মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | বিশ শতকের ভারতে নারী ছাত্র আন্দোলন 1 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik history seven chapter 1 marks question answer | Class 10 history seven chapter 1 marks question answer

 

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ইতিহাস 1 নম্বরের প্রশ্ন ও উত্তর বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন । দশম শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik history chapter 7 number question answer 1 marks, মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন 1 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।



তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ইতিহাস ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উত্তর সপ্তম অধ্যায় pdf download, class 10 history seven chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE       


      : আরও পোস্ট দেখো   :  B  

এছাড়াও তোমার মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik History Suggestion 1011 | West Bengal WBBSE Class Ten X history Question and Answer Suggestion 1011, মাধ্যমিক ইতিহাস সাজেশন 1011


দশম শ্রেণির ইতিহাস বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর


1. কার উদ্যোগে বঙ্গভঙ্গের প্রতিবাদে অরন্ধন উৎসবের আয়োজন করা হয়?

উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর উদ্যোগে বঙ্গভঙ্গের প্রতিবাদে অরন্ধন উৎসবের আয়োজন করা হয়।

2. জাতীয় কংগ্রেসের কোন্ অধিবেশনে সরোজিনী নাইডু সভাপতিরূপে কার্যনির্বাহ করেন?

উত্তর: জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু সভাপতিরূপে কার্যনির্বাহ করেন।


3. ইন্ডিয়ান হাউসের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: শ্যামাজি কৃষ্ণবর্মা ছিলেন ইন্ডিয়ান হাউসের প্রতিষ্ঠাতা।


4/ কে বন্দেমাতরম পত্রিকা প্রকাশ করেন?

উত্তর: মাদাম ভিকাজি রুস্তমজি কামা বন্দেমাতরম পত্রিকা প্রকাশ করেন।


5, ভগিনী নিবেদিতা ভারতীয় বিপ্লবী সমাজে কী নামে পরিচিতি লাভ করেন?

উত্তর: ভগিনী নিবেদিতা ভারতীয় বিপ্লবী সমাজে লোকমাতা নামে পরিচিতি লাভ করেন।


6. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম কী ছিল ?

উত্তর: আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম ছিল ঝাঁসির রানি ব্রিগেড।


7. কার উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: শচীন্দ্রপ্রসাদ বসুর উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল।


৪. গুলামগিরি গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: গুলামগিরি গ্রন্থটির রচয়িতা জ্যোতিবা ফুলে।


9. কোন্ প্রাচীন হিন্দুসাহিত্য অস্পৃশ্যতাকে বৈধতা দান করেছিল?

|উত্তর: প্রাচীন হিন্দুসাহিত্য মনুস্মৃতি অস্পৃশ্যতাকে বৈধতা দান করেছিল।


10. ইনডিপেন্ডেন্ট লেবার পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: ইনডিপেন্ডেন্ট লেবার পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন বি আর আম্বেদকর।


11. অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: বিনায়ক দামোদর সাভারকর অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন।


12. কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: ১৮৮৫ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিতহয়েছিল।


13. পাহাড়তলি ইউরোপীয় নাইট ক্লাব আক্রমণে কোন্ নারী মৃত্যুবরণ করেন?

উত্তর: পাহাড়তলি ইউরোপীয় নাইট ক্লাব আক্রমণে প্রীতিলতা ওয়াদ্দেদার মৃত্যুবরণ করেন।


14. কোন্ উপন্যাসে স্বদেশভূমিকে দেশমাতা বলেঅভিহিত করা হয় ?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে স্বদেশভূমিকে দেশমাতা বলে অভিহিত করা হয়।


15. ভারত স্ত্রী মহামণ্ডল কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়।



দশম শ্রেণির ইতিহাসের সপ্তম অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক ইতিহাস ধারণা 1 নং প্রশ্ন উত্তর

1. কে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন?
উত্তর: কৃয় কুমার মিত্র প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন।

2. কোন্ আন্দোলনের প্রেক্ষাপটে কলকাতায় ফেডারেশন
হলের ভিত্তি প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে কলকাতায় ফেডারেশন হলের ভিত্তি প্রতিষ্ঠা হয়।

