মাসিক বেতন 14500 টাকা | সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে | আজকেই যোগাযোগ করুন
ইন্টারভিউয়ের মাধ্যমে HDFC ব্যংকে চাকরি 2023 | HDFC Bank Recruitment 2023
HDFC ব্যংকে চাকরি 2023 | HDFC Bank Recruitment news 2023 |
HDFC BANK new Employment requirement news in west bengal 2023
পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য বিরাট সুযোগ । রাজ্যে বেসরকারি দপ্তরে চলছে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য অনেক দিন পর বিরাট সুযোগ, গোটা রাজ্যের যোগ্য সকলেই আবেদন করতে পারবেন। HDFC ব্যাংকে কর্মী নিয়োগ চলছে এমনটাই জানিয়েছেন HDFC ব্যাংকের HR ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ। ছেলে এবং মেয়ে উভয়ই যে যার জেলাতেই কাজ করতে পারবেন বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে হবে না আর। এটি জেলা ভিত্তিক (পিন কোড হিসাবে) সিলেকশন করা হবে। HDFC ব্যাংকের তরফ থেকে আরও জানানো হয়েছে যে - শুধুমাত্র walk-in-interview দিয়েই আপনি চাকরি টি পেতে পারেন কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না । এখানে মোট 70 পোস্ট খালি রয়েছে জানানো হয়েছে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই সুযোগটি হাতছাড়া একেবারেই করবেন না ।
বিস্তারিত তথ্য জানতে এই Number এ যোগাযোগ করুন -
WhatsApp Or Call - 9123301238
Mail ID: infohdfc00@gmail.com
HDFC ব্যাংকে চাকরির আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিত ভাবে উল্লেখ করা হল
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ? কিভাবে ইন্টারভিউ দেবেন ? কোথায় গিয়ে ইন্টারভিউ হবে ?ইন্টারভিউ দিতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ?
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ?
এই পদে সকলেই আবেদন করতে পারবে, নূন্যতম যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক (H.S) পাশ অথবা স্নাতক পাশ , বাংলা লিখতে ও পড়তে জানতে হবে, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
প্রাথীদের বয়স সীমা কি হতে হবে ?
18 বছর থেকে 31 বছরের মধ্যে হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে এখানে 31 বছর ,অর্থাৎ 31বছরের কম হলেই আবেদন করা যাবে।
আপনি আবেদন কিভাবে করবেন ?
পশ্চিমবঙ্গে HDFC ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ-এ আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
HDFC ব্যাংকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
আথবা প্রার্থীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা নিচে দেওয়া HR এর Email বা WhatsApp এ পাঠাতে হবে। এ সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হলো-
প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা Email বা WhatsApp করতে হবে।
Email :- infohdfc00@gmail.com
WhatsApp Or Call - 9123301238
বিস্তারিত তথ্য জানতে এই Number এ যোগাযোগ করুন -
WhatsApp Or Call - 9123301238
এই mail ID তে বা what's app টি তে চাকরিপ্রার্থীদের তৈরি করা বায়োডাটা টি পাঠিয়ে দিতে হবে। বায়োডাটা টি সাবমিট করা হয়ে গেলে আপনাকে ইন্টারভিউ দিতে ডাকা হবে।
কি কি পদে নিয়োগ করা হচ্ছে ?
- ক্লার্ক (Clerck)
- ম্যানেজার (Manager)
- জেনারেল ম্যানেজার (General Manager)
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager)
- ব্রাঞ্চ ম্যানেজার (Branch Manager)
- বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (Business Development Manager)
- কালেকশন অফিসার (Collection Officer)
- অ্যাডমিনিস্ট্রেশন (Administration)
- এক্সপার্ট অফিসার (Expert officer)
- নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (Network Engineer)
এছাড়া আরও বিভিন্ন পদে নিয়োগ করা হবে
মাসিক বেতন কত হবে ?
এখানে যারা যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে 14,500/- টাকা থেকে 23,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামোর রয়েছে।
কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে?
আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ পাশ করলে কাগজপত্র জমা দিতে হবে|
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট।
এই পোস্টের সমস্ত তথ্য সঠিক তবে যদি কোনও ত্রুটি থাকে তবে আমরা তার জন্য দায়ী থাকব না। এই পোস্টটি সম্পর্কে সমস্ত বিবরণ যাচাই করতে, অনুগ্রহ করে এই Number এ যোগাযোগ করুন - =WhatsApp Or Call - 9123301238