মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় 3 নম্বরের প্রশ্ন উত্তর | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ 3 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি ভূগোল প্রথম অধ্যায় 3 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik Geography first chapter 3 marks question answer | Class 10 Geography first chapter 3 marks question answer

 

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় 3 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ভূগোল 3 নম্বরের প্রশ্ন ও উত্তর বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ । দশম শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় ৩ নম্বরের প্রশ্ন উত্তর । বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় 3 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Geography chapter 1 3 number question answer, মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ 3 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।



তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ভূগোল ৩ নম্বর অধ্যায় 3 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় pdf download, class 10 Geography first chapter 3 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE                        


      আরও পোস্ট দেখো     B  

এছাড়াও তোমার মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik Geography Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X Geography Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ভূগোল সাজেশন 2024


দশম শ্রেণির ভূগোল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ 3 নম্বরের প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ভূগোল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় 3 no প্রশ্ন ও উত্তর


1.নদীর গতিপথে কীভাবে জলপ্রপাতের সৃষ্টি হয়?

উত্তর

ধারণা ; নদীর জলপ্রবাহ যখন হঠাৎ কোনো উচ্চ স্থান থেকে নীচের দিকে লাফিয়ে পড়ে, তখন তাকে জলপ্রপাত বলে।

 

পদ্ধতি : নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর ওপর-নীচে আড়াআড়িভাবে বা অনুভূমিকভাবে অবস্থান করলে, প্রবল স্রোতে ওপরের কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয় হয়ে নীচের কোমল শিলাস্তর বেরিয়ে পড়ে। কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হওয়ায় খাড়া ঢালের সৃষ্টি হয় এবং নদীস্রোত খাড়া ঢাল থেকে প্রবল বেগে নীচে পড়ে ও জলপ্রপাতের সৃষ্টি করে।


উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর সীমান্ত দিয়ে প্রবাহিত নায়াগ্রা নদীর গতিপথে নায়াগ্রা একটি বিখ্যাত জলপ্রপাত।



2.নদীর নিম্নগতিতে কীভাবে বদ্বীপ সৃষ্টি হয়?

• উত্তর নিম্নগতিতে নদী যতই মোহানার কাছে চলে আসে, ভূমির ঢাল ততই কমে যায়। এজন্য মোহানায় অর্থাৎ নদী এসে যেখানে সমুদ্রে মিলিত হয় সেখানে নদীর স্রোতের বেগ এবং বহনক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে তখন নদীর অবক্ষেপণ খুব বেড়ে যায় | নদীবাহিত কাদা, পলি, বালি মোহানায় ব্যাপকভাবে সঞ্চিত হয়। এ ছাড়া, নদীবাহিত এইসব পদার্থ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে সংবদ্ধ হয় এবং মোহানায় জমা হতে শুরু করে। এগুলি জমতে জমতে ক্রমশ মোহানায় নতুন ভূভাগ বা বদ্বীপ সৃষ্টি হয় | তবে বদ্বীপ গঠনের জন্য মোহানায় নদীর সঞ্চয়ের হার সমুদ্রস্রোতের অপসারণ ক্ষমতার তুলনায় বেশি হওয়া দরকার ।


উদাহরণ— গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর মোহানায় এইভাবে যে বদ্বীপ সৃষ্টি হয়েছে সেটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ|



3. বদ্বীপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ উল্লেখ করো।

অথবা, বদ্বীপ গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় তিনটি শর্ত সংক্ষেপে আলোচনা করো।

