মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডল 1 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি ভূগোল দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik Geography second chapter 1 marks question answer | Class 10 Geography second chapter 1 marks question answer

 

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ভূগোল 1 নম্বরের প্রশ্ন ও উত্তর বায়ুমণ্ডল । দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Geography chapter 1 1 number question answer, মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল 1 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।


তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ভূগোল ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় pdf download, class 10 Geography second chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।


YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE       


    :  আরও পোস্ট দেখো :     B  

এছাড়াও তোমার মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik Geography Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X Geography Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ভূগোল সাজেশন 2024


দশম শ্রেণির ভূগোল বায়ুমণ্ডল ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডল ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় ছোটো প্রশ্ন ও উত্তর


1.বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত?

উত্তরঃ- প্রায় 10000 কিমি।


2. নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?

উত্তরঃ- 18 কিমি।


3. মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার কতদূর পর্যন্ত বিস্তৃত?

উত্তরঃ- ৪ কিমি পর্যন্ত।


4.বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে কোন্ গ্যাস রয়েছে?

উত্তরঃ- হাইড্রোজেন গ্যাস।


5. সৌরজগতের আর কোন্ গ্রহে পৃথিবীর মতো বায়ুমণ্ডল রয়েছে?

উত্তরঃ- কোথাও নেই।


6. বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে আছে কেন?

উত্তরঃ- মাধ্যাকর্ষণ শক্তির কারণে।


7. বিশুদ্ধ বায়ু কেমন হয়?

উত্তরঃ- বর্ণ, গন্ধ ও স্বাদহীন হয়।


8.হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের নাম কী?

উত্তরঃ- হাইড্রোজেন স্তর।


9. বৃষ্টিপাত ঘটার জন্য বায়ুমণ্ডলের কোন উপাদান খুব দরকারি?

উত্তরঃ- জলীয়বাষ্প।


10.বায়ুমণ্ডলে কোন্ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

উত্তরঃ- নাইট্রোজেন।


11. বায়ুমণ্ডলের দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম করো।

উত্তরঃ-আর্গন ও নিয়ন।


10.জেট বিমানগুলি কোন্ স্তরের মধ্যে দিয়ে উড়ে যায়?

উত্তরঃ- স্ট্র্যাটোস্ফিয়ারের।


11. কোন্ স্তরকে ‘পৃথিবীর ছাতা’ বলা হয়?

উত্তরঃ- ওজোনস্তরকে।


14. বায়ুমণ্ডলের কোন্ গ্যাসের প্রভাবে লোহায় মরচে ধরে?

উত্তরঃ- অক্সিজেন।


15. মেসোস্ফিয়ারের সর্বাধিক উচ্চতা কত?

উত্তরঃ- ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় ৪০ কিমি পর্যন্ত।


15.বায়ুমণ্ডলের কোন্ স্তরে তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়?

উত্তরঃ- থার্মোস্ফিয়ার।


17. কোন্ স্তর থাকার জন্য আমরা রেডিয়োতে গান শুনতে পাই?

উত্তরঃ- আয়নোস্ফিয়ার।


18.ওজোনস্তরকে নষ্ট করছে এমন দুটি গ্যাসের নাম করো।

উত্তরঃ- ক্লোরোফ্লুরোকার্বন এবং নাইট্রাস অক্সাইড।


19.বর্তমানে কোথায় ওজোনস্তরের ক্ষয়জনিত বিপদ সবথেকে বেশি?

উত্তরঃ- অ্যান্টার্কটিকায়।


20. ওজোনস্তর ক্ষয় পেলে মূলত কী ঘটবে?

উত্তরঃ- অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পড়বে, ফলে জীবকূলের মারাত্মক ক্ষতি ও বিশ্ব উম্নায়ন ঘটবে।


21. পৃথিবী ও আন্তঃগ্রহমণ্ডলীয় মহাকাশের সীমা কী?

উত্তরঃ- ম্যাগনেটোপজ।


22. ওজনস্তরটির ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি রয়েছে?

উত্তরঃ- 24-40 কিমি উচ্চতায় |


23. বায়ুমণ্ডলের কোন্ স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়?

উত্তরঃ- আয়নোস্ফিয়ার।


24. রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কী কী স্তরে ভাগ করা যায়?

উত্তরঃ- হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার।


25. যে সৌরশক্তি পৃথিবীর দিকে আসে, তাকে কী বলে?

