মাধ্যমিক বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন উত্তর । অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা প্রশ্ন উত্তর pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণী বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন উত্তর | অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali kobita Astrera biruddhe gan question answer |


আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা প্রশ্ন উত্তর pdf। মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর অস্ত্রের বিরুদ্ধে গান । দশম শ্রেণির বাংলা কবিতা প্রশ্ন উত্তর অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন ও উত্তর |Madhyamik Bengali Astrera biruddhe gan question answer যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।




অস্ত্রের বিরুদ্ধে গান SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা MCQ প্রশ্ন উত্তর / 

ANS: Click Here


দশম শ্রেণির বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান ছোটো প্রশ্ন ও উত্তর pdf / মাধ্যমিক বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান ছোটো প্রশ্ন ও উত্তর / অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা ১ নম্বরের প্রশ্ন উত্তর / মাধ্যমিক বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান 1 নম্বরের প্রশ্ন উত্তর / দশম শ্রেণির বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান 1 নম্বরের প্রশ্ন উত্তর 


1.“অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো”—কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে?

উত্তর: কবি জয় গোস্বামী ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় গানের পায়ে অস্ত্র ফেলার কথা বলেছেন।


2.কবি অস্ত্রকে কোথায় সমর্পণ করতে বলেছেন?

উত্তর: কবি পায়ের কাছে অস্ত্রকে সমর্পণ করতে বলেছেন। 


3.কবি গানকে কীভাবে ব্যবহার করেন?

উত্তর: কবি গানকে বর্মের মতো ব্যবহার করে শরীরে পরে থাকেন।


4.হাজার হাতে পায়ে কবি কী করেন?

উত্তর; হাজার হাতে পায়ে কবি এগিয়ে আসেন, উঠে দাঁড়ান।


5. “গানের বর্ম আজ পরেছি গায়ে”—গানের বর্ম পরিধান করে কবি কোন্ কাজ করতে পারেন?

উত্তর: গানের বর্ম পরে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে সক্ষম।


6.“আঁকড়ে ধরে সে-খড়কুটো”—কবি ‘খড়কুটো’ বলতে কী বুঝিয়েছেন?

উত্তর: কবি ‘খড়কুটো’ বলতে তাঁর জানা একটা দুটো গানের কথা বলেছেন।


7.“মাথায় কত শকুন বা চিল”—শকুন এবং চিলেরা কীসের প্রতীক?

উত্তর: শকুন এবং চিলেরা হিংস্রতার এবং নৃশংসতার প্রতীক |


৮. পানের গায়ে কবি কী করেন?

উত্তর: গানের গায়ে কবি রক্ত মোছেন।


৯. আমার শুধু একটা কোকিল”—কোকিলটি কী করে?

উত্তর: চারপাশের হিংস্রতার মধ্যে কোকিলটি হাজার উপায়ে গান বাঁধে।


10.“বর্ম খুলে দ্যাখো...” –বর্ম খুললে কী দেখা যায়?
উত্তর: বর্ম খুললে দেখা যায় গান ঋষিবালকের মতো দাঁড়িয়ে আছে ।
11.গান দাঁড়াল ঋষিবালক” —এ কথা বলার অর্থ কী?
উত্তর: গান শুধু প্রতিবাদের বাহন নয়, যুদ্ধকে প্রতিহত করতে পারলে গানের মধ্যেও স্নিগ্ধতা ও শান্তি খুঁজে পাওয়া যায় | আর গান তখন হয়ে যায় ‘ঋষিবালক’-এর মতো স্নিগ্ধ ও শান্ত |

12.গান দাঁড়াল ঋষিবালক”—ঋষিবালকের মাথায় কী ছিল?
উত্তর: ঋষিবালকের মাথায় ময়ূরপালক গোঁজা ছিল।

13, “তোমার নিয়ে বেড়াবে গান”—কথাটির অর্থ কী?
উত্তর: গানের কথা ও সুরের মধ্য দিয়ে শ্রোতার মন সর্বত্রগামী হয়—এ-কথাই বোঝানো হয়েছে উদ্ধৃত পঙ্ক্তিতে |

14. অস্ত্র’ ও ‘গান’ শব্দ দুটি কবিতায় কতবার করে আছে?
উত্তর: ‘অস্ত্র’ শব্দটি কবিতায় ছ-বার এবং ‘গান’ শব্দটি সাতবার করে আছে।

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা ৩ নম্বরের প্রশ্ন উত্তর  / মাধ্যমিক বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান 3 নম্বরের প্রশ্ন উত্তর  / দশম শ্রেণির বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান 3 নম্বরের প্রশ্ন উত্তর


1. আমি এখন হাজার হাতে পায়ে/এগিয়ে আসি, উঠে দাঁড়াই”—কে, কেন এগিয়ে আসেন?

