিয়ে গিয়ে চিকিৎসার ও শুশ্রূষার আজ্ঞা দিয়েছিলেন। ভায়


34.“পঞ্চকন্যা পাইলা চেতন” ‘পঞ্চকন্যা’ কে কে?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে ‘পঞ্চকন্যা’ হলেন চিতোররাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী এবং তাঁর চার সখী—চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া ও বিধুন্নলা |


35.“পঞ্চকন্যা পাইলা চেতন।”—পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেল?

উত্তর: সমুদ্রকন্যা পদ্মার সখীদের সেবাশুশ্রুষায় পঞ্চকন্যা চেতনা ফিরে পেল।

সিন্ধুতীরে কবিতা ৩ নম্বরের প্রশ্ন উত্তর  / মাধ্যমিক বাংলা কবিতা সিন্ধুতীরে 3 নম্বরের প্রশ্ন উত্তর  / দশম শ্রেণির বাংলা কবিতা সিন্ধুতীরে 3 নম্বরের প্রশ্ন উত্তর

1. “অতি মনোহর দেশ।”— কাকে ‘অতি মনোহর দেশ’ বলা হয়েছে? সেই দেশের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর: সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মার একটি প্রাসাদ কল্পনা করা হয়েছে। এই প্রাসাদটিকে সমুদ্রের মাঝে দ্বীপভূমির মতো দেখায় | একেই অতি মনোহর দেশ বলা হয়েছে।

→ কবির বর্ণনানুসারে এই দিব্যপুরী অতি মনোহর | সেখানে কোনো দুঃখকষ্ট নেই | আছে শুধু সত্যধর্ম এবং সদাচার | আর আছে একটি পর্বত এবং নানা ফুলে ভরা অপূর্ব এক উদ্যান। সেখানে গাছগুলিতে নানা ফল ও ফুলের সমারোহ |



2. ‘সিন্ধুতীরে দেখি দিব্যস্থান।'— সিন্ধুতীরে এই দিব্যস্থানে কে থাকেন? স্থানটিকে দিব্যস্থান বলা হয়েছে কেন? ১+২

উত্তর: সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে সিন্ধুতীরের দিব্যস্থানে থাকেন সমুদ্রকন্যা পদ্মা |

→ ‘দিব্যস্থান’ কথাটির অর্থ হল সুন্দর, মনোহর স্থান | সমুদ্রঘেরা এই স্থানটি খুব মনোহর। সেখানে দুঃখকষ্ট নেই | সত্য এবং সদাচার স্থানটিকে স্বর্গীয় মহিমা দান করেছে। সেখানে দৃশ্যমান একটি পর্বত এবং সুরম্য উদ্যান। গাছগুলোতে বিচিত্র ফুল ও ফলের সমারোহ | এইভাবে সবদিক থেকে সুন্দর হওয়ার কারণেই স্থানটিকে দিব্যস্থান বলা হয়েছে |



3. “তথা কন্যা থাকে সর্বক্ষপ’— মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। কন্যাটি কে? কোথায় সে সর্বক্ষণ থাকে? ১+১+১ 

উত্তর: মান্দাস ভাসতে ভাসতে পদ্মাবতীকে যেখানে নিয়ে গিয়ে ফেলে, তা ছিল অত্যন্ত মনোহর এক দেশ। এবং অন্যান্য বহুমূল্য রত্নে সাজানো এক প্রাসাদে পদ্মা থাকতেন। সেই প্রসঙ্গেই উক্ত কথাটি বলা হয়েছে। কন্যাটি হলেন সমুদ্রকন্যা পদ্মা । আলোচ্য মনোহর দেশে যে রত্ন সজ্জিত প্রাসাদ ছিল, সেই প্রাসাদেই পদ্মা সর্বক্ষণ থাকতেন।



4. মনেতে কৌতুক বাসি”— কার মনে, কেন কৌতুকের উদয় হয়েছিল?