3. 'ফেলে দাও রেশমি চুড়ি বঙ্গনারী’ গানটি কে রচনা করেন?
উত্তর: ফেলে দাও রেশমি চুড়ি বঙ্গনারী’ গানটি মুকুন্দ দাস রচনা
করেন।

4. লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সরলাদেবী চৌধুরানি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন।

5. কে নারী কর্ম সমিতি প্রতিষ্ঠা করেন?
উত্তর: ঊর্মিলা দেবী নারী কর্ম সমিতি প্রতিষ্ঠা করেন।

6. দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: বিপ্লবী লীলা নাগ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন।

7.গান্ধিজির নেতৃত্বে কবে ডান্ডি অভিযান শুরু হয়?
উত্তর: গান্ধিজির নেতৃত্বে ১২ মার্চ ১৯৩০ খ্রিস্টাব্দে ডান্ডি অভিযান
শুরু হয়।

৪. রাজকুমারী অমৃত কাউরের নেতৃত্বে কোন্ রাজ্যে আইন অমান্য আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে?
উত্তর: রাজকুমারী অমৃত কাউরের নেতৃত্বে পাঞ্জাবে আইন অমান্য
আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে।

9. ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কী?
উত্তর: ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম হল দীপালি ছাত্রী সংঘ।

10. 'জয়শ্রী' পত্রিকাটি কে প্রকাশ করেন?
উত্তর: বিপ্লবী লীলা নাগ ‘জয়শ্রী' পত্রিকাটি প্রকাশ করেন।

17. ভারতে কোন সময় ব্রিটিশ-বিরোধী মুক্তিসংগ্রামে বিপ্লবী কার্যাবলি শুরু হয়?
উত্তর: স্বদেশি আন্দোলনের শেষের দিকে ব্রিটিশ-বিরোধী মুক্তিসংগ্রামে বিপ্লবী কার্যাবলি শুরু হয়।

18. বিশ শতকে কোন্ কোন্ রাজ্যে বিপ্লবী আন্দোলন অতি সক্রিয় হয়ে ওঠে?
উত্তর: বিশ শতকে বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাবে বিপ্লবী আন্দোলন
অতি সক্রিয় হয়ে ওঠে।

19. কে, কবে কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
উত্তর: সতীশচন্দ্র বসু, ১৯০২ খ্রিস্টাব্দে কলকাতায় অনুশীলন
সমিতি প্রতিষ্ঠা করেন।

20. কলকাতা অনুশীলন সমিতির সভাপতি কে ছিলেন?
উত্তর: কলকাতা অনুশীলন সমিতির সভাপতি ছিলেন প্রমথনাথ

21. রাসবিহারী বসু কী ছদ্মনামে জাপানে পালিয়ে যান?
উত্তর: রাসবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান।

22. কোন্ মামলায় বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের ফাঁসি হয়?
উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দে কাকোরি ষড়যন্ত্র মামলায় বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের ফাঁসি হয়।

23. কে, কবে পুলিশ ইনস্পেকটর লোম্যানকে হত্যা করেন?
উত্তর: বিপ্লবী বিনয় বসু, ১৯৩০ খ্রিস্টাব্দে পুলিশ ইনস্পেকটর লোম্যানকে হত্যা করেন।

24. কবে অলিন্দ যুদ্ধ সংগঠিত হয়?
উত্তর:১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর অলিন্দ যুদ্ধ সংগঠিত হয়।
*****

28. কবে রশিদ আলি দিবস পালিত হয়?
উত্তর:  ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি রশিদ আলি দিবস পালিত

29. ড. আম্বেদকর কোন্ দলিত সম্প্রদায়ের সন্তান ছিলেন?
উত্তর: ড. আম্বেদকর দলিত মহর সম্প্রদায়ের সন্তান ছিলেন।

30. যোগেন্দ্রনাথ মণ্ডল ও প্রমথরঞ্জন ঠাকুর কোন্ দলিত
সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন?
উত্তর: যোগেন্দ্রনাথ মণ্ডল ও প্রমথরঞ্জন ঠাকুর নমঃশূদ্র দলিত
সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন।

31. দলিতদের স্বার্থে পরিচালিত গান্ধিজির আন্দোলনের নাম কী?
উত্তর: দলিতদের স্বার্থে পরিচালিত গান্ধিজির আন্দোলনের নাম ছিল হরিজন আন্দোলন।