উত্তর; এখানে যুদ্ধবিরোধী সাধারণ মানুষের এগিয়ে আসার কথা বলা হয়েছে।

→ অস্ত্রের থেকে অনেক বেশি শক্তিশালী মানুষের প্রতিবাদের ভাষা | মানুষের সংঘবদ্ধ প্রতিরোধ যে-কোনো অস্ত্রকে আটকাতে পারে | কবিও অস্ত্রশক্তির বিরুদ্ধে জাগ্রত জনশক্তিরই জয় ঘোষণা করেছেন। যে মানুষেরা অস্ত্রের প্রতি নির্ভর তাদের কবি বোঝাতে চেয়েছেন যে, অস্ত্র আসলে মানবতার বিরোধী, মনুষ্যত্বের পক্ষে অপমানজনক | তাই অস্ত্র নয়, মানুষই এই পৃথিবীর শেষ সত্য। সেই জীবনীশক্তিতেই, অজস্র মানুষের শক্তিতেই তিনি শক্তিশালী। সংঘবদ্ধ জনশক্তিই কবির উঠে দাঁড়ানো এবং এগিয়ে চলার প্রেরণা।



২. “হাত নাড়িয়ে বুলেট তাড়াই”—হাত নাড়িয়ে কবি কীভাবে বুলেট তাড়ান?

উত্তর। জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার অংশ এটি। যুদ্ধবাজ মানুষ অস্ত্র হাতে মনুষ্যত্বের বিপরীতে গিয়ে দাঁড়ায় | যুদ্ধবাজ মানুষের নেশা মানুষকে হত্যা করা, মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে ক্ষমতা দখল করা। কবি গানকে সম্বল করে সেই অস্ত্রধারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। গান মানুষের শুভচেতনার বিকাশ ঘটায়, সকলকে ঐক্যবদ্ধ করে, বিভেদ ভুলিয়ে একতার মন্ত্রে দীক্ষিত করে। ঐক্যবদ্ধ শুভচেতনার কখনও পরাজয় নেই | তাই কবি গানকে হাতিয়ার করে সহজেই হাত নাড়িয়ে বুলেট তাড়ান।



৩. “গানের বর্ম আজ পরেছি গায়ে”—কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো।

উত্তর: পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি থেকে উদ্ধৃত পঙ্ক্তিটি নেওয়া হয়েছে | এখানে বলতে চাওয়া হয়েছে, অস্ত্রের ভয় আর পেশিশক্তির হুংকারের বিরুদ্ধে প্রতিরোধের বর্ম হয়ে উঠতে পারে মানুষের শুভবোধ এবং শুভচেতনা। এই কাজে সংগীত একটা গুরুত্বপূর্ণ- হাতিয়ার | গানের মধ্য দিয়ে যেমন আনন্দ আর সুন্দরের বিকাশ হয়, মন শুদ্ধ হয়ে ওঠে, ঠিক সেরকমই গান হয়ে উঠতে পারে প্রতিবাদের বাহন। তাই বলেটকে বাধা দিতে কবি গানকে বর্মের মতো ব্যবহার করেন।



৪. আঁকড়ে ধরে সে-খড়কুটো”—কবি কাকে 'খড়কুটো’ বলেছেন? তাকে আঁকড়ে ধরতে চেয়েছেন কেন?

উত্তর: অস্ত্রের বদলে অস্ত্র বাঁচার উপায় নয় | অস্ত্র ফেলে গানকে কবি ধরতে চেয়েছেন। এই গানকেই তিনি 'খড়কুটো’ বলেছেন।

• ডুবন্ত মানুষ কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায়। যদি সেটা খড়কুটোও হয়, তবে তাকেই সে অবলম্বন ভেবে আঁকড়ে ধরে | কবিও মনে করেছেন, গানই হল মানুষের চেতনা বদলানোর মাধ্যম | এই গান জীবনের গান | কবির কাছে একটা-দুটো এমন যে গান আছে, আগ্রাসী পৃথিবীতে তিনি তাদের আঁকড়ে : ধরে বাঁচতে চান।