উত্তর: সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে।

সমুদ্রকন্যা পদ্মা সখীদের সাথে নিয়ে সুরম্য উদ্যানে এসেছিলেন। হঠাৎ তাঁর চোখে পড়ে সমুদ্রতীরে একটি কলার ভেলা পড়ে রয়েছে। সেই ভেলার চারদিকে চার সখী-সহ অপূর্ব সুন্দরী এক কন্যা অচেতন অবস্থায় পড়ে আছেন। নির্জন সমুদ্রতীরে এমন দৃশ্য দেখে পদ্মার মনে কৌতূহলের জন্ম হয়।



5. “রূপে অতি রম্ভা জিনি/নিপতিতা চেতন রহিত।”—মন্তব্যটি ব্যাখ্যা

উত্তর: সকালবেলা সমুদ্রকন্যা পদ্মা তাঁর সখীদের নিয়ে নিজের সুরম্যউদ্যানের দিকে যাচ্ছিলেন। এইসময়ে সমুদ্রের ধারে একটি ভেলা পড়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে তিনি দ্রুত সেখানে আসেন। সেখানে পৌঁছে পদ্মা দেখেন, চারদিকে চার জন সখী পড়ে আছেন, আর মাঝখানে এক অপরূপা কন্যা অচেতন হয়ে আছেন। তাঁর রূপের সৌন্দর্য এতটাই ছিল যে, তা স্বর্গের বিখ্যাত অপ্সরা রম্ভার সৌন্দর্যকেও পরাজিত করে।



6. “বিস্মিত হইল বালা।”—বালা কে? তাঁর বিস্ময়ের কারণ কী? ১+২ 

উত্তর: উল্লিখিত অংশে বালা বলতে সমুদ্রকন্যা পদ্মার কথা বলা হয়েছে।

→ পদ্মা তাঁর সখীদের সঙ্গে নিয়ে সিন্ধুতীরে নিজের সুরম্য উদ্যানের দিকে যাচ্ছিলেন। সেইসময় সমুদ্রের ধারে একটি ভেলা পড়ে থাকতে দেখে কৌতূহলী পদ্মা সেখানে যান এবং দেখেন যে, চারদিকে চার সখী-সহ এক অপূর্ব সুন্দরী মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে | স্বর্গের অপ্সরা রম্ভাকেও পরাজিত করা সেই সৌন্দর্য দেখেই পদ্মা বিস্মিত হয়েছিলেন।



7.অনুমান করে নিজ চিতে।”—কার কোন্ অনুমানের কথা বলা হয়েছে আলোচনা করো।

উত্তর: সখীদের সঙ্গে সকালবেলা উদ্যানে যাবার সময় সমুদ্রকন্যা পদ্মা দেখেন সমুদ্রতীরে একটি মান্দাস পড়ে রয়েছে। সেখানে গিয়ে তিনি সখীদের মধ্যে অচেতন পদ্মাবতীকে দেখতে পান। তার সৌন্দর্য যেন স্বর্গের অপ্সরা রম্ভাকেও পরাজিত করবে। তার সেই রূপের বিস্তারে বিস্মিতা পদ্মা নানারকম অনুমান করতে থাকেন। তখন তাঁর মনে হয় যে, এ কোনো সাধারণ মানবী নয়, স্বর্গের নর্তকী বিদ্যাধরী যেন স্বর্গভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে রয়েছে।



8. “অচৈতন্য পড়িছে ভূমিতে।”― কে অচৈতন্য হয়ে ভূমিতে পড়েছিলেন? তাঁর অচৈতন্য হওয়ার কারণ কী? ১+২

উত্তর: সিংহল-রাজকন্যা পদ্মাবতী অচৈতন্য হয়ে সমুদ্রতীরে পড়েছিলেন। তিনি চিতোরের রানা রত্নসেনের পত্নী।

→ রানা রত্নসেনের সঙ্গে পদ্মাবতী সমুদ্রপথে চিতোরে ফিরে যাচ্ছিলেন। সমুদ্রের রাগে তাঁদের জলযান বিপর্যয়ের মুখে পড়ে। কোনো রকমে একটি ভেলায় রত্নসেন এবং চার সখী-সহ পদ্মাবতী আশ্রয় নেন | কিন্তু সেই ভেলাও দু-খণ্ড হয়ে যায় এবং পদ্মাবতী রত্নসেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সামুদ্রিক ঝঞ্ঝার তান্ডবে এবং প্রাণহানির ভয়ে পদ্মাবতী জ্ঞান হারান।



9. “বেথানিত হৈছে কেশ বেশ।”— কার, কেন এরূপ অবস্থা হয়েছিল?

