মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল ভারত 1 নম্বরের প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণি ভূগোল পঞ্চম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf | Madhyamik Geography fifth chapter 1 marks question answer | Class 10 Geography fifth chapter 1 marks question answer

 

আসসালামু আলাইকুম,

তোমাকে আমাদের এই SKGUIDEBANGLA শিক্ষামূলক ওয়েবসাইটে স্বাগতম।

আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। মাধ্যমিক ভূগোল 1 নম্বরের প্রশ্ন ও উত্তর ভারত । দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর । ভারত (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। Madhyamik Geography chapter 5 1 number question answer, মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারত 1 নম্বরের প্রশ্ন উত্তর / যা দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা আগত দশম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।



তাই দেড়ি না করে এই পোস্টের দশম শ্রেণির ভূগোল ১ নম্বর অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর,  গুলো ভালো করে পড়ে নাও বা নীচে  দেওয়া Download লিংকে ক্লিক করে ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় pdf download, class 10 Geography fifth chapter 1 number questions answers pdf download করে নিতে পারো। এবং প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর  মাধ্যমে  ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।

YouTube Link - .  OUR ONLINE SCHOOL   SUBSCRIBE      

  :    আরও পোস্ট দেখো   :  B  

এছাড়াও তোমার মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ডাউনলোড করে নিতে পারো নীচে দেওয়া লিংকে ক্লিক করে।

Madhyamik Geography Suggestion 2024 | West Bengal WBBSE Class Ten X Geography Question and Answer Suggestion 2024, মাধ্যমিক ভূগোল সাজেশন 2024


দশম শ্রেণির ভূগোল ভারত 1 নম্বরের প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ভূগোল ভারত ছোটো প্রশ্ন ও উত্তর pdf | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারত 1 নম্বরের প্রশ্ন ও উত্তর


1. ভাগীরথী এবং অলকনন্দার মিলিত প্রবাহের নাম কী?

উত্তর: গঙ্গা।


2.দুটি পূর্ববাহিনী নদীর নাম লেখো।

উত্তর: গোদাবরী ও কৃষ্ণা।


3. দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী?

উত্তর: রূপনারায়ণ।


4. ভাকরা-নাঙ্গাল কোন্ নদীর ওপর দেওয়া বাঁধ?

উত্তর: শতদ্রু নদীর ওপর।


5.গঙ্গার বাম তীরের একটি নদীর নাম লেখো।

উত্তর: গোমতী।


6.দক্ষিণ ভারতের একটি পবিত্র নদীর নাম করো।

উত্তর: কাবেরী।


7. তাপ্তী নদীর মোহানায় অবস্থিত শহরটির নাম কী?

উত্তর: সুরাত।


৪. ব্রহ্মপুত্র বাংলাদেশে কী নামে প্রবাহিত হচ্ছে?

উত্তর: যমুনা।


9.গঙ্গা কোথায় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে?

উত্তর: রাজমহল পাহাড়ের কাছে।


10. যমুনার একটি উপনদীর নাম করো।

উত্তর: চম্বল।


11. ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা হয়েছে কোথা থেকে?

উত্তর: ধুবড়ি থেকে।


12. নর্মদা নদীটি কোন্ কোন্ পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে?

উত্তর: সাতপুরা ও বিন্ধ্য।


13. একটি স্বাদুজলের হ্রদের নাম করো।

উত্তর: ডাল হ্রদ।


14.ভারতের প্রধান জলসেচ পদ্ধতিটির নাম কী?

উত্তর: কূপ ও নলকূপ।


16. ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোন্‌টি? [হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল]

উত্তর: উলার।


17 ভারতের কোন্ নদীর ওপর ‘চিত্রকূট’ নামক জলপ্রপাত অবস্থিত?

উত্তর: ইন্দ্ৰবতী।


18 ইডেন খাল কোন্ রাজ্যে অবস্থিত?

উত্তর: পশ্চিমবঙ্গে।


19. পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সেচবাঁধের নাম লেখো।

উত্তর: তিলপাড়া।


20. যেসব খাল থেকে সারাবছর জলসেচ করা যায় তাকে কী বলে?

উত্তর: নিত্যবহ খাল।


21. সেচসেবিত কৃষিজমির পরিমাণ কোন্ রাজ্যে সর্বাধিক?

উত্তর: পাঞ্জাবে।


22. কৃম্না নদীর ওপর নির্মিত বহুমুখী নদী পরিকল্পনার নাম কী?

উত্তর: নার্গার্জুন সাগর।


23. বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কী হবে?

উত্তর: ভৌমজলের সঞ্চয় বাড়বে।


24. নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী?

উত্তর: ধুঁয়াধার।


25. ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়?

উত্তর: মৌসিনরামে।


2.ভারতের জলবায়ুর মুখ্য নিয়ন্ত্রক কে?