উত্তর বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশগুলি হল—

i) মোহানায় নদীর অবক্ষেপণের হার সমুদ্রস্রোতের অপসারণ হারের তুলনায় বেশি হওয়া প্রয়োজন । iiনদীর জলের সঙ্গে যাতে বেশি পরিমাণে পলি আসে, সেজন্য নদীকে সুদীর্ঘ হতে হবে। পাশাপাশি নদীর উপনদীর সংখ্যাও বেশি হওয়া বাঞ্ছনীয় | 

iii)নদীর মুখে বা মোহানায় যাতে পলি জমতে পারে, সেজন্য নদীর স্রোত কম হওয়া দরকার। 

iv) সমুদ্রের যে অংশে নদী এসে মিশবে, সেখানে সমুদ্রের ঢাল কম হতে হবে, না হলে অবক্ষিপ্ত যাবতীয় পলি গভীর সমুদ্রে তলিয়ে যাবে। 

v) মোহানায় জোয়ারভাটার প্রকোপ কম থাকলে সহজে বদ্বীপ গড়ে ওঠে। 

vi) মোহানায় নদীস্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয় | 

vii)” উন্মুক্ত সমুদ্রের তুলনায় আংশিক বেষ্টিত সমুদ্রে বেশি বদ্বীপ গড়ে ওঠে। নদী মোহানার-সংলগ্ন ভূমি সমতল হওয়া প্রয়োজন।



4. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে তৈরি হয়?

• উত্তর

অবস্থান: মধ্যগতির শেষের দিকে এবং নিম্নগতিতে নদীর প্রবাহপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদের (ox-bow lake) সৃষ্টি হয়।


সৃষ্টির কারণ: এই সময় নদীর গতিবেগ খুব কম থাকে বলে সামান্য কোনো বাধা পেলেই নদী এঁকেবেঁকে প্রবাহিত হয়। নদীর আঁকাবাঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার | নদী যখন এঁকেবেঁকে প্রবাহিত হয় তখন প্রবাহপথের অন্তঃবাঁকের (উত্তল পাড়) তুলনায় বহিঃবাঁকে (অবতল পাড়) গতিবেগ বেশি থাকে। তাই বহিঃবাঁকে ক্ষয়কার্য চলে, কিন্তু অন্তঃবাঁকে পলি, কাদা ইত্যাদি সঞ্চিত হয় | নদী যখন খুব বেশি এঁকেবেঁকে প্রবাহিত হয়, দুই বাঁক বা জলধারার মধ্যবর্তী ভূমি কালক্রমে সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয় (বহিঃবাঁক ক্ষয় প্রক্রিয়ার জন্য) এবং তার ফলে তখন নদীর ওই দুটি বাঁক বা জলধারার সংযুক্তি ঘটে, অর্থাৎ বাঁকা পথ ছেড়ে নদী তখন সোজা পথে প্রবাহিত হয় এবং পরিত্যক্ত বাঁকটি হ্রদে পরিণত হয় | এই হ্রদ দেখতে ঘোড়ার খুরের মতো হয় বলে এর নাম অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা মর্ট হ্রদ |


উদাহরণ: নিম্নগতিতে গঙ্গা এবং তার শাখানদীগুলির গতিপথে এই ধরনের অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় ।



5. কী কী কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে?

• উত্তর নানা কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে-


কঠিন ও কোমল শিলা : নদীর চলার পথে নরম ও কঠিন শিলা থাকলে নরম শিলা বেশি ক্ষয়ে গিয়ে নীচু হয়ে যায়। কঠিন শিলা উঁচু হয়ে থাকে। নদীতে উঁচু থেকে নীচুতে জল পড়ে জলপ্রপাত সৃষ্টি হয়।


চ্যুতি সৃষ্টি: নদীর প্রবাহপথে চ্যুতি সৃষ্টি হলে সেখানে জলপ্রপাত সৃষ্টি হতে পারে।


মালভূমির প্রান্তভাগ: মালভূমির প্রান্তভাগে নদী খাড়াভাবে নেমে এলে সেখানে জলপ্রপাত তৈরি হতে পারে।


ঝুলন্ত উপত্যকা: ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত গঠিত হয়।


লাভাস্রোত : নদীর প্রবাহপথে লাভাস্রোত বেরিয়ে এলে ওই লাভা উঁচু হয়ে শিখর গঠন করে। ওই উঁচু শিখর থেকে জল নীচে লাফিয়ে পড়ে।



6. নদীর নিম্নগতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়?