উত্তর: সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে এরকম অবস্থা হয়েছিল পদ্মাবতীর।

→ সিংহল-রাজকন্যা পদ্মাবতী স্বামী রত্নসেনের সঙ্গে চিতোরে ফিরছিলেন। সমুদ্রপথে তাঁদের জলযান বিপর্যয়ের মুখে পড়ে। একটি কলার ভেলায় রত্নসেন, পদ্মাবতী ও চারজন সখী আশ্রয় নিলেও সেটি দু-খণ্ড হয়ে যায়। এর ফলে পদ্মাবতী সখী-সহ বিচ্ছিন্ন হয়ে পড়েন। সমুদ্রের ঢেউয়ের আঘাতে রাজকন্যার চুল এলোমেলো হয়ে পড়ে এবং সাজসজ্জা নষ্ট হয়।



10.“মোহিত পাইয়া সিন্ধু-ক্লেশ।”—মন্তব্যটি বিশ্লেষণ করো।

সখীদের সঙ্গে উদ্যানে যাওয়ার সময় পদ্মা অচেতন পদ্মাবতীকে দেখেন | অপরিচিতা সুন্দরী কন্যাকে দেখে তাঁর মনে নানারকম ভাবনা জাগে। বিধবস্ত সেই সুন্দরীর চোখ ঠিকরে বেরিয়ে আসছে, তার বেশভূষাই বিপর্যয়ের প্রমাণ দেয়। সেই কন্যার চুল এবং পোশাক এলোমেলো | সমুদ্রকন্যা পদ্মা ভেবে নেন যে, প্রবল বাতাস হয়তো নৌকা ভেঙে দিয়েছে। সমুদ্রের জলে ভাসতে ভাসতে প্রবল কষ্টেই হয়তো মেয়েটি অচৈতন্য হয়ে আছে।



দশম শ্রেণির বাংলা সিন্ধুতীরে বড়ো প্রশ্ন ও উত্তর pdf / মাধ্যমিক বাংলা কবিতা সিন্ধুতীরে বড়ো প্রশ্ন ও উত্তর / সিন্ধুতীরে কবিতা ৫ নম্বরের প্রশ্ন উত্তর / মাধ্যমিক বাংলা  সিন্ধুতীরে 5 নম্বরের প্রশ্ন উত্তর / দশম শ্রেণির বাংলা সিন্ধুতীরে 5 নম্বরের প্রশ্ন উত্তর



১. “সিন্ধুতীরে দেখি দিব্যস্থান।”—এই দিব্যস্থানের পরিচয় দাও। এখানে যে উদ্যানটির কথা আছে তা উল্লেখ করো।  

উত্তর: সৈয়দ আলাওল অনূদিত পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে গৃহীত

‘সিন্ধুতীরে’ কবিতাংশে যেখানে সমুদ্রের মধ্যে মান্দাসে করে পদ্মাবতী গিয়ে পৌঁছোয়, সেখানেই ছিল এক দিব্যপুরী | কবির কথায় তা ছিল ‘মনোহর দেশ’ | মানুষের জীবনে কোনো দুঃখকষ্ট ছিল না। সমাজে নৈতিক আদর্শ ছিল অত্যন্ত উঁচুতে—“সত্য ধর্ম সদা সদাচার।” অর্থাৎ মানুষজন ছিল ধার্মিক এবং সৎ আচার-আচরণে অভ্যস্ত |


● সমুদ্রতীরে অবস্থিত দিব্যস্থানটির পাশে ফল-ফুলে ভরা এক উদ্যান রচনা করেছিলেন সমুদ্রকন্যা পদ্মা। সেখানে নানা মনোহর ফুল ফুটে থাকত | তাদের সুগন্ধে চারপাশ ভরে থাকত। বিভিন্ন উপকারী বৃক্ষে নানা ফল ধরে থাকত। তারই মধ্যে ছিল এক অতি সুরম্য প্রাসাদ—‘বিচিত্র টঙ্গি’। সেই প্রাসাদ স্বর্ণনির্মিত এবং নানান রত্নে প্রাসাদটিকে সাজিয়ে তৈরি করা হয়েছিল । সেই রত্নখচিত প্রাসাদে আলো পড়লে নানান রঙের বর্ণালি বিচ্ছুরিত হত। তাই কবিতায় প্রাসাদের বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে ‘হেম রত্নে নানা রঙ্গি’



২. “অচৈতন্য পড়িছে ভূমিতে।”—কার কথা বলা হয়েছে? তাকে দেখে কার কী মনে হয়েছিল? সে এই অবস্থায় কোন্ ভূমিকা নিয়েছিল?