 উত্তরঃ- ইনসোলেশন।


26.‘পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত?

উত্তরঃ- 34%|


27. ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?

উত্তরঃ- 212 °ফা।


28.. উয়তার প্রসর কী?

উত্তরঃ- সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য।



দশম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের শর্ট কোশ্চেন|মাধ্যমিক ভূগোল ধারণা 1 নং প্রশ্ন উত্তর


1.বায়ুর চাপ নির্দেশক রেখাগুলিকে কী বলে?

উত্তরঃ- সমপ্রেষরেখা।


2.কোন্ অক্ষাংশকে ‘অশ্ব অক্ষাংশ’ বলে?

উত্তরঃ- উভয় গোলার্ধে 30°-35° অক্ষরেখার মধ্যবর্তী অংশকে।


3. 0°-10° অক্ষাংশের মধ্যে কী ধরনের বায়ুচাপ বিরাজ করে?

উত্তরঃ- নিম্নচাপ |


4.দুটি মেরু অঞ্চলে কোন্ ধরনের বায়ুচাপ রয়েছে?

উত্তরঃ- উচ্চচাপ |


5.বায়ুচাপ মাপার একক কী?

উত্তরঃ- মিলিবার।


6.ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

উত্তরঃ-টরিসেলি।


9. কোন্ সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়?

উত্তরঃ-গ্রীষ্ম ঋতুতে।


10.দক্ষিণ গোলার্ধে বায়ু কোন্ দিকে প্রবাহিত হয়?

উত্তরঃ- বামদিকে।


11. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়?

উত্তরঃ- বাপতাকা।


12. পৃথিবীর কোন্ অঞ্চলে বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি?

উত্তরঃ- 40°-60° দক্ষিণ অক্ষাংশে।

.

13. বিউফোর্ট স্কেলে কী পরিমাপ করা যায়?

উত্তরঃ- বায়ুর গতিবেগ।


14. গর্জনশীল চল্লিশা কী?

উত্তরঃ- দক্ষিণ গোলার্ধে 40°-50° অক্ষাংশের মধ্যে প্রবাহিত বায়ু।


22. ফেরেলের সূত্রটি কোন্ সালে আবিষ্কৃত হয়?

উত্তরঃ- 1855 সালে।


23. বাইস ব্যালটের সূত্রটি কোন্ সালে আবিষ্কৃত হয়?

উত্তরঃ- 1857 সালে।


24.আয়ন বায়ুর অন্য নাম কী?

উত্তরঃ- বাণিজ্য বায়ু।


25.পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয় কোথায়?

উত্তরঃ- ক্রান্তীয় অঞ্চলে।


26.পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম লেখো।

উত্তরঃ- টর্নেডো।


28. সমগ্রেষ রেখা কী দেখায়?

উত্তরঃ- সমান বায়ুচাপবিশিষ্ট স্থানসমূহ।


29 একটি অত্যাধুনিক বায়ুচাপ মাপার যন্ত্রের নাম করো।

উত্তরঃ- ব্যারোগ্রাফ।


30.পৃথিবীর আবর্তনের জন্য কোন্ বলের সৃষ্টি হয়?

উত্তরঃ- কোরিওলিস বলের।


36. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়?

উত্তরঃ- অ্যানিমোমিটার।


মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় SAQ প্রশ্ন ও উত্তর


1. একটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলের নাম করো।
উত্তরঃ- গ্রিনল্যান্ড।

2. উন্নতা নির্দেশক বক্ররেখাটি অবতল হলে তা কোন্ গোলার্ধকে
নির্দেশ করে?
উত্তরঃ- দক্ষিণ গোলার্ধ।

3. কোথায় একটানা ছয় মাস দিন ও রাত্রি হয়?
উত্তরঃ-  উত্তরমেরু ও দক্ষিণমেরুতে।

4. বায়ুর উন্নতার স্বাভাবিক হ্রাসের হার কত?
উত্তরঃ- প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5°সে।