5. রক্ত মুছি শুধু গানের গায়ে”—এ কথার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তরঃ উদ্ধৃত পঙ্ক্তিটি কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতা থেকে নেওয়া | গানের মধ্য দিয়ে অস্ত্রের আতঙ্ককে অতিক্রম করে যেতে চেয়েছেন কবি | যাবতীয় সন্ত্রাস, নৈরাজ্য এবং মানবিক অপচয় যে রক্তপাতের সৃষ্টি করে, তৈরি করে দেয় যে সংকট তা থেকে কবি মুক্তি খুঁজেছেন শুধু গানকে অবলম্বন করেই | তাই কবি যখন ‘গানের গায়ে’ রক্ত মোছার কথা বলেন, তখন আসলে সংগীতকে অবলম্বন করে বাস্তব জীবনের সব হিংসা এবং রক্তাক্ততাকে ভুলে যেতে চান |



৬. “মাথায় কত শকুন বা চিল”—উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

।। জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতা থেকে উদ্ধৃতিটি নেওয়া। যুদ্ধবাজ আগ্রাসী মানুষদের কথা বলতে গিয়েই কবি মন্তব্যটি করেছেন। কবি দেখেছেন, স্বার্থপর মানুষেরা যুদ্ধ-যুদ্ধ খেলায় মেতে উঠেছে | মনুষ্যত্বকে অপমান করে তারা কায়েমি স্বার্থকে প্রতিষ্ঠা করতে সবসময় উদ্যোগী। লোভী চিল-শকুনের মতো তারা সমাজের মাথার ওপরে ঘুরে বেড়ায় সব ক্ষমতা গ্রাসের নেশায় | এই শকুন বা চিলরূপী মানুষদের বিরুদ্ধেই কবি গানের অস্ত্র ধারণ করেছেন।

দশম শ্রেণির বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান বড়ো প্রশ্ন ও উত্তর pdf / মাধ্যমিক বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান বড়ো প্রশ্ন ও উত্তর / অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা ৫ নম্বরের প্রশ্ন উত্তর / মাধ্যমিক বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান 5 নম্বরের প্রশ্ন উত্তর / দশম শ্রেণির বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান 5 নম্বরের প্রশ্ন উত্তর


1. “আমার শুধু একটা কোকিল”—বক্তা কে? এ কথার মধ্যে দিয়ে কবিকী বোঝাতে চেয়েছেন?

উত্তর। উল্লিখিত অংশটির বক্তা ‘অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতার কবি জয় গোস্বামী স্বয়ং। 


● কবি তাঁর মাথার ওপরে শুধুই চিল শকুনের উড়ে চলা অর্থাৎ হিংসা এবং অরাজকতার বিস্তার লক্ষ করেছেন। এরই মধ্যে ‘একটা কোকিল’, যা কবির নিজস্ব, তা কবিকে আশাবাদী করে রাখে। কারণ নানান উপায়ে এই কোকিল গান বাঁধে। এখানে কোকিলটি হতে পারে কবির ভেতরের সত্তা কিংবা ধ্বংসের পৃথিবীতে সৃষ্টির কারিগর। কিন্তু উল্লেখযোগ্য হল ‘সহস্র উপায়ে’ তার গান, প্রেম বা প্রতিবাদ বা যে ধারাতেই তৈরি হোক না কেন, তা আসলে সুন্দরেরই প্রতিষ্ঠা ঘটায়। 



2. ধরে সহস্র উপায়ে”—কে গান বাঁধবে? সহস্র উপায়ে গান বাঁধার “আমার শুধু একটা কোকিল/গান বাঁধবে সহস্র উপায়ে”—‘শুধু একটা কোকিল' আসলে কী? এই গান বাঁধার প্রয়োজনীয়তা কী?