উত্তর: সৈয়দ আলাওল অনূদিত পদ্মাবতী কাব্যের ‘পদ্মা সমুদ্র খণ্ড’ থেকে সংকলিত ‘সিন্ধুতীরে' নামক কাব্যাংশের উল্লিখিত অংশে পদ্মাবতীর কথ বলা হয়েছে।

● পদ্মাবতীর বিস্ফারিত চোখ, এলোমেলো পোশাক এবং চুল দেখে পদ্মা অনুমান করে যে, সমুদ্রের প্রবল বাতাসে নৌকা ভেঙেই বোধহয় মেয়েটির এই কষ্ট। শুধু তাই নয়, গভীর সহানুভূতি দিয়ে পদ্মা দেখেন যে মেয়েটির শ্বাস তখনও অল্প অল্প পড়ছে। স্নেহশীল পদ্মা বিধাতার কাছে মেয়েটির জীবন প্রার্থনা করেন। তিনি প্রত্যাশা করে তাঁর পিতার পুণ্যের ফলে এবং তাঁর নিজের ভাগ্যের কারণে যেন মেয়েটির জীবন ফিরে আসে।

● পদ্মাবতীর প্রাণ ফিরে পাওয়ার আশায় পদ্মা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেই থেমে থাকেনি, তার চিকিৎসারও যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করেছেন। সখীগণ-সহ পদ্মাবতীকে বস্তু দিয়ে ঢেকে উদ্যানে নিয়ে যাওয়ার জন্য তিনি তাঁর সখীদের নির্দেশ দেন। সেখানে তন্ত্রাচারের মাধ্যমে, বিধিমতো মন্ত্রপাঠ করে নানান মহান গুণসম্পন্ন ঔষধের দ্বারা তাদের চিকিৎসা করা হয় | আগুন জ্বালিয়ে পায়ে মাথায় সেঁক দেওয়া হয়। চার দণ্ড এরকম যত্নের সঙ্গে চিকিৎসা হওয়ার পরে চার সখী-সহ পদ্মাবতী চেতনা ফিরে পান।



3. কন্যা পাইলা চেতন।”— পঞ্চকন্যা কে কে? তাদের অচৈতন্যের কারণ কী? কীভাবে তারা চেতনা ফিরে পেয়েছিল? ১+২+২

উত্তর: সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের অংশবিশেষ ‘সিন্ধুতীরে’ কাব্য-কাহিনিতে বর্ণিত পঞ্চকন্যার মধ্যমণি হলেন সিংহল-রাজকন্যাপদ্মাবতী | আর তাঁর চার জন সখী হল চন্দ্রকলা, বিজয়া, রোহিনী ও বিধুন্নলা।


→ স্বামী রত্নসেনের সঙ্গে রাজকন্যা পদ্মাবতী সমুদ্রপথে চিতোরে ফেরার সময় হঠাৎ তাঁদের জলযানটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে এবং ডুবে যায়।রত্নসেনের এবং সখী-সহ রাজকন্যা কোনো রকমে একটি মান্দাসে আশ্রয় নেন। শেষপর্যন্ত মান্দাস খণ্ডিত হয়ে সখী-সহ রাজকন্যা রত্নসেনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। খণ্ডিত ভেলায় সমুদ্রতীরের ভূমিতে পৌঁছোন। কিন্তু । প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অসম লড়াই, দৈহিক ক্লেশ ইত্যাদিরপ্রভাবে রাজকন্যা ও তাঁর সখীরা জ্ঞান হারান।