উত্তর: মোহানার কাছাকাছি বলে এই অংশে নদীতে যথেষ্ট পরিমাণে জল থাকে। কিন্তু ভূমির ঢাল খুব কমে যায় বলে এখানে নদীর স্রোত বিশেষ থাকে না। নদীর বহন করে আনা পলির সিংহভাগই নিম্নগতিতে নদীর খাতে সঞ্চিত হয়। এর ফলে নদীখাত ক্রমশ অগভীর হয়ে যায়। তাই বর্ষাকাল বা অতিবৃষ্টির সময় নদীতে হঠাৎ জলের জোগান বেড়ে গেলে তা বহন করার ক্ষমতা নদীর থাকে না—দুই কূল ছাপিয়ে নদীসংলগ্ন অঞ্চলে বন্যার সৃষ্টি



7. অবরোহণ প্রক্রিয়াকে ধ্বংসাত্মক প্রক্রিয়া বলে কেন?

• উত্তর: অবরোহণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটে বা ভূমিভাগের ক্ষয় হয়| ভূমি তার প্রকৃত উচ্চতা থেকে ক্রমশ নীচু হতে থাকে। সেই কারণেই অবরোহণ প্রক্রিয়াটি হল একটি ধ্বংসাত্মক প্রক্রিয়া | শিলার ওপর ক্রমাগত আবহবিকার, পুঞ্জয় ইত্যাদি ক্রিয়া ক’রে শিলাস্তরের ওপরের অংশকে অপসারিত করে এবং নীচের শিলাস্তরকে উন্মোচন করে। এভাবেই অবরোহণ প্রক্রিয়া কার্যকরী থাকে।



8. উচ্চগতিতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় কেন?

উত্তর: উচ্চগতিতে বা পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদী প্রবল বেগে প্রবাহিত হয়। এই অংশে নদীর জলের সঙ্গে প্রচুর প্রস্তরখণ্ডও থাকে। তাই এই অংশে প্রবল বেগের দ্বারা নদী অবঘর্ষ পদ্ধতিতে নীচের দিকে ক্ষয় করে। এখানে অবঘর্ষ এবং জলপ্রবাহের ক্ষয়ের ফলে নদী উপত্যকা গভীর হয়।


দশম শ্রেণির ভূগোলের প্রথম অধ্যায়ের 3 নং কোশ্চেন|মাধ্যমিক ভূগোল ধারণা 3 নং প্রশ্ন উত্তর


9. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন?


উত্তর : পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে মূল হিমবাহ উপত্যকা এবং শাখা-হিমবাহ উপত্যকার মধ্যেগভীরতার পার্থক্য হয়। এর কারণে উভয়েরমিলনস্থলে কম গভীরতাবিশিষ্ট শাখা-হিমবাহ উপত্যকাটি মূল হিমবাহের উপত্যকার ওপর ‘ঝুলন্ত উপত্যকা’-রূপে অবস্থান করে। পরবর্তীকালে, উপত্যকা দুটিতে হিমবাহ গলে গিয়ে নদী উৎপন্ন হয়। উচ্চতা ও ঢালের পার্থক্যের কারণে কম গভীরতাবিশিষ্ট উপত্যকার নদীটি নীচে অবস্থিত প্রধান উপত্যকার ওপর প্রবল বেগে পতিত হয়। তাই ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় ।

যেমন——–—–বদ্রীনাথের কাছে অবস্থিত বসুধারা জলপ্রপাত


10. হিমসিঁড়ি কীভাবে গড়ে ওঠে?