উত্তর: মৌসুমি বায়ু।


3.ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম করো।

উত্তর: শিলং।


4. শীতকালে ভারতের ওপর দিয়ে কোন্ বায়ু প্রবাহিত হয়?

উত্তর: উত্তর-পূর্ব মৌসুমি বায়ু।


5.কোন্ ঋতুতে পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায়?

উত্তর: শীত ঋতুতে।

6. লাদাখ মালভূমিতে কোন্ ধরনের জলবায়ু দেখা যায়?

উত্তর: শীতল মরু জলবায়ু।


7. আঁধি কী?

উত্তর: একধরনের গ্রীষ্মকালীন ধূলিঝড়।


৪. ভারতের জলবায়ু কী প্রকৃতির?

উত্তর: ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির।


9. মৌসম শব্দের অর্থ কী?

উত্তর: ঋতু।


10. প্রধানত কোন্ বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

উত্তর: মৌসুমি বায়ুপ্রবাহ।


1.কোন্ কোন্ অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়?

উত্তর: মেঘালয়, অসম প্রভৃতি।


2.রেগুর মাটি কোন্ শিলা থেকে সৃষ্টি হয়?

উত্তর: ব্যাসল্ট শিলা থেকে।


3. কোন্ মাটিতে চা চাষ ভালো হয়?

উত্তর: পার্বত্য মাটিতে।


4. ভারতে গঙ্গা সমভূমিতে কোন্ ধরনের মাটি দেখা যায়?

উত্তর: পলিমাটি।


5.কোন্ মাটিতে জৈব পদার্থ কম থাকে কিন্তু পটাশ, লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম বেশি থাকে?

উত্তর: কালোমাটিতে।


6. কোন্ মাটিতে ধান ভালো জন্মায়?

উত্তর: পলিমাটিতে।


7.রেগুর মাটির নামকরণ কীভাবে এসেছে?

উত্তর: তেলুগু শব্দ ‘রেগাডা’ থেকে।


৪. কাশ্মীর উপত্যকায় পলিমাটিকে কী বলে?

উত্তর: কারেওয়া।


9.যে মাটির pH এর মান 7 এর কম, সেটি কোন ধরনের মাটি?

উত্তর: আম্লিক মাটি।


10. রাজস্থানে মৃত্তিকা ক্ষয়ের মূল কারণ কী?

উত্তর: বায়ুপ্রবাহ |


11.ভারতের সবচেয়ে উর্বর মাটি কোন্‌টি?

উত্তর: নদী অববাহিকার পলিমাটি।


11. আখ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

উত্তর: দ্বিতীয় (ব্রাজিলের পরেই, 2012)।


12.ভারতে আখ গবেষণাগার কোথায় স্থাপিত হয়েছে?

উত্তর: লখনউতে।


13.ভারতের দুটি অর্থকরী ফসলের নাম করো।

উত্তর: চা ও তুলো।


14. ভারতে কোন্ মাটির নাম কৃষ্ণ কার্পাস মাটি?

উত্তর: কালোমাটির।


15.ভারতে তুলো চাষের একটি সমস্যা বলো।

উত্তর: বল উইভিল পোকার আক্রমণ।


16.ভারত কী ধরনের কফি রপ্তানি করে?

উত্তর: আরবীয় ও রোবাস্টা কফি |


17.ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল ধান বীজের নাম করো।

উত্তর: রত্না ও জয়া।


18 ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল গম বীজের নাম করো।

উত্তর: সোনালিকা ও কল্যাণসোনা।


19. রাগি উৎপাদনে কোন্ রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?

উত্তর: কর্ণাটক।


20. ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? [মাধ্যমিক '17]

উত্তর: কৃষ্ণ মৃত্তিকা।


20.ত্র, সরকারি আয়ের কত শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়?

উত্তর:   দুই শতাংশ।


21. খ্রিস্টপূর্ব 3000 বছর আগে ভারতের কত অংশ বনাবৃত ছিল?

উত্তর: প্রায় ৪০ শতাংশ।


22. কৃষির সাথে বনভূমি গড়ে তোলাকে কী বলে?

উত্তর: কৃষি বনসৃজন।


23. তামিলনাড়ুর কাবেরী নদীর মোহানায় যে অরণ্য দেখা যায় তার নাম কী?

উত্তর: পয়েন্ট ক্যালিমেয়ার ওয়াইল্ড লাইফ এন্ড বার্ড অভয়ারণ্য (Point Calimere Wildlife and Bird Sanctuary) |


24.ভারতের মরু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মায়?

উত্তর: জেরোফাইট জাতীয় উদ্ভিদ।


25.-হিমালয়ের কত মিটার উচ্চতায় আল্লীয় বনভূমি দেখা যায়?

উত্তর: 4000 মিটারের বেশি উচ্চতায়।


26. ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম করো।

উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল ।


27. কোন্ সালে জাতীয় বননীতি গ্রহণ করা হয়?

উত্তর: 1952 সালে ।


28. একটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ দাও |

উত্তর: বাবলা।


29. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? 