32. কারা ‘মনুস্মৃতি' গ্রন্থটি প্রকাশ্যে দাহ করেন?
উত্তর: ড. আম্বেদকরের অনুগামীরা ‘মনুস্মৃতি’ গ্রন্থটি প্রকাশ্যে দাহ
করেন।

33. কোন্ সম্প্রদায়ের মধ্যে মতুয়া ধর্মের সর্বাধিক প্রসার ঘটে?
উত্তর:  নমঃশূদ্র সম্প্রদায়ের মধ্যে মতুয়া ধর্মের সর্বাধিক প্রসার ঘটে।

43. *বয়কট আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: বয়কট আন্দোলন বলতে বোঝায় বিলিতি দ্রব্য বর্জন ও
বিদেশি সরকারের সঙ্গে অসহযোগিতা।

44. স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর:  স্বদেশি আন্দোলন বলতে বোঝায় বিদেশি পণ্যের পরিবর্তে স্বদেশে উৎপাদিত পণ্যসামগ্রীর ব্যবহার এবং সেই উপলক্ষে স্বদেশি শিল্পকারখানার প্রসার।

45. জাতীয় শিক্ষা বলতে কী বোঝায়?
উত্তর:  জাতীয় শিক্ষা বলতে বোঝায় বিদেশি প্রভাবমুক্ত ও জাতীয়
আদর্শে উদ্বুদ্ধ এবং দেশীয় নিয়ন্ত্রণে শিক্ষাব্যবস্থার প্রতিষ্ঠা ও
প্রসার।

46. ★ লবণ আইন অমান্যকারী একজন নারীর নাম লেখো।
উত্তর: লবণ আইন অমান্যকারী কয়েকজন নারী হলেন কমলা
দেবী চট্টোপাধ্যায়/অবন্তিকা বাঈ গোখেল ।

47. কোন্ আন্দোলনের সময় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা হয়?
উত্তর: আইন অমান্য আন্দোলনের (১৯৩০-৩৪ খ্রি.) সময় কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়।

48. *আইন অমান্য আন্দোলনের সময় বাংলার একজন নারী
বিপ্লবীর নাম লেখো।
উত্তর: আইন অমান্য আন্দোলনের সময় বাংলার একজন নারী
বিপ্লবী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার/কল্পনা দত্ত/সুহাসিনী
গাঙ্গুলি।

49. কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে?
উত্তর: ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরে তাম্রলিপ্ত
জাতীয় সরকার গড়ে ওঠে।

57. ভারতে বিপ্লবী আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর:  ভারতে বিপ্লবী আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ইংরেজ ও
তাদের সহযোগীদের বিরুদ্ধে হিংসাত্মক ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে ভারতের স্বাধীনতা অর্জন করা।

58. বারীন ঘোষ কোন্ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: বারীন ঘোষ ‘যুগান্তর' পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।

59, হেমচন্দ্ৰ কানুনগো কোন্ দলের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: হেমচন্দ্ৰ কানুনগো ‘যুগান্তর’ দলের সঙ্গে যুক্ত ছিলেন।

60. কে গদর পার্টির প্রতিষ্ঠা করেন?
উত্তর: লালা হরদয়াল ১৯১৩ খ্রিস্টাব্দে আমেরিকায় গদর পার্টির
প্রতিষ্ঠা করেন।

61. 'কারা পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যা করেন?
উত্তর:  বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও আজাদ পুলিশ অফিসার
সন্ডার্স-কে হত্যা (১৯২৮ খ্রি.) করেন।

62.কোন্ বিপ্লবী দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন?
উত্তর: বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত ১৯২৯ খ্রিস্টাব্দে দিল্লি
আইনসভায় বোমা নিক্ষেপ করেন।



মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ইতিহাস 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X history 7th chapter 1 marks question answer pdf / Class ten history 7th chapter 1 marks question answer / বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য -  বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ইতিহাস এর  সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik History 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘ মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা ’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক ইতিহাস বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন সপ্তম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন সপ্তম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik History short Question and Answer 


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik history 7th chapter short questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik History Suggestion Click here

D. মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik History seven chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url