5. কোথায় সারাবছর তাপমাত্রা বেশি থাকে?
উত্তরঃ- নিরক্ষীয় অঞ্চলে।

6.দক্ষিণ গোলার্ধে পর্বতের কোন ঢাল বেশি উয় থাকে?
উত্তরঃ- উত্তরঢাল।

7.‘পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত?
উত্তরঃ-  34%

৪. উষ্মমণ্ডলের গড় উন্নতা কত?
উত্তরঃ- 27°সে।

9. হিমমণ্ডলের গড় উষ্ণতা কত?
উত্তরঃ- 0°সে।

10. সূর্যপৃষ্ঠের আনুমানিক উন্নতা কত?
উত্তরঃ- প্রায় 6000°সে।

11. সমুদ্র-সংলগ্ন এলাকায় জলবায়ু কী ধরনের?
উত্তরঃ-  সমভাবাপন্ন |

12. ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?
উত্তরঃ- 212 °ফা ।

13.ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত?
উত্তরঃ- 32 °ফা।

14. 1°সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান?
উত্তরঃ- 33.8° ফারেনহাইট।

16. জলাভূমি থেকে কী ধরনের গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
উত্তরঃ- মিথেন।

17.পৃথিবীর জলরাশির চক্রাকারে আবর্তনকে কী বলে?
উত্তরঃ- জলচক্র।

18.উদ্ভিদ কোন্ প্রক্রিয়ায় জলকে বাষ্পীভূত করে?
উত্তরঃ- প্রস্বেদন।

19. বাষ্পীভবন ও প্রস্বেদন প্রক্রিয়াকে একত্রে কী বলে?
উত্তরঃ- বাষ্পীয় প্রস্বেদন।

20 মাটির ভিতরে সঞ্চিত জলকে কী বলে?
উত্তরঃ-  ভৌমজল।

21. ঘনীভবন এবং অধঃক্ষেপণের মূল উৎস কী?
উত্তরঃ- জলীয়বাষ্প।

22. বায়ুতে জলীয়বাষ্প কম থাকলে বাষ্পীভবনের হার কেমন হয়?
উত্তরঃ- বেড়ে যায়।

23.একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে সেই  পরিমাপকে কী বলে?
উত্তরঃ- চরম আর্দ্রতা।

24. প্রতি একক ভর বায়ুতে কত ওজনের জলীয়বাষ্প রয়েছে তার পরিমাণকে কী বলে?
উত্তরঃ- বিশেষ আর্দ্রতা।

25. বিশেষ আর্দ্রতাকে কীভাবে প্রকাশ করা হয়?
গ্রাম/কিলোগ্রাম-এ পৃথিবীর সর্বাধিক বিশেষ আর্দ্রতা রয়েছে কোথায়?
উত্তরঃ- নিরক্ষীয় অঞ্চলে।

26. আপেক্ষিক আর্দ্রতা কোন্ এককে প্রকাশ করা যায়?
উত্তরঃ- শতকরা হিসাবে।

27. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
উত্তরঃ- 100 শতাংশ।

28. যে তাপমাত্রায় জলীয়বাষ্প জলকণায় পরিণত হয়, তাকে কী বলে?
উত্তরঃ-  শিশিরাঙ্ক।

29. বায়ুর ঘনীভবনের যে-কোনো একটি উদাহরণ দাও |
উত্তরঃ- শিশির।

30.বায়ুমণ্ডল থেকে জলকণা কঠিন অথবা তরলরূপে ভূপৃষ্ঠে পড়াকে
কী বলে? 
উত্তরঃ- অধঃক্ষেপণ |

31. মৌসুমি বায়ুর একটি বৈশিষ্ট্য লেখো |
উত্তরঃ-  শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ুপ্রবাহ |

32.. ভারতের একটি উম্ন মরু জলবায়ু অঞ্চলের নাম করো।
উত্তরঃ- থর।

34.ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত কোন্ শ্রেণির?
উত্তরঃ- শৈলোৎক্ষেপ শ্রেণির।

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 বায়ুমণ্ডল 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ভূগোল 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Geography 2nd chapter 1 marks question answer pdf / Class ten Geography 2nd chapter 1 marks question answer / বায়ুমণ্ডল LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বায়ুমণ্ডল থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি আগতি , West Bengal Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য -  বায়ুমণ্ডল অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ভূগোল এর  দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 1 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ভূগোল প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 


‘‘ মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল বৈশিষ্ট্য ও পর্যালোচনা ’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  বায়ুমণ্ডল অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 


মাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography short Question and Answer 


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:-

File Name:- Madhyamik Geography 2nd chapter short questions answers in bengali pdf download 

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik Geography Suggestion Click here

D. মাধ্যমিক ভূগোল সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik Geography second chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________









Next Post Previous Post
No Comment
Add Comment
comment url