উত্তর: ভারত-বাংলাদেশের অন্তর্গত গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের দক্ষিণ প্রান্তে সুন্দরবন অঞ্চলে |


30.রডোডেনড্রন কোন্ প্রকার অরণ্যের উদ্ভিদ?

উত্তর: আল্পীয় উদ্ভিদ |

1.পেট্রোরসায়ন শিল্পের কয়েকটি কাঁচামালের নাম লেখো।

উত্তর: ন্যাপথা, প্রোপেন, ইথেন প্রভৃতি ।


2.পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।

উত্তর: ভাদোদরা।


3.পশ্চিমবঙ্গে প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে?

উত্তর: কলকাতার বিধাননগরে।


4. ভিলাই স্টিল প্লান্টে কোন্ জলাধারের জল ব্যবহৃত হয়?

উত্তর: তেন্ডুলা।


5. ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?

উত্তর: গুজরাতের জামনগর-এ


6. কোন্ শিল্পকে সব শিল্পের মূল বলে?

উত্তর: লোহা ও ইস্পাত শিল্পকে।


7. কোন্ শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে?

উত্তর: লোহা ও ইস্পাত শিল্পকে।


8. ভদ্রাবতী লোহা ও ইস্পাত কারখানায় লৌহ-আকরিক কোথা থেকে পাওয়া যায়?

উত্তর: কর্ণাটকের বাবাবুদান পাহাড় থেকে |


9. ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ দাও।

উত্তর: মোটরগাড়ি নির্মাণ শিল্প |


10. SAIL-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উত্তর: নিউ দিল্লিতে।


৪. ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোন্‌টি?

উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (46 জন/বর্গকিমি) |


9. কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথাকার জনসংখ্যা সবচেয়ে বেশি?

উত্তর: দিল্লি (1.68 কোটি)।


10. কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথাকার জনসংখ্যা সবচেয়ে কম?

উত্তর: লাক্ষাদ্বীপ (64 হাজার 429 জন)।


11 বর্তমানে ভারতের কত শতাংশ মানুষ শহরে বাস করে?

উত্তর: 31.16%


12. ভারতে সাক্ষরতার হার কত?

উত্তর: 74.04%


13. বর্তমানে কত মানুষ শহরে বাস করে?

উত্তর: 37.72 কোটি মানুষ |


14. পশ্চিমবঙ্গের একটি মেগাসিটির নাম কী?

উত্তর: কলকাতা।


দশম শ্রেণির ভূগোলের পঞ্চম অধ্যায়ের শর্ট কোশ্চেন| ভারত থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর :দশম শ্রেণি ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর ১ নম্বর pdf download / দশম শ্রেণি ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর 1 marks pdf / ক্লাস 10 ভারত 1 নম্বরের প্রশ্ন উত্তর / ক্লাস 10 ভূগোল 1 নম্বরের প্রশ্ন উত্তর / Class X Geography 5th chapter 1 marks question answer pdf / Class ten Geography 5th chapter 1 marks question answer / ভারত LAQ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারত থেকে অতিসংক্ষিপ্ত, অতিঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগতি West Bengal Madhyamik Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।



তোমরা যারা মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য -  ভারত অধ্যায় থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছো তাদের জন্য আজ আমরা– মাধ্যমিক ভূগোল এর  পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography 5 no chapter Question and Answer Question and Answer নিয়ে এসেছি, তোমরা নিচে দেওয়া ভূগোল প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়বে ও যদি Pdf প্রয়োজন হয় তাহলে নীচে দেওয়া মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারত প্রশ্ন ও উত্তর PDf download- link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। 

‘‘ মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারত বৈশিষ্ট্য ও পর্যালোচনা ’’ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য।  ভারত অধ্যায় থেকে প্রশ্ন অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে । 

মাধ্যমিক ভূগোল ভারত পঞ্চম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল ভারত পঞ্চম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography short Question and Answer 

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:-

File Details:- 

File Name:- Madhyamik Geography 5th chapter short questions answers in bengali pdf download

File Format:- PDF

File Size:-  Mb

File Location:- Google Drive

  Download  Click Here to Download 

      আরও পোস্ট দেখো     B           

A. মাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর Click Here

B.  Madhyamik Suggestion / মাধ্যমিক সাজেশন

C. Madhyamik Geography Suggestion Click here

D. মাধ্যমিক ভূগোল সাজেশন PDF Download 


অসংখ্য ধন্যবাদ , তোমার যদি  আমাদের এই ” মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারত 1 প্রশ্ন ও উত্তর । Madhyamik Geography fifth chapter LAQ Question and Answer  ” পােস্টটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে তুমি আমাদের এই পোস্টটা তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।


এছাড়াও তুমি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পিডিএফ, নোট, Practice Set, mock test ইত্যাদি পাবে।

 

_________❤️🤗 ধন্যবাদ ❤️🤗 ________


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url