→ পঞ্চকন্যার এই অবস্থায় দেবতা নিরঞ্জনকে স্মরণ করে চিকিৎসাকর্মে ব্রতী হওয়ার নির্দেশ দিয়েছিলেন সমুদ্রকন্যা পদ্মা | প্রাণপণ সেবাশুশ্রুষা করে পঞ্চকন্যার জীবনরক্ষাই ছিল তাঁর মনের ইচ্ছা। সেইমতো শুকনো কাপড় দিয়ে সখী-সহ রাজকন্যার শরীর আবৃত করা হয় | আগুন জ্বেলে সর্বাঙ্গ সেঁক দেওয়া হয় এবং তন্ত্রমন্ত্র সহকারে মহৌষধ প্রয়োগ করা হয়। একটানা চার দণ্ড সেবাশুশ্রুষার পর পঞ্চকন্যা চেতনা ফিরে পান। দয়ালু পদ্মার আন্তরিক সেবাযত্নে সখী-সহ পদ্মাবতীর জ্ঞান ফিরে আসে।


তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির বাংলা সিন্ধুতীরে কবিতা থেকে প্রশ্ন উত্তর  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 বাংলা সিন্ধুতীরে কবিতা প্রশ্ন উত্তর pdf download, class 10 Bengali Sindhutire questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      

যযhttps://youtube.com/@Ouronlineschool247

      আরও পোস্ট দেখো     B  

এছাড়াও তোমার মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।  Madhyamik Bengali Suggestion 2024  | মাধ্যমিক বাংলা সাজেশন 2024



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Madhyamik Bengali kobita Sindhutire questions answers pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik bengali Suggestion Click here

D. মাধ্যমিক বাংলা সাজেশন PDF Download 


বাংলা কবিতা – সিন্ধুতীরে প্রশ্ন ও উত্তর | class 10  Bengali unhappy one Question and Answer 


MP বাংলা – সিন্ধুতীরে (কবিতা) প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Sindhutire 3  Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion, Notes – সিন্ধুতীরে থেকে সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য -  সিন্ধুতীরে থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক বাংলা এর কবিতা থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik bangla 3 Sindhutire Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া বাংলা প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া Class 10 বাংলা কবিতা সিন্ধুতীরে প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 



‘‘মাধ্যমিক বাংলা কবিতা সিন্ধুতীরে’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  সিন্ধুতীরে কবিতা থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


দশম শ্রেণি বাংলা সিন্ধুতীরে প্রশ্ন উত্তর pdf download / দশম শ্রেণি অসুখী এক জন কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf / Madhyamik Bengali Sindhutire kobita question answer pdf / ক্লাস 10 সিন্ধুতীরে প্রশ্ন উত্তর সিন্ধুতীরে pdf  / ক্লাস 10 বাংলা প্রশ্ন উত্তর সিন্ধুতীরে pdf download / সিন্ধুতীরে প্রশ্ন উত্তর / Sindhutire kobita question answer pdf / Class ten Bengali kobita Sindhutire question answer,



সিন্ধুতীরে মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক বাংলা কবিতা প্রশ্ন ও উত্তর pdf download – সিন্ধুতীরে কবিতা  pdf download| পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর pdf–| Madhyamik Bengali Question and Answer pdf download, Class 10 Bengali Question and Answer pdf  | Madhyamik Bengali note pdf download  | West Bengal Madhyamik Bengali Question and Answer pdf download. মাধ্যমিক বাংলা questions answers   – সিন্ধুতীরে questions answers ,মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর পিডিএফ  – Class 10 সিন্ধুতীরে প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | Madhyamik সিন্ধুতীরে pdf download.



MP Bengali Question answer 2024 pdf  | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  2024 pdf  – সিন্ধুতীরে কবিতা long Question answer pdf, 

WBBSE Madhyamik Bengali Question pdf, মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর সিন্ধুতীরে (কবিতা) । সিন্ধুতীরে (কবিতা) | Madhyamik Bengali Suggestion/ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর pdf – 

 

      তোমাকে অসংখ্য ধন্যবাদ ,  তোমার যদি আমাদের এই ” মাধ্যমিক বাংলা কবিতা  সিন্ধুতীরে প্রশ্ন ও উত্তর । Madhyamik Bengali Sindhutire Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________ধন্যবাদ ❤️🤗 ________




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url