উত্তর: জয় গোস্বামী তাঁর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় যুদ্ধ-তাণ্ডবের প্রতিবাদ করেছেন। মাথার ওপরে ‘শকুন’ এবং ‘চিল’ অর্থাৎ যুদ্ধবাজ শক্তিকে দেখেও ভরসা রেখেছেন নিজের শুভবোধে, যা সামাজিক বিশৃঙ্খলা, ধ্বংস এবং হত্যার উন্মাদনাকে আটকাতে পারে। এই শুভবোধ এবং সৃষ্টিশীল সত্তাকেই কবি ‘একটা কোকিল’ বলে অভিহিত করেছেন|


● ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে কবি সৃষ্টিকেই প্রতিরোধের একমাত্র উপায় করে তুলতে চেয়েছেন। সৃষ্টিশীল সত্তারই আনন্দময় প্রকাশ হল সংগীত। এই সংগীতই তার অপূর্ব আবেশের মাধ্যমে মানুষকে পৃথিবীর যাবতীয় জ্বালা, যন্ত্রপা ভুলিয়ে দেয়, ভুলিয়ে দেয় সভ্যতার ওপরে নেমে আসা অস্ত্রের অভিশাপ। যেসব যুদ্ধপ্রিয় বন্দুকবাজরা ধ্বংস করতে চায় পৃথিবীকে, তাদের আগ্রাসী হিংসার ওপরে মায়াময় এক প্রলেপ দিয়ে যায় সংগীত | তাই, গানকে কবি ব্যবহার করেছেন অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে। ‘গানের

বর্ম' পরে কবি সহজে বুলেটকে প্রতিহত করতে পারেন। এই গানই তাকে হাজার মানুষের সঙ্গে যুক্ত করে। তাঁকে এগিয়ে যাওয়ার, উঠে দাঁড়ানোর শক্তি জোগায় | যাবতীয় রক্তাক্ততাকে ভুলে যেতে সাহায্য করে এই গান | এই কারণেই সহস্র উপায়ে গান বাঁধা প্রয়োজনীয় হয়ে পড়েছে।




3. অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো।

উত্তর: জয় গোস্বামী তাঁর ‘অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় অস্ত্রশক্তি এবংপেশিশক্তির বিরুদ্ধে মানুষের সুস্থ রুচি ও নান্দনিকতার  প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন। ‘তরবারির থেকে কলম শক্তিশালী’—এই ধারণাটিই যেন তাঁর লেখায় কাব্যিক ভিত্তি পেয়েছে |গানকে অবলম্বন করে কবি সেই বিপুল শক্তির অধিকারী হয়েছেন যা তাঁকে হাত বাড়িয়ে বুলেট প্রতিহত করার ক্ষমতা দিয়েছে | গান তাঁকে এক আশ্চর্য ঐক্যবোধে বেঁধেছে | তাই তাঁর হাতে হাত মিলিয়েছে আরও হাজার মানুষ, পায়ে পা মিলিয়েছে হাজার
পা। দৃঢ় ভঙ্গিতে কবি বলতে পেরেছেন—“অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে।” পৃথিবীর ইতিহাসে অস্ত্র কখনও শেষকথা বলেনি। জয়ী হয়েছে মানুষের শুভবুদ্ধি, একতা ও সৃষ্টিশীলতা। গান এই কবিতায় এসবেরই প্রতীক | গানই কবিকে মানুষের সঙ্গে মিলিয়েছে, রক্ত মুছিয়ে সুন্দরের মুখোমুখি দাঁড় করিয়েছে। গানের নানা রূপ, নানা বিষয়, তার সুরের নানা বৈচিত্র্য | কখনও সে হয়ে ওঠে ঋষিবালকের মতো স্নিগ্ধ, নিষ্পাপ, কখনও বা তার ছোঁয়ায় লেগে থাকে কোকিলের মোহময় সুরেলা সৃষ্টি। যুদ্ধবাজ মানুষ অস্ত্রহাতে মনুষ্যত্বের বিপক্ষে গিয়ে যখন দাঁড়ায়, তখন গানের বর্ম পরে কবি অস্ত্রকে প্রতিহত করেন অবহেলায় |