উত্তর সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ যখন উপত্যকার মধ্য দিয়ে নীচের দিকে নেমে আসে তখন যদি উপত্যকাটির সমগ্র অংশে হিমবাহ সমানভাবে প্রবাহিত না হয় কিংবা যদি কঠিন ও কোমল শিলা পরপর অবস্থান করে, তাহলে উপত্যকার বিভিন্ন স্থানে ক্ষয়কার্যের পার্থক্য দেখা যায়। এর ফলে উপত্যকায় সিঁড়ির মতো বহু ধাপের সৃষ্টি হয়। হিমবাহের বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা এই সিঁড়ি বা ধাপগুলিকে বলা হয় হিমসিঁড়ি বা

হিমসোপান |



11. ক্রেভাস এবং বার্গসুন্ড পর্বতারোহীর কাছে বিপজ্জনক কেন?

উত্তর বার্গসুন্ড এবং ক্রেভাস উভয়েই বরফের ওপর সৃষ্ট ফাটল | এদেরকে ক্রেভাস অপেক্ষা বার্গসুন্ড অনেক বেশি গভীর ফাটল হওয়ায় তার নীচ পর্যন্ত দেখা যায় না। এইসব ফাটলের ওপর হালকা তুষার জমে থাকলে বোঝা যায় না এর নীচে এমন ফাটল রয়েছে। তাই পর্বতারোহীরা এইসব ফাটলগুলিকে খুব ভয় পায়| যে-কোনো কারণে ওই ফাটলে একবার পড়ে গেলে ফিরে আসা মুশকিল।



12. মরূদ্যান কীভাবে সৃষ্টি হয়?

উত্তর মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে মরুভূমির বালি এক স্থান থেকে আর-এক স্থানে উড়ে যায়। দীর্ঘদিন ধরে মরুভূমির কোনো অংশে এই প্রক্রিয়া চললে সেই স্থানের ভূমিভাগ ক্রমশ অবনত হয়।  এইভাবে বালি অপসারিত হতে হতে যখন অবনত এলাকাটির গভীরতা ভূগর্ভের জলভর পর্যন্ত পৌঁছে যায়, তখন সেখানে মরূদ্যান সৃষ্টি হয়।




13. গ্রাবরেখা কী? শ্রেণিবিভাগ করো।
উত্তর:  হিমবাহ যেসব তীক্ষ্ণ, কোণাকার ও অবাছাই কয়িত পদার্থ বহন করে সেগুলি হিমবাহের সামনে, ভেতরে, পাশে সঞ্চিত হয় | একেই গ্রাবরেখা বলে ।

শ্রেণিবিভাগ : অবস্থান অনুযায়ী গ্রাবরেখা অনেকরকম হতে পারে।
D হিমবাহের গতিপথের দুপাশে যে গ্রাবরেখা থাকে, তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। ® দুটি পার্শ্ব গ্রাবরেখা মিলে তৈরি হয় মধ্য গ্রাবরেখা। 

  • হিমবাহ যেখানে গলে যায় সেখানে যে গ্রাবরেখা তৈরি হয়, তাকে প্রান্ত গ্রাবরেখা বলে |
  • হিমবাহের তলায় বা নীচে যে গ্রাবরেখা সঞ্চিত হয়, তার নাম ভূমি গ্রাবরেখা। 
  • অনেকসময় গ্রাবরেখাগুলি বলয়ের আকারে জমা হয়, তাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলে । 
  • একটি গ্রাবরেখা অন্য গ্রাবরেখার ওপর সঞ্চিত হলে, তাকে রোজেন গ্রাবরেখা বলে | 
  • এ ছাড়া, অবিন্যস্ত গ্রাবরেখা, স্তরায়িত গ্রাবরেখা এবং আবদ্ধ গ্রাবরেখা, তলদেশ গ্রাবরেখা ইত্যাদিও গঠিত হতে পারে।


14. মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ করা যায় কেন?
উত্তর:  মরু অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে বায়ুর কার্যের প্রাধান্যলাভের প্রধান কারণ—

উয়তার প্রসর : মরু অঞ্চলে দৈনিক ও বার্ষিক উন্নতার প্রসর খুব বেশি হওয়ায় যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়ায় শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। পরে বায়ু এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি দিয়ে অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলা যেমন ক্ষয় করে, তেমনি এগুলি উড়িয়ে নিয়ে অন্যত্র জমা করে ভূমিরূপ গঠন করে।

বৃষ্টিপাতের স্বল্পতা : বৃষ্টিপাতের স্বল্পতার জন্য মরু অঞ্চলে গাছপালা দেখা যায় না | গাছ বায়ুপ্রবাহকে বাধা প্রদান করে এবং বালিকণাকে একস্থান থেকে অন্যস্থানে অগ্রসর হতে দেয় না। ফলে বৃক্ষশূন্যতাও মরু অঞ্চলে বায়ুর সক্রিয়তাকে সাহায্য করে।


15. মরু সম্প্রসারণের কারণগুলি আলোচনা করো।
উত্তর:  ধারাবাহিকভাবে মরুভূমির সম্প্রসারণ তথা আয়তন বৃদ্ধিকে বাংলায় মরুকরণ এবং ইংরেজিতে ডেজার্টটিফিকেশন বলে| কোথাও প্রাকৃতিক কারণে, আবার কোথাও মানুষের ক্রিয়াকলাপে মরুভূমির সম্প্রসারণ ঘটে। যেমন—
মরুভূমি সম্প্রসারণের প্রাকৃতিক কারণ: 
[i] মরুভূমি থেকে আগত বালিপূর্ণ বাতাসের মাধ্যমে মরু-সংলগ্ন অঞ্চলে বালি জমা হতে হতে ধীরে ধীরে মরুভূমির সম্প্রসারণ ঘটে। [ii] বার বার খরা হলে মাটি এতটাই শুষ্ক হয়ে যায় যে, সেখানে উদ্ভিদ ও প্রাণীকূল-সহ সমগ্র বস্তুতন্ত্রেই চরম বিপর্যয় নেমে আসে | এরকম অবস্থা মরুভূমি-সংলগ্ন অঞ্চলে মরুভূমির সম্প্রসারণ ঘটায় | 
[iii] বর্তমানে বিশ্বউম্নায়নের জন্য আবহাওয়া তথা জলবায়ুর যে পরিবর্তন ঘটছে, তা মরুভূমির সম্প্রসারণে অনুকূল প্রভাব ফেলেছে।

মরুভূমি সম্প্রসারণের মনুষ্যসৃষ্ট কারণ: মরুভূমি-সংলগ্ন অঞ্চলে
[i] ব্যাপকহারে বৃক্ষচ্ছেদন, 
[ii] অনিয়ন্ত্রিত বা অতিরিক্ত পশুচারণ,
[iii] অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ, 
[iv] অবৈজ্ঞানিক প্রথায় জলসেচ
(এর ফলে মাটির লবণতা বৃদ্ধি পেয়ে তা চাষের অযোগ্য হয়ে পড়ে, যা মরুকরণে সাহায্য করে) প্রভৃতি মনুষ্যসৃষ্ট কারণে মরুভূমির সম্প্রসারণ
ঘটে।

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর ৩ নম্বর pdf download / দশম শ্রেণি ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 3 marks pdf / ক্লাস 10 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ 3 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ভূগোল 3 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Geography 1st chapter 3 marks question answer pdf / Class ten Geography 1st chapter 3 marks question answer / বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য -  বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ভূগোল এর  প্রথম অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ভূগোল প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘ মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক ভূগোল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography long Question and Answer 


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik Geography 1st chapter 3 marks questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik Geography Suggestion Click here

D. মাধ্যমিক ভূগোল সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমি রূপ 3 প্রশ্ন ও উত্তর । Madhyamik Geography first chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url