5. অস্ত্রের বিরুদ্ধে গানকবিতাটির নামকরণ 
সাহিত্যে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই নামকরণ নানান দিক থেকে হতে পারে, কখনও বিষয়বস্তুকেন্দ্রিক, কখনও প্রতীকী, কখনও-বা তা ব্যঞ্জনাধর্মী। আমাদের পাঠ্য ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির নামকরণ কতদূর সার্থক তা বিচার করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ‘অস্ত্রের বিরুদ্ধে গান' শিরোনামটি ব্যঞ্জনাধর্মী | কেন-না, ‘অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র’ এই স্বাভাবিক স্লোগানকে কবি বদলে দিয়ে এক বিশেষ বার্তা দিতে চেয়েছেন। কবিতার বিষয়বস্তু অবশ্যই যুদ্ধবিরোধী; কিন্তু এই বিরোধিতার কৌশল আলাদা | কবিতার শুরুতেই কবি বলেছেন, “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে।” অস্ত্র ফেলার মধ্য দিয়ে আর পাঁচ জন শান্তিকামী মানুষের মতোই কবি শান্তির জন্য আহবান    জানিয়েছেন; কিন্তু পায়ে অস্ত্র রাখার আহ্বান যুদ্ধবাজদের আত্মসমর্পণের দিকটিকেই বড়ো করে তোলে | গানকে বর্ম হিসেবে পরে কবি অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। তাই অস্ত্রের বিরুদ্ধে গান গাইতে গাইতেই কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন | সমাজে যখন লোভী চিল- শকুনের আনাগোনা, কবির সম্বল তখন শুধু একটা কোকিল যা আসলে অন্তর্গত সৃজনশীল সত্তা | এই কোকিলই কবিকে হাজার উপায়ে গান বেঁধে দেবে। গানই ঋষিবালকের মতো পবিত্রতার প্রতীক হয়ে কবিকে তথা
সমাজকে মনুষ্যত্বের পথ দেখাবে। তাই হিংসার বিরুদ্ধে হিংসা বা অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নয়—যাবতীয় অশুভ শক্তির বিরুদ্ধে গানকে বর্ম করে কবি সত্যভূমিতে পৌঁছোতে চান। এই মূলসত্যকে সামনে রেখে কবিতাটির নামকরণ গভীর ব্যঞ্জনার ইঙ্গিত দেয় | তাই কবিতাটির নামকরণ সম্পূর্ণরূপে সংগত এবং যথাযথ।

তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে প্রশ্ন উত্তর  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা প্রশ্ন উত্তর pdf download, class 10 Bengali Astrera biruddhe gan questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE       

যযhttps://youtube.com/@Ouronlineschool247

      আরও পোস্ট দেখো     B  

এছাড়াও তোমার মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।  Madhyamik Bengali Suggestion 2024  | মাধ্যমিক বাংলা সাজেশন 2024



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- Madhyamik Bengali kobita Astrera biruddhe gan questions answers pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik bengali Suggestion Click here

D. মাধ্যমিক বাংলা সাজেশন PDF Download 


বাংলা কবিতা – অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন ও উত্তর | class 10  Bengali unhappy one Question and Answer 


MP বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Astrera biruddhe gan 3  Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion, Notes – অস্ত্রের বিরুদ্ধে গান থেকে সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য -  অস্ত্রের বিরুদ্ধে গান থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক বাংলা এর কবিতা থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik bangla 3 Astrera biruddhe gan Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া বাংলা প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া Class 10 বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 



‘‘মাধ্যমিক বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


দশম শ্রেণি বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন উত্তর pdf download / দশম শ্রেণি অসুখী এক জন কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf / Madhyamik Bengali Astrera biruddhe gan kobita question answer pdf / ক্লাস 10 অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন উত্তর অস্ত্রের বিরুদ্ধে গান pdf / ক্লাস 10 বাংলা প্রশ্ন উত্তর অস্ত্রের বিরুদ্ধে গান pdf download / অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন উত্তর / Astrera biruddhe gan kobita question answer pdf / Class ten Bengali kobita Astrera biruddhe gan question answer,



অস্ত্রের বিরুদ্ধে গান মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক বাংলা কবিতা প্রশ্ন ও উত্তর pdf download – অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা  pdf download| পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর pdf–| Madhyamik Bengali Question and Answer pdf download, Class 10 Bengali Question and Answer pdf  | Madhyamik Bengali note pdf download  | West Bengal Madhyamik Bengali Question and Answer pdf download. মাধ্যমিক বাংলা questions answers   – অস্ত্রের বিরুদ্ধে গান questions answers ,মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর পিডিএফ  – Class 10 অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর  | Madhyamik অস্ত্রের বিরুদ্ধে গান pdf download.



MP Bengali Question answer 2024 pdf  | মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর  2024 pdf  – অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা long Question answer pdf, 

WBBSE Madhyamik Bengali Question pdf, মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) । অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) | Madhyamik Bengali Suggestion/ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর pdf – 

 

      তোমাকে অসংখ্য ধন্যবাদ ,  তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক বাংলা কবিতা  অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন ও উত্তর । Madhyamik Bengali Astrera biruddhe gan Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________ধন্যবাদ ❤️🤗 ________





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url